Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

রোজকার খাবারে
কতটা নুন, কতটা চিনি

পরামর্শে পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সতীনাথ মুখোপাধ্যায়।

 চিনি খেলেই কি ডায়াবেটিস হয়?
 না, এমন কোনও প্রমাণ মেলেনি। তবে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের যে অতিরিক্ত চিনি খেতে বারণ করা হয়, তার কারণ আলাদা।

 ডায়বেটিকরা দিনে কতটা চিনি খাবেন?
 আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী, ডায়াবেটিকরা সারা দিনে পাঁচ চা চামচ পর্যন্ত চিনি খেতে পারেন। তবে এই চিনির সমপরিমাণ শর্করা জাতীয় খাবার (কার্বোহাইড্রেট) সারা দিনের খাবার থেকে বাদ দিতে হবে। চিনি কিন্তু অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আলাদাভাবে নয়। খাবারে সলিবল ফাইবার যথেষ্ট পরিমাণে (৩০-৩৫ গ্রাম প্রতিদিন) রাখলে তা চিনিকে রক্ত মিশতে বাধা দেয়। তাই ব্লাড সুগার চট করে বাড়তে পারে না। 
মনে রাখবেন, নির্দিষ্ট মাত্রার বেশি চিনি খেলে তা লিভারে গিয়ে ফ্যাটে পরিবর্তিত হয়। এর থেকে ফ্যাটি লিভার, ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। যাঁদের ডায়াবেটিস  নেই, তাঁরা অতিরিক্ত চিনি খেলে ব্লাড সুগার তো বাড়ে না, কিন্তু তা লিভারে গিয়ে ফ্যাটে (ট্রাইগ্লিসারাইড) পরিবর্তিত হয়। 
উন্নত দেশে, প্রতিটি লোকের দৈনিক কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণ কখনই মোট খাবারের মোট ক্যালোরির ৫০ শতাংশের বেশি হয় না। আমাদের মাথায় রাখতে হবে, ১ গ্রাম কার্বোহাইড্রেটে থাকে ৪ ক্যালোরি। সুতরাং রোজ আমাদের যত পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে, তার অর্ধেক করে সেই সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলেই কত গ্রাম কার্বোহাইড্রেট আমরা খেতে পারব, তার হিসেব পাওয়া যায়। 
ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তির দিনে ২০০০ ক্যালোরি দরকার। তার মধ্যে অর্ধেক অর্থাত্ ১ হাজার ক্যালোরিকে ভাগ করতে হবে চার দিয়ে। সুতরাং হিসেব মতো ওই ব্যক্তি ২৫০ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট খেতে পারেন।

 ফ্রুট সুগারও কি ডায়াবেটিসের সমস্যা তৈরি করে?
 হ্যাঁ। ফলের মধ্যে ফ্রুকটোজ থাকে। অনেকে বলেন, দিনে যত ফল খাওয়া যায়, তত ভালো। এই তথ্য সঠিক নয়। ডায়াবেটিস থাকলে সারাদিনে ১০০ গ্রাম পর্যন্ত  টাটকা ফল খাওয়া যেতে পারে। এর বেশি খেলে ফলের মধ্যে যে ফ্রুক্টোজ থাকে, তা সাধারণ সুগারের মতোই লিভারে গিয়ে চর্বিতে পরিণত হয়।

 সুগার রোগীর চিনি কেন খাওয়া নিষেধ?
 ডায়াবেটিস রোগীর জন্য চিনি যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে। কারণ হল সিম্পল কার্বোহাইড্রেট বা সরল শর্করা। ফলে সুগার দ্রুত রক্তে মিশে যায়। ফলে পাঁচ-দশ মিনিটের মধ্যে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে শুরু করে। এভাবে সুগারের মাত্রা বেড়ে গেলে ইনসুলিন বা ওষুধের পক্ষে তা সামাল দেওয়া সবসময় সম্ভব হয় নয়। বারংবার এমন হতে থাকলে তা ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যে কুপ্রভাব ফেলে।

 সুগার থাকলে চিনির বদলে কি সুগার ফ্রি খাওয়া যাবে?
 অনেক ডায়াবেটিস রোগীই চিনির বদলে স্যাকারিন বা সুগার ফ্রি খান। এগুলিকে আর্টিফিশিয়াল সুইটনার বলে। ডায়াবেটিস রোগী এবং যাঁরা ওজন কমানোর জন্য আমাদের কাছে আসেন, তাঁদেরকে আমরা কিন্তু এগুলো খেতে বারণ করি। ডায়াবেটিকদের মনে রাখা উচিত এক গ্রাম সুগার ফ্রি-তে মাত্র ০.৪ ক্যালোরি সুগার আছে (এক গ্রাম চিনিতে থাকে ২০ ক্যালোরি সুগার)। তাহলে আমরা বারণ করছি কেন? সমস্যা অন্য জায়গায়।
আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস বলে একটা জায়গা আছে। হৃদস্পন্দন, ব্লাডপ্রেশার, কতটা খাওয়া-দাওয়া করব, আমাদের নিদ্রাচক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস থেকে। এই হাইপোথ্যালামাসেই গ্লুকোজ স্ট্যাট নামে একটি প্রক্রিয়া আছে। যখন হাইপোথ্যালামাস বুঝে যায় যে গ্লুকোজের ‘কোটা’ পূর্ণ হয়ে গিয়েছে, তখনই সে পাকস্থলীতে সিগন্যাল পাঠায়। যার প্রভাবে খাবাবের ইচ্ছে চলে যায়। আর্টিফিশিয়াল সুইটনার খেলে হাইপোথ্যালামাস গ্লুকোজ পায় না। ফলে সেখান থেকে পাকস্থলীতে ‘পরিতৃপ্তির’ কোনও সিগন্যালও যায় না। তাই ওই ব্যক্তি দিনের অন্য সময় চিনিযুক্ত খাবার খেয়ে পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করেন। এর ফলে ওজন বেড়ে যায়। এইরকম অনেক রোগী আছেন, যাঁরা ওজন ও সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য সুগার-ফ্রি খান আবার রাত্রিবেলা লুকিয়ে ফ্রিজ খুলে মিষ্টিও খান। এবং প্রায়শই বাড়ির লোকের হাতে ধরা পড়েন। তাই বাড়ির লোককে বলা হচ্ছে, যে কেউ যদি একটু মিষ্টি খেতে চান, তাঁকে বারণ করবেন না। অনুষ্ঠান বাড়িতে রস চিপে একটা রসগোল্লা খেলে আপত্তি নেই। কিন্তু, হেঁটে বা শারীরিক পরিশ্রম করে সেই অতিরিক্ত ক্যালোরি খরচ করে দিতে হবে। তাহলেই ওজন বা সুগার কোনওটাই বাড়বে না। 

 ডায়াবেটিকদের ডায়েট নিয়ে কিছু বলবেন?
 ভারতের কোন প্রান্তের ডায়াবেটিসের রোগী কত পরিমাণ কার্বহাইেড্রট খান, তা আমরা বছর পাঁচেক আগে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখাই। দৈনিক ডায়েটে কার্ভের পরিমাণ ভারতের যে কোনও রাজ্যেই ৬৪ শতাংশের উপরেই দেখা গিয়েছিল। আগেই বলেছি, উন্নত দেশগুলিতে তা সর্বোচ্চ ৪৫ থেকে ৫০ শতাংশ। একটা উদাহরণ দিই। ইউরোপে কোনও দেশের রেস্তোরাঁয় গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মাছ খাবেন না মাংস? কিন্তু আমাদের এখানে রেস্তোরাঁ গেলে জিজ্ঞাসা করবে, ভাত খাবেন না রুটি? ডায়েটের প্রাথমিক তফাতটা এখানেই। আমরা ভাত বা রুটিকে মাঝখানে রেখে অন্যান্য খাবার দিয়ে থালাটাকে সাজিয়ে তুলি। ইউরোপে মাছ বা মাংসের সঙ্গে অল্প ভাত এবং অনেকটা সব্জি ছড়িয়ে দেওয়া হয়। তাই স্বাভাবিকভাবেই ওদের ডায়েট অনেক বেশি স্বাস্থ্যকর। এখন আমাদের দেশে কন্টিনেন্টাল খাবার চালু হয়েছে। সেখানেও খাবারে এই মাত্রাজ্ঞান বিষয়টি দেখা যায়।

 শুধু কি খাবার খেলেই হবে? এক্সারসাইজ কি জরুরি নয়?
 মানুষ যতদিন বনে থাকত, ততদিন এই সব রোগ ছিল না। এখন খাওয়া-দাওয়া বেড়ে যাচ্ছে। কিন্তু, সেই অনুযায়ী ক্যালোরি খরচ হচ্ছে না। প্রায় ৫০০ বছর আগে জঙ্গলবাসী মানুষের রোজ খাবার জুটত না।  অথচ খাবার জোগাড় করার জন্য প্রচুর শারীরিক কসরৎ করতে হতো। তাই ওজন বাড়ার এবং সেই জনিত ব্লাড সুগার হওয়ার সমস্যা থেকে তারা অনেকটাই মুক্ত ছিল। এখন কিন্তু পরিস্থিতি হয়েছে সম্পূর্ণ উল্টো।  অর্থাত্, কোনও কায়িক পরিশ্রম ছাড়াই শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে দিনে চারবেলা খাবার বাড়িতে আনিয়ে নেওয়া যাচ্ছে। জীবনযাত্রার এই পরিবর্তনের ফলে ডায়াবেটিস, ওবেসিটি, রক্তচাপ, হার্টের অসুবিধার মত রোগ যে শরীরে বাসা বাঁধবেই, তাতে আর আশ্চর্য কী? তাই সুস্থ থাকার স্লোগান হল – ‘খাওয়া কম, কাজ বেশি’। এই ব্যালেন্সটা জরুরি। আমার কথা হল, পেটটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবেন না। খাবার বেঁচে গেলেই বাড়ির গৃহকর্ত্রীরা সেই খাবার খেয়ে নেন। তাঁরা ভুলে যান যে, অতিরিক্ত খাবার গরিব মানুষ অথবা পশু-পাখিকে দেওয়া সম্ভব। না হলে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। নিজের পাকস্থলিকে ডাস্টবিন ভেবে তার মধ্যে ফেলা ঠিক নয়। এই নিয়ম মেনে চললে ওবেসিটি এবং ডায়াবেটিসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।
লিখেছেন সুদীপ্ত সেন
16th  September, 2021
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

18th  April, 2024
অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

18th  April, 2024
অতিরিক্ত ঘাম কি অসুখের লক্ষণ

বেশি ঘামেন, কিংবা হয়তো ঘাম হতেই চায় না। লোকে ভয় দেখায় কোনও অসুখ আছে বলে। আদৌ কি তাই? জানালেন আমরি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
 ডাঃ শাশ্বতী সিনহা।
বিশদ

18th  April, 2024
কাহোকন‌ ২০২৪

সম্প্রতি বিশ্ববাংলা‌ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য‌ পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হল‌ বিশ্বব্যাপী‌ স্বাস্থ্য সম্মেলন ‘কাহোকন‌ ২০২৪’।  এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ‌ বিজয় আগর‌ওয়াল‌, ডাঃ‌ লালু জোসেফ, রূপক‌ বড়ুয়া, ডাঃ‌ শংকর‌ সেনগুপ্ত প্রমুখ। বিশদ

18th  April, 2024
কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। বিশদ

18th  April, 2024
রোবটিক, জেনারেল সার্জারি না ল্যাপারোস্কপি এগিয়ে কে?

পরামর্শে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট রোবটিক সার্জেন ডাঃ পার্থপ্রতিম সেন ও বিশিষ্ট জিআই ও ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন। বিশদ

11th  April, 2024
হার্টের রোগী কি ডাবের জল খেতে পারেন? 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস বিশদ

11th  April, 2024
আয়ুর্বেদ অনুযায়ী ডাবের গুণাগুণ

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর বিশদ

11th  April, 2024
স্টেন্টের জন্ম

ব্যাঙ্ক থেকে সদ্য বাড়ি ফিরেছেন সোমনাথবাবু। চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ছুটে এলেন ষাটোর্ধ্ব প্রতিমাদেবী। স্বামীর এমন অবস্থা দেখে খানিক ঘাবড়ে গিয়েও সামলে নিলেন। ছুটলেন প্রতিবেশীদের কাছে। সকলে মিলে ধরাধরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদ

11th  April, 2024
এবার জয়েন্টের সার্জারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য এতদিন ধরে রোবটিক সার্জারির ব্যবহার হয়ে আসছিল। বিশদ

11th  April, 2024
পজিটিভ থাকবেন কীভাবে?
 

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ত কারণ আমরা সকলেই বেশি বেশি উপার্জন করে ভীষণ ভালো থাকতে চাই। এই করতে গিয়ে একসময় আমরা সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আরও বড় জটিলতা হল, ব্যস্ততার বাইরে, রোজকার কাজের বাইরে যেটুকু সময় থাকে, সেই সময়টাতেও আমরা তাত্ক্ষণিক আনন্দ লাভের জন্য মাথা গলিয়ে দিই সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায়। বিশদ

07th  April, 2024
লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি, বিপদ কি নিজেরাই ডেকেছি?

হু হু করে চড়ছে পারদ। প্রকৃতির খামখেয়ালিপনার নেপথ্যে দায়ী কে? প্রতিকারই বা কী? লিখছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন অতিরিক্ত নির্দেশক দীপঙ্কর সাহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

07th  April, 2024
হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কীভাবে?

মার্চ থেকেই গুছিয়ে গরম পড়েছে এবার। চড়চড় করে চড়ছে পারদ। খর বেলায় যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভাজা ভাজা হওয়ার মর্ম! বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জল তো বেরচ্ছেই। পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।
বিশদ

04th  April, 2024
রাতে কাঁদলে ভালো ঘুম! 

কাঁদলে চোখের জল পড়ার জন্য যে ইন্দ্রিয় দরকার হয়, তা তৈরি হতে শিশুদের সাত আট মাস সময় লাগে। জন্মলগ্ন থেকেই কান্নার সঙ্গে মানুষের একটি বিশেষ সংযোগ আছে। জন্মের পর প্রথম কান্নার সঙ্গে প্রথমবার সরাসরি নিজে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে শিশু
বিশদ

04th  April, 2024
একনজরে
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। পুলিসের জালে দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ৬। গত বছর টরেন্টোর প্রধান বিমানবন্দর থেকে ৪০০ কেজির সোনার বার ও ...

আজ, শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে মোট ৩৭ জন প্রার্থীর ভাগ্যবন্দি হবে ইভিএমে। গণতন্ত্রের এই উৎসবে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
এখানকার কংগ্রেস-সিপিএম ইন্ডিয়া জোট করে না: মমতা

02:17:24 PM

এখানে মেডিক্যাল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, পলিটেকনিক হয়েছে, আইআইটি হচ্ছে: মমতা

02:16:27 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): দুপুর ১ টা পর্যন্ত আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে- ৩৫.৭০ শতাংশ, অরুণাচল প্রদেশে- ৩৫.৭৫ শতাংশ, অসমে- ৪৫.১২ শতাংশ, বিহারে- ৩২.৪১ শতাংশ, ছত্তিশগড়ে- ৪২.৫৭ শতাংশ ভোট পড়ল

02:16:00 PM

কেউ বিপদে পরলেই, আমরা তাঁদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসার সুযোগ করে দেব: মমতা

02:16:00 PM

যারা বাইরে কাজ করেন, তাদের জন্য একটি পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছি: মমতা

02:15:00 PM

আমার এখানে রোজ এসে মোদি গালাগালি দিয়ে যায়: মমতা

02:14:59 PM