প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। তবে তা বাস্তবায়িত হওয়াতে সমস্যা আছে। লৌহ ও ... বিশদ
এর কিছু দিন পরে রণর সঙ্গে দেখা হয়। রণ অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত। মেয়েটি রণকে বলেই দেয় যে, কোনও মতেই সে বিয়ে করতে পারবে না। কিন্তু ভবিতব্য এমনই শেষ রর্যন্ত রণর সঙ্গেই বিয়ে হয়। কিন্তু রণ বুঝতে পারে বিয়ে হলেও ভালোবাসা পেতে সে অক্ষম। রণর চরিত্রে ডেব্যু করছেন শৌভিক বন্দ্যোপাধ্যায়। এই গল্প নিয়েই কালারস বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’। আগামী মাস থেকে ধারাবাহিকটি শুরু হওয়ার কথা।
নিজস্ব প্রতিনিধি