Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

ভিটামিন ডি
কেন প্রয়োজন?

পরামর্শে রুবি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।

ভিটামিন ডি কেন দরকার? 
রোজ একজন প্রাপ্তবয়স্কের ১ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি-এর দরকার পড়ে। শরীরের হাড় ও দাঁতের গঠনের জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ভিটামিন ডি এবং ক্যালশিয়াম একে অপরের পরিপূরক। অর্থাৎ ক্যালশিয়ামের ঘাটতি আছে অথচ ভিটামিন ডি রয়েছে পর্যাপ্ত, তাহলেও যেমন তা শরীরের যেমন কাজে লাগবে না, তেমনই ক্যালশিয়াম পর্যাপ্ত আছে, অথচ ভিটামিন ডি নেই— এমন ক্ষেত্রেও তা শরীরের কোনও কাজে আসে না। দু’টি উপাদানই পর্যাপ্ত মাত্রায় না থাকলে হাড়ের ক্ষয় হতে থাকে। আসলে আমাদের শরীরে গঠন ও ক্ষয়ের ক্রিয়া সমানতালে চলতে থাকে। যখন গঠন বেশি হয়, ক্ষয় কমে। আর যখন ক্ষয় বেশি হয়, তখন গঠন কমে যায়।

 মাংসপেশির সংকোচন ও প্রসারণের প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলার পিছনে ভিটামিন ডি-এর বিশেষ ভূমিকা আছে। 
 বিভিন্ন হর্মোনের কার্যকারিতা বজায় রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে স্টেরয়েডজাতীয় হর্মোনগুলির কাজ করার জন্য ভিটামিন ডি জরুরি। 
 রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে জরুরি। আবার ইনুসলিন হর্মোনের কাজও সঠিকভাবে করতে দরকার এই ভিটামিনের।
 ফুসফুসের শ্বাসনালীর কর্মক্ষমতা অক্ষুণ্ণ রাখতেও ভিটামিন ডি-এর ভূমিকা আছে।

এই ভিটামিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখা। কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে, ক্যান্সার প্রতিরোধে, বয়স ধরে রাখতে, ত্বকের বলিরেখা প্রতিরোধেও ভূমিকা রয়েছে ভিটামিন ডি-এর।

আমাদের দেশে এর কি ঘাটতি আছে? কতটা?
ভারতের মতো দেশে যেখানে সূর্যালোকের কোনও ঘাটতি নেই, সেখানে শরীরে ভিটামিন ডি-এর খামতি দেখা দেওয়ার কারণ নেই। কারণ ত্বকে রোদ পড়লে, চামড়ায় ভিটামিন ডি সংশ্লেষ হয়।  অথচ দেখা গিয়েছে, আমাদের দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৭০ থেকে  ৮০ শতাংশ লোকের ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে। অবশ্য ভিটামিন ডি-এর ঘাটতির অনেক পর্যায় আছে যথা মৃদু, মাঝারি, তীব্র ইত্যাদি।

ঘাটতি কেন হচ্ছে?
খুব বেশি খাদ্যের উৎস থেকে ভিটামিন ডি মেলে না। অতএব ভিটামিন ডি-এর সত্যিকারের উৎস হল সূর্যালোক। ইদানীং আমাদের জীবনযাত্রা এমনই হয়ে গিয়েছে যে, আমরা গায়ে রোদ লাগাবার সময়ই পাচ্ছি না। বেশিরভাগ লোকই সারাদিন অফিসে চার দেওয়ালের ঘেরাটোপে বন্দি। সেখানে কৃত্রিম আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে থাকলেও রোদ কোথায়! তাছাড়া আমরা গায়ে খুব একটা রোদ লাগাতে পছন্দও করি না। বাইরে বেরলে পা থেকে মাথা অবধি কাপড়ে ঢেকে রাখি যাতে ত্বক না পুড়ে যায়। গৃহকর্ত্রীরা সারাদিন ঘরের মধ্যেই কাজে ব্যস্ত থাকেন। ফলে গায়ে রোদ লাগানো হয়ে ওঠে না। অবশ্য অনেকেই বলবেন তাঁরা বাজার, দোকানপাটে যান। তখন কিছুটা রোদ তো গায়ে লাগে। তাতে কি কাজ হবে না? সত্যি বলতে কী, ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে হলে করতে হবে সাহেবদের মতো আদুল গায়ে রোদ্রস্নান। সারাদিনের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে যে কোনও সময় আধঘণ্টা একটানা গায়ে রোদ্দুর লাগাতে পারলে, শরীরে পর্যাপ্ত ভিটামিন তৈরি হবে। বাইরে থেকে সাপ্লিমেন্ট খেয়ে ঘাটতিপূরণ করতে হবে না। 
তবে সেভাবে আর গায়ে রোদ্র লাগানো যায় কোথায়? গ্রামেগঞ্জে তাও বা পুরনো আমলের লোকেরা রোদে বসে গায়ে তেল মেখে পুকুরে-নদীতে নাইতে যেতেন, এখন সেসব কেউ করেন না। শহরে তো কথাই নেই। নগরে বেশিরভাগ লোক থাকেন ফ্ল্যাটে। ফলে রোদ্রের অভাবে ভিটামিন ডি-এর ঘাটতি থেকেই যায়।

ঘাটতি হচ্ছে বুঝবেন কীভাবে?
এই ভিটামিনের ঘাটতিতে প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা হয়। দেখা যায় রাতে শুতে গেলেই বিভিন্ন মাংসপেশিতে টান ধরছে, বুকে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়। এছাড়া চেয়ার থেকে উঠতে গিয়ে থাই, পায়ের মাংশপেশিতে ব্যথা হয় অনেকের। দুর্বলও লাগে। একটু ভারী কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন পেশিগুলিতে একটানা ব্যথা হলেও তা কিন্তু ভিটামিন ডি-এর ঘাটতি নির্দেশ করে। অতএব শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার উপসর্গ হলে আগে দেখতে হবে ভিটামিন ডি-এর অভাব হচ্ছে কি না। তবে একটা কথা, শুধু ভিটামিন ডি নয়, এক্ষেত্রে ওই ব্যক্তির ক্যালশিয়ামের অভাব আছে কি না তাও দেখা অত্যন্ত জরুরি। 

অন্যান্য উপসর্গ
দীর্ঘকালীন ভিটামিন ডি-এর ঘাটতি হাড়ের ক্ষয় ঘটায়। ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। ভিটামিন ডি-এর অভাবে ভোগা ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকেন। অনেকের পা বেঁকে যায় ফলে তাঁর পদচালনা হয় হাঁসের মতো।

• ভিটামিন ডি-এর অভাবের প্রভাব পড়ে ইনসুলিনের কাজে। তাই এই ভিটামিনের অভাবে ডায়াবেটিস রোগী দীর্ঘদিন ধরে ওষুধ খেলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না।
• এই ভিটামিনের অভাবে ফুসফুসের সমস্যা যেমন অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের উপসর্গ কমতে চায় না।
• রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ভিটামিন ডি-এর প্রভাব অনস্বীকার্য। দেখা গিয়ে যে কোনও রোগ থেকে দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে ভিটামিন ডি-এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই দীর্ঘদিন ধরে কোনও রোগে সারতে না চাইলে ভিটামিন ডি-এর ঘাটতি আছে কি না তা দেখতে হয়।

ছোটদের সমস্যা
মনে রাখতে হবে, ছোটবেলায় দেহের হাড়গুলির গঠন শুরু হয়। ফলে সেইসময়ে ভিটামিন ডি-এর ঘাটতি হলে দেহের হাড় বেঁকতে শুরু করে। হতে পারে শিশুদের রিকেট। এই রোগে বাচ্চার পা বেঁকে যায়। তাই ছোটদের ডায়েটে দুগ্ধজাত খাদ্যের জোগান বজায় রাখতে হবে। একইসঙ্গে তাদের বাইরে রোদে খেলাধুলো করতে দিতে হবে। বাচ্চার জন্মের পরে কিছুদিন অন্তত তাকে রোদে রাখতে অনেকটা সময়।

ভিটামিন ডি সাপ্লিমেন্ট
ট্যাবলেট, ক্যাপসুল, লিক্যুইড আকারে ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাওয়া যায়। তবে সাপ্লিমেন্ট দেওয়ার আগে রক্তপরীক্ষা করে দেখতে হয় সত্যিই এই ভিটামিনের ঘাটতি আছে কি না। কারণ শরীরে ভিটামিন ডি-এর মাত্রা বেড়ে গেলেও হতে পারে বিভিন্ন অঙ্গে ব্যথার মতো উপসর্গ। 
১২ থেকে ১৬ সপ্তাহের কোর্স থাকে। সপ্তাহে একটি করে ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হয়। একটি ক্যাপসুলে ৬০ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে। সাপ্লিমেন্ট এতখানি ভিটামিন থাকার কারণ হল, সাপ্লিমেন্টের ভিটামিন ডি-এর সবটাই শরীরের শোষিত হয় হয় না। তাই একটু বেশিমাত্রায় দেওয়া থাকে। 
20th  January, 2022
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

অতিরিক্ত ঘাম কি অসুখের লক্ষণ

বেশি ঘামেন, কিংবা হয়তো ঘাম হতেই চায় না। লোকে ভয় দেখায় কোনও অসুখ আছে বলে। আদৌ কি তাই? জানালেন আমরি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
 ডাঃ শাশ্বতী সিনহা।
বিশদ

কাহোকন‌ ২০২৪

সম্প্রতি বিশ্ববাংলা‌ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য‌ পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হল‌ বিশ্বব্যাপী‌ স্বাস্থ্য সম্মেলন ‘কাহোকন‌ ২০২৪’।  এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ‌ বিজয় আগর‌ওয়াল‌, ডাঃ‌ লালু জোসেফ, রূপক‌ বড়ুয়া, ডাঃ‌ শংকর‌ সেনগুপ্ত প্রমুখ। বিশদ

কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। বিশদ

রোবটিক, জেনারেল সার্জারি না ল্যাপারোস্কপি এগিয়ে কে?

পরামর্শে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট রোবটিক সার্জেন ডাঃ পার্থপ্রতিম সেন ও বিশিষ্ট জিআই ও ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন। বিশদ

11th  April, 2024
হার্টের রোগী কি ডাবের জল খেতে পারেন? 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস বিশদ

11th  April, 2024
আয়ুর্বেদ অনুযায়ী ডাবের গুণাগুণ

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর বিশদ

11th  April, 2024
স্টেন্টের জন্ম

ব্যাঙ্ক থেকে সদ্য বাড়ি ফিরেছেন সোমনাথবাবু। চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ছুটে এলেন ষাটোর্ধ্ব প্রতিমাদেবী। স্বামীর এমন অবস্থা দেখে খানিক ঘাবড়ে গিয়েও সামলে নিলেন। ছুটলেন প্রতিবেশীদের কাছে। সকলে মিলে ধরাধরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদ

11th  April, 2024
এবার জয়েন্টের সার্জারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য এতদিন ধরে রোবটিক সার্জারির ব্যবহার হয়ে আসছিল। বিশদ

11th  April, 2024
পজিটিভ থাকবেন কীভাবে?
 

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ত কারণ আমরা সকলেই বেশি বেশি উপার্জন করে ভীষণ ভালো থাকতে চাই। এই করতে গিয়ে একসময় আমরা সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আরও বড় জটিলতা হল, ব্যস্ততার বাইরে, রোজকার কাজের বাইরে যেটুকু সময় থাকে, সেই সময়টাতেও আমরা তাত্ক্ষণিক আনন্দ লাভের জন্য মাথা গলিয়ে দিই সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায়। বিশদ

07th  April, 2024
লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি, বিপদ কি নিজেরাই ডেকেছি?

হু হু করে চড়ছে পারদ। প্রকৃতির খামখেয়ালিপনার নেপথ্যে দায়ী কে? প্রতিকারই বা কী? লিখছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন অতিরিক্ত নির্দেশক দীপঙ্কর সাহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

07th  April, 2024
হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কীভাবে?

মার্চ থেকেই গুছিয়ে গরম পড়েছে এবার। চড়চড় করে চড়ছে পারদ। খর বেলায় যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভাজা ভাজা হওয়ার মর্ম! বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জল তো বেরচ্ছেই। পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।
বিশদ

04th  April, 2024
রাতে কাঁদলে ভালো ঘুম! 

কাঁদলে চোখের জল পড়ার জন্য যে ইন্দ্রিয় দরকার হয়, তা তৈরি হতে শিশুদের সাত আট মাস সময় লাগে। জন্মলগ্ন থেকেই কান্নার সঙ্গে মানুষের একটি বিশেষ সংযোগ আছে। জন্মের পর প্রথম কান্নার সঙ্গে প্রথমবার সরাসরি নিজে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে শিশু
বিশদ

04th  April, 2024
একনজরে
১৩ দিনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে চারটি জনসভা ও  একটি রোড শো করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সভা করে গিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ...

প্রথম দফার ভোটে প্রচার পর্ব শেষ হয়েছে বুধবার বিকেলেই। অথচ পশ্চিমবঙ্গের তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। অদ্ভুতভাবে বাংলার প্রথম দফার ভোটে ব্রাত্য রইলেন হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ। ...

এরাজ্যে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগে প্রথম কারখানা খুলবে মাদার ডেয়ারি। তা থেকে সরাসরি কর্মসংস্থান হতে পারে প্রায় ৪০০। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ...

নির্বাচনী কাজে চরম ব্যস্ততা রয়েছে পুলিসের। এছাড়া ভোট আবহে নিত্যদিন বিভিন্ন সভা থেকে মিছিলে নিরাপত্তার ব্যবস্থা সহ নাকা চেকিংয়ে চরম ব্যস্ত পুলিস-প্রশাসন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

রাজনীতিক ও পেশাদারদের ব্যস্ততা বাড়বে। বয়স্করা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধনযোগ আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ঐতিহ্য দিবস
১৮০৯: ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম
১৮৫৩: এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়
১৮৮৮: সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের জন্ম
১৯১৬: অভিনেত্রী ললিতা পাওয়ারের জন্ম
১৯৩০: ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে
১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু
১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শালের জন্ম
১৯৬২: অভিনেত্রী পুনম ধিলনের জন্ম
১৯৬৩: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফিল সিমন্সের জন্ম
১৯৭১: কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন
১৯৮০: জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে
১৯৮১: সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী তথা বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম সেই নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু
১৯৮৬:  স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের মৃত্যু
১৯৯২: ক্রিকেটার কেএল রাহুলের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৭.৪৮ টাকা ৮৯.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  April, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী ৩০/৩৫ অপরাহ্ন ৫/৩২। অশ্লেষা নক্ষত্র ৬/৩৮ দিবা ৭/৫৭। সূর্যোদয় ৫/১৭/৪৩। সূর্যাস্ত ৫/৫৪/১৬। অমৃতযোগ রাত্রি ১২/৪৪ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১/০ মধ্যে। 
৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী রাত্রি ৭/৫। অশ্লেষা নক্ষত্র দিবা ৯/৫২। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৬ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৭ গতে ১/২ মধ্যে। 
৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: মুম্বই ১২৫/২ (১৫ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

08:47:00 PM

আইপিএল: ৩৬ রানে আউট রোহিত শর্মা, মুম্বই ৯৯/২ (১১.৪ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

08:44:46 PM

আইপিএল: ৩৪ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের, মুম্বই ৮৭/১ (১০.২ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

08:35:23 PM

আইপিএল: মুম্বই ৬৮/১ (৮ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

08:22:14 PM

অসুস্থ মুকুল রায়, ভর্তি হাসপাতালে

08:10:57 PM

আইপিএল: ৮ রানে আউট ঈশান কিষাণ, মুম্বই ১৮/১ (২.২ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

07:53:52 PM