আত্মবিশ্বাস এত বৃদ্ধি পাবে যে, কোনও কাজই কঠিন মনে হবে না। সঞ্চয় বেশ ভালো হবে। ... বিশদ
এই মুহূর্তে জাহ্নবীর হাতে কিন্তু বেশ কিছু অন্য ধরনের প্রজেক্ট রয়েছে। একটি ছবিতে অভিনয় করা এই তরুণ অভিনেত্রীকে পরপর কয়েকটি ছবিতে দেখা যাবে। সেগুলি হল, ‘তখত’, ‘রুহি আফজা’, ‘কার্গিল গার্ল’ এবং ‘দোস্তানা ২’। অন্য দিকে ঈশান কিন্তু আলি আব্বাস জাফরের পরবর্তী ছবি ‘কালি পেলি’র জন্য ইতিমধ্যেই সই করে ফেলেছেন। এই ছবিতে তাঁর বিপরীকে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে।