ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ
তাঁর ছেলের এই আচরণে জুহির বক্তব্য, ‘আমার মনে পড়ে, ও একদিন আমাকে এসে বলেছিল অস্ট্রেলিয়ায় এই আগুনের ফলে ৫০০ মিলিয়ন প্রাণি মারা গিয়েছে। তুমি এই বিষয়ে কী করছ? উত্তরে বলেছিলাম, আমি এই দেশে একটি প্রজেক্টের মাধ্যমে গাছ লাগানোতে সাহায্য করছি। তার কয়েকদিন বাদেই ও এসে আমাকে বলল, আমি আমার হাতখরচ থেকে ৩০০ পাউন্ড পাঠিয়েছি। মনে হয়, টাকাটা ঠিক জায়গায় গিয়েছে।’ অর্জুন এই মুহূর্তে যুক্তরাজ্যের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছেন।