মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ। ... বিশদ
‘ঝড়’ উঠছে অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাসের জীবনে। না, বাস্তব জীবনে নয়। সাসপেন্স থ্রিলার ঘরানার একটি ছবিতে অভিনয় করছেন তাঁরা। ‘ঝড়’ নামক সেই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অ্যান্থনি জেন। ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দেবেন দুই অভিনেতা। বনি, সৌরভ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগতা অমৃতার অভিনয়। কালিম্পং শহরের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। মাইকেল (বনি অভিনীত চরিত্র) জেনকে (অমৃতা) কালিম্পংয়ে আসতে সাহায্য করে। শিক্ষক নয়, মাইকেলকে অভিভাবক হিসেবেই শ্রদ্ধা করে জেন। এরপর সৌভিক নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় জেন। আচমকা গল্প মোড় নেয় অন্য খাতে। কোমায় চলে যায় জেন। তার দুই বন্ধু নিখোঁজ হয়। কোন ঝড়ে এমন এলোমেলো হয় তাদের জীবন, তা নিয়ে পরিচালক অ্যান্থনির এই ছবি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। কলকাতা ও উত্তরবঙ্গজুড়ে হবে শ্যুটিং। পিএস এন্টারটেনমেন্টের ব্যানারে পম্পা সাহার প্রযোজনার এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ।