ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ
সূরয এই মুহূর্তে তাঁর ছোট ছেলে অবনীশের পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘অবনীশ এবার পরিচালনায় পা রাখতে চলেছে। ২০১৭ সালের শেষের দিকে আমি সলমনকে নিয়ে একটা ছবি করার পরিকল্পনা করছিলাম। তখন আমার ছেলে বলে, সে নিজেই ছবি পরিচালনা করতে প্রস্তুত। প্রেম রতন...ছবিতে আমাকে অ্যাসিস্টও করেছিল অবনীশ। ছেলেকে সাহায্য করতেই আমি সেইসময় ছবির পরিকল্পনা স্থগিত করি। এখন যে ছবিটা ও করছে সেটা একটা জটিল ভালোবাসার গল্প’, বলছিলেন সূরয।
তবে অবনীশের ছবিতে সলমন অভিনয় করছেন না। সূরয বলছেন, সলমনের আশীর্বাদ অবনীশের মাথায় রয়েছে। এই প্রজন্মের ছেলেমেয়েদের নিজেরা বিশ্বাস করে এমন বিষয় নিয়েই ছবি করা উচিত।’