Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

পুজোর আগেই
চুলের যত্নে আয়ুর্বেদ

পরামর্শে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাগ ডেভেলপমেন্টের চিকিৎসাবিজ্ঞানী ডাঃ সরোজকুমার দেবনাথ।

পুজো প্রায় দোরগোড়ায়। ক’দিনের মধ্যেই নিজেকে গুছিয়ে নিয়ে ‘ফিটফাট’ হতে হবে। রূপচর্চায় রাখা চলবে না একবিন্দু খামতি। তাই হাতেগোনা কয়েকদিনে চুলের যত্ন নিতে হবে বইকি! আর সত্যি বলতে করোনায় বাড়িতে বসেই বাহারি চুলের সৌন্দর্য বজায় রাখা সম্ভব।

গোড়ার কথা
চুল সুস্থ রাখার নানা পদ্ধতি নিয়ে আলোচনার আগে চুলের গঠন নিয়ে দু-চার কথা জেনে নেওয়া দরকার। মাথার ত্বকের (স্ক্যাল্প) অন্দরে থাকা চুলের অংশকে বলে হেয়ার ফলিকল। আর মাথার উপরে থাকা অংশ, অর্থাৎ যেই অংশকে আমরা চুল বলে চিনি, তাকে বলে হেয়ার শ্যাফ্ট। হেয়ার ফলিকলের নীচে থাকে বেশকিছু রক্তনালী। এই রক্তনালীগুলি চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

ভেষজ শ্যাম্পু
নিয়মিত চুল এবং মাথার ত্বক পরিষ্কার রাখা দরকার। নইলে খুশকি থেকে শুরু করে নানা ধরনের সমস্যা চেপে বসতে পারে। এক্ষেত্রে চুল পরিষ্কার রাখতে শ্যাম্পুর জুড়ি নেই। তবে বাজার চলতি অনেক শ্যাম্পুর মধ্যে উপস্থিত রাসায়নিক চুলের ক্ষতি করতেও পারে। এই সমস্যা সমাধানে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভেষজ শ্যাম্পু। এক্ষেত্রে রাতের বেলায় আমলকী চূর্ণ এক থেকে অর্ধেক চামচ অর্ধেক থেকে এক কাপ জলে ভিজিয়ে নিন। এক থেকে দু’টি শিকাকাই ফল ভেঙে এক থেকে অর্ধেক কাপ জলে ভিজিয়ে নিতে হবে। আর চুল বুঝে এক থেকে দু’টি রিঠার বীজ ফেলে খোসাটাকে এক থেকে অর্ধেক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে উঠে ওই তিনটে কাপের জল ছেঁকে নিয়ে মেশাতে হবে একসঙ্গে। তারপর সেই জল মাথায় মেখে শ্যাম্পু করা যায়। খুশকি, চুলের ডগা ভেঙে যাওয়া, জেল্লা ফেরানো সহ চুলের সার্বিক যত্নে এই শ্যাম্পু খুব ভালো কাজ করে।

রুক্ষভাব কাটাতে
রুক্ষ-শুষ্ক চুল মেরামতিতে শ্যাম্পুর পর কন্ডিশনিং করা যেতে পারে। এক্ষেত্রে এক মগ জলে একছিপি ভিনিগার ভালো করে মিশিয়ে নিয়ে শ্যাম্পুর পর মাথায় ঢেলে নিন। দেখবেন চুল ভালো থাকবে।

খুশকি সমাধানে
চুলের ত্বকে ছত্রাক সংক্রমণের কারণে খুশকি হয়। সাধারণত তৈলাক্ত ত্বক, বেশি ঘামেন— এমন মানুষের খুশকির সমস্যা বেশি দেখা যায়। খুশকি সমাধানে প্রাথমিকভাবে দুই দিন অন্তর ভেষজ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এছাড়া স্নান করার আগে পাতিলেবুর রস চুলে হালকা করে ম্যাসাজ করে নিতে পারেন। তারপর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। আবার ঝাঁঝি পেঁয়াজ নামের ছোট ছোট দেশি পেঁয়াজের রস স্নানের এক ঘণ্টা আগে স্ক্যাল্পে লাগিয়ে শ্যাম্পু করে নিলে খুশকির সমস্যা কমে।
এছাড়া সন্ধের দিকে টঙ্কন ভস্ম এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করে নিতে হবে। তার পরদিন সকালে শ্যাম্পু করে নিলে খুশকি কমবে। অন্যদিকে কাঁচা আমের আঁটির মজ্জা অর্ধেক চামচ এবং হরীতকী চূর্ণ অর্ধেক চামচ একসঙ্গে বেটে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় লাগাতে হবে। লাগানোর এক ঘণ্টা পর শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে।
দীর্ঘদিনের খুশকিতে যষ্ঠীমধু পাউডার, আমলকী পাউডার ও তিল অর্ধেক চামচ নিয়ে একসঙ্গে বেঁটে মাথায় লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

অকালপক্কতা ঠেকাতে
বয়স বাড়লে চুল পাকবেই। কিন্তু অনেকের কম বয়সেই চুল পেকে যায়। নেপথ্যে রয়েছে শরীরের অভ্যন্তরীণ সমস্যা। এই সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ মতো চন্দনার্দ তৈল দুই ফোঁটা করে দুই নাকে দিনে দুইবার দিতে হয়।
এছাড়া চুলের নিজস্ব রং বজায় রাখার জন্য লোহার পাত্রে অর্ধেক বা একটি আমলকী এবং দুই-তিনটি জবা ফুল একসঙ্গে বাটতে হবে। তারপর ঘণ্টাখানেক সেই বাটা পাত্রের মধ্যেই রেখে দিন। এরপর সেই বাটা স্ক্যাল্পে মাখতে হয়। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে নিলে ভালো ফল মেলে।

চুল পড়া কমাতে
কেসুদ পাতার রস বেটে মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করুন। এর মাধ্যমে চুল পড়া কমে। নতুন চুল গজায়। চুল ঘন হয়।
এছাড়া আমলকী এবং কচি আমের আঁটি বেটে নিয়ে চুলে লাগাতে পারেন। তারপর এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। আবার ঝাঁঝি পেঁয়াজের রস স্নানের এক ঘণ্টা আগে স্ক্যাল্পে লাগিয়ে শ্যাম্পু করে নিলে চুল পড়ার হার কমে। এছাড়া চিকিৎসকের পরামর্শ মতো মহাভৃঙ্গরাজ তেল, যষ্ঠীমদ্বাদ্য তেল নাকে ড্রপ নিলে এবং মাথায় ম্যাসাজ করলে ভালো ফল মেলে।

চুল রং করতে
পুজোয় চুলে রং করার শখ থাকে অনেকের। ভেষজ পদ্ধতিতেও চুল রং করা সম্ভব। অর্ধেক কাপ কড়া করে চায়ের লিকার বানান। এই লিকারের মধ্যে এক মুঠো মেহেন্দি পাতা বেটে রাতের বেলায় মিশিয়ে দিন। পরদিন সকালে এই পেস্টের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এর মাধ্যমে চুলে বাদামি রং পাওয়া যায়।

খাবারে মনোযোগ
চুলের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে শুধু বাইরে থেকে চুলের যত্ন নিলেই চলবে না। দরকার অন্দর থেকে খেয়াল রাখারও। স্বাস্থ্যকর খাদ্যই পারে চুলের সমস্ত দিকের খেয়াল রাখতে।
চুল গঠনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় হল কেরাটিন নামের প্রোটিন। ডিম, পেঁয়াজ, মিষ্টি আলু, আম, সূর্যমুখী ফুলের বীজ ইত্যাদি খাদ্যে ভালো পরিমাণে কেরাটিন থাকে।
চুলের পুষ্টির জন্য বায়োটিন নামক উপাদানের খুব দরকার। বায়োটিন ডিমের কুসুম, মিষ্টি আলু, চীনেবাদাম, ব্রকোলি, মাশরুম, মাংসের লিভার ইত্যাদিতে।
ভিটামিন এ চুলের পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও বজায় রাখে। দুধ, ডিম, মাছ, মাংস, টম্যাটো, গাজর, পাকা পেঁপে, পাকা আম, কর্ড লিভার অয়েল ইত্যাদির মধ্যে ভিটামিন এ পাওয়া যায়।
চুল ভালো রাখতে আয়রনের অত্যন্ত প্রয়োজন রয়েছে। শরীরে আয়রনের ঘাটতি থেকে অ্যানিমিয়া হলে চুলের কোষের পুষ্টি বিঘ্নিত হয়। মাছ, মাংস, ডিম, মাংসের লিভার, লাল শাক, নটে শাক প্রভৃতি খাদ্যে রয়েছে আয়রন।
ভিটামিন সি শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট রূপে কাজ করে। এই ভিটামিন শরীরের ক্ষতিকারক টক্সিনগুলিকে নিষ্ক্রিয় করার কাজ করে। চুলের স্বাস্থ্যরক্ষার্থেও এই ভিটামিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিভিন্ন ধরনের লেবু, আমলকী, পেয়ারা, সবুজ শাক ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে।
চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ডি এবং ক্যালশিয়ামও প্রয়োজন। এক্ষেত্রে কড লিভার অয়েল, মাখন, ডিমের কুসুম, সূর্যালোকে ভালো পরিমাণে ভিটামিন ডি মেলে। অন্যদিকে দুধ, দই, পনির, মাছ, মাংস ইত্যাদি খাদ্যে থাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালশিয়াম।
লিখেছেন সায়ন নস্কর
24th  September, 2020
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

18th  April, 2024
অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

18th  April, 2024
অতিরিক্ত ঘাম কি অসুখের লক্ষণ

বেশি ঘামেন, কিংবা হয়তো ঘাম হতেই চায় না। লোকে ভয় দেখায় কোনও অসুখ আছে বলে। আদৌ কি তাই? জানালেন আমরি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
 ডাঃ শাশ্বতী সিনহা।
বিশদ

18th  April, 2024
কাহোকন‌ ২০২৪

সম্প্রতি বিশ্ববাংলা‌ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য‌ পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হল‌ বিশ্বব্যাপী‌ স্বাস্থ্য সম্মেলন ‘কাহোকন‌ ২০২৪’।  এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ‌ বিজয় আগর‌ওয়াল‌, ডাঃ‌ লালু জোসেফ, রূপক‌ বড়ুয়া, ডাঃ‌ শংকর‌ সেনগুপ্ত প্রমুখ। বিশদ

18th  April, 2024
কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। বিশদ

18th  April, 2024
রোবটিক, জেনারেল সার্জারি না ল্যাপারোস্কপি এগিয়ে কে?

পরামর্শে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট রোবটিক সার্জেন ডাঃ পার্থপ্রতিম সেন ও বিশিষ্ট জিআই ও ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন। বিশদ

11th  April, 2024
হার্টের রোগী কি ডাবের জল খেতে পারেন? 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস বিশদ

11th  April, 2024
আয়ুর্বেদ অনুযায়ী ডাবের গুণাগুণ

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর বিশদ

11th  April, 2024
স্টেন্টের জন্ম

ব্যাঙ্ক থেকে সদ্য বাড়ি ফিরেছেন সোমনাথবাবু। চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ছুটে এলেন ষাটোর্ধ্ব প্রতিমাদেবী। স্বামীর এমন অবস্থা দেখে খানিক ঘাবড়ে গিয়েও সামলে নিলেন। ছুটলেন প্রতিবেশীদের কাছে। সকলে মিলে ধরাধরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদ

11th  April, 2024
এবার জয়েন্টের সার্জারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য এতদিন ধরে রোবটিক সার্জারির ব্যবহার হয়ে আসছিল। বিশদ

11th  April, 2024
পজিটিভ থাকবেন কীভাবে?
 

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ত কারণ আমরা সকলেই বেশি বেশি উপার্জন করে ভীষণ ভালো থাকতে চাই। এই করতে গিয়ে একসময় আমরা সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আরও বড় জটিলতা হল, ব্যস্ততার বাইরে, রোজকার কাজের বাইরে যেটুকু সময় থাকে, সেই সময়টাতেও আমরা তাত্ক্ষণিক আনন্দ লাভের জন্য মাথা গলিয়ে দিই সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায়। বিশদ

07th  April, 2024
লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি, বিপদ কি নিজেরাই ডেকেছি?

হু হু করে চড়ছে পারদ। প্রকৃতির খামখেয়ালিপনার নেপথ্যে দায়ী কে? প্রতিকারই বা কী? লিখছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন অতিরিক্ত নির্দেশক দীপঙ্কর সাহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

07th  April, 2024
হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কীভাবে?

মার্চ থেকেই গুছিয়ে গরম পড়েছে এবার। চড়চড় করে চড়ছে পারদ। খর বেলায় যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভাজা ভাজা হওয়ার মর্ম! বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জল তো বেরচ্ছেই। পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।
বিশদ

04th  April, 2024
রাতে কাঁদলে ভালো ঘুম! 

কাঁদলে চোখের জল পড়ার জন্য যে ইন্দ্রিয় দরকার হয়, তা তৈরি হতে শিশুদের সাত আট মাস সময় লাগে। জন্মলগ্ন থেকেই কান্নার সঙ্গে মানুষের একটি বিশেষ সংযোগ আছে। জন্মের পর প্রথম কান্নার সঙ্গে প্রথমবার সরাসরি নিজে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে শিশু
বিশদ

04th  April, 2024
একনজরে
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ...

আজ, শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে মোট ৩৭ জন প্রার্থীর ভাগ্যবন্দি হবে ইভিএমে। গণতন্ত্রের এই উৎসবে ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ১৭ রানে আউট গায়কোয়াড়, চেন্নাই ৩৩/২ (৪.২ ওভার)(বিপক্ষ লখনউ)

07:51:58 PM

আইপিএল: ০ রানে আউট রবীন্দ্র, চেন্নাই ৪/১ (১.১ ওভার)(বিপক্ষ লখনউ)

07:47:07 PM

আইপিএল: চেন্নাই ৪/০ (১ ওভার)(বিপক্ষ লখনউ)

07:44:56 PM

আইপিএল: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লখনউয়ের

07:13:38 PM

দীঘার সমুদ্র সৈকতে মিলল নীল ডলফিন!
টিভি বা সিনেমার পর্দায় নয়, নীল রঙের বিরল প্রজাতির ডলফিনের ...বিশদ

06:36:06 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): বিকেল ৫টা পর্যন্ত লাক্ষাদ্বীপে ৫৯.০২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৬৫.০৮ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৩.২৫ শতাংশ, মহারাষ্ট্রে ৫৪.৮৫ শতাংশ, মণিপুরে ৬৭.৬৬ শতাংশ ভোট পড়ল

06:33:54 PM