কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ
ওই বড়লোক ছেলের চরিত্রে অভিনয় করছেন রেজওয়ান রব্বানি শেখ। তিনি বললেন, ‘আমার চরিত্রের নাম আর্যমান মল্লিক। অন্ধ ছেলের সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। তারপর চারু নামের এই মেয়েটি আসে। তার সঙ্গে বিয়ে হবে নাকি বন্ধুই হয়ে থাকবে সেটাই দেখার। আর্যমান চরিত্রটি খুবই স্বাধীন। অন্ধ হওয়া সত্ত্বেও খুবই সাবলম্বী। মায়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। এখানে আমার মায়ের চরিত্রে রয়েছেন জুন মালিয়া।’ রেজওয়ান কিছুদিন আগেই জুন মালিয়ার সঙ্গে স্টার জলসাতে ঠাকুরমার ঝুলিতে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকের শ্যুটিং এখনও শুরু হয়নি। ‘ফ্রি থাকলে আমি আর জুনদি খুব আড্ডা দিই। এমনকি বেশকিছু টিকটক করেছি আমরা। সেগুলো আবার ভাইরালও হয়েছে। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো,’ বলছিলেন রেজওয়ান। অন্যদিকে চারুর চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
জুন মালিয়া বললেন, ‘আমি তো কালারস বাংলায় রেশম ঝাঁপি বলে একটি ধারাবাহিক করছিলাম। ওটা বছর খানেক আগে শেষ হল। আমি মাঝে মধ্যে ব্রেক নিই। কারণ ছবি এবং ওয়েব সিরিজেরও তো কাজ থাকে। মেগা সিরিয়ালে প্রধান চরিত্র করতে গেলে অন্য কিছু করা যায় না। অনেকটা সময় চলে যায়। জলসাতে সব চরিত্র কাল্পনিকের পরে আমি অনেকদিন কাজ করিনি। এই গল্পটিও বেশ ভালো। আমার চরিত্রটিও পজিটিভ। তাই হ্যাঁ বললাম।’
নিজস্ব প্রতিনিধি