Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

সুগার থেকে হার্টের অসুখ 

পরামর্শে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ধীমান কাহালি

আমেরিকান ডায়াবেটিস সোসাইটির তথ্য বলছে, বিশ্বে রোজ প্রতি ২১ সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস-আক্রান্ত মানুষের আকস্মিক মৃত্যুর আশঙ্কা একজন সুস্থ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ। এই মুহূর্তে প্রতি তিনজন মানুষের মধ্যে একজনের জীবনের কোনও একটি পর্যায়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই আঁতকে ওঠার মতো তথ্যগুলি একটা দিকেই ইশারা করছে যে, এবার আমাদের ডায়াবেটিসকে নিয়ে ভাবার, জানার সময় এসেছে। বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবসে মানুষের হৃদযন্ত্রে ডায়াবেটিসের প্রভাব, রক্তচাপের অস্বাভাবিকতায় তার ভূমিকা এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হল।
গবেষকরা বলছেন, ৭০ থেকে ৭৫ শতাংশ ডায়াবেটিসের রোগীই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মারা যান। ডায়াবেটিস ও হৃদরোগ— এই দুটো বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ডায়াবেটিসকে করোনারি আর্টারি ডিজিজের সমতুল্য বলে দাবি করেছে। অর্থাৎ, ডায়াবেটিস নেই এমন রোগীর তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা দ্বিগুণেরও বেশি হয় বলে জানিয়েছে হু। পুরুষের ক্ষেত্রে এই আশঙ্কার হার থাকে দু’ থেকে তিন গুণ এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় চারগুণ। ডায়াবেটিসের কারণে হৃৎপিণ্ডের ধমনীতে ‘ব্লকেজ’ তৈরি হয়। তবে, শুধু হৃৎপিণ্ডের ধমনীতেই নয়, শরীরের যে কোনও অংশেই (পা, হাত, মাথা এমনকী কিডনিতেও) সেটা হতে পারে। ডায়াবেটিস রোগীদের মধ্যে হৃদযন্ত্র বিকল হওয়ার প্রবণতা বেশি হওয়ার আরও একটা কারণ হল— কম ঘনত্বের এলডিএল কোলেস্টেরলের কণা। এই ধরনের কণাগুলি শিরা ও ধমনীর দেওয়ালে জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। ধরা যাক, একজন ডায়াবেটিস রোগীর শরীরে এলডিএল-এর পরিমাণ একজন ডায়াবেটিসহীন মানুষের সমানই রয়েছে। কিন্তু, ডায়াবেটিস রোগীর শরীরে এই কম ঘনত্বের এলডিএল কোলেস্টেরল থাকার জন্য তার হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে অনেক সময় রোগীর শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকে। একই সঙ্গে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কম থাকে। এক্ষেত্রে হৃদযন্ত্রের ধমনিতে ব্লকেজ তৈরির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ডায়াবেটিস ধরা পড়ে। এর কারণ হল— ডায়াবেটিস আমাদের স্নায়বিক অনুভূতিকে ভোঁতা করে দেয়। যার ফলে অন্যদের মতো হৃৎপিণ্ডে সমস্যা হলে বুকে ব্যথা বা চাপ লাগা, ঘাম হওয়া অথবা পরিচিত উপসর্গগুলি তাঁদের প্রায় হয়ই না। এমনকী কোনও ধরনের উপসর্গ ছাড়াই তাঁদের হার্ট অ্যাটাক হওয়াও বিচিত্র নয়। ডায়াবেটিসে আক্রান্তদের হৃৎপিণ্ডের পেশি অনেক দুর্বল হয়। ডাক্তারির পরিভাষায় যাকে বলা হয়, ডায়াবেটিক কার্ডিয়াক মায়োপ্যাথি বা ডায়াবেটিক স্টেক সিন্ড্রোম। এক্ষেত্রে হৃৎপিণ্ড আকারে বড় হয়ে যায়। রক্ত সঞ্চালনের হারও যায় কমে। ধীরে ধীরে সেই রোগীর হৃদযন্ত্র পুরোপুরি বিকল হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যায়।
এছাড়া ডায়াবেটিসের ‘কমন ডিনমিনেটর’ বা সাধারণ লক্ষণই হল ইনসুলিনের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। আমাদের শরীরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদনের জন্য প্রয়োজন গ্লুকোজ বা শর্করা। আর এই গ্লুকোজ যখন রক্ত থেকে কোষে পৌঁছয়, তখনই কোষ বিভিন্ন জীব রাসায়নিক পদার্থ যেমন প্রোটিন, চর্বি এসবের শারীরবৃত্তীয় ক্রিয়া, শক্তি উৎপাদন, কোষের বিভাজন ও বৃদ্ধিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই রক্ত থেকে শর্করাকে কোষে পরিবহণের কাজটিই করে ইনসুলিন। কারও শরীরে এই ইনসুলিন তৈরির প্রক্রিয়া ব্যাহত হলে তাঁকে ডায়াবেটিস রোগী হিসেবে চিহ্নিত করা হয়। এই ইনসুলিনের উৎপাদন ও ক্ষরণ বাধাপ্রাপ্ত হলে তার প্রভাব রক্তচাপের উপরেও পড়ে। ডায়াবেটিস রোগীর শরীরের কোষগুলিতে ইনসুলিন-প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়। আর তাই দেখা গিয়েছে, শহরাঞ্চলে বসবাসকারী পঞ্চাশোর্ধ্ব ডায়াবেটিস রোগীদের পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।
ডায়াবেটিসের কারণগুলি নিয়ে আলোচনা করতে হলে সবার আগে বলতে হয় অনিয়ন্ত্রিত জীবনযাপনের কথা। ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, কম শারীরিক কসরতের জন্য ডায়াবেটিস হতে পারে তেমনই পরিবেশগত বিভিন্ন উপাদান এবং বংশগত বা কিছু কিছু ক্ষেত্রে জিনগত অস্বাভাবিকতা থেকেও মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। তাই এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হল— সুস্থ জীবনযাপন। অর্থাৎ অতিরিক্ত চিনি কিংবা চর্বিজাতীয় খাবার বর্জন করা, হাঁটার অভ্যাস করে বা ব্যায়ামের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখা, অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা, জাঙ্ক ফুড এবং মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকলে এই রোগ প্রতিহত করা সম্ভব। কোনও স্থূলকায় ডায়াবেটিস রোগী যদি তাঁর বর্তমান ওজনের অন্তত ১০ শতাংশও কমিয়ে ফেলতে পারেন, তাহলেও তাঁর এই রোগ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা প্রায় দু’ থেকে তিনগুণ বেড়ে যায়।
 
লিখেছেন নীতিশ চক্রবর্তী 
14th  November, 2019
 চোখ কতটা শক্তিশালী ক্যামেরা?

 কে বেশি শক্তিশালী? মানব অক্ষি নাকি ক্যামেরার লেন্স? দু’টির মধ্যে মিল কোথায়? কোথায় বা বৈসাদৃশ্য? আলোচনা করলেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক হিমাদ্রী দত্ত। বিশদ

সুগার আছে, জানেনই না পাঁচ কোটি
জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে দিনের পরদিন ধরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছেন, ওই অংশে প্রায় পাঁচ কোটি মানুষ (চার কোটি ৯০ লক্ষ) জানেনই না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত! অথচ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্ট, কিডনি এবং স্নায়ুতন্ত্র এবং চোখের ভয়ানক ক্ষতি করতে পারে।
বিশদ

 টাইপ ১ ডায়াবেটিসের উত্তর খুঁজতে

  ১৪ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। এই দিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়। আবার ওই একই দিনে জন্মেছিলেন ইনসুলিনের আবিষ্কর্তা ডাঃ ব্যান্টিং। তাঁর জন্মদিনে গোটা বিশ্বে ডায়াবেটিস দিবস পালিত হয়। তাই ভারতে শিশু দিবস ও বিশ্ব ডায়াবেটিস ডে একই দিনে পড়ে।
বিশদ

বাচ্চাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস বাড়ছে

  বিশ্ব ডায়াবেটিস দিবসের দিনই গোটা দেশে পালিত হল শিশু দিবস। এই নির্দিষ্ট দিনে বাচ্চাদের ডায়াবেটিস নিয়ে সতর্ক করলেন নারায়ণা হেল্‌থ সিটির কনসালটেন্ট এন্ডোক্রিনোলজি ডাঃ শুব্রহ্মনিয়ম কান্নন। তাঁর কথায়, প্রতি বছর বাচ্চাদের মধ্যে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বিশদ

 শ্রীরামপুরে আমরি’র সুপার স্পেশালিটি ক্লিনিক

বিশ্ব ডায়াবেটিস দিবসে শ্রীরামপুরে নিজেদের প্রথম সুপার স্পেশালিটি ক্লিনিক খুলল আমরি হাসপাতাল গোষ্ঠী। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েক মাসের মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে এরকম আরও অনেকগুলি ক্লিনিক খোলা হবে।
বিশদ

 ক্যান্সার আক্রান্ত শিশুদের
৭০ শতাংশেরই লিউকেমিয়া

  শিশু দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টার। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমলতা ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি। নিজের দলকে সঙ্গী করে তিনি সঙ্গীত পরিবেশনও করেন। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী সোমনাথ চৌধুরী।
বিশদ

 টাটা মেডিক্যাল সেন্টারকে ২লাখ টাকা দিল সেঞ্চুরি প্লাই

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুঃস্থ রোগীর চিকিৎসা এবং সেবার উদ্দেশ্যে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান টাটা মেডিক্যাল সেন্টারকে ২ লাখ টাকা দিল প্লাইউড প্রস্তুতকারী সংস্থা সেঞ্চুরি প্লাই। সেঞ্চুরি প্লাই বোর্ড ইন্ডিয়া লিমিটেডের একটি ব্যবসায়িক বিভাগ সেঞ্চুরি ল্যামিনেট।
বিশদ

মেডিকায় মজারু

  চলে গেল শিশুদিবস। সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে। ‘মজারু’ শীর্ষক এই অনুষ্ঠানে, সারাদিন ধরে বাচ্চাদের নিয়ে হল কার্নিভাল।
বিশদ

অ্যাপোলোয় জটিল টিউমার সার্জারি

 বছর ছেষট্টি’র প্রবীরকুমার বসু। রেকটামে ক্যান্সারযুক্ত টিউমারের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে। প্রতিষ্ঠানের চিকিৎসক ডাঃ মহাপাত্র জানান, টিউমারটি বেশ বড় হয়ে গিয়েছিল। এই অবস্থায় অপারেশন করলে বহু জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা ছিল।
বিশদ

ডায়েটে জব্দ ডায়াবেটিস 

ডায়াবেটিস হওয়া মানেই কিন্তু খাবার খাওয়া বন্ধ নয়। যদি ডায়াবেটিসে আক্রান্ত মানুষের রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে, সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে সব খাবারই খাওয়া যায়। ডায়াবেটিস রোগীর প্রথম প্রশ্নই থাকে, আলু কি বন্ধ? এর উত্তর, সুগার নর্মাল রেঞ্জে থাকলে দিনে ২০ থেকে ৩০ গ্রাম আলু খেতে পারা যায়।
বিশদ

14th  November, 2019
ডায়াবেটিক ফুট থেকে সাবধান!

‘ইফ ইউ কমিট ওয়ান মিসটেক বাই নট নোইং ইট, দেন ইউ কমিট টেন মিসটেকস বাই নট লুকিং ইনটু ইট।’ অনবদ্য এই কথাটি বলেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ডায়াবেটিস বা মধুমেহ বা চলতি কথায় সুগার রোগে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। 
বিশদ

14th  November, 2019
সুগারে চোখের যত্ন 

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী?
রেটিনা হল চোখের পিছনের ভাগের নার্ভ সমষ্টি। এই অংশই বাইরের আলোকে রূপান্তরিত করে বৈদ্যুতিক সংকেতে। আমাদের মস্তিষ্ক এই সংকেতমালা বিশ্লেষণ করে তৈরি করে চিত্র। এই চিত্রই আমরা দেখি! রেটিনার উপরে অসংখ্য রক্তনালিকা বা ব্লাড ভেসেলস থাকে। 
বিশদ

14th  November, 2019
সুগার কন্ট্রোলে শীতের সব্জি 

ফুলকপি: অনেকেই জানে না যে ফুলকপিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া আছে ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, ডায়েটারি ফাইবার এবং ফোলেট। অর্থাৎ সব্জি বা চিকেনের সঙ্গে ফুলকপি খেলে ডায়াবেটিসের ডায়েট হিসেবে অনবদ্য।
বিশদ

14th  November, 2019
ডায়াবেটিসে কিডনির অসুখ 

দেখা গিয়েছে, অন্তত ৩০ থেকে ৪০ শতাংশের বেশি টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিক রোগী কিডনির অসুখে ভোগেন। ডায়াবেটিসে কিডনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ছাড়াও কিডনির সংক্রমণের মাত্রা বেড়ে যায়। 
বিশদ

14th  November, 2019
একনজরে
সংবাদদাতা, ইটাহার: ব্লক কৃষি দপ্তরের ‘সুধা’ (সুনিশ্চিত ধান) পদ্ধতিতে চাষ করে বিশেষ সফলতা পেলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কলুয়া গ্রামের চাষি আবু শাহেদ। এঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার অন্যান্য চাষিদের মধ্যে সুধা পদ্ধতিতে ধান চাষের ব্যাপারে উৎসাহ দেখা ...

 ফিরদৌস হাসান, শ্রীনগর,২০ নভেম্বর: বুধবার শ্রীনগরের বিধায়ক হোস্টেলে ‘বন্দি’ নেতাদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিল কেন্দ্র। এই মুহূর্তে বিধায়ক হোস্টেলে ৩০ জন বিভিন্ন দলের নেতা বন্দি। তাঁদের সঙ্গে দেখা করে হোস্টেল থেকে বেরিয়েই ক্ষোভে ফেটে পড়লেন আত্মীয়-পরিজনেরা। ...

বিএনএ, কোচবিহার: এই প্রথম কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের খেলাধুলোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। কোচবিহার জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে পাঁচজন প্রাথমিক শিক্ষক এই প্রশিক্ষণ নিতে গিয়েছেন।  ...

সংবাদদাতা, কাঁথি: উত্তরপ্রদেশের আগ্রার অপহৃতা এক নাবালিকা উদ্ধার হল কাঁথিতে। আগ্রা থেকে ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে পুলিস এক কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। তার বাড়ি কাঁথি থানার ইড়দা গ্রামে। পুলিস ধৃত কিশোরের বাড়ি থেকে অপহৃতা নাবালিকাকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব টেলিভিশন দিবস
১৬৯৪: ফরাসি দার্শনিক ভলতেয়ারের জন্ম
১৮৭৭: ফোনোগ্রাফ আবিষ্কারের কথা জানালেন থমাস এডিসন
১৯৭০: নোবেলজয়ী পদার্থবিদ চন্দ্রশেখর বেঙ্কটরামনের মৃত্যু
১৯৭৪ - শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৭ টাকা ৭৩.৩৩ টাকা
পাউন্ড ৯০.৪৯ টাকা ৯৪.৮৫ টাকা
ইউরো ৭৭.৬২ টাকা ৮১.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৯৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৯৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৫৩৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, নবমী ১৩/৫০ দিবা ১১/২৯। পূর্বফাল্গুনী ৩১/২২ রাত্রি ৬/২৯। সূ উ ৫/৫৬/৪২, অ ৪/৪৮/০০, অমৃতযোগ দিবা ৭/২৩ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৫/৪১ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ৩/১৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি, বারবেলা ২/৫ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২২ গতে ১/০ মধ্যে।
৪ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, নবমী ৮/১৫/৩৯ দিবা ৯/১৭/৩। পূর্বফাল্গুনী ২৮/৯/৬ সন্ধ্যা ৫/১৪/২৫, সূ উ ৫/৫৮/৪৭, অ ৪/৪৭/৪৮, অমৃতযোগ দিবা ৭/৩৪ মধ্যে ও ১/১৫ গতে ২/৪০ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৫৫ গতে ৩/২৯ মধ্যে ও ৪/২২ গতে ৬/০ মধ্যে, বারবেলা ৩/২৬/৪১ গতে ৪/৪৭/৪৮ মধ্যে, কালবেলা ২/৫/৩৩ গতে ৩/২৬/৪১ মধ্যে, কালরাত্রি ১১/২৩/১৭ গতে ১/২/১২ মধ্যে।
২৩ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: বহু পুরানো মামলায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব টেলিভিশন দিবস১৬৯৪: ফরাসি দার্শনিক ভলতেয়ারের জন্ম১৮৭৭: ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ...বিশদ

07:03:20 PM

৭৬ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:56:31 PM

চোর সন্দেহে গণপিটুনি, মৃত ২ 
কোচবিহারের পাইটকাপাড়া গ্রামে চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ। বুধবার ...বিশদ

03:24:52 PM

রায়গঞ্জের মারাইকুড়া গ্রামে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি গ্রামবাসীদের 

03:22:00 PM

হুগলির পাণ্ডুয়াতে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক 
হুগলির পাণ্ডুয়াতে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার ...বিশদ

02:43:32 PM