আত্মবিশ্বাস এত বৃদ্ধি পাবে যে, কোনও কাজই কঠিন মনে হবে না। সঞ্চয় বেশ ভালো হবে। ... বিশদ
ভিডিওটি শেয়ার করে বিদ্যা লিখেছে,‘শালিমার হোটেলে এসে আমার দেখা দীনা পাঠকের অন্যতম প্রিয় দৃশ্যকে ট্রিবিউট জানাতে ইচ্ছে হল।’
কাজের কথা বলতে গেলে, বিদ্যা এই মুহূর্তে শকুন্তলা দেবীর বায়োপিকের শ্যুটিং করছেন। বিদ্যাই হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছেন। অনু মেনন পরিচালিত এই ছবিটি আগামী বছর মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।