শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
শুরু থেকে গল্পের অন্যতম চরিত্র প্রার্থনা কাশ্যপকে (ছবি পাণ্ডে) গায়িকা হিসেবেই দেখানো হচ্ছে। অফিসে সহকর্মীরাও প্রার্থনার গানের গলার প্রশংসা করে। আগামী দিনে দেখা যাবে বাপি লাহিড়ী নতুন অ্যালবাম রেকর্ড করবেন। সেই জন্য তিনি উদীয়মান গায়িকার খোঁজ করছেন। ইতিমধ্যে দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কে প্রার্থনার একটি গানের ভাইরাল ভিডিও বাপির দৃষ্টি আকর্ষণ করে। গানের গলায় মুগ্ধ হয়ে প্রার্থনাকে তাঁর সঙ্গে একটা গান রেকর্ড করার অফার দেন বাপিদা। এই সুযোগ প্রার্থনার জীবন বদলে দেবে কি না তা ক্রমশ প্রকাশ্য। বাপি লাহিড়ীর কথায়,‘এই ধারাবাহিকে দৈনন্দিন জীবনে মানুষের লড়াইকেই তুলে ধরা হচ্ছে। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটানোর পর স্ট্রাগল বিষয়টা আমি ভালোই বুঝতে পারি। বাস্তবে ছবি পাণ্ডের গানের গলা মন্দ নয়। মনে হয়েছিল আমাদের একসঙ্গে দর্শক পছন্দ করবেন। তাই অফারটা পেয়ে এক কথায় রাজি হয়ে যাই।’