কর্মক্ষেত্রে অশান্তি সম্ভাবনা। মাতৃস্থানীয় কারও শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যা-শিক্ষায় উন্নতি।প্রতিকার— ... বিশদ
সোনম সবসময়েই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। ফ্যাশন ও অভিনয়েরে ক্ষেত্রে তিনি নিজের স্বকীয়তা তৈরি করেছেন। আর সোনম স্বজনপোষণ নিয়ে মুখ খোলায় নড়েচড়ে বসেছে অনকেই। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনাও শুরু হয়েছে। ঠিক কী হয়েছিল?
একটি সাক্ষাৎকারে সোনম কথা প্রসঙ্গে স্বজনপোষণ নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। অভিনেত্রীর মতে, তারকা পরিবারের সন্তানদের ক্ষেত্রে এই স্বজনপোষণ বিতর্ক আরও মারাত্মক হয়ে ওঠে। বিষয়টা অনেকটা উভয় সঙ্কটের মতো। একদিকে পরিবার সূত্রে সুবিধা পাওয়া যায় আবার অন্যদিকে তার সঙ্গে জুড়ে যায় দায়িত্ববোধ। তাই অনিল কাপুরের মেয়ে হিসেবে সফল হতে না পারলে সেটা বাবার সম্মানহানি ঘটাবে বলেই বিশ্বাস করেন সোনম। তাই তারকা পরিবারের সন্তানদের দায়িত্ব অনেক বেশি। তাছাড়া এরপরেই সোনমের দাবি অনেকের কাছেই প্রশংসা কুড়িয়েছে। তিনি জানিয়েছেন, আজ পর্যন্ত নাকি মেয়ের কেরিয়ারের জন্য কারও কাছে অনুরোধ করেননি অনিল। সবসময়ই বিশ্বাস করেছেন মেয়েকে নিজেরটা নিজেকে করে নিতে হবে। আর সোনম যে সেটা সার্থকভাবেই করেছেন তা বলাই বাহুল্য।