আগামী শুক্রবার বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুক্তি পেতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। ছবিটির উপর সেন্সর বোর্ডের খুব একটা কোপ পড়েনি। তবে, চিত্রনাট্য থেকে একটি অশ্লীল বাক্য বাদ দেওয়া হয়েছে। গোটা ছবিতে একবারই এই বাক্যের ব্যবহার ছিল। এছাড়া কয়েকটি দৃশ্যে থাকা মদ কোম্পানির নাম আবছা করে দেওয়া হয়েছে। আসলে খুবই অল্প জায়গাতে কাঁচি চালানো হয়েছে। ছবির নির্মাতারা মোটের উপরে খুশিই হয়েছেন। সব মিলিয়ে ছবিটি ‘ইউএ’ সার্টিফিকেট পেয়েছে। ছবিটি পরিবারের সবাই মিলে দেখতে পারেন বলেই মনে করছেন নির্মাতারা। ছবির মাধ্যমে ভালো বার্তা পৌঁছবে বলেও দাবি করেছেন নির্মাতারা। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কথা মাথায় রেখে এই ছবিতে দেশপ্রেমের বার্তাও দেওয়া হয়েছে। ছবিটি ১৫০ মিনিট দীর্ঘ। তবে এর মধ্যে অসংখ্য গান, নাচ, মজাদার বিষয় রয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ হল প্রথম হিন্দি ছবি, যার মাধ্যমে সেন্সর বোর্ডের নতুন লোগো আত্মপ্রকাশ করছে।