কর্মক্ষেত্রে অশান্তি সম্ভাবনা। মাতৃস্থানীয় কারও শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যা-শিক্ষায় উন্নতি।প্রতিকার— ... বিশদ
পারিজাতের চরিত্রে রয়েছেন গৌরব মণ্ডল, মাহির চরিত্রে রয়েছেন নেহা আমানদীপ এবং কলির হয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। পরিচালক স্নেহাশিসের কথায়, ‘আমি সবসময় মানুষের আবেগ দ্বারা অনুপ্রাণিত হই। তার প্রতিফলন আমার গল্পেও দেখা যায়। সান বাংলার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ।’ পারিজাতের চরিত্রে অভিনয় করা গৌরব বলছেন, ‘এই প্রথমবার আমি একটি পারিবারিক গল্পে অভিনয় করছি। এই চরিত্রে লুক থেকে শুরু করে পোশাক, বাচনভঙ্গি সবটাই আমার কাছে নতুন। আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছি।’ কলির চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা বললেন, ‘খুব মিষ্টি একটা মেয়ের চরিত্র। নিজের মা নেই। সত্ মায়ের কছে থাকে। আমার গ্রামের বাড়ি দেখানোর জন্য বোলপুরে শ্যুটিং হয়েছে। এই চরিত্র বেশকিছু শেডস রয়েছে। একঘেয়ে গল্প নেই।’ ধারাবাহিকের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আমানদীপ। তাঁর কথায়, ‘আমি একজন গায়িকার চরিত্রে অভিনয় করছি। আমার মনে হয় এই ধরনের প্রতিবাদী চরিত্রগুলো দর্শক খুবই পছন্দ করেন। এই ধারাবাহিকে হিরোই ভিলেন। সেটা একটা বেশ অন্যরকম বিষয়।’