Bartaman Patrika
সিনেমা
 

উত্তাল জোয়ার আর মনের টনিক 

এই প্রথম কলকাতায় দেবের নতুন ছবি ‘টনিক’ এর শ্যুটিং হল। মাঝ রাতে মাঝ গঙ্গায় একঝাঁক অভিনেতাদের মাঝে সেই শ্যুটিংয়ের সাক্ষী ছিলেন প্রিয়ব্রত দত্ত।

মধ্যরাতে মাঝগঙ্গায়। অদূরেই মেদুর কুয়াশা শরীরে মেখে শ্বাস ছাড়ছে প্রায় শুনশান রবীন্দ্রসেতু। দিনভর যানবাহন আর জনতার ভার সামলে। ছমছমে লৌহ কাঠামোর সেই ভৌতিক অস্তিত্বকে দুয়ো দিয়ে কল্লোলিনীর দিকের চুড়োর ফাঁক গলে উঁকি দিচ্ছে প্রতিপদের প্রায় পূর্ণ চাঁদ।
হঠাৎ কেঁপে গেল পা। দুলে উঠল শরীর। দু’কুল ছাপানো ঘোলাটে কালো জোয়ারের জলে তুফান তুলে তখন চক্কর কাটতে শুরু করেছে অনুপমা। ছোট্ট জলপরী। আর তাঁর মাঝখানে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে ত্রস্ত তরণী এম ভি ডিজায়ার। তারই কোলে, সাজানো সেটে সবেমাত্র শেষ হয়েছে রথীনবাবুর পঞ্চাশতম বিবাহবার্ষিকীর কেক-উৎসব। অভ্যাগতরা মগ্ন নৈশ আহারে। বিলাসবহুল জলযানের ছাদে। অনুপমার ঘূর্ণিপাক নিয়ে তাঁদের কোনও মাথা ব্যথা নেই। অতিথিদের মন ও মুখ ডিনারের প্লেটে। হাত বা চোয়াল থামানোর উপায় নেই, তা সে যতই অনুপমায় আন্দোলিত হোক আনন্দ-তরণী। কারণ, ছুটন্ত অনুপমার ডেকে মাইক হাতে দাঁড়িয়ে আছেন বাংলা সিনেমার সংসারে সদ্য পা রাখা পরিচালক অভিজিৎ সেন। তাঁরই নির্দেশে হাত-পা-মুখ-মাথা নেড়ে চলেছেন অতিথি সেজে থাকা কুশীলবরা। আর সেই ‘অ্যাকশন’কে ক্যামেরায় বন্দি করছেন ডিওপি সুপ্রিয় দত্ত।
গঙ্গার বুকে এভাবে গোটা চারপাক চক্কর খাওয়ার পর মাইকে ‘প্যাক আপ’ ঘোষণা করলেন অভিজিৎ। ঘড়িতে তখন রাত ১২.২০। শেষ হল অতনু রায়চৌধুরী প্রযোজিত ছবি ‘টনিক’-এর কলকাতা পর্বের প্রথম দিনের (রাতের বলাই ভালো) শ্যুটিং। যা শুরু হয়েছিল ঠিক রাত ৮.২০-তে, হাওড়ার ঘুসুড়িতে বাঁধাঘাট সংলগ্ন বসন্ত সিংহ’র জেটি থেকে। পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, বিশ্বজিৎ চক্রবর্তী, সুজন মুখোপ্যাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের মতো রুপোলি তারকা সহ প্রায় পঞ্চাশ জন জুনিয়র আর্টিস্ট আর জনা সাতেক খুদে শিল্পী ও তাদের বাবা-মা’দের নিয়ে, ঝাঁকুনি দিয়ে জল তোলপাড় করে এম ভি ডিজায়ারের জোড়া প্রপেলার ঘোরার সঙ্গে সঙ্গে। তক্কে তক্কে এম ভি অনুপমাও। আরও একপ্রস্ত শ্যুটিং ইউনিট নিয়ে। ডিজায়ারের সঙ্গে দূরত্ব বজায় রেখে।
ঘটনা-দৃশ্য সামান্যই। অতি সাবধানী ও নিয়ম বাতিক ছেলে সুজনের (পার্থ) শাসনে লঞ্চের কক্ষে গুটিসুটি বসে আছেন পরাণবাবু। অথচ তিনি এসেছেন তাঁরই বন্ধু বিশ্বজিৎ চক্রবর্তীর (রথীন) পঞ্চাশতম বিবাহবার্ষিকীতে সপরিবারে আমন্ত্রিত হয়ে। স্বামীর গোমড়া মুখ দেখে স্ত্রী শকুন্তলাদেবী (উমা) বলেন, ‘কি গো তোমার বন্ধুর বিবাহবার্ষিকী। চল।’ উত্তরে অভিমানে ঝাঁঝিয়ে ওঠেন পরাণবাবু, ‘কারও পৌষ মাস, কারও হাহুতাশ।’ আসলে ছেলে বাবাকে লঞ্চের ডেকে যেতে বারণ করেছে। গঙ্গার হাওয়ায় ঠান্ডা লেগে যাবে। ছেলের এই অতিরিক্ত নজরদারি আর শাসন একদম পছন্দ নয় পরাণবাবু ওরফে জলধরের। এদিকে, বাইরে লঞ্চের ডেকে জোরদার পার্টি শুরু হয়ে গিয়েছে। তাতে শামিল বউমা কনিনীকাও (রানি)। চলন্ত লঞ্চের নানা দিক থেকে দৃশ্যগুলি ‘টেক’ করছেন ‘মুন্নাভাইএম বি বি এস’ ছবিতে রাজকুমার হিরানির সহপরিচালক অভিজিৎ। বস্তুত এটিই ‘টনিক’-এর প্রথম দৃশ্য। কর্পোরেট ছেলের অনুশাসন না মানতে পেরে একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান জলধর ও উমা। প্রৌঢ় দম্পতির সেই অজ্ঞাত অভিযানের শ্যুটিং সদ্য শেষ হয়েছে উত্তরবঙ্গের নানা লোকেশনে। সেখানেই জলধর-উমার সঙ্গে আলাপ হয় এক প্রাণবন্ত যুবকের। এই দম্পতির বদ্ধ জীবনে মুক্ত বাতাস বয়ে নিয়ে আসে বাধ্য ছেলে দেব। হ্যাঁ, এই ছবির অন্যতম আকর্ষণ এই সুপারস্টারই। স্টারডম ইমেজ ভাঙা দেবের নিতান্ত সাদামাঠা এক ছেলের চরিত্রে গ্ল্যামারহীন অভিনয়। তাহলে কি দেবই ছবির অব্যর্থ ‘টনিক’? হাসেন অভিজিৎ। প্রশ্নটি পাশ কাটিয়ে ‘দিদি নম্বর ওয়ান’, ‘সা রে গা মা পা’-এর প্রোগ্রাম ডিরেক্টর বলেন, ‘আসলে সমাজে কোনও অসুখ নেই, অসুখ যা আছে আমাদের মনের মধ্যে। কখনও কখনও হয়তো আমরা সেটা বুঝতে পারি না।’ দেব অভিনীত চরিত্রটির নাম কী? কিছুতেই মুখ খুললেন না এনএসডিতে নাসিরুদ্দিন শাহ’র কাছে ওয়ার্কশপ করে আসা পরিচালক। শুধু জানালেন,‘পরাণদা আর দেবই এই ছবির বিশল্যকরণী।’
গোমড়ামুখো পরাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য উত্তেজিত অন্য কারণে। ‘কবে যে কোথায়’ সিরিয়ালের জন্য তাঁর থাইল্যান্ডে সমুদ্রের উপর শ্যুটিং করার স্মৃতি উসকে উঠছে বারবার। গৌতম সেনের ‘পাখি’ করার সময় একবার মাঝগঙ্গায় শ্যুটিং করতে হয়েছিল বিশ্বজিৎবাবুকে। তবে মাঝরাতের অভিজ্ঞতা তাঁর এই প্রথম। বহু আগে নৌকোতে একবার শ্যুটিং করলেও রাতদুপুরে গঙ্গার উপর চলন্ত লঞ্চে এই প্রথম শ্যুটিং করলেন শকুন্তলা বড়ুয়াও। সুজন-কনিনীকাও সমান উত্তেজিত, এই প্রথম গঙ্গাবক্ষে সিনেমার শ্যুটিং করে।
ইতিমধ্যে ‘লক্ষ্মীছানা’ নীলকাকুর (সুজন) সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছে রূপকথা কুণ্ডুর। ক্লাস ওয়ানের ছাত্রীটি অভিনয় করছে পার্থ-রানির কন্যার চরিত্রে। লঞ্চ-পিকনিকে তার সঙ্গীও জুটেছে অনেক। সকলের সঙ্গে ক্লান্তিহীন উৎসাহে জীবনে প্রথম ক্যামেরার সামনে শট দিল সে। ‘প্যাক আপ’ বললেই যে পিকনিক মাঝপথে থেমে যায়, সেটাও রূপকথা জানল সেই রাতে। কারণ, তখনও কনি আন্টির সঙ্গে ডিনার করার শট দিচ্ছিল রূপকথা। সেটাও তো পুরো খাওয়া হল না। রূপকথার সরল যুক্তি, ‘কাল তো স্কুল ছুটি। আর একটু পিকনিক হতেই পারত। ভাল্লাগে না।’
ছবি : দীপেশ মুখোপ্যাধ্যায়  
20th  December, 2019
এখন টেলিভিশন আর ডিরেক্টরস মিডিয়া নয়: রুবেল

একটা সময় টানা দেড়-দুই বছর চলত ধারাবাহিক। বদলে যাওয়া সময়ে ধারাবাহিকের মেয়াদ কমেছে অনেকটাই। তিন মাসেও বন্ধ হয়ে যাওয়ার নজির টেলিপাড়ার নতুন নয়। সেই আবহে সদ্য ৫০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বিশদ

19th  April, 2024
সম্মানিত অমিতাভ
 

ভারতীয় সিনেমায় অবদানের জন্য সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তিনি। সদ্য মঙ্গেশকর পরিবারের তরফে এই ঘোষণা করা হয়েছে। বিশদ

19th  April, 2024
রণবীরের ভুয়ো ভিডিও

আমির খানের পর রণবীর সিং। ফের এক বলিউড তারকাকে নিয়ে তৈরি ভুয়ো রাজনৈতিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হল। সেখানে দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন রণবীর। এআইয়ের সাহায্যে তৈরি করা অভিনেতার ডিপফেক ভিডিও নিয়ে চর্চা চলছে নানা মহলে। বিশদ

19th  April, 2024
ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ছিলই। অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির টিজার। তারপরই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই আবহে জানা গেল, এই ছবির ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। বিশদ

19th  April, 2024
নজরে আলিয়া

টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশিত হয়েছে টাইমস ম্যাগাজিনের এই তালিকা। সেখানেই উঠে এসেছে অভিনেত্রীর নাম। তাঁর সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন পরিচালক টম হার্পার। বিশদ

19th  April, 2024
শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত

এবার বিটকয়েন জালিয়াতি মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় বৃহস্পতিবার দম্পতির প্রায় ৯৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এরমধ্যে রয়েছে জুহুতে শিল্পার মালিকানাধীন বাড়ি, কুন্দ্রার পুণের ফ্ল্যাট ও একটি ইক্যুইটি শেয়ারও। বিশদ

19th  April, 2024
খুশির ঈদ

খুশির ঈদে মেতে উঠলেন বলি থেকে টলি— সমস্ত ইন্ডাস্ট্রির তারকারা। প্রতি বছর ঈদে সলমন খানের ছবি মুক্তি পায়। তবে এ বছর সেই ধারায় বিরতি। তাতে কী? অনুরাগীদের উপহার দিতে ভোলেননি ভাইজান। প্রকাশ্যে এল তাঁর পরের ছবির প্রথম নাম। বিশদ

12th  April, 2024
ভরতের ফার্স্ট লুক

কালো পোশাকে ঢাকা শরীর। মাথায় কালো পাগড়ি। সুরমা লাগানো চোখে ক্রুর চাহনি। ‘দেবী চৌধুরানি’ ছবিতে এই বেশেই ধরা দেবেন অভিনেতা ভরত কল। ফকির মজনু শাহ বুরহানের চরিত্রে দেখা যাবে তাঁকে। ভারতের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ‘সন্ন্যাসী ফকির বিদ্রোহ’। বিশদ

12th  April, 2024
‘অভিনয় জগতে পা রেখেই বড় ঝুঁকি নিয়েছিলাম’

জীবনে ভালো মন্দ যাই ঘটুক, সত্যকে সহজ ভাবে গ্রহণ করতে হবে। এটাই অভিনেত্রী শার্লি মোদকের জীবনের সার কথা। আর এই উপলব্ধির উজানে অধ্যাত্মবোধ ও অধ্যবসায়ই শার্লির সহচরী। অনায়াসে তাই অতিক্রম করে যেতে পারেন একাকিত্বের এক্কাদোক্কা। বিশদ

12th  April, 2024
আধুনিক ফেলুদা

‘ফেলুদা’ আসলে এক আবেগের নাম। এ যেন এক উত্তরাধিকারও বটে। এই চরিত্রের সঙ্গে বইয়ের পাতায় হোক বা সিনেমার পর্দায়— পরিচয় হওয়া মানেই নস্টালজিয়া। ফের তেমনই সুযোগ পাবেন দর্শক। আসছে সন্দীপ রায়ের পরিচালনায় ‘নয়ন রহস্য’। বিশদ

05th  April, 2024
জয়ার বেস্ট ফ্রেন্ড

ইন্ডাস্ট্রির কেউ নন, অভিনেত্রী জয়া বচ্চনের কাছের বন্ধুরা রয়েছেন তাঁর পরিবারেই। তাঁর স্বামী অমিতাভ বচ্চন তাঁর সবচেয়ে ভালো বন্ধু। সম্প্রতি এই সিক্রেট ফাঁস করেছেন তিনি নিজেই। বন্ধুত্বের সম্পর্কে কি প্রেম থাকে? বিশদ

05th  April, 2024
দীপিকার মাইলফলক

গত বছর অস্কারের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস-এর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হল দীপিকা অভিনীত ‘বাজিরাও মস্তানি’র গান ‘দিওয়ানি মস্তানি’। বিশদ

05th  April, 2024
অমর্ত্যর সর্বাঙ্গে চুনী

ফুটবল খেলেছেন আর পাঁচজন গড়পড়তা বাঙালির মতো। ফুটবলার হয়ে ভুবনজয়ী হওয়ার স্বপ্ন  দেখার দুঃসাহস কোনও দিন হয়নি অমর্ত্য রায়ের। সেই অমর্ত্যই এবার সুবিমল ওরফে চুনী গোস্বামী সেজে পর্দায় আসছেন। সৌজন্যে অজয় দেবগণের ছবি ‘ময়দান’।  বিশদ

05th  April, 2024
জ্যাজ শিল্পী আলিয়া

রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল— তিন তারকা এক ছবিতে। সৌজন্যে সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেই ছবিতে নাকি একজন জ্যাজ গায়িকার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বিশদ

05th  April, 2024
একনজরে
একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...

কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...

ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক তথা বিরোধী নেতা আলেক্সেই নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি মারা যান। জেলের ভিতর সেই মৃত্যু নিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার মুখে পড়েছেন পুতিন। ...

৫ কোটি টাকা ‘তোলা’ চেয়ে নতুন জঙ্গি সংগঠন কেএলও (কোচ ন্যাশনালিস্ট) এবার সরাসরি হুমকি চিঠি দিল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM