স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
জয়-লোপা জুটির পথচলা শুরু হয়েছিল ২৯ বছর আগে। লোপামুদ্রার কথায়, ‘আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠে না। কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গিয়েছে। আমরা খুব ভালো বন্ধুও। আজ জয়ও গাইবে।’ অন্যদিকে জয় বলেন, ‘আসলে লোপামুদ্রার হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পেরিয়ে গেল। অনেক বছর মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা তো এখন আর হয় না। সেই মুহূর্ত গুলো মিস করি। তাই আমাদের এই অন্য ভাবনা।’