Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

আপনার করোনা ঝুঁকি বুঝবেন কীভাবে?

কোভিড ১৯-এর বাড়বাড়ন্ত মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। এমন কঠিন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকটি মানুষই চাতকের মতো জানতে চাইছেন তাঁদের সংক্রমণের ঝুঁকি কতটা। এই বিষয়ে মানুষকে প্রাথমিকভাবে সাহায্য করতে পারে ‘আরোগ্য সেতু’ অ্যাপ। এই অ্যাপের ‘অ্যাসেসমেন্ট’ অপশনটিতে গেলেই মিলবে করোনার ঝুঁকি সম্বন্ধীয় তথ্য। স্মার্ট ফোন থাকলে অনায়াসে ইনস্টল করা যায় এই অ্যাপ। প্রাথমিকভাবে নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাপে রেজিস্টেশন করতে হয়। এরপর নাম, লিঙ্গ, বয়স ইত্যাদি তথ্য জানানো হলেই অ্যাপটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়।
এবার প্রশ্ন হল, কীভাবে এই অ্যাপের মাধ্যমে নভেল করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্বন্ধে জানা যায়? এক্ষেত্রে অ্যাপটিকে ইনস্টল করার পরই ২০ সেকেন্ডের ‘সেল্ফ অ্যাসেসমেন্ট টেস্ট’-অপশনটি আসে। এই অপশনটি বেছে নিলেই বেশ কিছু প্রশ্ন আপনার সামনে আসবে। সেই প্রশ্নের সঠিক উত্তর দিলেই ঝুঁকি সম্বন্ধে জানা যায়। রিস্ক অ্যাসেসমেন্টের মূল প্রশ্নগুলি হল—
 আপনার জ্বর, কাশি, শ্বাসকষ্ট, স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো কোনও উপসর্গ রয়েছে কি?
 ডায়াবেটিস, রক্তচাপ, ফুসফুসের রোগ, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির রোগ আছে কি?
 আপনি শেষ ২৪ থেকে ৪৮ দিনের মধ্যে বিদেশে কোথাও গিয়েছিলেন?
 আপনি কোনও কোভিড রোগীর সঙ্গে বসবাস বা আলাপচারিতা চালিয়েছেন কি?
 আপনি কি একজন স্বাস্থ্যকর্মী?
 আপনি কি কোনও প্রোটেকটিভ গিয়ার ছাড়া করোনা রোগী দেখেছেন?
মোটামুটি এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিলে আপনার করোনা হওয়ার ঝুঁকি সম্বন্ধে একটা আভাস আপনাকে অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার আশপাশে কত দূরত্বের মধ্যে করোনা রোগী আছেন।
তবে এই অ্যাপের পাশাপাশি ঝুঁকির তালিকায় আরও কিছু সংযোজন করেছেন শহরের বিশিষ্ট চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, রোগের তথাকথিত উপসর্গগুলি ছাড়াও চোখের প্রদাহ বা কনজাংটিভাইটিস, স্বাদ-গন্ধবোধ চলে যাওয়া, পেট খারাপের মতো লক্ষণগুলি দেখা দিলেও সতর্ক থাকতে হবে। পাশাপাশি চারপাশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধের সচেতনতা কেমন, সেই বিষয়টিও আপনার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় বা কমায়। অর্থাৎ আশপাশের মানুষ মাস্ক পরছেন কি না, নিয়মিত হাত ধুয়ে নিচ্ছেন কি না, জমায়েত করছেন কি না ইত্যাদি বিষয়গুলির দিকেও সতর্ক নজর রাখতে হবে।
লিখেছেন সায়ন নস্কর
করোনা সংক্রান্ত জরুরি ফোন নম্বর ও ওয়েবসাইট
 রাজ্য স্বাস্থ্য দপ্তর- www.wbhealth.gov.in
 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-www.mohfw.nic.in
 ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-www.icmr.gov.in
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা-www.who.int
 রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা কন্ট্রোল রুম ও কল সেন্টার নম্বর: ২৩৫৭৩৬৩৬, ২৩৫৭১০৭৫, ২৩৫৭১০৮৩ এবং ১৮০০৩১৩৪৪৪২২২
 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা টোল ফ্রি ও হেল্পলাইন নম্বর: ১০৭৫ এবং ৯১-১১-২৩৯৭৮০৪৬
 করোনার কারণে মানসিক সমস্যায় ফোন: ০৮০৪৬১১০০০৭
25th  June, 2020
করোনা ডেকে আনছে সুগার?
উত্তর খুঁজছে চিকিৎসক মহল

বিশ্বজিৎ দাস, কলকাতা: করোনা ভাইরাসের সঙ্গে সুগারের কোনও সম্পর্ক আছে কি? এই প্রশ্নেই এখন শোরগোল পড়ে গিয়েছে বাংলা সহ গোটা দুনিয়ায়। আলোচনা আরও বেড়েছে বিখ্যাত নেচার পত্রিকার ২৪ জুন সংখ্যায় এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর। লেখাটি শুরুই হয়েছে কোভিড আক্রান্ত এক ১৮ বছরের তরুণের হঠাৎ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা দিয়ে।
বিশদ

29th  June, 2020
করোনা ও ডেঙ্গু-ম্যালেরিয়ার
একসঙ্গে মোকাবিলা কীভাবে

রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দু-এক পশলা বৃষ্টির হাত ধরে থাবা বসাচ্ছে বরাবরের শত্রু ডেঙ্গু। ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়াও যেন কোনও সময়ে ফেলতে পারে বিপদে। একইসঙ্গে এতগুলি রোগের সঙ্গে যুঝবেন কীভাবে? পরামর্শে মুকুন্দপুরের আরটিআইআইসিএস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম বিশ্বাস। বিশদ

25th  June, 2020
 লকডাউনে পেটের রোগ কী করবেন?

বর্তমানে শুধু করোনাতেই মানুষ আক্রান্ত হচ্ছেন, তা তো নয়। অন্যান্য শারীরিক সমস্যাতেও নাজেহাল। লকডাউন, মানসিক উত্তেজনা ও ব্যায়াম বন্ধ হওয়ায় অনিদ্রা ও বদহজম আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। পরামর্শে বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডাঃ সত্যপ্রিয় দে সরকার। বিশদ

25th  June, 2020
কঠিন সময়ে সুগার কন্ট্রোল

ডায়াবেটিস থাকলেই করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি এমন তথ্য সর্বৈব ভুল। সুস্থ মানুষ এবং সুগার রোগীর সংক্রমণ হওয়ার আশঙ্কা সমান সমান। তবে হ্যাঁ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীর দেহের অভ্যন্তরীণ অঙ্গ দুর্বল হয়ে পড়ে। ফলে করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে পড়লে তাঁর শারীরিক জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে! 
বিশদ

25th  June, 2020
রোগমুক্ত থাকতে
ধ্যান ও খালি হাতের ব্যায়াম

 শরীরচর্চায় দেহ থেকে ‘এন্ডোর্ফিন’ নামে ‘ফিল গুড হর্মোন’ নিঃসৃত হয়। ফলে মেজাজ ভালো থাকে। দুশ্চিন্তা কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীর থাকে চাঙ্গা, ফুরফুরে। আর ধ্যানের উপকারিতা? সে তো যুগ যুগ করে মানুষ পেয়ে আসছে। পরামর্শে বিশিষ্ট যোগবিশারদ প্রেমসুন্দর দাস। বিশদ

25th  June, 2020
করোনা হয়েছে তো কী,
এই তো দিব্য আছি! 

ডাঃ মেঘনাদ রায়: ৩০ মে, শনিবার সকালে একটু গলাব্যথা আর কাশি হচ্ছিল। ভাবলাম এ আর নতুন কী, প্রায়ই হয়। আগের দিন একটু ঠান্ডাও লেগেছিল। কাশি বাড়তে শুরু করল। একটা সময় এমন কাশি, কথা বলা যায় না! তাতেও অতটা সন্দেহ হয়নি। কারণ জ্বর ছিল না। 
বিশদ

18th  June, 2020
করোনা সঙ্কটে চোখের যত্ন 

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সেক্রেটারি এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ রতীশচন্দ্র পাল। 
বিশদ

18th  June, 2020
লকডাউনে বাড়িতে চোট
আঘাত, সামলাবেন কীভাবে? 

পঞ্চম দফার লকডাউনে জরুরিভিত্তিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার প্রচেষ্টা হলেও, এখনও বহু মানুষই গৃহবন্দি। এই সময় বাড়িতে ছোট বড় সকলের চোট-আঘাত লাগতে পারে। এদিকে বহু ডাক্তারবাবুর চেম্বার বন্ধ। ফলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। কীভাবে পরিস্থিতি সামলাবেন, জানাচ্ছেন পিজি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ আনন্দকিশোর পাল।  
বিশদ

18th  June, 2020
সুস্থ আর সতেজ থাকুন লেবুতে 

আন লক ফেজ ওয়ান শুরু হয়ে গিয়েছে। গৃহবন্দি জীবন ছেড়ে অনেকে বেরিয়ে পড়েছি কাজে। অতএব এই মুহূর্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করা চাই। ওষুধের সাহায্য ছাড়া, স্রেফ কিছু ঘরোয়া খাবারের ওপর ভরসা করেও বাড়িয়ে তোলা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। জানালেন পিয়ারলেস হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান সুদেষ্ণা মৈত্র নাগ। 
বিশদ

18th  June, 2020
করোনা দূরে রাখুন, হার্ট
ভালো রাখুন সাইকেল চালিয়ে 

পুরোদমে বেসরকারি বাসের পরিষেবা এখনও চালু হয়নি আমাদের রাজ্যে। সরকারি বাসগুলি পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে সেই বাসেও দেখা যাচ্ছে প্রাণান্তকর ভিড়।   বিশদ

18th  June, 2020
করোনাকে সঙ্গে নিয়ে বাঁচবেন কীভাবে? 

ফের রাস্তায় মানুষের ভিড়। আমজনতা লেগে পড়েছে জীবিকা আঁকড়ে বাঁচার তাগিদে। মনে রাখতে হবে, করোনা মোটেই বিদায় নেয়নি। এখনও এর টিকা বেরয়নি, নির্দিষ্ট ওষুধ নেই। অপরদিকে অনির্দিষ্টকাল লকডাউন চালানোও সম্ভব নয়। এই জটিল পরিস্থিতিতে করোনাকে সঙ্গে নিয়ে বাঁচবেন কীভাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পরামর্শ দিলেন পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সৌমিত্র ঘোষ।  বিশদ

18th  June, 2020
ভিডিও দেখে ব্যায়াম করলে
ঘটতে পারে বড় বিপদ
মাস্ক পরে শরীরচর্চা নয়

 সুপ্রিয় নায়েক, কলকাতা: বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীরচর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুস্থ থাকে ফুসফুস। সহজ হয় করোনা যুদ্ধ। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার দৌলতে এসব এখন সকলের জানা। তাই ইমিউনিটি ও ফুসফুসের ক্ষমতা বাড়াতে অনেকেই বাড়িতে শুরু করেছেন বেশ কিছু ব্যায়াম ও যোগাসন। বিশদ

14th  June, 2020
ফুসফুস ও শিরা-উপশিরায়
ধ্বংসলীলা চালাচ্ছে করোনা

জানা গেল ময়নাতদন্তে

বিশ্বজিৎ দাস, কলকাতা: ফুসফুসে কার্যত ধ্বংসলীলা চালায় করোনা। কো-মরবিডিটি বা অন্য রোগে আক্রান্ত হলে তো কথা নেই! ফুসফুসের বায়ুথলিগুলি নষ্ট করে, সূক্ষ্ম সূক্ষ্ম শিরা-উপশিরাগুলিতে রক্ত চলাচল আটকে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
বিশদ

12th  June, 2020
করোনা থেকে হতে পারে
স্ট্রোক, বলছেন বিজ্ঞানীরা

সায়ন নস্কর, কলকাতা: বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে বদলে যাচ্ছে উপসর্গও। করোনা আক্রান্ত হলে স্বাদ-গন্ধ বিচারের ক্ষমতা চলে যাওয়া, কনজাংটিভাইটিস ইত্যাদি বিভিন্ন অদ্ভুত লক্ষণের কথা ইতিমধ্যেই সামনে এসেছে। সংক্রামিতদের একাংশের নিউমোনিয়া এবং তীব্র শ্বাসকষ্ট (এআরডিএস) হওয়াও এখন কঠিন বাস্তব।  
বিশদ

06th  June, 2020
একনজরে
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার রাতে কল্যাণী-চাকদহ রাজ্য সড়কে আলাইপুরের কাছে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১৫টি গাড়িতে ডাকাতি করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে কয়েকজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ঘণ্টাখানেক অবরোধ করা হয়। ...

সুব্রত ধর, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনার ‘সন্ত্রাস’ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এবার কোভিড মোকাবিলায় প্রস্তুত করা হল অ্যাকশন প্ল্যান। সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এই কর্মসূচির ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রখ্যাত যাত্রাভিনেতা তথা নির্দেশক ত্রিদিব ঘোষ সোমবার ভোরে তাঁর যাদবপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিভিন্ন যাত্রাপালাতে তিনি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM