Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

প্রাণচঞ্চল রাখুন ছোটদের 

পরামর্শে বিশিষ্ট মনোবিদ অমিত চক্রবর্তী।
বাচ্চাদের অবসাদ হয় না— এখনও বেশিরভাগ মানুষ এই ধারণা রাখেন। যদিও বর্তমানে মনোবিজ্ঞান বলছে, সাত থেকে আট বছরের বাচ্চারও অবসাদ হতে পারে। তবে আশার কথা হল, ছোট বয়সে অবসাদে আক্রান্ত হওয়ার ঘটনা অনেকটাই কম। বাচ্চাদের জীবনে খুব বেশি জটিলতা নেই। বাড়ি, স্কুল, বন্ধু— এই তাদের জগৎ। বাইরের বৃহত্তর জীবনের টানাপোড়েনের সঙ্গে তাদের যোগ কম। ফলে উৎকণ্ঠা তৈরি হওয়ার প্রবণতাও কম। এছাড়া ডিপ্রেশনের পিছনে হর্মোনাল কিছু কারণ থাকে। সেগুলি প্রভাব কৈশোরের আগে শরীরে তেমন প্রকট হয় না। সব মিলিয়ে ছোট বয়সে অবসাদের আশঙ্কা কিছুটা কম।
তবে গত ১০ থেকে ১৫ বছরে বাচ্চাদের উপর মানসিক চাপ অনেকগুণ বেড়েছে। এই বাড়তে থাকা চাপের বোঝায় ছোট মনে চেপে বসছে অবসাদের কালো মেঘ।
ছোটদের অবসাদের কারণ
 ছোট থেকেই বাচ্চার উপর পড়াশোনার চাপ এসে পড়ছে। জীবনের ইঁদুর দৌড়ে ছেলেমেয়েকে সফল করতে তাদের শৈশবকেই জলাঞ্জলি দিচ্ছেন অভিভাবকরা। চার বছরের রন্টু অঙ্কতে কেন ৫০-এ ৪৩ পেয়েছে, এই নিয়ে বেদম বকাঝকা খাচ্ছে। যদিও একটা চার বছর বয়সি বাচ্চার মধ্যে কম নম্বর পাওয়ার ধারণাই গড়ে ওঠে না। কিন্তু অভিভাবকরা এই বিষয়টি বুঝেও বুঝতে চান না। সবমিলিয়ে ছোট বয়সে পড়াশোনার পাহাড় প্রমাণ চাপ অনেক বাচ্চার জীবনেই বয়ে আনছে অবসাদ।
 যৌথ পরিবারের ধারণা এখন চুকে গিয়েছে। বর্তমানে বাবা, মা, আর আমি— এই হল পরিবারের কনসেপ্ট। এই ছোট পরিবারের মধ্যে শিশুমন অনেক সময়ই নিজের মনের কথা বলার মতো মানুষটিকেই খুঁজে পায় না। কখনও কখনও নিজেদের নিয়ে নিরাপত্তাহীনতাতেও ভোগে। ফলে মনের উপর চাপ পড়ে।
 আজকের যুগে বহু বাবা-মায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ। এর প্রভাব সরাসরি শিশু মনের উপর পড়ে।
বয়ঃসন্ধির অবসাদ
১৩ থেকে ১৯ বছরের বয়ঃসন্ধির ছেলেমেয়েদের জীবনে অবসাদ আসার আশঙ্কা অনেকটা বেশি। কারণগুলি হল—
 অবসাদের পিছনে অনেক সময় হর্মোনগত কারণ থাকে। আর যেহেতু বয়ঃসন্ধিতে শরীরে হর্মোনাল পরিবর্তনের প্রভাব থাকে বেশি, তাই এই বয়সে অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে অনেকটাই।
 বয়ঃসন্ধিতে জীবনের চালচিত্র হঠাৎই বড় আকার ধারণ করে। নানা জটিলতা এসে উঁকি মেরে যায়। নানান আশা, আকাঙ্ক্ষা জাপটে ধরে।
 আমিত্ব বোধ তৈরি হয়। নিজের পরিচিতিকে আলাদা করে গড়ে তোলার অদম্য ইচ্ছে দেখা দেয়।
 এখন অনেক ছোট বয়স থেকে ছেলেমেয়েদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। যদিও সেই সম্পর্ককে টিকিয়ে রাখার মতো মানসিকতা ওই বয়সে প্রায় থাকে না। ফলে সম্পর্ক ভেঙে যায়। প্রভাব পড়ে মনে।
লকডাউনে বেড়েছে অবসাদ
 শুরুর দিকে লকডাউনের তুমুল কড়াকড়িতে ঘরবন্দি ছিলেন সকলে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে বাচ্চা এবং বয়ঃসন্ধির ছেলেমেয়েদের জীবনে। এখনও স্কুল নেই, কোচিং নেই, খেলার মাঠ নেই, বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ নেই। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তারও কোনও উত্তর নেই। এর প্রভাব পড়েছে মনে।
 পরিবারের সকলেই প্রায় সর্বক্ষণ বাড়িতে। কৈশোর মন নিজেদের ব্যক্তিগত পরিসর খুঁজে পাচ্ছে না। অনেকেই নজরবন্দি মনে করছে।
 করোনার কারণে বহু পরিবারে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। বয়ঃসন্ধির ছেলেমেয়েরা এই সমস্যা বুঝতে পারছে। নিজের ভবিষ্যৎ নিয়ে তারা অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছে।
 দীর্ঘক্ষণ একসঙ্গে থাকায় বহু বাড়িতে দাম্পত্য কলহ বেড়েছে। ছোট সদস্যের উপরও প্রভাব পড়েছে।
 করোনা নিয়ে আতঙ্ক অনেকের মনেই চেপে বসেছে। আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে মৃত্যুভয়, এইসব ঘুরে বেড়াচ্ছে ছোটদের মনে।
অবসাদের নানা সমস্যা
অবসাদগ্রস্ত হলে সর্বক্ষণ মানসিক অশান্তি দেখা দেয়। কিছু করতে ভালো লাগে না, একাকিত্ব জাপটে ধরে, পজিটিভিটি কমতে থাকে। এইভাবে দীর্ঘদিন চললে অনেকক্ষেত্রে বেঁচে থাকার ইচ্ছে কমে। এমনকী আত্মহত্যার আশঙ্কাও তৈরি হয়। তাই অবসাদের প্রতি প্রথম থেকেই যত্নবান হতে হবে।
অবসাদের লক্ষণ
হঠাৎ কারও সঙ্গে কথা না বলা  একা থাকা  রোজকার রুটিন মতো কাজ না করা  না ঘুমানো  আচরণে বদল  খেতে না চাওয়া  ভালোবাসার কাজগুলি না করা— বয়ঃসন্ধির ছেলেমেয়েদের মধ্যে ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবশ্যই সতর্ক হতে হবে।
অপরদিকে বাচ্চাদের এই লক্ষণগুলি ছাড়াও— ভীষণ বিরক্ত করা  অতিরিক্ত কান্নাকাটি করা
 বাইরে যাওয়ার নাছোড়বান্দা বায়না ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
চিকিৎসা
ডিপ্রেসনের চিকিৎসায় কাউন্সেলিং একটা বড় হাতিয়ার। প্রয়োজনে ওষুধও দেওয়া হয়ে থাকে। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
অভিভাবকরা জানুন
করোনা পরিস্থিতিতে ছোটদের উপর পড়াশোনার বেশি চাপ দেবেন না। বরং ওদের প্রাণচঞ্চল রাখুন।  পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন  ওদের মনের কথা জানুন। বন্ধুর মতো মিশুন। কথা বলুন
 ছেলেমেয়ে বয়ঃসন্ধিতে পৌঁছালে কিছুটা হলেও ব্যক্তিগত পরিসর দিতে হবে  কোনও সমস্যা বুঝলে কথা বলুন  সমস্যা নিজে সামলাতে না পারলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিন।
লিখেছেন সায়ন নস্কর 
02nd  July, 2020
করোনা ঠেকাতে
ভ্যাকসিন ঠিক কত দূরে?

মার্চ মাসের মাঝামাঝি যখন কাঁসরঘণ্টা বাজিয়ে করোনা ভাইরাস আমাদের জীবনে বর্গীহানা দিল, দুশ্চিন্তা কাটাতে আমরা সবাই একে-অপরকে আশ্বস্ত করতে লাগলাম – ‘ওঃ! ভ্যাকসিন এলেই সব ঠিক হয়ে যাবে’ বা ‘চিন্তার কিছু নেই, ভ্যাকসিন তো আসছেই’, ইত্যাদি।
বিশদ

09th  July, 2020
 উচ্চ রক্তচাপ সামলে রাখুন

৯৯ বছর বয়সি রোগীও করোনা থেকে সুস্থ হচ্ছেন। অতএব উচ্চ রক্তচাপ রয়েছে বলে রাতের ঘুম নষ্ট করে প্রেসার বাড়াবেন না। রক্তচাপ থাকলেই সংক্রমণ উড়ে এসে জুড়ে বসবে না। সতর্ক থাকলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কম। আর হলেও তা সবার জন্য সমান জটিলতা ডেকে আনবে না। তবে অনেকেই জানতে চাইছেন, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা কীভাবে রোগের জটিলতা বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলছে?
বিশদ

09th  July, 2020
লকডাউনে কাটাছেড়ায়
ঘরেই প্রাথমিক চিকিৎসা

 বাড়ির নানা কাজের ফাঁকে অসাবধানে প্রায়ই ছোটখাটো কাটাছেড়ার সম্মুখীন হই আমরা। করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে কাজ সবারই খানিক বেড়েছে। বেড়েছে চোট-আঘাতের আশঙ্কাও। প্রয়োজন ছাড়া কেউ এখন বাড়ির বাইরে বেরচ্ছেন না। শিশুরা থাকলে ভয় আরও বেশি।
বিশদ

09th  July, 2020
উম পুন বিধ্বস্তদের পাশে শিশু চিকিৎসকরা

  উম পুন বিধ্বস্ত সুন্দরবনের কুলতলি এলাকায় বসবাসরত মানুষের পাশে দাঁড়াল ইন্ডিয়ান আকাদেমি অব পেডিয়াট্রিকসের হাওড়া শাখা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই অঞ্চলের মানুষগুলি, বিশেষত শিশুদের জন্য সারাবছর স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ওষুধ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।
বিশদ

09th  July, 2020
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথি

 হোমিওপ্যাথির ধারণা অনুযায়ী, যে কোনও অসুখের নেপথ্যে তিনটি মুখ্য কারণ থাকে। এই কারণগুলি হল, জীবাণু, পরিবেশ এবং রোগ প্রতিরোধ কম থাকা কোনও ব্যক্তি। রোগ প্রতিরোধের জন্য অসুখের এই কারণগুলির বিরুদ্ধে জয়লাভ করতে হবে।
বিশদ

09th  July, 2020
টাক বাড়লেই ঝুঁকি বেশি
করোনা সংক্রমণের

ওয়াশিংটন: ‘মাথা ভরা টাক দিলি, আকার দিলি না...!’ মানে, টাক থাকলে টাকা আসবে—এমনটাই বুঝি বলতে চেয়েছিলেন গীতিকার। ভাগ্যিস, তখন মারণ কোভিডের নামগন্ধ ছিল না! আজকের মতো তার ‘মৃত্যুদূত’ চেহারা দেখেনি গোটা বিশ্ব। তা না হলে একটি বাংলা ব্যান্ডের ভবিষ্যৎ কী হত কে জানে! টাকের সঙ্গে টাকার আব্দার তখন খোলা মনেই গ্রহণ করেছিলেন শ্রোতারা।
বিশদ

07th  July, 2020
লকডাউনে বাড়িতে হঠাৎ
আগুনে পোড়ার বিপদে কী করবেন? 

পরামর্শে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য। 
বিশদ

02nd  July, 2020
করোনা জয়ী
চোয়াল শক্ত রাখুন, অর্ধেক
রোগ তাতেই সারবে 

দেশবন্ধু দাস: কর্মজীবনে সর্বদা সরকারি নীতি ও ব্যবস্থাপনার উপর ভরসা করে এসেছি। গত ৩১ মার্চ করোনা পজিটিভ জানার পর কোনওরকম হতাশ না হয়েই রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার উপর প্রচণ্ড আস্থাশীল ছিলাম।  
বিশদ

02nd  July, 2020
ঝুঁকি নিয়েও নিজেকে
উজাড় করে দিচ্ছেন ডাক্তাররা 

প্রাণের ঝুঁকি নিয়েও নিজেকে উজাড় করে পরিষেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বুধবার ছিল চিকিৎসক দিবস। এই উপলক্ষে একথা জানালেন দক্ষিণ কলকাতার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ পূজা সাউ।  বিশদ

02nd  July, 2020
ডিপ্রেসন কাটাবেন কীভাবে? 

ডায়াবেটিসের মতো মনের অসুখও এখন মহামারীর আকার নিয়েছে। ডিপ্রেসন বা অবসাদ সেগুলির মধ্যে একটি। এরই মধ্যে টানা লকডাউন এবং তার ক্ষতিকর প্রভাব পড়েছে মনে। অনেকেরই কিছু ভালো লাগছে না। উত্তর হাতড়ে যাচ্ছেন বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির। সামগ্রিকভাবে ডিপ্রেসন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাঞ্জন পান। 
বিশদ

02nd  July, 2020
করোনা ডেকে আনছে সুগার?
উত্তর খুঁজছে চিকিৎসক মহল

বিশ্বজিৎ দাস, কলকাতা: করোনা ভাইরাসের সঙ্গে সুগারের কোনও সম্পর্ক আছে কি? এই প্রশ্নেই এখন শোরগোল পড়ে গিয়েছে বাংলা সহ গোটা দুনিয়ায়। আলোচনা আরও বেড়েছে বিখ্যাত নেচার পত্রিকার ২৪ জুন সংখ্যায় এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর। লেখাটি শুরুই হয়েছে কোভিড আক্রান্ত এক ১৮ বছরের তরুণের হঠাৎ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা দিয়ে।
বিশদ

29th  June, 2020
করোনা ও ডেঙ্গু-ম্যালেরিয়ার
একসঙ্গে মোকাবিলা কীভাবে

রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দু-এক পশলা বৃষ্টির হাত ধরে থাবা বসাচ্ছে বরাবরের শত্রু ডেঙ্গু। ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়াও যেন কোনও সময়ে ফেলতে পারে বিপদে। একইসঙ্গে এতগুলি রোগের সঙ্গে যুঝবেন কীভাবে? পরামর্শে মুকুন্দপুরের আরটিআইআইসিএস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম বিশ্বাস। বিশদ

25th  June, 2020
 লকডাউনে পেটের রোগ কী করবেন?

বর্তমানে শুধু করোনাতেই মানুষ আক্রান্ত হচ্ছেন, তা তো নয়। অন্যান্য শারীরিক সমস্যাতেও নাজেহাল। লকডাউন, মানসিক উত্তেজনা ও ব্যায়াম বন্ধ হওয়ায় অনিদ্রা ও বদহজম আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। পরামর্শে বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডাঃ সত্যপ্রিয় দে সরকার। বিশদ

25th  June, 2020
আপনার করোনা ঝুঁকি বুঝবেন কীভাবে?

 কোভিড ১৯-এর বাড়বাড়ন্ত মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। এমন কঠিন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকটি মানুষই চাতকের মতো জানতে চাইছেন তাঁদের সংক্রমণের ঝুঁকি কতটা। এই বিষয়ে মানুষকে প্রাথমিকভাবে সাহায্য করতে পারে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
বিশদ

25th  June, 2020
একনজরে
মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের লিগ জয় কার্যত নিশ্চিত। অঘটন না ঘটলে এক ম্যাচ বাকি থাকতেই খেতাব জিতবে জিনেদিন জিদান-ব্রিগেড। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ...

সুমন তেওয়ারি  আসানসোল: করোনার দাপটের মধ্যেই এবার ডেঙ্গু হানা দিল পশ্চিম বর্ধমান জেলায়। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে এখনও ...

  ওয়াশিংটন: ভুয়ো লাইসেন্সধারী পাইলটদের উপর বিশ্বাস নেই। ইউরোপের পর এবার আমেরিকাতেও নিষিদ্ধ হল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। ...

সংবাদদাতা, মালদহ: প্রাকৃতিক বিপর্যয় ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত মালদহের আম ব্যবসাকে চাঙ্গা করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। দিল্লিতে নিযুক্ত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীরা বেশ কিছু সুযোগের সংবাদে আনন্দিত হবেন। বিদ্যার্থীরা পরিশ্রমের সুফল নিশ্চয় পাবে। ভুল সিদ্ধান্ত থেকে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩০: কলকাতায় দ্য জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, অধুনা স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করলেন আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়
১৯০০: অভিনেতা ছবি বিশ্বাসের জন্ম
১৯৪২: মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডের জন্ম
১৯৫৫: সাহিত্যিক আশাপূর্ণা দেবীর মৃত্যু
২০১১: মুম্বইয়ে ধারাবাহিক তিনটি বিস্ফোরণে হত ২৬, জখম ১৩০
২০১৩: বোফর্স কান্ডে অভিযুক্ত ইতালীয় ব্যবসায়ী অত্তাভিও কাত্রোচ্চির মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩১ টাকা ৭৬.০৩ টাকা
পাউন্ড ৯৩.০০ টাকা ৯৬.২৯ টাকা
ইউরো ৮৩.২৩ টাকা ৮৬.২৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
11th  July, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৩৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ আষাঢ় ১৪২৭, ১৩ জুলাই ২০২০, সোমবার, অষ্টমী ৩২/৪৫ অপঃ ৬/১০। রেবতী ১৫/২৫ দিবা ১১/১৪। সূর্যোদয় ৫/৩/৫২, সূর্যাস্ত ৬/২০/৩৮। অমৃতযোগ দিবা ৮/৩৬ গতে ১০/২২ মধ্যে। রাত্রি ৯/১২ গতে ১২/৪ মধ্যে পুনঃ ১/৩০ গতে ২/৫৫ মধ্যে। বারবেলা ৬/৪৩ গতে ৮/২২ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪১ মধ্যে। কালরাত্রি ১০/২১ গতে ১১/৪২ মধ্যে।
২৮ আষাঢ় ১৪২৭, ১৩ জুলাই ২০২০, সোমবার, অষ্টমী অপরাহ্ন ৫/০। রেবতী নক্ষত্র দিবা ১১/৮। সূযোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৮/৩৬ গতে ১০/২৩ মধ্যে এবং রাত্রি ৯/১৩ গতে ১২/৪ মধ্যে ও ১/২৯ গতে ২/৫৫ মধ্যে। কালবেলা ৬/৪৩ গতে ৮/২৩ মধ্যে ও ৩/৩ গতে ৪/৪৩ মধ্যে। কালরাত্রি ১০/২৩ গতে ১১/৪৩ মধ্যে।
২১ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীরা বেশ কিছু সুযোগের সংবাদে আনন্দিত হবেন। বৃষ: কোনও সম্পদ লাভে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

১৮৩০: কলকাতায় দ্য জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, অধুনা স্কটিশ চার্চ কলেজ ...বিশদ

07:03:20 PM

গুজরাটে একদিনে করোনা আক্রান্ত ৯০২ 
গুজরাটে গত ২৪ ঘণ্টায় ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

08:06:12 PM

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৬,৪৯৭ 
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৯৭ জন করোনায় আক্রান্ত ...বিশদ

07:52:00 PM

উত্তর প্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১,৬৬৪ 
উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪ জন করোনায় ...বিশদ

07:47:39 PM

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১,৪৩৫
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৪৩৫ জন। ...বিশদ

07:47:36 PM