Bartaman Patrika
হ য ব র ল
 

ভয় কখনও হয়? 
শমীন্দ্র ভৌমিক

—পিসেমশাই! এই দুপুর রোদে হন্তদন্ত হয়ে ছুটলে কোথায়? কেমন একটু ভয়ের ছাপ তোমার মুখে?
—কই না তো?
—বললে হবে? তুমি দিলদার হাসি নিয়ে তোওবা থাকো পিসে। আজ মনটা একটু বিচলতি যেন!
—হ্যাঁরে। তোকে ঠিক বোঝাতে পারব না। এতক্ষণ টিভি দেখছিলাম। বলছিল...।
—বুঝেছি ওই টিভিতেই যত গণ্ডগোল। শুধু করোনা আর করোনা নিয়ে সাধারণ মানুষ থেকে ডাক্তার-মোক্তার, মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিকরা যা শুরু করেছেন যে কী বলব বল! তুমি দেখ না একদম।
—না দেখে উপায় আছে? জানতে হবে না কোথায় কী হচ্ছে? কেমন ছড়াচ্ছে? পরিচিত কেউ অসুস্থ হয়ে পড়লেন কি না!
—দেখে কী করবে? কিছু করতে তো পারব না। ছোটবেলা থেকে বাবার কাছে মণিকাকুর কথা শুনেছি। খেলার মাঠে ক্যামেরা নিয়ে পড়ে থাকতেন। ভারতবর্ষ তো বটেই ভারতের বাইরের খেলোয়াড়রাও তাকে চিনতেন। আমাকে কত বিখ্যাত ক্রীড়াবিদের অটোগ্রাফ জোগাড় করে দিয়েছেন। অথচ দেখ তার মৃত্যুর পর কিছু জানাই গেল না ঠিক কি হয়েছিল। এক আশ্চর্য দেশ আমাদের।
—ঠিকই তো মণির কথাটা ভুলেই গিয়েছিলাম।
—কাজেই পিসে অত চিন্তা কর না। মোট কথা আমাদের কিছুকাল সাবধানে থাকতে হবে। নিয়ম করে শরীরচর্চা করতে হবে। আর...
—আর কী? বল!
—না থাক।
—আরে বাবা বলেই ফেল।
—তোমার বাইকের পেছনে বসে গঙ্গার পাড়ে যাব। নিয়ে যাবে?
—তাহলে তো বাড়ি ফিরে বাইকটা বের করতে হয়। তুই এক কাজ কর বাড়িতে বলে আয়।
বাড়িতে এসে মাকে বললাম, ‘এখন তো মা, লকডাউন অনেকটাই শিথিল। এই তিনটে মাস পাড়ার দোকানে দু’ একবার ছাড়া বের হইনি কখনও। আধঘণ্টার জন্য পিসেমশায়ের সঙ্গে একটু নদীর পাড়ে ঘুরে আসব?’ মা বললেন, ‘তোর বাবাও অবশ্য সপ্তাহে তিনদিন করে অফিসে যাচ্ছেন। বাড়ি ফিরে সমস্ত জামাকাপড় সাবান জলে ভিজিয়ে দেন। খেয়াল করেছিস?’
—হ্যাঁ। তারপর স্নানও করেন বাবা।
—তুইও মাস্ক পরে, টুপি এবং হেলমেট পরে হাতে গ্লাভস লাগিয়ে বেরুবি। বাড়ি এসে সমস্ত সাবান জলে দিতে হবে। আর স্নানও করতে হবে।
—অবশ্যই। টেনশন কোরো না।
—কে টেনশন করবে। সজলবাবুর সঙ্গে যাচ্ছিস টেনশন কীসের? বাড়িতে ফেরার সময় এক প্যাকেট দুধ নিয়ে আসবি। এই ব্যাগ আর পঞ্চাশ টাকা দিলাম। ফেরত টাকা আর বাবুলের দোকান থেকে আনতে হবে না। জমা থাকুক। পরে কোনও জিনিস কিনে নেব।
—কেন মা?
—খুচরো টাকা পয়সা থেকেও কোভিড সংক্রমণ হতে পারে। লকডাউনের আগেই বেশ কিছু টাকা খুচরো করিয়ে স্যানিটাইজ করে রেখেছি। তার থেকেই তোকে দিলাম।
—তাই? খুব ভালো করেছ। ওই পিসেমশায়ের বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি যেন। আসছি মা।
বাড়ি থেকে বেরিয়েই পিসেমশায়ের বাইকে বসলাম। আমাদের বাড়ি থেকে খড়দার গঙ্গার ঘাট ঠিক দু’কিলোমিটার। রাস্তা ফাঁকা। মাঝে বি টি রোডে দু’জন পুলিসবাবু আমাদের বাইক আটকালেন। পিসেমশায়ের এবং আমার মুখে মাস্ক দেখে আর দাঁড় করালেন না। আসলে দু’জনেই হেলমেট পড়ে থাকায় ওঁরা মুখ দেখতে পাননি। পিসেমশাই অবশ্য ড্রাইভিং লাইসেন্সটা একবার দেখাতে ওঁরা হেসে চলে যেতে বললেন।
বাড়ি থেকে রওনা হয়ে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গঙ্গার পাড়ে চলে এলাম। লকডাউনের আর সেভাবে কড়াকড়ি নেই বলে অনেকেই বেড়াতে এসেছেন ঘাটে। লঞ্চও চলছে। আমরা দেখলাম। অনেকে যেমন নিয়ম মেনে মাস্ক পরে মুখের সামনে ফেস শিলড লাগিয়ে এসেছেন তেমনি এমন অনেককে দেখলাম মাস্কটা গলার নীচে ঝুলিয়ে দিব্যি কাছাকাছি বসে আড্ডা জুড়েছেন। পিসেমশাই পরিচিত একজনকে উদ্দেশ্য করে বললেন, ‘হ্যারে রতন মাস্ক পরেছিস মুখের বদলে গলায়? তোরা এমন করলে সাধারণ মানুষ কী করবেন?’ —সরি সজল। বলে রতনকাকু মাস্কটা মুখে ঠিক মতো লাগিয়ে আমার দিকে তাকিয়ে বোধ হয় একটু হেসে বললেন। তোমার পিসেমশাইকে দেখেছ! এখনও কেমন শাসন করেন। স্কুল মাস্টারিটা তার বন্ধুদের উপরও কেমন প্রয়োগ করেন। আমি হেসে ফেলি।
—একটা জিনিস পিসেমশাই লক্ষ করেছ?
—কী বল তো?
—কথাবার্তা মাস্ক পরে আমরা ঠিক মতো বলতে পারলেও হাসার সময় অন্যের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? মানে আমরা মাস্কমুখ দেখে কী বুঝতে পারছি সে হাসছে না বিরক্তি প্রকাশ করছে?
—অবশ্যই। ঠিক বোঝা যাচ্ছে। চোখ দেখে বোঝা যায়।
—ঠিকই বলেছ আমারও তাই অনুমান আসলে বাড়িতে তো মাস্ক ব্যবহার করি না। আর স্কুলের ক্লাসে অনলাইনেও মাস্কের প্রয়োজন হয় না। বাড়িতে এতদিন থেকে মাত্র দু’একবার দোকানে যাওয়া ছাড়া এই প্রথম বহুদিন পর কত আমার বয়সি এবং অন্যান্যদের মুখ দেখছি। তাই ব্যাপারটায় ধাতস্থ হতে একটু সময় লাগবে। ওই দেখ একটা লঞ্চ এল রিষড়া থেকে। কতদিন ফেলু মোদকের দোকানে যাওয়া হয় না বল?
—ঠিকই। পরের দিন যাব।
লঞ্চ থেকে অনেকেই নামল। আমার বয়সি দু’তিন জন ছেলেমেয়েও সিঁড়ি ভেঙে ঘাটের কাছে অটোস্ট্যান্ডের দিকে আসছে। একটি আমারই বয়সি ছেলে আমরা যে পাশটায় বসে আছি সে তার অভিভাবকের সঙ্গে এসে কাছাকাছি বসে পড়ে। ছেলেটির নাম আমার জানা হয়ে গেছে। ওর অভিভাবক যখন ‘অন্তু’ বলে ডেকে একটা কবিতা বলতে বললেন অন্তুকে। অন্তুর মুখেও একদম আমারই মতো গেঞ্জির কাপড়ের মাস্ক। অন্তু আমার দিকে তাকায়, বলে কবিতা শুনবে? আমি বললাম কেন শুনব না। আমি তো কবিতা বলতে পারি না। তুমি যদি সামনের রবিবার ঠিক এই সময়ে ঘাটে আসো তোমাকে একটা ছবি উপহার দেব।
পিসেমশাই এবং অন্তুর কাকু অনেকটাই চমকে গেছেন আমাদের দু’জনের মধ্যে এমন হঠাৎ বন্ধুত্বে। অন্তু শুরু করে কবিতা।
বেড়াল নাকি কুকুর?
কুকুর নাকি পুকুর?
পুকুর নাকি খাল?
মরিচ নাকি ঝাল?
ভূত নাকি ভয়?
ভয় কখনও হয়?
কবিতা শুনে পিসেমশাই আর অন্তুর কাকু হাততালি দিয়ে উঠলেন, আমিও। অন্তুকে বললাম একটা নয়। এই কবিতা নিয়ে আমি দুটো ছবি আঁকব। একটা তোমাকে আর একটা আমার পিসেমশাইকে দেব।
তাহলে সমনের রবিবার ঠিক এই সময়ে দেখা হচ্ছে আমাদের?
পিসেমশায়ের বাইক স্টার্ট নেয়। খড়দহ স্টেশনে বাবুলের দোকান থেকে দুধ কিনে আমরা বাড়ির পথে। মনে হল বাইক চালাতে চালাতে পিসেমশাই অন্তুর আবৃত্তি করা কবিতার একটা লাইনই শুধু আওড়ে যাচ্ছেন।
ভয় কখনও হয়?
ভয় কখনও হয়?
অঙ্কন : সুব্রত মাজী 
02nd  August, 2020
বিকেলবেলার আলো

আজ ক্লাস ফাইভ থেকে বিনন্দ সিক্সে উঠেছে। ওর এরকম নামটা মা রেখেছিল। মা একটা পুরনো বই ঠাকুরমার কাছ থেকে পেয়েছিল। বইটার নাম ‘লক্ষ্মীচরিত্র’। বইটার মলাটে একটা লক্ষ্মী ঠাকুরের রঙিন ছবি আছে। মা সন্ধেবেলা বইটা নিয়ে পড়তে বসে।
বিশদ

21st  April, 2024
পশ্চিম আকাশে সূর্যোদয়

শুক্রের আহ্নিক গতি অন্য গ্রহগুলির মতো নয়। সৌর জগতে কেন ব্যতিক্রমী এই গ্রহ জানালেন স্বরূপ কুলভী বিশদ

21st  April, 2024
মুদ্রা যখন বিশালাকৃতির পাথর

টাকা-পয়সা বা মুদ্রা সম্পর্কে আমাদের সকলেরই কমবেশি ধারণা আছে। সভ্যতার ঊষালগ্নে চালু ছিল বিনিময় প্রথা। তারপর এল তামা, সোনা ও রুপোর মুদ্রা। বর্তমান সময়ে ধাতব মুদ্রার পাশাপাশি কাগজের নোট চালু আছে।
বিশদ

21st  April, 2024
বাংলা ভাষার প্রতি ঠাকুরবাড়ির ভালোবাসা
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা নববর্ষের দিন জানব বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা। সেই ইংরেজ আমলে রবীন্দ্রনাথের পরিবারের সদস্যরা কীভাবে এই ভাষার জন্য লড়াই করেছিলেন, তুলে ধরা হল তারই টুকরো কিছু স্মৃতি।  বিশদ

14th  April, 2024
হরেকরকম হাতের কাজ: মটকা পেন্টিং

ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

14th  April, 2024
ঘুমিয়ে ঘুমিয়ে আবিষ্কার
কল্যাণকুমার দে

ঘুম! পড়তে বসলেই ঘুম পেয়ে যায়। এর জন্য বাবা-মায়ের কাছে কম বকুনি খেতে হয় না। বকুনি খেয়েও কিন্তু অভ্যেসটা পাল্টায় না। আসলে ঘুমের অভ্যেসটা আমাদের জন্মাবার সঙ্গেই তৈরি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন ঘুমোই? জীবনে কি ঘুম অত্যন্ত জরুরি? বিশদ

14th  April, 2024
এপ্রিল ফুলের খুনসুটি

পেরিয়ে এলাম পয়লা এপ্রিল। ইংরেজি চতুর্থ মাসের ১ তারিখ মানেই এপ্রিল ফুলস’ ডে। বোকা বানানোর দিন। কীভাবে বন্ধুদের সঙ্গে দিনটি মজা করে কাটল, সেই গল্পই শোনাল পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ‘ফুল’ একটি ইংরেজি শব্দ। এর অর্থ বোকা। এপ্রিল ফুলের অর্থ এপ্রিল মাসের বোকা।
বিশদ

07th  April, 2024
যাত্রী যখন গান্ধীজি

১৯৪৬ সালের জানুয়ারি মাস। শীতের বিকেলে সোদপুর স্টেশন দিয়ে কু-ঝিকঝিক আওয়াজ করে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন। স্ব-পার্ষদ খাদি আশ্রমে বসে রয়েছেন জাতির জনক। আচমকা বললেন, মাদ্রাজ যেতে হবে। এখান থেকেই ট্রেন ধরব
বিশদ

07th  April, 2024
বিরল সংখ্যা

গণিত মানেই মগজাস্ত্রে শান। সংখ্যার খেলা। কত ধরনেরই যে বিস্ময় লুকিয়ে রয়েছে, তা বলে বোঝানো যায় না। এক একটা সংখ্যাতেই কত না রহস্য। এই ধর, ছয় দশ পাঁচ পঁয়ষট্টির কথা। সংখ্যায় লিখলে— ৬৫। দেখে কী মনে হচ্ছে!
বিশদ

07th  April, 2024
রুকু ঝুকুর চাওয়া পাওয়া
অংশুমান কর

আমরা গ্রামের বাড়ি যাব। ঝুকুর জন্মের পর এই প্রথম আমাদের সকলের একসঙ্গে গ্রামের বাড়ি যাওয়া। ও তাই খুব আনন্দে আছে। কতবার আমাকে বলছে, ‘দাদা তুই আর আমি ধানগাছে চড়ে দোল খাব।’ আমি ওকে বলিনি যে, ধানগাছে চড়ে দোল খাওয়া যায় না। বিশদ

31st  March, 2024
মহাকাশযাত্রীদের খাবার-দাবার
উৎপল অধিকারী

মহাকাশ বড়ই রহস্যময় স্থান। এই রহস্যের উদ্ঘাটন করার জন্য মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ সশরীরে সেখানে হাজির হয়েছে। এই অকুতোভয় সাহসী মহাকাশযাত্রীরা জীবন বাজি রেখে অসীম ধৈর্য নিয়ে মহাকাশযানে তাঁদের গবেষণা করছেন। বিশদ

31st  March, 2024
চরম দারিদ্র্য থেকে সর্বোচ্চ শিখরে

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রথম উচ্চতা মেপেছিলেন রাধানাথ শিকদার। এই বাঙালি গণিতবিদের সাফল্যের গল্প শোনালেন সোমনাথ সরকার বিশদ

31st  March, 2024
কবিগুরুর দোল উৎসব
সায়ন্তন মজুমদার

১৯২৫ সালে দোল উপলক্ষ্যে সেজে ওঠে আম্রকুঞ্জ। কিন্তু বিকেলের ঝড়বৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে যায়। বৃষ্টি থামতে রবীন্দ্রনাথ সকলকে নিয়ে চলে যান এখনকার পাঠভবনে। সেখানে অভিনীত হয় ‘সুন্দর’ নাটকটি। বিশদ

24th  March, 2024
খেলাধুলোর আনন্দ

পড়াশোনায় ফাঁক পেলেই চলছে চুটিয়ে খেলা। ব্যাট-উইকেট, ফুটবল নিয়ে সকলে নেমে পড়ছে। খেলার আনন্দের বিকল্প নেই। নিজেদের প্রিয় খেলার বিষয়ে জানাল মালদহের হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পড়ুয়ারা। বিশদ

24th  March, 2024
একনজরে
কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...

লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে নিয়ে প্রচারের কৌশল তারা ভোঁতা করতে উদ্যত হয়েছে ...

৫ কোটি টাকা ‘তোলা’ চেয়ে নতুন জঙ্গি সংগঠন কেএলও (কোচ ন্যাশনালিস্ট) এবার সরাসরি হুমকি চিঠি দিল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। ...

একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM