Bartaman Patrika
বিনোদন
 

অভিনব ফ্যাশন শো: বারাণসীতে গঙ্গার তীরে আয়োজিত একটি ফ্যাশন শো-এ অংশ নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কৃতী শ্যানন। ছবি: পিটিআই

কলকাতা জানে আমার প্রথম সবকিছু

অভিনন্দন দত্ত: কলকাতায় অর্জুন কাপুর। উদ্দেশ্য বোন জাহ্নবীর সঙ্গে প্রথমবার একটি ফ্যাশন শোয়ের শো স্টপার হওয়া। কিন্তু মালাইকা আরোরার সঙ্গে প্রেম করছেন বলে যাঁকে নিয়ে বলিউডে এখন তুমুল আলোচনা সেই অর্জুনকেই নাকি কোনও ব্যক্তিগত বা বিতর্কিত প্রশ্ন করা যাবে না। তবে সেই কড়া নিষেধাজ্ঞা টপকেই শোয়ের আগে খোলা মনে বর্তমানের সামনে মুখ খুললেন অর্জুন।

 কলকাতায় পা রাখার আগে ইনস্টাগ্রামে জোকারের ছবি পোস্ট করলেন। আর সেটা মুহূর্তে ভাইরাল। রহস্যটা কী একটু বলবেন?
 কোনও রহস্য নেই ভাই। আমার টিমের একজন ওই ফিল্টারটা দেখাল আর আমিও ছবি তুলে পোস্ট করে দিলাম। এখন ভাইরাল হলে হোক। কী আর করা যাবে। আসলে আমি অত ভেবেচিন্তে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করি না (হাসি)।
 ‘হাফ গার্লফ্রেন্ড’ এর পর বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। আবার কলকাতায় এসে কেমন লাগছে?
 দু’বছর কেটে গিয়েছে। খুবই ভালো লাগছে। আমার তো শুরুটাই এই শহর থেকে হয়েছিল। প্রথমবার যেটুকু প্রচারের আলো পেয়েছিলাম, সেটা তো কলকাতার দৌলতে। কারণ এখানেই আমি ‘গুন্ডে’র শ্যুটিং করেছিলাম। কলকাতা আমার পেশাদার জীবনের মধ্যে গেঁথে রয়েছে।
 সেই দিনগুলোর স্মৃতি নিশ্চয়ই এখনও আপনার মনে টাটকা?
 অবশ্যই। ওটাই ছিল আমার প্রথম কলকাতা ভ্রমণ। আর এখানে প্রায় পঞ্চাশ দিন কাটানো মানে বুঝতেই পারছেন একরাশ স্মৃতি। তখন অত ক্যামেরা বা সোশ্যাল নেটওয়ার্কের দাপট ছিল না। আমাদের মানুষ সেইভাবে চিনত না। মনে আছে আমি আর রণবীর (সিং) প্রতিদিন রাস্তায় ঘুরে বেড়াতাম। রণবীরের চোট, ‘তুনে মারি এনট্রি’, কয়লা খনি, এখানকার খাবার— সব মনে রয়েছে। মনে আছে শুধুমাত্র কলকাতার খাবারের জন্য মাঝখানে ছুটি পেয়েও আমি মুম্বই ফিরে যাইনি।
 আর সংবাদমাধ্যমের দৌরাত্ম?
 (হাসতে হাসতে) বাপরে বাপ! আমাদের যে কোথায় কোথায় ধাওয়া করেছিলেন আপনারা বলে শেষ করতে পারব না। ওই সময়টায় ‘বরফি’র দৌলতে কলকাতা নিয়ে একটা আলাদা উত্তেজনা ছিল। শেষে যখন সাংবাদিক সম্মেলন করলাম ততদিনে দেখলাম আমাদের সব ছবি প্রকাশ্যে চলে এসেছিল।
 এই প্রথম জাহ্নবীর সঙ্গে র‌্যাম্পে হাঁটবেন। আপনাদের ভাই-বোনের সম্পর্ক নিয়ে তো সবসময় আলোচনা হয়।
 আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। আমরা মুম্বই থেকে আলাদা ফ্লাইটে কলকাতায় এলাম। আমরা একসঙ্গে থাকি না। তাহলে একটা মজার কথা বলি?
 বলুন...
 কাল রাতে বাবাকে বললাম যে, আমি কলকাতা যাচ্ছি। তা সেটা শুনে বাবা জানতে চাইলেন আমি কেন যাচ্ছি! তখন কারণটা ওঁকে বললাম। বলতেই বাবা বললেন ‘হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।’ তাহলে বুঝতেই পারছেন পরিবারের মধ্যেই কেউ খবর রাখে না যে কে কী কাজ করছে। কাজের ক্ষেত্রে আমরা খুবই পেশাদার।
(পাশে রাখা অর্জুনের ফোনে ভেসে উঠল ‘ড্যাড কলিং’। বললেন, ‘বলতে বলতে বাবার ফোন। সাক্ষাৎকারটা শেষ হতেই একবার ওঁকে ফোন করতে হবে।’)
তবে এটা বলব যে ও খুব ভালো কাজ করছে। আমার পরিবার থেকে ফ্যাশনের জন্য তো সাধারণত সোনমকে (কাপুর) বা জাহ্নবীকে বাছা হয়। অনামিকা (খান্না)আমাকে বেছেছেন বলে আমি কৃতজ্ঞ। ভালো লাগছে। আজকে ওর সঙ্গে র‌্যাম্পে হাঁটা জীবনের অন্যতম সেরা স্মৃতি হতে চলেছে।
 একটু আগে সাক্ষাৎকার নেওয়ার সময় জাহ্নবী তো মন খুলে আপনার প্রশংসা করলেন।
 (মুচকি হেসে) করাই তো উচিত। ওর কাছে আর কোনও অপশন নেই।
 আপনার স্টাইল মন্ত্রটা কী?
 কমফোর্ট। দেখুন, অভিনেতার জীবনে তার ফ্যাশন বা স্টাইলিং তো সবসময় অন্য কেউ করে দেয়। ব্যক্তিগত জীবনে আমি কোনও ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করি না। তাছাড়া আমার শরীরটাও পাশ্চাত্য ঘেঁষা নয়।
 স্টাইলিং নিয়ে ফ্যানদের জন্য কোনও টিপস দেবেন?
 এটাই বলব, ট্রেন্ড আসবে যাবে। কিন্তু মানুষটা একই থাকবে। তাই সবসময় নিজের মনের কথা শুনেই ফ্যাশন সেন্স তৈরি করা উচিত।
 এই প্রথম একজন বাঙালি পরিচালকের (দিবাকর বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?
 অসাধারণ। দীর্ঘদিন ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যশরাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার সময় আদি (আদিত্য চোপড়া) যাঁদের ছবিতে আমি কাজ করতে চাই এরকম দশজন পরিচালকের তালিকা তৈরি করতে বলেছিলেন। ওই তালিকায় দিবাকরের নাম ছিল। দিবাকরের সঙ্গে আমার আধ ঘণ্টার মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেই মিটিং চলেছিল ভোর পাঁচটা পর্যন্ত।
 ছবিতে আপনার চরিত্রটা নিয়েও তো আলোচনা হচ্ছে।
 ছবিতে (সন্দীপ অউর পিঙ্কি ফারার) আমি গুরগাঁওয়ের পাঞ্জাবি পুলিসের চরিত্রে। তিন মাসের প্রস্তুতি নিতে হয়েছিল। দিবাকর স্যর নিজে আমাকে সংলাপের কোচিং করিয়েছিলেন। আসলে উনি খুব ডিটেলে কাজ করতে পছন্দ করেন। আপনি মনে করিয়ে দিলেন বলে ওঁকে একবার ফোন করতে হবে (হাসি)।
 বলিউডে আট বছর সময় কাটালেন...
 (হেসে) হ্যাঁ, চুলে পাক ধরেছে।
 এখন কী কী মাথায় রেখে চরিত্র নির্বাচন করেন?
 কিছুই না। মাথা ফাঁকা রাখতে চাই। কারণ মাথা ফাঁকা থাকলে তাহলেই নতুন আইডিয়াগুলো আসবে। তবে এই অল্প সময়ে আমি যে এত রকমারি স্বাদের চরিত্রে অভিনয় করতে পেরেছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে হয়।
 আর বক্স অফিসের সাফল্য বা ব্যর্থতা?
 ভালো খারাপের মিশেলেই তো জীবন। এর বেশি কিছু ভাবি না।
 এই দীর্ঘ সময়টা কাটানোর পর একজন অভিনেতা হিসেবে নিজের মধ্যে কী কী পরিবর্তন এসেছে?
 এই বছর তো আপনি আগের বছরের মতো থাকবেন না। জীবনযাত্রা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। পনেরোটা ছবি করে ফেললাম। আগে বুঝতে পারতাম না। এখন অনেকটাই একাগ্রতা বেড়েছে। পরিণত হয়েছি। চার-পাঁচ বছর আগে আমাকে ঘিরে কোনও অনুষ্ঠানে মানুষের পাগলামোটা উপভোগ করতাম। ছবির প্রচার করতে হলে একটু ঘাবড়ে যাই। বরুণের (ধাওয়ান) অবশ্য এখনও কোনও পরিবর্তন আসেনি। ও এখনও সমান এনার্জি নিয়ে ছবির প্রচার করে (হাসি)। আমি বরং অনেকটাই বদলে গিয়েছি। বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে এখন মনে হয়, নিজে না বলে আমার কাজই আমার হয়ে কথা বলুক।
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
24th  January, 2020
মুখোমুখি বিদ্যা ও মাধুরী

আলাদা ভাবে এত বছর দর্শকের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। এবার তাঁরা মুখোমুখি। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে এমনই দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শক। ‘আমি যে তোমার’ গানের সঙ্গে দুই নায়িকার পারফরম্যান্স দেখবেন সকলে। বিশদ

সুহানার ছবিতে শাহরুখের বাজেট ২০০ কোটি

 বড়পর্দায় মেয়ে সুহানা খানের ডেবিউ। আর তা নিয়ে বাবা শাহরুখের বিশেষ পরিকল্পনা থাকবে না, তা কি হয়? ‘ডাঙ্কি’র পর সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’-এর হাত ধরে বড়পর্দায় ফিরবেন বলিউড বাদশা। শোনা যাচ্ছে, এই ছবির জন্য বড় মাপের চিন্তাভাবনা রয়েছে শাহরুখের। বিশদ

অভিনেতা কালো হওয়ায় অনেক লড়তে হয়েছে : দিবাকর

২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিটি। ঠিক ১৪ বছর পর আসতে চলেছে এর সিক্যুয়েল। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি সে সময় হইচই ফেলেছিল। ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’ ছবিতেও বর্তমান সময়কে তুলে ধরা হয়েছে। পরিচালক ভাগ করে নিলেন সেই ভাবনা।
বিশদ

বিষয় বৈচিত্র্যে হতাশ খেয়ালী

ইচ্ছে করলে ডানা মুড়ে বসতেই পারেন। সমস্ত রকম সাজানো সৃষ্টিশীলতা থেকে বিচ্ছিন্ন করে নিতেই পারেন নিজেকে। মেকআপ মুছে, কলম মুড়ে অভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক খেয়ালী দস্তিদার দায়বদ্ধতা থেকে দূরে কোথাও আপন অবসর উদযাপন করতেই পারেন। বিশদ

ছকভাঙা দিলজিৎ

ছকে বাঁধা নয়, ছক ভাঙা কাজই তাঁর বেশি পছন্দের। সে কথাই যেন প্রমাণ করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি মুম্বইয়ে একটি কনসার্টে গিয়ে এ কথাই বললেন তিনি। জানালেন, পাঞ্জাবিদের নিয়ে ছকে বাঁধা ধারণা তিনি ভেঙে দিয়েছেন। বিশদ

রাজকুমারের অস্ত্রোপচার?

শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তুষার হিরানন্দানি পরিচালিত ‘শ্রী: দ্য ইন্সপায়ারিং  জার্নি অব শ্রীকান্ত বোল্লা’ ছবিটি সম্পর্কে সিনেপ্রেমীরা ওয়াকিবহাল। বিশদ

হুমার নতুন জার্নি

অটো রিক্সা চালকের ভূমিকায় বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। নিজের পরের ছবি ‘গুলাবি’র জন্য এমন চরিত্রই বেছে নিয়েছেন তিনি। সোমবার থেকে আহমেদাবাদে শুরু হল এই ছবির শ্যুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিপুল মেহতা। বিশদ

আদিত্যর ছবির ভাগ্য বিপর্যয়

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। একটি অ্যাকশন ঘরানার ছবিতে আদিত্যর পরিচালনায় কাজ করার কথা ছিল রণবীরের। এখন শোনা যাচ্ছে, এই ছবির ভাগ্য বিপর্যয়ের মুখে। চলতি বছর গ্রীষ্মে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বিশদ

আদর্শের গান

করতেন অভিনয়। হঠাৎই গায়ক হওয়ার সাধ হল তাঁর। পরিণীতি চোপড়ার কথা ভাবছেন তো? না! হিসেব মিলল না। বলিউড অভিনেত্রী পরিণীতি অভিনয়ের পাশাপাশি সদ্য গানেও মন দিয়েছেন একথা ঠিক। কিন্তু তাঁর পথেই নাম লেখালেন আরও এক তারকা। আদর্শ গৌরব। বিশদ

নতুন সিরিজে ভুবন

‘তাজা খবর’ সিরিজের হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন বিখ্যাত ইউটিউবার ভুবন বাম। এবার নতুন এক মার্ডার মিস্ট্রি ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে। প্রথমবার অন্য কোনও প্রযোজনা সংস্থার অধীনে কাজ করতে চলেছেন তিনি। বিশদ

‘এখনকার ছবির বিষয় দেখে আমি বিরক্ত’

দীর্ঘদিন পর আবার রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন, বিবাহ বহির্ভূত প্রেম, প্রতারণা— এসব নিয়ে আসতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘দো অউর দো পেয়ার’। শীর্ষা গুহঠাকুরতা পরিচালিত এই ছবিতে বিদ্যার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা প্রতীক গান্ধী। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে রঙিন আড্ডা দিলেন বিদ্যা। বিশদ

15th  April, 2024
খেলা ঘোরানো তাসের জোকার

বছর কয়েক আগে প্রবল দক্ষিণী ঝঞ্ঝায় বিপর্যস্ত বলিউড প্রাথমিক সঙ্কট কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে। নির্মাণ কৌশলে বদল এনেছে। মৌলিক চরিত্রে অল্পবিস্তর অভিযোজন ঘটিয়েছে।
বিশদ

15th  April, 2024
বেবিমুনে দীপিকা-রণবীর

প্রথম সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন  ও রণবীর সিং। আগামী সেপ্টেম্বর মাসে মা-বাবা হতে চলেছেন তাঁরা। এই আবহে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন দম্পতি।
বিশদ

15th  April, 2024
বক্স অফিসই আসল হিরো

কেবল ভালো অভিনয় বা দর্শকের প্রশংসা নয়। পরবর্তী ছবির কাজ পেতে প্রয়োজন বক্স অফিসে ভালো নম্বর। এমনটাই মনে করেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সম্প্রতি বিধু
বিশদ

15th  April, 2024
একনজরে
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সেই ২০০৯ সাল থেকে টানা জিতে আসছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই জোড়াফুলের প্রার্থী। বিগত লোকসভা নির্বাচনগুলির সময় দেখা গিয়েছে, জয় নিয়ে কার্যত ‘চিন্তামুক্ত’ থাকতেন তিনি। ...

শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম ...

দেশজুড়ে আদর্শ নির্বচনী আচরণবিধি চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওই দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। কিন্তু বিতর্ক বেঁধেছে আবাস যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে। ...

নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতাতে হবে বলে তৃণমূল নেতাদের সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হলদিয়ায় একটি হোটেলে তমলুক লোকসভার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দাঁতন থানার মেনকাপুরে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি

03:52:01 PM

আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

03:47:55 PM

মুর্শিদাবাদের ডিআইজি হলেন আইপিএস ওয়াকার রাজা

03:33:55 PM

বলছে মাছ খেলে সে দেশদ্রোহী, আগে একবার মাছ খেতাম, ওই কথা শুনে এখন দু’বার খাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03:30:53 PM

বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার থেকে মাছ খাওয়া সব বন্ধ হয়ে যাবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03:28:11 PM

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৪৫০ হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03:26:24 PM