বাড়তি অর্থ পাবার যোগ আছে। পদোন্নতির পাশাপাশি কর্মস্থান পরিবর্তন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষে থাকবে। ... বিশদ
সর্বভারতীয় টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন আশিস। ‘ব্যোমকেশ বক্সী’, ‘রিমিক্স’, ‘বাহ বহু অউর বেবি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘মেরে আঙ্গনে মে’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি ‘বোস: দ্য ফরগটেন হিরো’, ‘হোম ডেলিভারি’, ‘রাজা নটবরলাল’- এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছিলেন তিনি।