Bartaman Patrika
বিনোদন
 

অভিনব ফ্যাশন শো: বারাণসীতে গঙ্গার তীরে আয়োজিত একটি ফ্যাশন শো-এ অংশ নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কৃতী শ্যানন। ছবি: পিটিআই

দেখে মনে হবে না
টাকাটা জলে গেল

নিশ্চিত আশ্বাসবাণী দিলেন কোয়েল মল্লিক। তাঁর কাছে এবারের পুজো অন্যরকম। সদ্য মা হয়েছেন। আবার কোভিডের সঙ্গে লড়াইতেও জিতেছেন। ‘রক্তরহস্য’ নিয়ে এবার পুজোয় দর্শকের দরবারে তিনি। তাঁর অনুভূতির কথা শুনলেন সন্দীপ রায়চৌধুরী।

  পুজো তো এসেই গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুভূতি কীরকম?
 মা আসছেন। তাই আনন্দ তো হচ্ছেই। যদিও এবার পুজোর আবহটা অন্যরকম। করোনা এসে আমাদের জীবনটাই বদলে দিয়েছে। তাছাড়া এবার পুজো মহালয়ার প্রায় এক মাস পর। আমি কখনও এরকম দেখিনি। সবদিক দিয়েই পরিস্থিতি আলাদা। তবু বাঙালি মেয়ে তো। পুজোর সময় আমাদের একটা অন্যরকম স্পিরিট কাজ করে। তাই আশা করছি, এই ভয়াবহ পরিস্থিতিটা মা নিশ্চয়ই ঠিক করে দেবেন।
 আপনার ব্যক্তিজীবনেও তো এটা অন্যরকমের পুজো। মা হওয়ার পর এই প্রথম আপনি মা দুর্গার আরাধনায়...
 একদমই তাই। আমি সবকিছুই পজিটিভ ভাবতে ভালোবাসি। আমরা সকলে মিলে পৃথিবীর উপর অত্যাচার তো কম করিনি। এখন প্রকৃতি বদলা নিচ্ছে। গোটা পৃথিবী এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। আমরা যেন এর থেকে শিক্ষা নিতে পারি। এখনও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, তাহলে আগামীদিন আরও ভয়াবহ হবে। ব্যক্তিগত জীবনে এই বছরটা নিঃসন্দেহে আমার সেরা বছর। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই চেষ্টা করছিও না। তবে হ্যাঁ, বলতে পারেন সবকিছু স্বাভাবিক থাকলে আনন্দটা অনেক বেশি হতো। কিন্তু আমি ভাগ্যে বিশ্বাসী। খুব শিগগির এই পরিস্থিতি কাটবে এই আশা নিয়েই এবার প্রার্থনা করব।
 মা হওয়ার পর পর পরিবারের সকলেই আপনারা করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন সামলেছিলেন কীভাবে?
 করোনা সম্বন্ধে সচেতনতা মেনে চলার যা যা পরামর্শ সরকারি গাইডলাইনে ছিল, ডাক্তারবাবুরা যা বলছিলেন তার কোনও অন্যথা আমরা করিনি। ঘর থেকে কেউ বেরতাম না। সব সতর্কতা মেনেছি। তবু পরিবারের সকলে মিলে আমরা নভেল করোনা ভাইরাসে কীভাবে আক্রান্ত হলাম, জানি না। আসলে ভাগ্যের লিখন বোধহয় খণ্ডানো যায় না। তাই বিপদ এলে তার মোকাবিলা করতে হবে পজিটিভ থেকে। বাবার থেকেই এটা শিখেছি। বিপদে চারিদিকে ঘন মেঘ জমেই, তার মানে এই নয় যে সূর্য দেখতে পাব না। ওই সময় সত্যিই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। ওই কঠিন পরিস্থিতিতে সদ্য মা হওয়ার অনুভূতিই বোধহয় মনে জোর এনে দিয়েছিল। বাকি পরিস্থিতি নিয়ে মাথা ঘামাতে পারিনি।
 সৌমিত্র চট্টোপাধ্যায়ও এখন কোভিডের সঙ্গে লড়াই করছেন।
 যা খবর পাচ্ছি, সৌমিত্রজ্যেঠু এখন অনেকটাই ভালো আছেন। মায়ের কাছে চাইব, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে পুজোর আগেই বাড়ি ফিরে আসুন।
 শেষপর্যন্ত সিনেমা হল খুলেছে। আপনার কী মনে হয় করোনার চোখরাঙানি উপেক্ষা করে দর্শক হলে আসবেন?
 কনটেন্ট যদি ভালো হয়, তাহলে যেকোনও সময় রিলিজ করলেই ছবি চলে। অনেকসময় অনেককে বলতে শুনেছি, অফসিজন, ছবি চলবে না। তাও চলেছে। যদিও এবার প্রেক্ষিতটা ভিন্ন। পুজোর সময় দলে দলে যেমন দর্শক হলে ভিড় করতেন, সেটা স্বাভাবিকভাবেই এবার হবে না। কিন্তু হলে দর্শক ঠিকই আসবেন। আর আমাদের ছবির উপর আস্থা আছে। এটা আমার কাছে একটা স্পেশাল ছবি। অতিমারী শুরু হওয়ার আগেই ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল। তাই আমরা অপেক্ষায় ছিলাম, হল খুললেই ছবিটা রিলিজ করব।
 গতবারের পুজোর সঙ্গে একটা জিনিস কমন। দু’বারই রহস্য ছবি নিয়ে হাজির কোয়েল মল্লিক।
 এটা একদমই কাকতালীয়। (হাসি) আগেরবার পুজোয় যখন ‘মিতিনমাসি’ রিলিজ করেছিল তখন থেকেই সকলে জানতে চাইত কবে রক্তরহস্য রিলিজ করবে? এটা নারীর ক্ষমতায়নের ছবি। আমি অবশ্য নারীবাদী নই। মানব ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ। এখানে স্বর্ণজার যে চরিত্রটা আমি করেছি, সেটা আমাদের প্রত্যেকেরই খুব চেনা। পাড়ায়, রাস্তাঘাটে, এরকম মেয়ে আমরা দেখেছি। অনেক জায়গায় ধাক্কা খেয়েছে, প্রচুর মানুষ স্বর্ণজাকে ঠকিয়েছে। জীবনের অনেক ক্ষেত্রেই সে হেরেছে। তবুও ভালোর সংজ্ঞাটা ওর মন থেকে মুছে যায়নি। ভীষণ মিষ্টি একটা মেয়ের চরিত্র, আমার কেরিয়ারে মনে হয় না আমি আগে করেছি। এই ছবি দর্শকদের ভালো লাগবে। ছবির গল্প আর চরিত্রের উপর আমার ভীষণ আস্থা আছে। তাই হয়তো জোর গলায় কথাটা বলতে পারছি। করোনার জন্য হল অনেকদিন বন্ধ ছিল। এতদিন পরে যখন দর্শক হলে ঢুকবেন, আমাদেরও একটা দায়িত্ব থাকে ভালো ছবি উপহার দেওয়ার।
 টলিউডের পুজো এবছর প্রায় নায়কবিহীন। নায়িকা যাঁরা আছেন তাঁদের মধ্যেও আপনি সবচেয়ে সিনিয়র।
 ঋতুদির (ঋতুপর্ণা সেনগুপ্ত) ছবি আছে। পার্সেল বোধহয় রি-রিলিজ করছে।
 রি-রিলিজ-টা ছেড়ে দিলে আপনিই সিনিয়র। সেই হিসেবে কী বাড়তি দায়িত্ব এবার?
 এই রে। (হাসি) এটা কিন্তু অসম্ভব ভারী প্রশ্ন। প্রশ্ন যেমন ভারী, দায়িত্বটাও ততটাই ভারী। যেদিন থেকে অভিনয়ে এসেছি, সেদিন থেকেই দায়িত্ববোধ ছিল। বাবা বলতেন, দর্শক নিজের গাঁটের পয়সা খরচ করে টিকিট কেনেন, সবসময় মাথায় রাখবে তাঁর সেই পয়সা যেন উসুল হয়। যাঁরা ছবি দেখতে আসবেন, তাঁদের যেন এরকম মনে না হয় যে, টাকাটা নষ্ট হল। এই সময় দাঁড়িয়ে কথাটা আরও বেশি প্রযোজ্য। কোভিড পরিস্থিতিতে এখন অনেকেরই পকেটে টান পড়েছে। অর্থের মূল্য যেন আরও বেশি করে সকলে বুঝতে পারছেন। রক্তরহস্য দেখে মনে হবে না টাকাটা জলে গেল, এটা হলফ করে বলতে পারি।
 অভিনেত্রীর সঙ্গে আপনি এখন প্রযোজকও। সবকিছু স্বাভাবিক হলে তো ছবিটা রিলিজ করা যেত। এটা ঝুঁকি হয়ে গেল না তো?
 ঝুঁকি তো থাকবেই। সবসময় কমফোর্ট জোন খুঁজলে জীবনে এগনো যাবে না। অতিমারীতে হল বন্ধ ছিল, তখন দেশের সব শিল্পীরা মিলে আমরা ক্রমাগত দাবি জানিয়েছি, ‘সাপোর্ট হল, সাপোর্ট সিনেমা, ওপেন হল’। হল খোলার আবেদন জানিয়ে যদি ঘরে বসে থাকি পরে ছবি রিলিজ করব বলে, তাহলে আমার কথার সঙ্গে তো কাজে মিল থাকবে না।
 আগামী ছবির প্রস্তুতির জন্য ট্রেনিং শুরু করে দিয়েছেন। কয়েকটা ফিটনেস ভিডিও আপলোড করেছেন...
 সেই ট্রেনিংটা আমার নিজের ফিটনেসের জন্য। কাজের জন্য ট্রেনিং এখনও শুরু করিনি। ট্রেনিংয়ের ভিডিও এমনিতে আমি আপলোড করি না। এখন করছি যাতে এই অতিমারীতে সকলের মনোবল একটু বাড়ানো যায়। কোভিডের সময় ডাক্তারবাবুরাও বলছেন সকলকে ফিট থাকতে। ইমিউনিটি বাড়ানোর কথা বলছেন। ফিটনেস ঠিক থাকলে যেমন শারীরিকভাবে সুস্থ থাকব, মানসিকভাবেও আমরা সুস্থ হয়ে উঠব।
 তাহলে মিতিনমাসির সিক্যুয়েল দিয়েই ফ্লোরে ফিরবেন?
 সেটা এখনও জানি না। ‘মিতিনমাসি ২’ অবশ্যই হবে ২০২১-এ। কিন্তু সেটা দিয়েই ফ্লোরে ফেরা না, তার আগে অন্য কোনও ছবি সেটা এখনই বলতে পারছি না।
 এবার বলুন, ছেলের সঙ্গে সময় কীরকম কাটছে?
 দারুণ। মানে সকাল, দুপুর, রাত কেমনভাবে হচ্ছে, ক্যালেন্ডারের ডেটগুলো কীভাবে এগচ্ছে সত্যি খেয়াল রাখতে পারি না। এই সময়টার জন্য আমি সবসময় অপেক্ষায় ছিলাম। এখন কাজ করার উপায় নেই, সবসময় বাড়িতে বসে রয়েছি। ফলে ছেলের সঙ্গে সময়টা চুটিয়ে উপভোগ করতে পারছি। ওর সঙ্গে খেলছি, মজা করছি। আমার ছেলে খুব হুজুগে হয়েছে। ফলে ওর সঙ্গে হুজুগে মেতে উঠতে আমারও মজাই লাগছে।
 ছেলের কী নাম রাখলেন?
 নাম এখনও রাখা হয়নি। এখন বাড়ির সকলে নানারকম নামে ডাকছে। পুজোর সময় ওর নাম সকলকে জানাব।
 মল্লিকবাড়ির পুজো হচ্ছে এবার?
 পুজো হচ্ছে। তবে অতিমারীর কথা মাথায় রেখে এবার পুজোয় দর্শক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। আত্মীয়-স্বজনরাও সকলে আসছেন না। দর্শক এবং আমাদের পরিবারের সকলের কথা চিন্তা করেই এই বিধিনিষেধ থাকছে, যাতে কেউ আক্রান্ত হয়ে না পড়েন। মল্লিকবাড়ির পেজ থেকে অঞ্জলি আর আরতি লাইভ দেখানোর একটা পরিকল্পনা করা হয়েছে। আশা করছি, পরের বছর সব বাধা অতিক্রম করে আবার পুজোয় সকলে মিলে হইহই করতে পারব।
 অনেক ধন্যবাদ কোয়েল। খুব ভালোভাবে পুজো কাটান।
 থ্যাঙ্ক ইউ। আপনারাও সকলে ভালো থাকবেন। পুজো ভালো কাটুক। আর প্লিজ সবাই সুস্থ থাকবেন। এবার এটাই সবথেকে জরুরি।
20th  October, 2020
মুখোমুখি বিদ্যা ও মাধুরী

আলাদা ভাবে এত বছর দর্শকের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। এবার তাঁরা মুখোমুখি। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে এমনই দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শক। ‘আমি যে তোমার’ গানের সঙ্গে দুই নায়িকার পারফরম্যান্স দেখবেন সকলে। বিশদ

সুহানার ছবিতে শাহরুখের বাজেট ২০০ কোটি

 বড়পর্দায় মেয়ে সুহানা খানের ডেবিউ। আর তা নিয়ে বাবা শাহরুখের বিশেষ পরিকল্পনা থাকবে না, তা কি হয়? ‘ডাঙ্কি’র পর সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’-এর হাত ধরে বড়পর্দায় ফিরবেন বলিউড বাদশা। শোনা যাচ্ছে, এই ছবির জন্য বড় মাপের চিন্তাভাবনা রয়েছে শাহরুখের। বিশদ

অভিনেতা কালো হওয়ায় অনেক লড়তে হয়েছে : দিবাকর

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিটি। ঠিক ১৪ বছর পর আসতে চলেছে এর সিক্যুয়েল। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি সে সময় হইচই ফেলেছিল। ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’ ছবিতেও বর্তমান সময়কে তুলে ধরা হয়েছে। পরিচালক ভাগ করে নিলেন সেই ভাবনা।
বিশদ

বিষয় বৈচিত্র্যে হতাশ খেয়ালী

ইচ্ছে করলে ডানা মুড়ে বসতেই পারেন। সমস্ত রকম সাজানো সৃষ্টিশীলতা থেকে বিচ্ছিন্ন করে নিতেই পারেন নিজেকে। মেকআপ মুছে, কলম মুড়ে অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক খেয়ালী দস্তিদার দায়বদ্ধতা থেকে দূরে কোথাও আপন অবসর উদযাপন করতেই পারেন। বিশদ

ছকভাঙা দিলজিৎ

ছকে বাঁধা নয়, ছক ভাঙা কাজই তাঁর বেশি পছন্দের। সে কথাই যেন প্রমাণ করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি মুম্বইয়ে একটি কনসার্টে গিয়ে এ কথাই বললেন তিনি। জানালেন, পাঞ্জাবিদের নিয়ে ছকে বাঁধা ধারণা তিনি ভেঙে দিয়েছেন। বিশদ

রাজকুমারের অস্ত্রোপচার?

শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তুষার হিরানন্দানি পরিচালিত ‘শ্রী: দ্য ইন্সপায়ারিং  জার্নি অব শ্রীকান্ত বোল্লা’ ছবিটি সম্পর্কে সিনেপ্রেমীরা ওয়াকিবহাল। বিশদ

হুমার নতুন জার্নি

অটো রিক্সা চালকের ভূমিকায় বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। নিজের পরের ছবি ‘গুলাবি’র জন্য এমন চরিত্রই বেছে নিয়েছেন তিনি। সোমবার থেকে আহমেদাবাদে শুরু হল এই ছবির শ্যুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিপুল মেহতা। বিশদ

আদিত্যর ছবির ভাগ্য বিপর্যয়

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। একটি অ্যাকশন ঘরানার ছবিতে আদিত্যর পরিচালনায় কাজ করার কথা ছিল রণবীরের। এখন শোনা যাচ্ছে, এই ছবির ভাগ্য বিপর্যয়ের মুখে। চলতি বছর গ্রীষ্মে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বিশদ

আদর্শের গান

করতেন অভিনয়। হঠাৎই গায়ক হওয়ার সাধ হল তাঁর। পরিণীতি চোপড়ার কথা ভাবছেন তো? না! হিসেব মিলল না। বলিউড অভিনেত্রী পরিণীতি অভিনয়ের পাশাপাশি সদ্য গানেও মন দিয়েছেন একথা ঠিক। কিন্তু তাঁর পথেই নাম লেখালেন আরও এক তারকা। আদর্শ গৌরব। বিশদ

নতুন সিরিজে ভুবন

‘তাজা খবর’ সিরিজের হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন বিখ্যাত ইউটিউবার ভুবন বাম। এবার নতুন এক মার্ডার মিস্ট্রি ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে। প্রথমবার অন্য কোনও প্রযোজনা সংস্থার অধীনে কাজ করতে চলেছেন তিনি। বিশদ

‘এখনকার ছবির বিষয় দেখে আমি বিরক্ত’

দীর্ঘদিন পর আবার রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন, বিবাহ বহির্ভূত প্রেম, প্রতারণা— এসব নিয়ে আসতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘দো অউর দো পেয়ার’। শীর্ষা গুহঠাকুরতা পরিচালিত এই ছবিতে বিদ্যার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা প্রতীক গান্ধী। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে রঙিন আড্ডা দিলেন বিদ্যা। বিশদ

15th  April, 2024
খেলা ঘোরানো তাসের জোকার

বছর কয়েক আগে প্রবল দক্ষিণী ঝঞ্ঝায় বিপর্যস্ত বলিউড প্রাথমিক সঙ্কট কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে। নির্মাণ কৌশলে বদল এনেছে। মৌলিক চরিত্রে অল্পবিস্তর অভিযোজন ঘটিয়েছে।
বিশদ

15th  April, 2024
বেবিমুনে দীপিকা-রণবীর

প্রথম সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন  ও রণবীর সিং। আগামী সেপ্টেম্বর মাসে মা-বাবা হতে চলেছেন তাঁরা। এই আবহে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন দম্পতি।
বিশদ

15th  April, 2024
বক্স অফিসই আসল হিরো

কেবল ভালো অভিনয় বা দর্শকের প্রশংসা নয়। পরবর্তী ছবির কাজ পেতে প্রয়োজন বক্স অফিসে ভালো নম্বর। এমনটাই মনে করেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সম্প্রতি বিধু
বিশদ

15th  April, 2024
একনজরে
রাজস্থানের সিকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হল। এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু। জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ ...

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সেই ২০০৯ সাল থেকে টানা জিতে আসছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই জোড়াফুলের প্রার্থী। বিগত লোকসভা নির্বাচনগুলির সময় দেখা গিয়েছে, জয় নিয়ে কার্যত ‘চিন্তামুক্ত’ থাকতেন তিনি। ...

শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম ...

নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতাতে হবে বলে তৃণমূল নেতাদের সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হলদিয়ায় একটি হোটেলে তমলুক লোকসভার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ১৩ রানে আউট রাসেল, কেকেআর ১৮৪/৪ (১৩.১ ওভার)(বিপক্ষ রাজস্থান)

09:10:26 PM

আইপিএল: ৪৯ বলে সেঞ্চুরি নারেনের, কেকেআর ১৮৪/৩ (১৬ ওভার)(বিপক্ষ রাজস্থান)

09:06:46 PM

আইপিএল: ১০৯ রানে আউট নারিন, কেকেআর ১৯৫/৫ (১৭.৩ ওভার)(বিপক্ষ রাজস্থান)

09:06:00 PM

আইপিএল: কেকেআর ১৬১/৩ (১৫ ওভার)(বিপক্ষ রাজস্থান)

09:00:02 PM

আইপিএল: ১১ রানে আউট শ্রেয়স, কেকেআর ১৩৩/৩ (১৩ ওভার)(বিপক্ষ রাজস্থান)

08:48:06 PM

আইপিএল: ৩০ রানে আউট রঘুবংশী, কেকেআর ১০৬/২ (১০.৪ ওভার)(বিপক্ষ রাজস্থান)

08:37:56 PM