বিদ্যার্থীরা পড়াশুনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ
ছবিতে দেখা যাচ্ছে, সাদা গাড়িটির ডান দিকের অংশ তুবড়ে গিয়েছে। অভিনেতার দাবি, দুর্ঘটনার পর তাঁর দেহরক্ষী ট্রাকের ড্রাইভারকে ধরে ফেলেন। ওই ট্রাকচালক সেই সময় মত্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে দেরি করে পৌঁছনোর জন্য পুলিসের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন অঙ্কুশ। বুধবার ফোন করা হলে অঙ্কুশ বলেন, ‘মারাত্মক কিছু একটা ঘটতে পারত। আমি এখন ভালো আছি।’ এদিকে পুলিসের দাবি, মঙ্গলবার রাতের দুর্ঘটনার কোনও অভিযোগ এখনও পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি।