Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কী কী করলে জব্দ করা
যেতে পারে করোনাকে
জানালেন ডাঃ সুকুমার মুখোপাধ্যায়

সুকুমার মুখোপাধ্যায়। রা‌জ্য সরকারের নোভেল করোনা মোকাবিলায় তৈরি টাস্ক ফোর্সের প্রধান মুখ। নামজাদা অশীতিপর চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায় জানালেন কী কী পরিকল্পনা করলে তবেই জব্দ হতে পারে করোনা। সাক্ষাৎকার নিলেন বিশ্বজিৎ দাস।

সুকুমার মুখোপাধ্যায়। রা‌জ্য সরকারের নোভেল করোনা মোকাবিলায় তৈরি টাস্ক ফোর্সের প্রধান মুখ। নামজাদা অশীতিপর চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায় জানালেন কী কী পরিকল্পনা করলে তবেই জব্দ হতে পারে করোনা। সাক্ষাৎকার নিলেন বিশ্বজিৎ দাস।

কী পরিস্থিতি বুঝছেন?
 সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে আমাদের রাজ্য এখনও পিছিয়ে। বাজার, রেশনের দোকানে ব্যাপক ভিড় হচ্ছে। আইনকানুন মানা হচ্ছে না। না মানলে কিন্তু সমূহ বিপদ।
মুখ্যমন্ত্রীকে কি আপনি রেশন বিলিতে নিয়ন্ত্রণ আনার কথা বলেছেন?
 কথা হয়েছে। উনি সব জানেন। সমস্ত খবর রাখেন। আমার তরফ থেকে যা যা প্রস্তাব রাখার রেখেছি।
রাজ্যজুড়ে এক প্রোটোকল?
 হ্যাঁ। আর একটি বিষয় আমরা বারবার বলতে চাই। লকডাউন জোরদার করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের একটি শৃঙ্খল আছে। সেটা ভাঙতেই হবে। এটাই আমাদের কাছে শপথ হওয়া উচিত। কোভিড ১৯ ভাইরাস ন্যূনতম তিনজনকে সংক্রমিত করার ক্ষমতা রাখে। পরিবারের একজনের হলে তিনজনের হবে, তিনজনের হলে ন’জনের হবে।
একটা বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। কোভিড রোগীর মৃত্যু আর কোভিড-এ মৃত্যু। দুটির ফারাক যদি স্পষ্ট করে দেন।
 কোভিড রোগীর মৃত্যু নানা কারণে হতে পারে। ক্রনিক কিডনির অসুখ থাকতে পারে, হার্ট ফেলিওর-এর সমস্যা, সুগার থাকতে পারে। আসল কথা হল, তাঁর মৃত্যুর কারণ বা ‘কজ অব ডেথ’ কী? দ্বিতীয় বিষয় কোভিডে মৃত্যু। নোভেল করোনা থেকে ফুসফুসে সংক্রমণ হওয়ার পর ফুসফুস কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিল। ব্যক্তিটি মারা গেলেন। এটাই কোভিডে মৃত্যু। কিন্তু, দেখ জেনিথ হাসপাতালের ঘটনাটি। রোগীর ক্রনিক কিডনির অসুখ ছিল। ডায়ালিসিস হচ্ছিল।
জেনিথ হাসপাতালের রোগীর সুগারও ছিল বোধহয়?
 তিনি কীভাবে মারা গেলেন, সঠিকভাবে লেখা জরুরি। বলা হচ্ছে, কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন। বিনীতভাবে বলছি, আবেগের থেকে যুক্তিপূর্ণ হওয়া বেশি জরুরি।
প্রতিটি ঘটনায় ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ কি দেখছেন?
না, দেখিনি। তবে যেটুকু বুঝি, দুটি কারণ হতে পারে। একটি প্রাথমিক মৃত্যুর কারণ। দ্বিতীয়ত কো-মরবিডিটি। আগে থেকে কী রোগ আছে। কোনটার জন্য কোনটা হচ্ছে, সেই সিদ্ধান্ত চিকিৎসককেই নিতে হবে। রিস্ক ফ্যাক্টরগুলি দেখতে হবে। এগুলি থাকলে করোনা আক্রান্তের বাঁচার সম্ভাবনা কমে যায়। আর একটি হল, কোনও কো-মরবিডিটি নেই। কাভিড হল এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। দেখ, জেনিথের ওই রোগীর রিস্ক ফ্যাক্টর ছিল অনেকগুলি। অন্যদিকে, পিয়ারলেসের রোগীর কোভিড ছাড়া সমস্যা বিশেষ ছিল না। করোনা রিপোর্টিং আরও নিঁখুত হওয়া উচিত।
যেটা মূল বলতে চাই, সেটা হল, সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবণতা যে কোনওভাবেই হোক আটকাতে হবে। বহু দেশ করোনা গ্রাফের কার্ভ সোজা করে আনছে। কার্ভ দু’রকমের হয়। একটি লিনিয়ার কার্ভ। অন্যটি লগ কার্ভ। লিনিয়ার কার্ভে শুধু সংক্রমণ ছড়িয়ে পড়া দেখায়। আজকে দুটো, কাল চারটে এমন। লগ কার্ভ-এ দেখায়, কত দ্রুত ছড়াচ্ছে। এই দ্রুততা আটকাতে হবে।
তাহলে কোভিড আক্রান্তের মৃত্যু, নাকি কোভিডে মৃত্যু, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নিশ্চয়ই বিস্তারিত কথা হয়েছে?
 হ্যাঁ, অনেকক্ষণ। যেটা বলছ, সেটা গতকাল (বুধবার) আমি ডিএমইকে দিয়ে এসেছি। কখন করোনায় মৃত্যু বলা ঠিক হবে, কখন মৃত্যুর ক্ষেত্রে অন্যান্য অসুখকে কারণ বলে ধরা হবে। দেখা যাক, ওঁরা কী তৈরি করেন। আমি তারপর দেখে নেব।
ভারতবর্ষের পরিস্থিতি কতটা উদ্বেগজনক?
 এখনও দেশে এটি স্টেজ টু’তে রয়েছে। গোষ্ঠী সংক্রমণ হয়নি। তবে গ্রামাঞ্চলে আরও নজর দেওয়া জরুরি।
পশ্চিমবঙ্গে?
 পরিস্থিতি খুব খারাপ নয়। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের মতো তো নয়ই। বিপজ্জনক পরিস্থিতির দিক থেকে এখন এক, দু‌ই, তিন, চার, পাঁচ নম্বরে হল যথাক্রমে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, দিল্লি ও উত্তরপ্রদেশ। আমরা এখনও তালিকায় নীচের সারিতে। শুধু, একটাই বিষয়, লকডাউন সফল করতে হবে।
আপনি এত সিনিয়র ফিজিশিয়ান? এর পর কী করা উচিত পশ্চিমবঙ্গের?
 প্রথম কাজ করোনা কার্ভ ফ্ল্যাট করা। সংক্রমণের গতি আটকানো। ‌ইতালি, আমেরিকার মতো দেশ প্রথমে বিষয়টিকে অত্যন্ত লঘুভাবে দেখেছে। এখন ঠেলা বুঝতে পারছে। ইতালিতে মৃতের সংখ্যা গত দু’দিন ধরে ১২ হাজার রয়ে গিয়েছে। আগামী চার-পাঁচদিনেই বোঝা যাবে, এই সংখ্যা বাড়ছে, নাকি ওরা সামলে নিতে পেরেছে।
আর পিপিই, মাস্ক নিয়ে যে বিতর্ক চলছে?
 দিচ্ছে তো সরকার। যতটা সর্বোচ্চ সম্ভব, চেষ্টা করছে। স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীম বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে দিচ্ছেন।
১৪ তারিখের পর লকডাউন তোলা কি উচিত, নাকি নয়?
 এখনই বলা মুশকিল। আগামী সপ্তাহে বলতে পারব। একান্তই নিজের মনে হয়, হয়ত আরও সাতদিন বাড়াতে হতে পারে। তবে আগামী দু’সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। সোজা কথা বারবার বলছি, লকডাউন মানতে হবে। কোভিডের শৃঙ্খল ভাঙতে হবে।
দেখ একটি বিষয়, মানুষের মৃত্যু হচ্ছে, এটা যেমন মর্মান্তিক, তেমনই অনেকে সুস্থ হয়ে ফিরছেন। সেই সাফল্যের কথাগুলিও জানাতে হবে। মৃত্যুহার দেখতে হবে। আমেরিকায় ধরো দুই লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু মৃত্যু হয়েছে পাঁচ হাজার জনের।
অনেকে যে বলছেন, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার বেশি?
 আমার কিন্তু তা মনে হচ্ছে না।
কারা বেশি আক্রান্ত হচ্ছেন? কারা বেশি মারা যাচ্ছেন করোনায়?
 বয়স্করা।
পশ্চিমবঙ্গে?
 আমার কাছে সেই চার্ট নেই। বলা ঠিক হবে না।
সার্বিকভাবে?
 প্রধানত বয়স্করা। আবার গতকাল দেখলে তো, তিনদিনের একটি বাচ্চা আক্রান্ত হয়েছে। তবে সার্বিকভাবে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন।
বলছেন ষাটের বেশি বয়স হলে খুব সাবধান?
 দেখ আশি-নব্বই বছরের মানুষ বেশি বাইরে বের হন না। মৃ঩তের তালিকায়ও দেখবে ওই বয়সি মানুষ খুব কম আছেন। বাইরে বের হন বেশি ৫০ থেকে ৭০ বছরের মানুষ।
তাহলে পরবর্তী পরিকল্পনা কী হওয়া উচিত?
 কার্ভটি সমান করতে হবে। আর রাজ্যের সব জায়গায় সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা পৌঁছে দিতে হবে। ট্র্যাকিং, ট্রেসিং এবং টেস্টিং—এই তিনটি যত করা হবে, ততই বুঝতে পারবে, প্রকৃত পরিস্থিতি কোন জায়গায়। আর দরকার কোয়ারেন্টাইন।
একটি জিনিস বহু মানুষ জানতে চান। মোবাইল, হাতের আংটি, গলার হার, তাগা এইসব থেকে কি করোনা ছড়াতে পারে?
 সাধারণত নয়। তবে কেউ যদি গলায় বিশাল হার পরেন, হাঁচি-কাশি হয়ে থাকলে ড্রপলেট পড়তে পারে। একটু আধটুতে হয় না। তবে করোনা ভাইরাসের স্থায়িত্ব দু-তিন ঘণ্টা। স্টিলে বেশ কয়েক ঘণ্টা থাকে। বিশেষত স্টিলের নব, হাতলে।
পশ্চিমবঙ্গে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে?
 এখনও দেখছি না। তবে আশঙ্কা উড়িয়ে দেওয়াও যায় না। ওই যে বললাম, ভিড় আটকাতে হবে। না হলে সমূহ বিপদ।
04th  April, 2020
প্রাণায়াম, ব্রেকফাস্ট, বিছানা গোছানোর
কাজ করুক বাচ্চারা, দিন পুষ্টিকর খাবার
একঘেয়েমি কাটাতে রুটিন কমিশনের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনে বাচ্চা সামলানোর উপায় জানাতে চিকিৎসক ও মনোবিদদের নিয়ে হেল্পলাইন চালু করেছে রাজ্য শিশু কমিশন। একটানা বাড়িতে থাকার একঘেয়েমি কাটাতে এবং শিশুদের সক্রিয় রাখার জন্য এবার বিস্তারিত রুটিন প্রকাশ করল তারা। পাশাপাশি লকডাউনের সময় বাচ্চাদের কী রকমের খাবার দিতে হবে, বিশেষজ্ঞের সাহায্যে তারও একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে।
বিশদ

হাত ধোওয়ার অভ্যাস ছোটদের
করোনা থেকে দূরে রাখতে পারে
জানালেন শিশুরোগ বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দুই হাজার পেরিয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে ৫৩। উল্লেখযোগ্য বিষয় হল, ৫৩ জনের মধ্যে এক কিশোর, কয়েকটি ছোট বাচ্চা, এমনকী ন’মাসের এক শিশুও রয়েছে। এই খবর সামনে আসার পরই গোটা রাজ্যের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ আরও দৃঢ় হয়েছে।
বিশদ

04th  April, 2020
গৃহবন্দিত্বে দাম্পত্য বিবাদে না গিয়ে মানসিক
শান্তির খোঁজ করুন বিকল্প উপায়ে 

ডাঃ দেবাঞ্জন পান, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ: চীনে লকডাউনের পর বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়ছে আগের তুলনায় অনেক বেশি— এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। আরও দাবি করা হচ্ছে, এই বিচ্ছেদের কারণ হল লকডাউনের সময় স্বামী-স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটিয়ে ফেলা! বিশদ

02nd  April, 2020
বাড়িতে বসে তৈরি করে
ফেলুন হ্যান্ড স্যানিটাইজার 

করোনা আতঙ্ক ছড়াতেই বাজারে আকাল অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারের। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকটি সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করে ফেলা যায় হ্যান্ড স্যানিটাইজার। মনে রাখবেন, অ্যালকোহলের মাত্রা ৭০ শতাংশ বা তার উপরে থাকতে হবে।   বিশদ

27th  March, 2020
করোনা: ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি
ডাঃ পিনাকী মুখোপাধ্যায়
বিভাগীয় প্রধান (নেফ্রোলজি), এনআরএস মেডিক্যাল কলেজিস রোগীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি

কোভিড ১৯-এ জর্জরিত ভারত সহ গোটা বিশ্ব। নিস্তার নেই বয়স নির্বিশেষে কোনও মানুষের। এই সময়ে বিশেষত ডায়ালিসিস রোগীদের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে।
বিশদ

26th  March, 2020
আইসোলেশন কী?
কখন আইসোলেশন?

 করোনা আক্রান্ত দেশ বা এলাকা থেকে আসা মানুষদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
 করোনা রোগীদের সংস্পর্শে আসা মানুষদের ক্ষেত্রে এই নিয়ম মানা হবে। বিশদ

25th  March, 2020
 কোয়ারেন্টাইন কী?
কখন কোয়ারেন্টাইন?

গ্রেড ১: প্রধানত আক্রান্ত দেশগুলি থেকে রোগীদের আসা শুরু হওয়া
গ্রেড ২: পজিটিভ কেস থেকে স্থানীয় মানুষদের মধ্যে সংক্রমণ শুরু হওয়া (ভারত এখন এই জায়গায়)।
গ্রেড ৩: জনসাধারণের মধ্যে এবং বড় বড় এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া।
গ্রেড ৪: স্থানীয়ভাবে মহামারী ছড়িয়ে পড়া। কোথায় শেষ বুঝতে না পারা। ইতালি এবং চীনের ক্ষেত্রে যা হয়েছে। বিশদ

25th  March, 2020
প্লাস্টিক ও স্টিলে করোনা বাঁচে ৭২ ঘন্টা,
খবরের কাগজের মাধ্যমে ছড়ায় না  

ডাঃ প্রীতম রায়, কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা: কোভিড ১৯ বা নোভেল করোনা ভাইরাসের প্রভাব এখন দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষের মধ্যেও নানাবিধ প্রশ্ন। কোনও জিনিস স্পর্শ করলে কি করোনা সংক্রামিত হতে পারে? এমনও সব চিন্তা ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।  
বিশদ

25th  March, 2020
ন্যূনতম এক মিটারের দূরত্ব অপরিহার্য
করোনা আক্রান্তের এক হাঁচিতেই ছড়ায়
৪০ লাখ ভাইরাস, বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বজিৎ দাস, কলকাতা: করোনা আক্রান্তের এক হাঁচিতে ছড়ায় ৩০ থেকে ৪০ লক্ষ ভাইরাস। তখন তার গতি থাকে প্রতি ঘন্টায় ৫০ মাইল। তাই দরকার সামাজিক দূরত্ব বা ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ মেনে চলা। দরকার লকডাউন এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা। নির্দেশ মেনে বাড়িতে থাকা।  
বিশদ

25th  March, 2020
নোভেল করোনা ভাইরাস কি জীবাণু অস্ত্র?
মহামারীর সঙ্গে লড়াই করতে গবেষণাও জরুরি

 • নোভেল করোনা কি জীবাণু অস্ত্র?
•• বিশ্বজুড়ে কোভিড ১৯ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে ছড়াতে শুরু করেছে আতঙ্ক। কেউ কেউ হয়তো মনে করছেন সাম্প্রতিক নোভেল করোনা ভাইরাস আসলে একধরনের জীবাণু অস্ত্র এবং তা ছড়িয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে! বিশদ

19th  March, 2020
কলেরা থেকে করোনা
বহু ভাইরাসকেই ‘অস্ত্র’ বানানোর অভিযোগ রয়েছে

 মহামারীর আতঙ্ক ছড়িয়ে পড়ার সময়ই ষড়যন্ত্রের তত্ত্বটা তুলেছিলেন ইজরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন কর্তা ও জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম। বলেছিলেন, দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণ উহান ইনস্টিটিউটের ন্যাশনাল বায়োসেফটি ল্যাব।
বিশদ

19th  March, 2020
কোভিড ১৯ প্রতিরোধের টিপ্‌স

঩ বারবার হাত ধুয়ে ফেলাই নোভেল করোনা প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। হাঁচি-কাশির পর, এই রোগে আক্রান্তের পরিচর্যা করার পর, রান্নার আগে-পরে, খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর, পশুর সংস্পর্শে আসলে বা পশুর বর্জ্য পরিষ্কারের পর অবশ্যই হাত জীবাণু মুক্ত করতে হবে।
বিশদ

19th  March, 2020
শিশুদের কখন অপারেশন
প্রয়োজন, আলোচনা সম্মেলনে 

ইন্ডিয়ান সোসাইটি অব পেডিয়াট্রিক নিউরোসার্জারির বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল। পার্ক ক্লিনিক ও সংগঠনটির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের চেয়ারম্যান ডাঃ সন্দীপ চট্টোপাধ্যায়, সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ সুরেশ শঙ্খলা, বিশিষ্ট পেডিয়াট্রিক নিউরোসার্জেন ডাঃ কৌশিক শীল, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেন সহ বহু বিশিষ্টজন। 
বিশদ

12th  March, 2020
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব 

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) কী?
পিসিওএস এমন এক অবস্থা যা মেনস্ট্রুয়েশন, সন্তান ধারণের সক্ষমতা, শারীরিক গঠন এমনকী দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ১৫-৪৫ বছর বয়সি মহিলাদের প্রায় ১০ থেকে ২৬ শতাংশ মহিলা পিসিওএস-এর সমস্যায় ভোগেন।  বিশদ

12th  March, 2020
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলের অপচয় বন্ধে বারবার কলকাতা পুর প্রশাসনের তরফে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, শহরের বেশ কিছু অংশে জলের অপচয়ের মাত্রা ...

বার্লিন, ৪ এপ্রিল: কালান্তক করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে পথ খুঁজছে গোটা বিশ্ব। আর এর উল্টো পথে হেঁটে জার্মানির বার্লিন ডিস্ট্রিক্ট মেয়র স্টিফেন ভন দাসেল ...

সংবাদদাতা, রায়গঞ্জ: করোনায় মৃতদের দেহ দাহ করা হবে স্থানীয় শ্মশানে, এই আশঙ্কায় শ্মশানঘাটের চারদিকের রাস্তা আটকে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।   ...

  লন্ডন, ৪ এপ্রিল: অবশেষে বরফ গললো। বেতন কাটা নিয়ে গত কয়েকদিন ধরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ইয়ন মরগ্যান, বেন স্টোকসদের লড়াই চলছিল। ইসিবি চাইছিল, করোনা মোকাবিলায় ক্রিকেটারদের বেতনের কুড়ি শতাংশ অর্থ কমিয়ে দিয়ে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম
১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম
১৯৩২ - বিশিষ্ট বাঙালী সাহিত্যিক প্রভাতকুমার মুখাপাধ্যায়ের মত্যু
১৯৫৭- কেরলে প্রথম ক্ষমতায় এলেন কমিউনিস্টরা
১৯৯৩- বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু
২০০০- রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৭- সাহিত্যিক লীলা মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.২৪ টাকা ৭৬.৯৬ টাকা
পাউন্ড ৯২.৫১ টাকা ৯৫.৮২ টাকা
ইউরো ৮১.০৩ টাকা ৮৪.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, (চৈত্র শুক্লপক্ষ) দ্বাদশী ৩৪/৫০ রাত্রি ৭/২৫। মঘা ২৩/৪০ দিবা ২/৫৭। সূ উ ৫/২৯/১৫, অ ৫/৪৯/৩৫, অমৃতযোগ দিবা ৬/১৮ গতে ৯/৩৬ মধ্যে। রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৭ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১/৬ গতে ২/৩৪ মধ্যে।
২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, দ্বাদশী ২৫/৩১/০ দিবা ৩/৪৩/১২। মঘা ১৪/৫০/৩৮ দিবা ১১/২৭/৩। সূ উ ৫/৩০/৪৮, অ ৫/৫০/৫। অমৃতযোগ দিবা ৬/১৫ মধ্যে ও ১২/৫২ গতে ১/৪১ মধ্যে এবং রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৮/২ গতে ১১/৪০/২৭ মধ্যে, কালবেলা ১১/৪০/২৭ গতে ১/১২/৫১ মধ্যে।
 ১১ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম১৯৩২ ...বিশদ

07:03:20 PM

ভূমিকম্প অনুভুত অসমে 
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে এবার ভূমিকম্প অনুভুত হল অসমে। রিখটার ...বিশদ

11:39:32 PM

নিরোর কথা শুনেছিলাম, প্রধানমন্ত্রীকে দেখলাম, ট্যুইট ফিরহাদ হাকিমের 
প্রধানমন্ত্রীর ডাকে রবিবার রাত ন’টার সময় ন’মিনিট ঘরের আলো জ্বালিয়ে ...বিশদ

10:04:34 PM

৯ মিনিটের ‘লাইট আউট’-এর জন্য বিদ্যুৎ গ্রিডে কোনও প্রভাব পড়েনি: কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং 

09:45:20 PM

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪১১১, মৃত ১২৬: পিটিআই 

09:20:30 PM

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা রাজ্যপাল জগদীপ ধনকারের 

09:18:00 PM