বিদ্যার্থীরা পড়াশুনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ
আগামী বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন হবে। আর সেই উপলক্ষে একই ছবিতে ফেলুদা ও প্রফেসর শঙ্কুর দুটো গল্প দর্শকদের উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন সন্দীপ রায়। কিন্তু করোনা আবহে ফেলুদার কাজ কবে শুরু করতে পারবেন সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তিনি। তাঁর কথায়, ‘এখনও গল্প বা কাস্টিং কিছুই ঠিক হয়নি। একই ছবিতে দুটো গল্প মানে খুব বড় গল্প নির্বাচন করতে পারব না। শঙ্কুর ভূমিকায় ধৃতিদাই (ধৃতিমান চট্টোপাধ্যায়) অভিনয় করবেন। কিন্তু এখনও ফেলুদা কে হবেন, সেটা ঠিক হয়নি।’
প্রসঙ্গত, এর আগে কিরীটীর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল। আর ফেলুদা যে তাঁর স্বপ্নের চরিত্র সে কথাও তিনি বারবার জানিয়েছেন। তাহলে সন্দীপ রায়ের থেকে অফার পেলে রাজি হবেন কি তিনি? ‘আমার ইচ্ছা তো রয়েইছে। কিন্তু কোনও কথা হয়নি। ফলে এখনই আর কিছু বলতে চাইছি না,’ বক্তব্য ইন্দ্রনীলের। বাংলা ওয়েব সিরিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। এই সিরিজটির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী ছাড়াও আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। কিন্তু বয়সের কারণেই এক সময় সব্যসাচী আর ফেলুদা করবেন না বলে জানিয়েছিলেন। এদিকে আবিরকে ফেলুদার পাশাপাশি ব্যোমকেশ চরিত্রেও দর্শক দেখেছেন। তাই সন্দীপ রায় নতুন কাউকে ফেলুদা হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন। ফলে তাঁর ছবিতে প্রদোষ মিত্রের চরিত্রে শেষপর্যন্ত কাকে দেখা যায় সেটাই ফেলুদা ভক্তদের কাছে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে।