কর্মলাভের যোগ আছে। ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বুদ্ধিমত্তার জন্য প্রশংসা জুটবে। ... বিশদ
একজন খেতে ভালোবাসে আর একজন খাওয়াতে ঠাকুমা ও নাতির এই মজার রান্নাঘরে ‘ঠাকুমা’ তনিমার সঙ্গে ‘নাতি’র ভূমিকায় থাকছে জনপ্রিয় শিশুশিল্পী রক্তিম। রান্না নিয়ে তো বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হয়। তাহলে স্টার জলসার এই ‘রান্নাবান্না’ শো-এর নতুনত্ব কোথায়? তনিমার বক্তব্য, ‘আমি হাসতে এবং হাসাতে যেমন ভালোবাসি, তেমনই খেতে ও খাওয়াতেও ভালোবাসি। প্রথমেই ধন্যবাদ জানাব এই শোয়ের প্রযোজনা সংস্থা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। কারণ তাঁরা আমাকে বেছে না নিলে এমন সুন্দর একটা শো থেকে বঞ্চিত হতাম। প্রতিটা পর্বে যেমন দুটো করে ডিশ তৈরি হবে। তেমনই রান্নাবান্নায় ঠাকুমা ও নাতির একটা গল্প থাকছে। এই গল্পটা অন্য শোগুলির থেকে এই শো-কে আলাদা করবে।’
শুধু ঠাম্মা-নাতিই নয়, এই শো-এ যেমন আম আদমি অতিথি হয়ে আসবেন, তেমনই সপ্তাহে একটি পর্বে টলিপাড়ার সেলিব্রিটিদেরও পাওয়া যাবে গেস্ট হিসাবে। এ প্রসঙ্গে তনিমা যোগ করলেন, ‘সাধারণত রান্নার অনুষ্ঠানে মহিলাদের যোগ দিতে দেখা যায়। কিন্তু আমার এই শো-এ মহিলা-পুরুষ নির্বিশেষে সকলের জন্য অবারিত দ্বার।’ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘রান্নাবান্না’র শ্যুটিং।