কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘদিনের ... বিশদ
মূলত পরিবারের একমাত্র রোজগেরে হিসেবে এক ট্যাক্সিচালকের দৈনন্দিন লড়াইয়ের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির গল্প পরিচালকের নিজস্ব। এই প্রসঙ্গে হায়দরাবাদের রামোজি অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র কিংশুক বলছিলেন, ‘ইদানীং অ্যাপ ক্যাবের দৌরাত্ম্যে হলুদ ট্যাক্সির চালকদের অবস্থা খুবই খারাপ। পদে পদে তাঁদের অপমান আর তিরস্কারের সম্মুখীন হতে হয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে, তাঁরাও মানুষ।’ উল্লেখ্য, এই ছবি দিয়েই বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। সৌরভের কথায়, ‘এই চরিত্রটার মধ্যে মধ্যবিত্ত জীবনের সারল্যকে খুঁজে পেয়েছি। ছবিতে বাঙালি জীবনের পারিবারিক মূল্যবোধের কথাও বলার চেষ্টা করা হবে।’ এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায়, পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার প্রমুখ। কলকাতা ছাড়াও তাজপুরে আউটডোর শ্যুটিং সারবে ইউনিট। বৃহস্পতিবার থেকে শহরে ছবির শ্যুটিং শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে অর্থাৎ দর্শক হলমুখী হলে তখনই ছবিটা রিলিজ করতে চাইছেন পরিচালক।