Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

করোনা ঠেকাতে
ভ্যাকসিন ঠিক কত দূরে?

সুনির্দিষ্ট ওষুধ নেই। করোনা লড়াইয়ে এখন সাধারণ মানুষের আশা-আকাঙ্খার কেন্দ্রস্থলে রয়েছে একটা কথা—কবে আসবে করোনা ভ্যাকসিন? আলোচনা করলেন বাদুর ইনস্টিটিউট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সহকারী অধ্যাপক ডঃ অনিবার্ণ মিত্র।

মার্চ মাসের মাঝামাঝি যখন কাঁসরঘণ্টা বাজিয়ে করোনা ভাইরাস আমাদের জীবনে বর্গীহানা দিল, দুশ্চিন্তা কাটাতে আমরা সবাই একে-অপরকে আশ্বস্ত করতে লাগলাম – ‘ওঃ! ভ্যাকসিন এলেই সব ঠিক হয়ে যাবে’ বা ‘চিন্তার কিছু নেই, ভ্যাকসিন তো আসছেই’, ইত্যাদি।
এই আশা অমুলক নয়। এডওয়ার্ড জেনারের আমল থেকে নানা রোগের টিকাকরণ যে কত কোটি প্রাণ বাঁচিয়েছে, ইয়ত্তা নেই। তাই, গত তিন মাস ধরে সবার ব্যাকুল প্রশ্ন–‘এখনো ভ্যাকসিন তৈরি হল না?’ কিন্তু, ‘উঠল বাই, ভ্যাকসিন চাই’ বললেই ভ্যাকসিন তৈরি হয় না। সেই প্রস্তুতির বৈজ্ঞানিক প্রক্রিয়া দীর্ঘ। প্রথমে আসে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। যেখানে ইঁদুর আর বাঁদরদের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা দেখতে হয়। সেখানে সফল হলে আসে ফেজ ১ ট্রায়াল। অল্প কিছু মানুষের ওপর প্রয়োগ। যদি এঁদের শরীর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সফল হয়, তখন আসে ফেজ ২ আর ফেজ ৩ পরীক্ষা। যেখানে কয়েকশো থেকে হাজার হাজার স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিন পরীক্ষা করা হয়। তাঁদের শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া মাপা হয়; পরীক্ষা হয় অ্যালার্জি বা অন্য কোন রোগ বাসা বাঁধছে না তো? বুঝতেই পারছেন, এ কাজে অযথা হড়বড় করলে হিতে বিপরীত হবে। তাছাড়া, শুধু ঠিকঠাক ভ্যাকসিন বানালেই হল না। ল্যাবে ছোট্ট করে বানানো এক জিনিস। কোটি কোটি মানুষের জন্যে কারখানায় প্রস্তুত করা, বিশেষ কাঁচের তৈরি আম্পুলে প্যাকেজ করা, ঠাণ্ডা অবস্থায় দেশে ও বিদেশে এক্সপোর্ট করা এক সুবিশাল, সময়সাপেক্ষ ব্যাপার।
তবে, এতে মুষড়ে পরার কিছু নেই। কারণ, এ কথা অনস্বীকার্য যে নতুন করোনা ভাইরাসকে পরাস্ত করতে পৃথিবী জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এমনটা মানবসভ্যতার ইতিহাসে কখনও হয়নি। এই মুহূর্তে ১৪৫টির বেশি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে! মাত্র পাঁচ মাসের মধ্যে অন্তত ১৭টি ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে ঢুকে পড়েছে! নানাভাবে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। প্রথাগত পদ্ধতি যেমন আছে, তেমনই আছে আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ব্যবহার।
এই মুহূর্তে যে কয়েকটি ভ্যাকসিন প্রকল্প অগ্রগণ্য সেগুলি হল—
১. একটি মার্কিন সংস্থা নতুন প্রযুক্তি ব্যবহার করে আরএনএ ভ্যাকসিন তৈরি করছে। প্রথম দুটি পর্বে ফলাফল বেশ সন্তোষজনক। এ মাসে তৃতীয় পর্বের পরীক্ষা শুরু হবে এবং সংস্থাটির আশা, সামনের বছরের প্রথমদিকে তাঁরা টিকা বাজারে ছাড়তেও পারবেন।
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং একটি বহুজাতিক সংস্থার যৌথ উদ্যোগেও তৈরি হচ্ছে টিকা। দ্বিতীয় ও তৃতীয় পর্বের পরীক্ষা চলছে ইংল্যান্ডে। কিন্তু, ওখানে যেহেতু সংক্রমণের মাত্রা কিছুটা কমে গিয়েছে, তাই ভ্যাকসিনের কার্যক্ষমতা বুঝতে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল—যেখানে পুরোদমে মহামারি এখনও চলছে, এর পরীক্ষা শুরু হয়েছে।
৩. জার্মান, মার্কিন আর চিনের একটি সংস্থা হাত মিলিয়েছে করোনার ভ্যাকসিন তৈরির কাজ করছে। প্রাথমিক দুটি পর্বে অল্প কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিলেও, তিন সংস্থার একটি সিইও আশাবাদী যে, ২০২০ শেষ হওয়ার আগেই তাঁরা কয়েক মিলিয়ন টিকার অ্যাম্পিউল বাজারে আনতে পারবেন।
৪. একটি আমেরিকান সংস্থা র আধুনিক ডিএনএ টিকা পরীক্ষা করা হয়েছিল ৩৬ জন স্বেচ্ছাসেবকের ওপরে। ৩৪ জনের ফলাফল বেশ ভাল, কোন পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এবার দ্বিতীয় ও তৃতীয় পর্বের কাজ শুরু হবে।
৫. মার্চ মাসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন, যাতে করোনা টিকা তৈরির টিকা তৈরিতে যুক্ত একটি কোম্পানি তল্পিতল্পা গুটিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেয়। কারণ, এদের ভ্যাকসিনও সফল হতে পারে। জুন মাস থেকে ফেজ ১ ট্রায়ালের কাজ চলছে।
৬. একটি খ্যাতনামা মার্কিন সংস্থা তৈরি করছে এমন একটি টিকা, যাতে আছে ন্যানোপার্টিক্যালস বা অতি ক্ষুদ্র কণা। সেগুলির গায়ে আটকে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের প্রোটিন। শরীরে দেওয়া হলে এই ন্যানোপার্টিক্যালস আমাদের রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে চাগিয়ে তুলবে; ভবিষ্যতে আসল ভাইরাস ঢুকলে, শরীর দ্রুত যুদ্ধ করতে প্রস্তুত থাকবে।
৭. মে মাসে প্রথম পর্বের ট্রায়ালে সফল হয়েছে একটি চিনা কোম্পানি। এদের সহযোগী হল বেজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং আকাদেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্সেস । দ্বিতীয় পর্বের ট্রায়ালে বেশ ভাল ফলাফল দেখায় চিনা সেনাবাহিনী এই টিকাকে ‘স্পেশালি নিডেড ড্রাগ’ বলে সম্বোধন করেছে। সব সৈন্যকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে।
৮. চিনা সরকারি সংস্থা প্রথম দুই পর্ব সাফল্যের সঙ্গে শেষ করে সংযুক্ত আরব আমিরসাহির সঙ্গে চুক্তি করেছে ফেজ ৩ পরীক্ষার জন্যে।আরও ৬-৭ টি পরীক্ষামূলক টিকা নিয়ে চিনা বিজ্ঞানীমহল মার্কিন প্রেসিডেন্টকে টেক্কা দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে।
৯. এছাড়া লন্ডনের ইম্পিরিয়াল কলেজ, জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী এক সংস্থা, এক ফরাসি নামজাদা ওষুধ কোম্পানি, রুশ সরকারের গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট, বিখ্যাত একাধিক বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা সবাই করোনার বিরুদ্ধে নেমে পড়েছে। একই সঙ্গে ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে রাখা আর কোটি কোটি ডলারের মুনাফা কে ছাড়তে চাইবেন?
১০. আসা যাক ভারতের কথায়। বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি ভ্যাকসিন বানাবার চেষ্টা করছে। তবে, হায়দারাবাদের ভারত বায়োটেক কোম্পানির টিকা তো এখন সংবাদের শিরোনামে। এই মাসেই তাঁরা এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর ফেজ ১ এবং ফেজ ২ পর্বের পরীক্ষানিরীক্ষা চালাবেন। তবে, ১৫ই আগস্টেরর মধ্যে ভ্যাকসিন প্রস্তুত করা নিশ্চয়ই বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। স্বাধীনতা দিবসের মধ্যেই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে এই খবর প্রকাশিত হওয়ার পরে বিজ্ঞানীরা শঙ্কিত হয়ে পড়েছেন। ইন্ডিয়ান আকাদেমি অব সায়েন্স লিখিত প্রতিবাদ করেছে। ভ্যাকসিন নিশ্চয়ই দরকার, কিন্তু ‘আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়’ প্রবাদটি এক্ষেত্রে ভুললে চলবে না।
১১. তাছাড়া, অক্সফোর্ডের টিকার সাফল্যর জন্যে আজ ভারতবাসী প্রার্থনা করতেই পারেন। কারণ, এঁদের অন্যতম পার্টনার পৃথিবীর সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক পুনার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া । বহুদিনের এই প্রতিষ্ঠান বছরে সবচেয়ে বেশি ভ্যাকসিন বানাবার ক্ষমতা রাখে। কর্ণধার আদার পুনাওয়ালা ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা যদি সফলভাবে টিকা বানাতে পারেন, সিংহভাগ টিকা ভারতবাসীর টিকাকরণেই ব্যবহৃত হবে। বিদেশে রপ্তানি করা হবে না। তারা আরও একটি সংস্থার সঙ্গে আরও একটি করোনা টিকা তৈরির কাজে হাত লাগিয়েছে। কোনটা শেষ পর্যন্ত সফল হবে তা তো সঠিক কেউ জানেন না।
কোন সন্দেহ নেই, ভ্যাকসিন তৈরিতে আজ না হয় কাল সাফল্য আসবে। অন্তত আংশিক সাফল্য আসবেই। তবে, মনে রাখতে হবে, ভ্যাকসিন সব দেশেরই লাগবে। তাই, বিদেশি ভ্যাকসিন হলে সরবরাহ হতে সময়ও লাগবে। দামও হবে কয়েক হাজার কোটি ডলার। তাই, প্রথমদিকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্যে কিছু ভ্যাকসিন যদি আমদানি করতেও হয়, ভারতে তৈরি ভ্যাকসিনই হওয়া উচিত আমাদের প্রধান আশা।
09th  July, 2020
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

18th  April, 2024
অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

18th  April, 2024
অতিরিক্ত ঘাম কি অসুখের লক্ষণ

বেশি ঘামেন, কিংবা হয়তো ঘাম হতেই চায় না। লোকে ভয় দেখায় কোনও অসুখ আছে বলে। আদৌ কি তাই? জানালেন আমরি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
 ডাঃ শাশ্বতী সিনহা।
বিশদ

18th  April, 2024
কাহোকন‌ ২০২৪

সম্প্রতি বিশ্ববাংলা‌ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য‌ পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হল‌ বিশ্বব্যাপী‌ স্বাস্থ্য সম্মেলন ‘কাহোকন‌ ২০২৪’।  এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ‌ বিজয় আগর‌ওয়াল‌, ডাঃ‌ লালু জোসেফ, রূপক‌ বড়ুয়া, ডাঃ‌ শংকর‌ সেনগুপ্ত প্রমুখ। বিশদ

18th  April, 2024
কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। বিশদ

18th  April, 2024
রোবটিক, জেনারেল সার্জারি না ল্যাপারোস্কপি এগিয়ে কে?

পরামর্শে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট রোবটিক সার্জেন ডাঃ পার্থপ্রতিম সেন ও বিশিষ্ট জিআই ও ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন। বিশদ

11th  April, 2024
হার্টের রোগী কি ডাবের জল খেতে পারেন? 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাসবিশ্বাস বিশদ

11th  April, 2024
আয়ুর্বেদ অনুযায়ী ডাবের গুণাগুণ

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর বিশদ

11th  April, 2024
স্টেন্টের জন্ম

ব্যাঙ্ক থেকে সদ্য বাড়ি ফিরেছেন সোমনাথবাবু। চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ছুটে এলেন ষাটোর্ধ্ব প্রতিমাদেবী। স্বামীর এমন অবস্থা দেখে খানিক ঘাবড়ে গিয়েও সামলে নিলেন। ছুটলেন প্রতিবেশীদের কাছে। সকলে মিলে ধরাধরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিশদ

11th  April, 2024
এবার জয়েন্টের সার্জারি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

অস্থিসন্ধির অপারেশন নিখুঁতভাবে করার সুবিধার জন্য এতদিন ধরে রোবটিক সার্জারির ব্যবহার হয়ে আসছিল। বিশদ

11th  April, 2024
পজিটিভ থাকবেন কীভাবে?
 

আজকাল সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ত কারণ আমরা সকলেই বেশি বেশি উপার্জন করে ভীষণ ভালো থাকতে চাই। এই করতে গিয়ে একসময় আমরা সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আরও বড় জটিলতা হল, ব্যস্ততার বাইরে, রোজকার কাজের বাইরে যেটুকু সময় থাকে, সেই সময়টাতেও আমরা তাত্ক্ষণিক আনন্দ লাভের জন্য মাথা গলিয়ে দিই সোশ্যাল মিডিয়ার ছত্রছায়ায়। বিশদ

07th  April, 2024
লাগামছাড়া তাপমাত্রা বৃদ্ধি, বিপদ কি নিজেরাই ডেকেছি?

হু হু করে চড়ছে পারদ। প্রকৃতির খামখেয়ালিপনার নেপথ্যে দায়ী কে? প্রতিকারই বা কী? লিখছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন অতিরিক্ত নির্দেশক দীপঙ্কর সাহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

07th  April, 2024
হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কীভাবে?

মার্চ থেকেই গুছিয়ে গরম পড়েছে এবার। চড়চড় করে চড়ছে পারদ। খর বেলায় যাঁরা কাজেকর্মে বেরচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভাজা ভাজা হওয়ার মর্ম! বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের জল তো বেরচ্ছেই। পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।
বিশদ

04th  April, 2024
রাতে কাঁদলে ভালো ঘুম! 

কাঁদলে চোখের জল পড়ার জন্য যে ইন্দ্রিয় দরকার হয়, তা তৈরি হতে শিশুদের সাত আট মাস সময় লাগে। জন্মলগ্ন থেকেই কান্নার সঙ্গে মানুষের একটি বিশেষ সংযোগ আছে। জন্মের পর প্রথম কান্নার সঙ্গে প্রথমবার সরাসরি নিজে পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে শিশু
বিশদ

04th  April, 2024
একনজরে
পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

বাটলারের বিস্ফোরণ এখনও ভোলেনি ইডেন। ব্যাট হাতে কেকেআরের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধরেন রাজস্থানের তারকা ব্যাটার। ঘরের মাঠে কেকেআরকে হারানোর নায়ক তিনি। স্টার্ক, বরুণদের কার্যত বল ফেলার জায়গা দেননি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ...

কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। পুলিসের জালে দুই ভারতীয় বংশোদ্ভূত সহ ৬। গত বছর টরেন্টোর প্রধান বিমানবন্দর থেকে ৪০০ কেজির সোনার বার ও ...

বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। আর সেই আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হল। জলের অভাবে আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভরতপুর থানার গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ০ রানে আউট রবীন্দ্র, চেন্নাই ৪/১ (১.১ ওভার)(বিপক্ষ লখনউ)

07:47:07 PM

আইপিএল: চেন্নাই ৪/০ (১ ওভার)(বিপক্ষ লখনউ)

07:44:56 PM

আইপিএল: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লখনউয়ের

07:13:38 PM

দীঘার সমুদ্র সৈকতে মিলল নীল ডলফিন!
টিভি বা সিনেমার পর্দায় নয়, নীল রঙের বিরল প্রজাতির ডলফিনের ...বিশদ

06:36:06 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): বিকেল ৫টা পর্যন্ত লাক্ষাদ্বীপে ৫৯.০২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৬৫.০৮ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৩.২৫ শতাংশ, মহারাষ্ট্রে ৫৪.৮৫ শতাংশ, মণিপুরে ৬৭.৬৬ শতাংশ ভোট পড়ল

06:33:54 PM

লোকসভা নির্বাচন ২০২৪ (প্রথম দফা): বিকেল ৫টা পর্যন্ত মেঘালয়ে ৬৯.৯১ শতাংশ, মিজোরামে ৫২.৭৩ শতাংশ, নাগাল্যান্ডে ৫৫.৭৯ শতাংশ, পুদুচেরীতে ৭২.৮৪ শতাংশ ও রাজস্থানে ৫০.২৭ শতাংশ, সিকিমে ৬৮.০৬ শতাংশ ভোট পড়ল

06:33:54 PM