কর্মলাভের যোগ আছে। ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বুদ্ধিমত্তার জন্য প্রশংসা জুটবে। ... বিশদ
এই ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘প্রতি মুহূর্তে তোমাকে মিস করি’। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু কাপুর পরিবার তথা গোটা দেশের মানুষের চোখে জল এনে দিয়েছিল। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি এখনও ছবি জগতে না এলেও বড় মেয়ে জাহ্নবীও বলিউডে তাঁর জমি ধীরে ধীরে শক্ত করছেন। ‘ধড়ক’ ছবিতে ডেব্যু করার পরে তাঁর হাতে এখন ‘দোস্তানা ২’, ‘দ্য কার্গিল গার্ল’, ‘তখ্ত’, ‘রুহি আফজানা’র মতো বেশ কিছু ছবির কাজ রয়েছে।