Bartaman Patrika
সিনেমা
 

সমাজটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে 

সেই ১৯৬৪ সালে জুটি বেঁধেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। সত্যজিতের ‘চারুলতা’য়। অমল-চারুলতার সেই জুটি অমলিন প্রায় পঞ্চান্ন বছর বছর পরে আজও। অনীক দত্তর নতুন ছবি ‘বরুণবাবুর বন্ধু’তেও সৌমিত্র-মাধবীর সেই নস্টালজিক ম্যাজিক রিয়ালিজিম। দক্ষিণ কলকাতার একটি স্টুডিওর প্রেক্ষাগৃহে তখন পাশপাশি দু’জনে। একজন আশি পেরিয়েও তরুণ। অন্যজন সামান্য খুঁড়িয়ে হাঁটলেও নায়িকার ঐশ্বর্যে সমান দীপ্তিময়ী। আলাদা আলাপচারিতায় ওঁরা দু’জন বললেন সাম্প্রতিক সময়ের সংলাপ। সৌমিত্র চট্টোপাধ্যায় পৌঁছে গেলেন সোনামাখা অতীতে। শুনলেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত দত্ত।

 অমল-চারুলতা তথা সৌমিত্র-মাধবী জুটি নিয়ে বাঙালির আগ্রহে আজও ভাটা পড়েনি। এতবছর পরেও শ্যুটিং করার সময় সেই পুরনো জুটি বা বন্ধুত্বের সান্নিধ্য কতটা উপভোগ করেন?
 আমার খুব একটা বিশেষ অনুভূতি হয় না যে, আমরা একসময় বড় বড় নায়ক-নায়িকা ছিলাম, আজ আবার ফিরে এসেছি। যা ছিল, ছিল। বর্তমান যা, সেটাকে নিয়েই চলাই ভালো। সেইদিক দিয়ে আমি খুব সৌভাগ্যবান যে, এখনও কাজ করতে পারছি। আমার বয়সি বা বন্ধু স্থানীয় অভিনেতা-অভিনেত্রী, তাঁদের অনেকেই আর নেই। এক এক করে চলে যাচ্ছেন। এটা একদিক থেকে একটা মনোবেদনার কারণ বইকি। সেখানে পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে, ওই খানিকটা গল্প-গুজব, গোমড়া মুখে সেটে বসে না থেকে খানিকটা আনন্দের সঙ্গে কাজ করা যায়। এই আর কি!
 রমাপদ চৌধুরীর ‘ছাদ’ গল্পটি অবলম্বনে তৈরি ‘বরুণবাবুর বন্ধু’তে অভিনয় করতে করতে ছবির গল্পে, কাঠামোয়, নির্মাণে কোনও নতুনত্ব পেলেন?
 এই কাহিনীটাকে আশ্রয় করে একটা শর্ট ফিল্ম অনেকদিন আগেই হয়েছিল। অনীক দত্তর ছবিটা পূর্ণদৈর্ঘ্যের ছবি। বরুণবাবুর বাড়িতে, মানে যে চরিত্রটাতে আমি অভিনয় করেছি, তাঁর একজন পুরনো বন্ধু আসবেন। এইটুকু ছাড়া পুরো কাহিনীচিত্রটা নতুন করে তৈরি হয়েছে। ছবির চিত্রনাট্য শুনেই আমার অত্যন্ত ফ্যাসিনেটিং লেগেছিল। একদিক থেকে দেখলে, ছয় কিংবা সাতের দশকের বাংলা ছবিতে যেমনভাবে পারিবারিক গল্প ঘোরাফেরা করত, এটা সেরকম ধরনেরই একটা ছবি। একটা বড় পরিবার, তার অনেক শাখা-প্রশাখা, ডাল-পালা রয়েছে। চিত্রনাট্য পড়ার সময়, শ্যুটিংয়ে বা পরবর্তী সময়ে যখন গোটা ছবিটা দেখলাম তাতে আমার মনেও হয়েছে, এই পারিবারিক গল্পটা আবার পুরনোকালে ফিরে যেতে পারত, তা না হয়ে এর দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত আধুনিক ও সমকালীন বিষয়বস্তু তৈরি করতে পরেছে।
 ছবিটায় অভিনয় করতে করতে আপনার কোনও স্কুলের বন্ধুর কথা মনে পড়েছে, যাঁর সঙ্গে আপনার দীর্ঘদিন দেখা হয়নি?
 আমার স্কুল জীবন তো এক জায়গায় নয়। পাঁচ-সাত জায়গায় আমি স্কুলে পড়েছি। আমার বাবার বদলির চাকরি ছিল। সেই সব জায়গায় বন্ধুবান্ধব অনেকেই ছিল, ঠিক স্কুলের বন্ধু বলতে যা বোঝায়, তা কিন্তু আমার কোনও কালেই ছিল না। আমি তো স্কুল পলাতক বালক।
 এই ছবির আবহে সত্যজিৎ রায়ের ঘরানার ছোঁয়া লক্ষ করা যাচ্ছে, এ বিষয়ে আপনার কী মত?
 ওই যে বললাম, পাঁচ, ছয় কিংবা সাতের দশকের গোড়ার দিকের পারিবারিক সামাজিক কাহিনীর কাঠামো নিয়ে বাংলা ছবির যে ধারা বা ঐতিহ্য ছিল, সেটা এই ছবির মধ্যে অনুভূত হয়। সত্যজিৎ রায়ের বেশিরভাগ ছবি সেই রকমই। সেই দিক থেকে হয়তো কোথাও একটা মিল আছে। তাছাড়া, এই ছবিটার আধুনিক দৃষ্টিভঙ্গিটাও হয়তো মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়কে।
 এখন বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সেই বাড়ির তরুণ প্রজন্মর একটা দূরত্ব তৈরি হয়েছে, এই পরিবর্তনটা আপনি কীভাবে দেখেন?
 পরিবর্তন আজকেই হঠাৎ হয়েছে তা তো নয়। সাকসেসিভ জেনারেশন আস্তে আস্তে পাল্টাতে থাকে। দশ-পনেরো বছর অন্তর যুবা প্রজন্মের দৃষ্টিকোণ পাল্টায়। যেমন ধরুন ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর কোনও র‌্যাডিক্যাল পরিবর্তন কি হয়ে যায়নি মানুষের মনে? আজ সমস্ত ভালো ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে কাজ করতে। পাশাপাশি আর একটা প্রজন্ম তাঁরা অবসর নিচ্ছে, বুড়ো হচ্ছে। ফলে সমাজটা আস্তে আস্তে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। সুখের কথা, এত পরিবর্তনের মধ্যে একটা আশারও ইঙ্গিত থাকে।
 ছবিতে বরুণবাবুর এক গণ্যমান্য বন্ধুর আসা নিয়ে সকলে ব্যাতিব্যস্ত। আপনি বিশ্ববরেণ্য অভিনেতা, যদি এই রকমভাবে কোনও পুরনো বন্ধুর বাড়িতে যেতে চান, তখন কী হবে অনুমান করতে পারেন?
 (হেসে) হ্যাঁ, অনেক সময় আমি আমার বন্ধুর বাড়িতে যাই। একটা অসুবিধার ব্যাপার হচ্ছে যে, অন্যান্য কারণেও তো দূরত্ব তৈরি হয়। শুধু অবস্থানিক নয়। কাজের পরিধি আলাদা হয়ে যায়, প্রত্যেকের কাজের সময় পাল্টে যায়। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুও আমাকে আগে জিজ্ঞাসা করে নেয়, আমি বাড়ি থাকব কি না। আমি সেলিব্রিটি বলে আমার বন্ধুটি ইতস্তত করছে তা কিন্তু নয়, এটা হচ্ছে সামাজিক অবস্থার দুর্বিপাক। এ নিয়ে তো কিছু করার নেই।

মানুষের জীবনে বোধ হয় একটু অভাব দরকার : মাধবী

 সৌমিত্র-মাধবী জুটির উন্মাদনা আজও সমান। এর রহস্য কী?
 রহস্য দর্শকদের মনে। আমাদের কিছু নেই। দর্শক আমাদের পছন্দ করেন, তাই তো আমাদের অস্তিত্ব।
 ট্রেলারে দেখা যাচ্ছে বরুণবাবু ও তাঁর স্ত্রীয়ের মধ্যে কত স্বাভাবিক সংলাপ বিনিময়। যেন অভিনয়ই নয়। এটাই কি সৌমিত্র-মাধবী জুটির আসল ইউএসপি?
 আমি তো অভিনয় করতে পারি না। অভিনয় করিওনি কোনওদিন। আমি যেটুকু পারি তা হল একটা চরিত্রকে অনুভব করা। আর কিছু পারি না।
 আপনি খুব বেছে ছবি নির্বাচন করেন। এই ছবিটার কোন কোন দিক আপনার পছন্দের?
 প্রথমত, পরিচালক অনীকবাবুকেই আমার খুব পছন্দ হয়েছিল। দ্বিতীয়ত, চিত্রনাট্য। অনীকবাবু অনেক ডিটেলে ভেবেছেন। বুঝিয়েছেন। এটাও আমার খুব ভালো লেগেছে। এখন এই ডিটেলে ভাবাটা কমে গিয়েছে। আমরা একদা এগুলোতে অভ্যস্ত ছিলাম।
 বাংলা ছবির স্বর্ণযুগের কোনও ঝলক কি আপনি আজকের পরিচালকের ছবিতে দেখতে পান?
 তখন খুব অভাব ছিল। মানুষের জীবনে একটু অভাব দরকার। না হলে বোধহয় হয় না। ঐশ্বর্যের মধ্যে হয় না। এখন বড় ঐশ্বর্য।
 নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করলেন, কেমন মনে হল?
 এখনকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা কেউই কিন্তু কম বুদ্ধিমান বা বুদ্ধিমতী নন। তাঁদের সঠিকভাবে চালনা করলে, তাঁরা ঠিকই ফল দেবেন।
 আপনাদের সময়ের থেকে আজকের প্রজন্মের অভিনয়ে কতটা পার্থক্য চোখে পড়ে?
 আপনাদের যেমন পড়ে, আমারও পড়ে। ধরুন, আমি যদি ছবিটা করি, আমি যদি অর্ধশিক্ষিতা হই, তাহলে যে ছবিগুলো হয়, সেটাই হচ্ছে। শিক্ষার দরকার। ভাবতে হবে। ভিতরে ঢুকতে হবে।
 এখনকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের আপনার কী পরামর্শ?
 পরামর্শ দিয়ে কোনও লাভ নেই। ওই জন্য দিই না।
 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়  
13th  December, 2019
এখন টেলিভিশন আর ডিরেক্টরস মিডিয়া নয়: রুবেল

একটা সময় টানা দেড়-দুই বছর চলত ধারাবাহিক। বদলে যাওয়া সময়ে ধারাবাহিকের মেয়াদ কমেছে অনেকটাই। তিন মাসেও বন্ধ হয়ে যাওয়ার নজির টেলিপাড়ার নতুন নয়। সেই আবহে সদ্য ৫০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বিশদ

সম্মানিত অমিতাভ
 

ভারতীয় সিনেমায় অবদানের জন্য সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তিনি। সদ্য মঙ্গেশকর পরিবারের তরফে এই ঘোষণা করা হয়েছে। বিশদ

রণবীরের ভুয়ো ভিডিও

আমির খানের পর রণবীর সিং। ফের এক বলিউড তারকাকে নিয়ে তৈরি ভুয়ো রাজনৈতিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হল। সেখানে দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন রণবীর। এআইয়ের সাহায্যে তৈরি করা অভিনেতার ডিপফেক ভিডিও নিয়ে চর্চা চলছে নানা মহলে। বিশদ

ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ছিলই। অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির টিজার। তারপরই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই আবহে জানা গেল, এই ছবির ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। বিশদ

নজরে আলিয়া

টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশিত হয়েছে টাইমস ম্যাগাজিনের এই তালিকা। সেখানেই উঠে এসেছে অভিনেত্রীর নাম। তাঁর সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন পরিচালক টম হার্পার। বিশদ

শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত

এবার বিটকয়েন জালিয়াতি মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় বৃহস্পতিবার দম্পতির প্রায় ৯৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এরমধ্যে রয়েছে জুহুতে শিল্পার মালিকানাধীন বাড়ি, কুন্দ্রার পুণের ফ্ল্যাট ও একটি ইক্যুইটি শেয়ারও। বিশদ

খুশির ঈদ

খুশির ঈদে মেতে উঠলেন বলি থেকে টলি— সমস্ত ইন্ডাস্ট্রির তারকারা। প্রতি বছর ঈদে সলমন খানের ছবি মুক্তি পায়। তবে এ বছর সেই ধারায় বিরতি। তাতে কী? অনুরাগীদের উপহার দিতে ভোলেননি ভাইজান। প্রকাশ্যে এল তাঁর পরের ছবির প্রথম নাম। বিশদ

12th  April, 2024
ভরতের ফার্স্ট লুক

কালো পোশাকে ঢাকা শরীর। মাথায় কালো পাগড়ি। সুরমা লাগানো চোখে ক্রুর চাহনি। ‘দেবী চৌধুরানি’ ছবিতে এই বেশেই ধরা দেবেন অভিনেতা ভরত কল। ফকির মজনু শাহ বুরহানের চরিত্রে দেখা যাবে তাঁকে। ভারতের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ‘সন্ন্যাসী ফকির বিদ্রোহ’। বিশদ

12th  April, 2024
‘অভিনয় জগতে পা রেখেই বড় ঝুঁকি নিয়েছিলাম’

জীবনে ভালো মন্দ যাই ঘটুক, সত্যকে সহজ ভাবে গ্রহণ করতে হবে। এটাই অভিনেত্রী শার্লি মোদকের জীবনের সার কথা। আর এই উপলব্ধির উজানে অধ্যাত্মবোধ ও অধ্যবসায়ই শার্লির সহচরী। অনায়াসে তাই অতিক্রম করে যেতে পারেন একাকিত্বের এক্কাদোক্কা। বিশদ

12th  April, 2024
আধুনিক ফেলুদা

‘ফেলুদা’ আসলে এক আবেগের নাম। এ যেন এক উত্তরাধিকারও বটে। এই চরিত্রের সঙ্গে বইয়ের পাতায় হোক বা সিনেমার পর্দায়— পরিচয় হওয়া মানেই নস্টালজিয়া। ফের তেমনই সুযোগ পাবেন দর্শক। আসছে সন্দীপ রায়ের পরিচালনায় ‘নয়ন রহস্য’। বিশদ

05th  April, 2024
জয়ার বেস্ট ফ্রেন্ড

ইন্ডাস্ট্রির কেউ নন, অভিনেত্রী জয়া বচ্চনের কাছের বন্ধুরা রয়েছেন তাঁর পরিবারেই। তাঁর স্বামী অমিতাভ বচ্চন তাঁর সবচেয়ে ভালো বন্ধু। সম্প্রতি এই সিক্রেট ফাঁস করেছেন তিনি নিজেই। বন্ধুত্বের সম্পর্কে কি প্রেম থাকে? বিশদ

05th  April, 2024
দীপিকার মাইলফলক

গত বছর অস্কারের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস-এর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হল দীপিকা অভিনীত ‘বাজিরাও মস্তানি’র গান ‘দিওয়ানি মস্তানি’। বিশদ

05th  April, 2024
অমর্ত্যর সর্বাঙ্গে চুনী

ফুটবল খেলেছেন আর পাঁচজন গড়পড়তা বাঙালির মতো। ফুটবলার হয়ে ভুবনজয়ী হওয়ার স্বপ্ন  দেখার দুঃসাহস কোনও দিন হয়নি অমর্ত্য রায়ের। সেই অমর্ত্যই এবার সুবিমল ওরফে চুনী গোস্বামী সেজে পর্দায় আসছেন। সৌজন্যে অজয় দেবগণের ছবি ‘ময়দান’।  বিশদ

05th  April, 2024
জ্যাজ শিল্পী আলিয়া

রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল— তিন তারকা এক ছবিতে। সৌজন্যে সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেই ছবিতে নাকি একজন জ্যাজ গায়িকার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বিশদ

05th  April, 2024
একনজরে
পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

শহরজুড়ে ফ্লেক্স-ব্যানার। লোকসভা নির্বাচনের প্রচারের ধাক্কায় শহর মুড়েছে প্লাস্টিকের পতাকা এবং আরও কিছু প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রীতে। ভোট মিটলে সেগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। হয়ে ওঠে বর্জ্য। রাস্তার ধারে পড়ে থাকে। ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: চেন্নাইকে ৮ উইকেটে হারাল লখনউ

11:30:00 PM

আইপিএল: ৮২ রানে আউট কেএল রাহুল, লখনউ ১৬১/২ (১৭.১ ওভার), টার্গেট ১৭৭

11:15:12 PM

আইপিএল: ৫৪ রানে আউট কুইন্টন ডিকক, লখনউ ১৩৪/১ (১৫ ওভার), টার্গেট ১৭৭

10:57:07 PM

আইপিএল: ৪১ বলে হাফসেঞ্চুরি ডিককের, লখনউ ১২৩/০ (১৪.১ ওভার), টার্গেট ১৭৭

10:53:44 PM

আইপিএল: ৩১ বলে হাফসেঞ্চুরি কেএল রাহুলের, লখনউ ৯৮/০ (১০.৪ ওভার), টার্গেট ১৭৭

10:34:00 PM

আইপিএল: লখনউ ৫৪/০ (৬ ওভার), টার্গেট ১৭৭

10:13:07 PM