ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ
অশোক রায়ের জন্ম বিহারের (অধুনা ঝাড়খণ্ডের) ঝরিয়ায়। গানের টানেই তাঁর কলকাতায় আশা। পরবর্তীকালে তাঁর সুরে আধুনিক গান গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতলা শ্মশানে প্রয়াত সুরকারের শেষকৃত্য সম্পন্ন হয়। স্ত্রী আগেই প্রয়াত হয়েছিলেন। তাঁর সঙ্গীত শিল্পী পুত্র জয়দীপ এবং কন্যা চৈতি বর্তমান।