স্ত্রীর সূত্রে বিত্তলাভ যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধিতেও মনোমতো ফলের অভাব। মনে অস্থিরতা থাকবে। ... বিশদ
উল্লেখ্য, এই ছবির শ্যুটিংয়ের এক ফাঁকেই মক্কা ও মদিনায় গিয়েছিলেন আলি। এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘শ্যুটিং শেষ করার এর থেকে ভালো আর কোনও উপায় হতেই পারে না। আমার পরিবার, নিকট আত্মীয় ও বাকি সব মানুষের হয়ে আমি প্রার্থনা করেছি।’ হলিউডে এর আগে ‘ফিউরিয়াস ৭’ ও ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’- এর মতো ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে তাঁর নতুন হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’।