Bartaman Patrika
সিনেমা
 

অন্য উত্তম 

বাংলা চলচ্চিত্রে রোম্যান্টিসিজমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তমকুমার। কিন্তু সত্যিই কি উত্তমকুমার মানে শুধুই একজন রোম্যান্টিক নায়ক? মহানায়কের ৪০তম প্রয়াণ দিবসের দু’দিন পর অভিনেতার অন্য দিক আলোচনায় প্রীতম দাশগুপ্ত 
অনেকদিন ধরেই উত্তমকুমারকে নিয়ে ছবি করার কথা ভাবছিলেন পরিচালক সত্যজিৎ রায়। চিত্রনাট্যও রেডি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ‘ঘরে বাইরে’। সন্দীপের চরিত্রে উত্তমকে ভেবেছিলেন সত্যজিৎ। কিন্তু প্রতিষ্ঠিত নায়ক উত্তম সেই চরিত্রে অভিনয় করতে চাননি। বাংলা চলচ্চিত্রে রোম্যান্টিসিজমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তমকুমার। কিন্তু সত্যিই কী উত্তমকুমার মানে শুধুই একজন রোম্যান্টিক নায়ক? কেরিয়ারের একটা সময়ে পৌঁছে উত্তমকুমারও উপলব্ধি করেছিলেন, নিজেকে শুধু রোম্যান্টিক নায়ক হিসেবে তুলে ধরলে তাঁর নিজের অভিনয় প্রতিভার উপরই অবিচার করা হবে। তাই একের পর এক নানাবিধ চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সেইজন্যই মৃত্যুর প্রায় ৪০ বছর পরেও তিনি বাঙালির এক ও একমাত্র মহানায়ক।
‘ঘরে বাইরে’তে উত্তমকুমারকে না পেলেও, স্রেফ তাঁকে ভেবেই একটি ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন সত্যজিৎ রায়। ‘নায়ক’। অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা পাওয়ার লড়াই। তাঁকে ঘিরে জনমানসের উন্মাদনা। একজন সুপারস্টারের জীবন সবকিছুই তুলে ধরা হয়েছিল ছবিতে। ১৯৬৬। উত্তমকুমার তখন মধ্যগগনে। ইন্দিরা হলে ছবির প্রিমিয়ার হবে। সত্যজিৎ স্পষ্টই বলে দিলেন প্রিমিয়ারে হাজির হতে হবে উত্তমবাবুকে। উত্তমও সবিনয়ে মানিকদাকে জানালেন, এই ভরদুপুরে শোয়ে তাঁর হাজির হওয়াটা ঠিক হবে না। গুরুগম্ভীর কণ্ঠে সত্যজিৎ জানিয়ে দিলেন, এটা সত্যজিৎ রায়ের ছবি। তাই তাঁকে হাজির হতেই হবে। এই খবর জানাজানি হতে দেরি হয়নি। সেদিন কেলেঙ্কারির একশেষ। রাস্তায় ভিড়। ‘গুরু’কে দেখতে হাজির অসংখ্য মানুষ। মারপিট, হাতাহাতি চলছে। হলমালিকও মানিকবাবুকে বললেন, উত্তমবাবুকে আনাটা কী ঠিক হবে। সত্যজিৎ নিজের সিদ্ধান্তে অনড়। উত্তম এলেন। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে আলোড়ন। আর গুরু, গুরু রব। উত্তমকুমার স্টেজে এসে বললেন, এটা কিন্তু সত্যজিৎ রায়ের ছবি। এখানে এসব দয়া করে করবেন না। ব্যস দর্শক চুপ। এমনই ছিল তাঁর জনমোহিনী ভাবমূর্তি। এক লহমায় দর্শককে নিজের কথা শোনাতে বাধ্য করতে পারতেন উত্তমকুমার। সত্যজিৎ রায়ের সঙ্গে ‘চিড়িয়াখানা’ ছবিতেও অভিনয় করেছিলেন উত্তমকুমার। বাঙালির একান্ত আপন গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছিলেন উত্তমকুমার। এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে যুগ্মভাবে। তিনি পুরস্কার ভাগাভাগি করেন উত্তমকুমারের সঙ্গেই। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র জন্যও তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল।
‘ঘরে বাইরে’ ছবিতে নেগেটিভ রোল ছিল বলে তা প্রত্যাখ্যান করেছিলেন উত্তমকুমার। কিন্তু সেই উত্তমকুমারেরই জীবনের অন্যতম সেরা অভিনয় ছিল ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘বাঘ বন্দি খেলা’ ছবিতে। পীযূষ বসুর নির্দেশনার এই ছবিতে উত্তম অভিনয় করেছিলেন ভবেশ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। লম্পট, দুর্নীতিগ্রস্ত, স্মাগলিংয়ের কারবারি ভবেশকে পুলিসের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল তাঁর ছেলেই। আত্মঘাতী হয়ে জীবন শেষ করে দিয়েছিলেন ভবেশ। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত প্রায় একই ধরনের ছবি ‘কলঙ্কিনী কঙ্কাবতী’তে রাজশেখর রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম।
উত্তমকুমার ছিলেন গ্রামের সরল সাদাসিধে ছেলে। শহরে এসেছেন। লড়াই করছেন। বড়লোকের মেয়ের প্রেমে পড়ছেন। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মধুরেণ সমাপয়েত। দেশভাগের যন্ত্রণাকাতর বাঙালির কাছে হিট। এটাই ছিল রোম্যান্টিক উত্তমের ইউএসপি। কিন্তু মোটামুটি ছয়ের দশকের শেষার্ধ থেকেই নিজের ইমেজ পাল্টানোর চেষ্টা করছিলেন উত্তম। আবার ঠিক একই সময় বাংলার দর্শকের কাছে হাজির হয়েছিলেন, তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তমও নিজেকে ভেঙেচুরে তৈরি করছিলেন। নিজের রোম্যান্টিক ইমেজের বাইরে এসে অভিনেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছিলেন। বস্তুত, এই সময় তিনি এমন বহু ছবি করেছেন, যা শুধু তাঁর অভিনয়ের গুণেই উতরে গিয়েছে। অভিনেতা উত্তমকুমারের জীবনের একটি অসাধারণ ছবি ১৯৬৭ সালে তৈরি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। পর্তুগিজ অ্যান্টনি কবিয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম। সুনীল বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ভালোবাসার গল্প হলেও, কাহিনী বিন্যাস ও অভিনয় দক্ষতার কারণে এই ছবিতে উত্তমকে স্রেফ রোমান্টিক হিরো বলা যাবে না।
১৯৭৫ সালে উত্তমকুমার আরও দু’টি অসাধারণ ছবিতে অভিনয় করেছিলেন। একটি পীযূষ বসুর ‘সন্ন্যাসী রাজা’। অন্যটি অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘অগ্নীশ্বর’। সন্ন্যাসী রাজায় ভাওয়ালের রাজার ফিরে আসার কাহিনী অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন উত্তমকুমার। অগ্নীশ্বরে একজন আদর্শবাদী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে একটি সরস সংলাপ ছিল। রোগীকে ডাক্তার দিয়েছেন তিনটি ডোজ। রোগী চাইছেন একটি। তখন ডাক্তার অগ্নীশ্বর বলছেন, যদি ঠাস ঠাস করে তিনটি চড় মারার দরকার হয়, তবে একটি চড়ে কাজ হবে কি?
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন উত্তমকুমার। ‘ঝিন্দের বন্দি’ থেকে শুরু করে ‘অপরিচিত’, ‘স্ত্রী’, ‘দেবদাস’ সবেতেই অভিনয় দক্ষতার তুঙ্গে উঠেছিলেন বাংলার দুই ম্যাটিনি আইডল। এরমধ্যে ‘স্ত্রী’ ছবির কথা আলাদাভাবে বলতেই হয়। কারণ ওই ছবিতে উত্তমকুমার রোম্যান্টিক ইমেজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এখানেও তিনি ছিলেন মদ্যপ জমিদার (মাধব দত্ত)। কর্মচারী তরুণ ফোটোগ্রাফার (সীতাপতি)-এর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। সেই টানাপোড়েন ছবিতে ফুটিয়ে তুলেছিলেন উত্তম।
মহানায়কের ছয়ের দশকের একটি ছবির কথা না বললে চরিত্রাভিনেতা উত্তমকে পাওয়া যাবে না। সেটি হল, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’। যে সময় তিনি ওই ছবি করেছিলেন, তখন তিনি রোম্যান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত। অথচ সেই সময় রাইচরণের মতো একটা কঠিন অথচ নন গ্ল্যামারাস রোলে তিনি ফাটিয়ে অভিনয় করেছিলেন। ১৯৬৩ সালের আরও একটি ছবি ‘শেষ অঙ্ক’। ওই ছবিতেও নিজের গ্ল্যামারাস ভাবমূর্তিকে দূরে সরিয়ে রেখেছিলেন উত্তম। শুভ্রাংশুরূপী উত্তমের নেগেটিভ রোলে অভিনয় আজও দর্শক মনে রেখেছে। ১৯৫৯ সালের ছবি ‘বিচারক’-এও উত্তমকুমারকে দেখা গিয়েছে এমনই নন গ্ল্যামারাস রোলে। যিনি নিজেকে রায় দেওয়ার ব্যাপারে চরম নিরপেক্ষ মনে করতেন, সেই বিচারকই একটি বিশেষ কেসে রায় দিতে গিয়ে চরম দ্বিধায় পড়লেন। ‘ওগো বধূ সুন্দরী’ ছবির আগে হিন্দিতে মহানায়ক একটি ছবি করেছিলেন। ‘প্লট নম্বর ৫’। উত্তমকুমারের অভিনয় জীবনের অন্যতম কঠিন এক চরিত্র। সেই ছবিতে হুইলচেয়ারে উত্তম। প্রতিবন্ধী মানুষ। হুইলচেয়ারে বসেই একের পর এক খুন করতে থাকে। ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমল পালেকর। অন্যান্য চরিত্রে ছিলেন শ্রীরাম লাগু, প্রদীপকুমার প্রমুখ। ছবিটি অবশ্য মুক্তি পেয়েছিল মহানায়কের মৃত্যুর পর।
ছয়ের দশকের শেষার্ধ থেকে শুরু করে জীবনের শেষ দিনেও উত্তমকুমার রোম্যান্টিসিজমের বাইরে নিজেকে নিয়ে এসেছেন। ‘মৌচাক’, ‘ধন্যি মেয়ে’, ‘ছদ্মবেশী’, ‘ভ্রান্তিবিলাস’, ‘ওগো বধূ সুন্দরী’র মতো কমেডি ছবিতে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দেখা গিয়েছে। উত্তমকুমার অভিনীত বেশ কয়েকটি ছবি পরে হিন্দিতে হয়েছে। এমনই একটি ছবি ‘নিশিপদ্ম’। পরে হিন্দিতে ‘অমর প্রেম’ ছবিতে ওই ভূমিকায় দেখা গিয়েছিল রাজেশ খান্নাকে। সুপারস্টার রাজেশ অকপটে স্বীকার করেছিলেন, তিনি উত্তমকুমারের ধারেকাছে পৌঁছতে পারেননি। সব মিলিয়ে মৃত্যুর ৪০ বছর আজও বাঙালির স্বপ্নের নায়ক— উত্তমকুমার।
26th  July, 2019
এখন টেলিভিশন আর ডিরেক্টরস মিডিয়া নয়: রুবেল

একটা সময় টানা দেড়-দুই বছর চলত ধারাবাহিক। বদলে যাওয়া সময়ে ধারাবাহিকের মেয়াদ কমেছে অনেকটাই। তিন মাসেও বন্ধ হয়ে যাওয়ার নজির টেলিপাড়ার নতুন নয়। সেই আবহে সদ্য ৫০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বিশদ

19th  April, 2024
সম্মানিত অমিতাভ
 

ভারতীয় সিনেমায় অবদানের জন্য সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তিনি। সদ্য মঙ্গেশকর পরিবারের তরফে এই ঘোষণা করা হয়েছে। বিশদ

19th  April, 2024
রণবীরের ভুয়ো ভিডিও

আমির খানের পর রণবীর সিং। ফের এক বলিউড তারকাকে নিয়ে তৈরি ভুয়ো রাজনৈতিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হল। সেখানে দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন রণবীর। এআইয়ের সাহায্যে তৈরি করা অভিনেতার ডিপফেক ভিডিও নিয়ে চর্চা চলছে নানা মহলে। বিশদ

19th  April, 2024
ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ছিলই। অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির টিজার। তারপরই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই আবহে জানা গেল, এই ছবির ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। বিশদ

19th  April, 2024
নজরে আলিয়া

টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশিত হয়েছে টাইমস ম্যাগাজিনের এই তালিকা। সেখানেই উঠে এসেছে অভিনেত্রীর নাম। তাঁর সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন পরিচালক টম হার্পার। বিশদ

19th  April, 2024
শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত

এবার বিটকয়েন জালিয়াতি মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় বৃহস্পতিবার দম্পতির প্রায় ৯৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এরমধ্যে রয়েছে জুহুতে শিল্পার মালিকানাধীন বাড়ি, কুন্দ্রার পুণের ফ্ল্যাট ও একটি ইক্যুইটি শেয়ারও। বিশদ

19th  April, 2024
খুশির ঈদ

খুশির ঈদে মেতে উঠলেন বলি থেকে টলি— সমস্ত ইন্ডাস্ট্রির তারকারা। প্রতি বছর ঈদে সলমন খানের ছবি মুক্তি পায়। তবে এ বছর সেই ধারায় বিরতি। তাতে কী? অনুরাগীদের উপহার দিতে ভোলেননি ভাইজান। প্রকাশ্যে এল তাঁর পরের ছবির প্রথম নাম। বিশদ

12th  April, 2024
ভরতের ফার্স্ট লুক

কালো পোশাকে ঢাকা শরীর। মাথায় কালো পাগড়ি। সুরমা লাগানো চোখে ক্রুর চাহনি। ‘দেবী চৌধুরানি’ ছবিতে এই বেশেই ধরা দেবেন অভিনেতা ভরত কল। ফকির মজনু শাহ বুরহানের চরিত্রে দেখা যাবে তাঁকে। ভারতের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ‘সন্ন্যাসী ফকির বিদ্রোহ’। বিশদ

12th  April, 2024
‘অভিনয় জগতে পা রেখেই বড় ঝুঁকি নিয়েছিলাম’

জীবনে ভালো মন্দ যাই ঘটুক, সত্যকে সহজ ভাবে গ্রহণ করতে হবে। এটাই অভিনেত্রী শার্লি মোদকের জীবনের সার কথা। আর এই উপলব্ধির উজানে অধ্যাত্মবোধ ও অধ্যবসায়ই শার্লির সহচরী। অনায়াসে তাই অতিক্রম করে যেতে পারেন একাকিত্বের এক্কাদোক্কা। বিশদ

12th  April, 2024
আধুনিক ফেলুদা

‘ফেলুদা’ আসলে এক আবেগের নাম। এ যেন এক উত্তরাধিকারও বটে। এই চরিত্রের সঙ্গে বইয়ের পাতায় হোক বা সিনেমার পর্দায়— পরিচয় হওয়া মানেই নস্টালজিয়া। ফের তেমনই সুযোগ পাবেন দর্শক। আসছে সন্দীপ রায়ের পরিচালনায় ‘নয়ন রহস্য’। বিশদ

05th  April, 2024
জয়ার বেস্ট ফ্রেন্ড

ইন্ডাস্ট্রির কেউ নন, অভিনেত্রী জয়া বচ্চনের কাছের বন্ধুরা রয়েছেন তাঁর পরিবারেই। তাঁর স্বামী অমিতাভ বচ্চন তাঁর সবচেয়ে ভালো বন্ধু। সম্প্রতি এই সিক্রেট ফাঁস করেছেন তিনি নিজেই। বন্ধুত্বের সম্পর্কে কি প্রেম থাকে? বিশদ

05th  April, 2024
দীপিকার মাইলফলক

গত বছর অস্কারের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস-এর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হল দীপিকা অভিনীত ‘বাজিরাও মস্তানি’র গান ‘দিওয়ানি মস্তানি’। বিশদ

05th  April, 2024
অমর্ত্যর সর্বাঙ্গে চুনী

ফুটবল খেলেছেন আর পাঁচজন গড়পড়তা বাঙালির মতো। ফুটবলার হয়ে ভুবনজয়ী হওয়ার স্বপ্ন  দেখার দুঃসাহস কোনও দিন হয়নি অমর্ত্য রায়ের। সেই অমর্ত্যই এবার সুবিমল ওরফে চুনী গোস্বামী সেজে পর্দায় আসছেন। সৌজন্যে অজয় দেবগণের ছবি ‘ময়দান’।  বিশদ

05th  April, 2024
জ্যাজ শিল্পী আলিয়া

রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল— তিন তারকা এক ছবিতে। সৌজন্যে সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেই ছবিতে নাকি একজন জ্যাজ গায়িকার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বিশদ

05th  April, 2024
একনজরে
ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। কোথাও তাঁকে অশান্তির কারিগর তকমা দেওয়া হয়েছে, কোথাও আবার ঘুরিয়ে বহিরাগত বলে পোস্টার সাঁটানো হয়েছে। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। শুক্রবার কর্তারপুর সাহিব গুরুদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ...

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বালুরঘাটের তৃণমূল প্রার্থী  বিপ্লব মিত্রর সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

04:26:00 PM

এনআরসি-ক্যা-ইউসিসি না চাইলে বিজেপিতে একটাও ভোট নয়: মমতা

04:25:16 PM

একমাত্র তৃণমূল তখন অসমে গিয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি: মমতা

04:24:33 PM

ভোট কেটে সুবিধা করতে এটা বিজেপির প্ল্যান: মমতা

04:12:44 PM

মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিল, কংগ্রেস-সিপিএম মুখ খোলেনি: মমতা

04:11:59 PM

আমের ফসল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিয়েছি: মমতা

04:10:39 PM