Bartaman Patrika
হ য ব র ল
 

বাঘ পড়েছিল শান্তিনিকেতনে 

পার্থজিৎ গঙ্গোপাধ্যায়: রবীন্দ্রনাথ গান বেঁধেছিলেন, ‘আমাদের শান্তিনিকেতন/ সে যে সব হতে আপন/ তার আকাশ ভরা কোলে / মোদের দোলে হৃদয় দোলে, / মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন।’ সত্যিই ছিল সার্থকনামা, যথার্থ অর্থেই ‘শান্তিনিকেতন’।
সেই শান্তির নিকেতনে ঘোরতর অশান্তি, বাঘ পড়েছিল, ভাবা যায়! বাঘ এসেছিল, হুংকার ছেড়ে একটুআধটু ভয়টয় দেখিয়ে পায়ে পায়ে ফিরে গিয়েছিল ইলামবাজারের জঙ্গলে, না, ব্যাপারটা তেমন জলবৎ তরলং ছিল না! সে-এক শিহরিত হওয়ার মতো সংবাদ, হুলুস্থুল কাণ্ড। আশ্রমের ছাত্ররা দল বেঁধে মেরেছিল বাঘটাকে। হা-রে-রে-রে, সে-এক বিষম লড়াই! মারতে গিয়ে ছাত্ররাও কম-বেশি রক্তাক্ত হয়েছিল। রবীন্দ্রনাথ তখন অবশ্য শান্তিনিকেতনে ছিলেন না, ছিলেন ট্রেনে, তৎক্ষণাৎ তাঁর কাছে বার্তা গিয়েছিল।
শান্তিনিকেতনে বাঘ পড়ার ঘটনাটি মুখে মুখে ছড়িয়ে পড়া গল্পকথা নয়। সে-ঘটনার সাক্ষী ছিলেন সীতাদেবী। স্বচক্ষে দেখা, লিপিবদ্ধও করে রেখেছেন। রামানন্দ চট্টোপাধ্যায় একটানা বছর দুয়েক ছিলেন শান্তিনিকেতনে। সীতার ছোট্ট ভাই মুলু পড়তো আশ্রম-বিদ্যালয়ে। হন্তদন্ত হয়ে সেই মুলু এক বিকেলে সীতার কাছে নিয়ে আসে ভয়ংকর সেই বার্তা। ব্যাঘ্রমশায় শুধু আসেননি, দু’জন গ্রামবাসীকে আঁচড়ে কামড়েও আহত করেছে। তাদের ভর্তি করা হয়েছে আশ্রম-হাসপাতালে। মুলুর খবর একেবারেই অতিরঞ্জিত নয়, যা ঘটেছে তাই।
শান্তিনিকেতনের অদূরে এক গ্রাম, সে-গ্রামের নাম তালতোড়। তালতোড়ের ঘটনা সেদিন সব কেমন যেন তালগোল পাকিয়ে দিয়েছিল! ছোটভাইয়ের মুখে ভয়ংকর বিবরণ শুনে সীতাদেবী থ বনে গিয়েছিলেন।
গ্রামবাসীরা গলা ফাটিয়ে চিৎকার করেছে, অবিশ্রান্ত-অবিরাম ইট-পাটকেল ছুঁড়েছে। শুধু তালতোড়ের মানুষজনের নয়, আশপাশের গ্রামে যে যেখানে ছিল, সকলেই সন্ত্রস্ত। ভীত মানুষ খবর পাঠিয়েছে শান্তিনিকেতনের আশ্রমে। তাদের বিশ্বাস, দল বেঁধে ছাত্র-শিক্ষক-আশ্রমবাসীরা চলে এলে, যদি সঙ্গে বন্দুক টন্দুক থাকে, তবে বাঘবাবাজিকে নিশ্চিত ঘায়েল করা যাবে!
মানুষেরই কি শুধু ভয়! ভয়ে ভীত বাঘও। চারদিকে মানুষ, মানুষে মানুষে ছয়লাপ, চলছে ইট-বর্ষণ, এসব দেখে ঘাবড়ে গিয়ে বাঘটা কোনও রকমে প্রাণ হাতে নিয়ে লুকিয়ে পড়েছিল পুকুরপাড়ের ঝোপঝাড়ে, গাছের আড়ালে।
আশ্রমের অদূরেই যে বাঘ পড়েছে, সে-খবর ততক্ষণে ছড়িয়ে পড়েছে শান্তিনিকেতন-চত্বরে। চলতে থাকে রকমারি কথার চালাচালি। এক অধ্যাপকপত্নী জানান, ঠিকই তো, আগের দিন রাতে তিনিও বাঘের ডাক শুনেছেন! তাঁর যে কোনও ভুলচুক হয়নি, তা এবার বুঝতে পেরেছেন। কেউ বললেন, গো-শালায় বাঁধা থাকে যে অতিকায় মোষ, সেই মোষটা নাকি শেকল ছিঁড়ে রাতে কাকে যেন তাড়া করেছিল!
সাতসতেরো এসব শুনে সবাই নিশ্চিত হয়, রাতের অন্ধকারে আশ্রমেও বাঘ ঘুরে বেড়ায়! কারও কারও প্রচণ্ড গরমে বাড়ির বারান্দায় উঠোনে শোওয়ার অভ্যেস। ঘরের গুমোট অন্তত বাইরে নেই। আরামে আনন্দে ঘরের বাইরে যারা ঘুমতে অভ্যস্ত, তাদের মুখ নিমেষে শুকিয়ে গেল। মুখে মুখে দুশ্চিন্তার কালো মেঘ ছড়িয়ে পড়লো।
রবীন্দ্রনাথের বন্ধু শ্র্রীশচন্দ্র মজুমদারের পুত্র সন্তোষচন্দ্র ছিলেন আশ্রমের প্রথমদিকের ছাত্র, কবিপুত্র রথীন্দ্রনাথের বন্ধু তিনি। কৃষিবিদ্যার পাঠ নিতে রথীন্দ্রনাথের সঙ্গে বিদেশেও গিয়েছিলেন। পরবর্তীকালে কর্মসূ্ত্রেও শান্তিনিকেতন-আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। রবীন্দ্রনাথ স্বয়ং সন্তোষচন্দ্রের উপর নির্ভর করতেন, বেয়াল্লিশ বছর বয়সে তিনি প্রয়াত হওয়ার পর কবি নিজেই নির্ভরতার কথা বলেছিলেন। পা ভেঙে সন্তোষচন্দ্র তখন শয্যাশায়ী। যাঁর সবার আগে যাওয়ার কথা, সেই সাহসী সন্তোষচন্দ্রের ব্যাঘ্র-অভিযানে যাওয়া না-হলেও কয়েকজন অধ্যাপক আর উপরের ক্লাসে পড়ে, এমন কয়েকজন ছাত্র দৌড় দিল তালতোড়ের দিকে।
খালি হাতে কি আর বাঘ শিকার হয়! বড় ছেলেরা সকলেই সশস্ত্র, কারও হাতে লাঠি, কারও হাতে রামদা-ভোজালি! বড় ছেলেরা বাঘ শিকারে বেরিয়ে পড়ায় ছোট ছেলেদের ধরে রাখা শক্ত হয়ে ওঠে। মাঝারি ছেলেরা তো বটেই, শিশু-বিভাগের পুচকেরাও বাদ যায় না। বেরিয়ে পড়ে সব্বাই। সে এক বিশৃঙ্খল অবস্থা! সবারই লক্ষ্য তালতোড়, উদ্দেশ্য বাঘশিকার, দ্রুত পৌঁছতে চায় গন্তব্যে। ভাবভঙ্গি দেখে মনে হয়, চলেছে যেন যুদ্ধক্ষেত্রে!
সব নিষেধকে তুচ্ছ করে যোদ্ধাবাহিনী এগিয়ে যায়। সীতাদেবীর মতো আশ্রমবাসীদের চিন্তার অন্ত থাকে না। দুশ্চিন্তায় জেরবার হয়, আতঙ্কে আশঙ্কায় বিপন্ন। ঠিক তখনই হাজির হয় মুলু। বিকেল ফুরিয়ে সন্ধে নামছে। সেই আলো-আঁধারিতে তার কোথা থেকে আকস্মিক তার আবির্ভাব। চিৎকার করে দিদিকে বলে, বাঘটাকে নাকি মেরে ফেলেছে! কারা মেরেছে, কী বৃত্তান্ত কিছুই বলে না।
ওইটুকু বলেই মুলু কোথায় যেন মিলিয়ে যায়! উৎকণ্ঠিত উদ্বিগ্ন সীতাদেবী পায়ে পায়ে কিছুদূর সবে এগিয়েছেন, আশ্রমের এক ভৃত্যের সঙ্গে তাঁর দেখা হয়ে যায়। ‘বাঘটা কে মারল রে?’ প্রশ্নের উত্তরে ভৃত্যটির সগর্বে ঘোষণা করে, ‘কেন, ইস্কুলের ছেলেবাবুরা!’
আরও একটু এগতেই সীতাদেবীর নজরে পড়ে, খোয়াইপারের তালবনের বুক চিরে পিল পিল করে ছেলেরা আসছে। সেই ভিড়ে একটি গরুর গাড়িও রয়েছে। গাড়িটাকে ছেলেরা যেন ছেঁকে ধরেছে। কী আছে সে গরুর গাড়িতে!
গরুর গাড়িটা কাছে আসার পর সীতাদেবীর নজরে পড়ে, একটা গামছাকে বিজয়পতাকা বানিয়ে গাড়িতে উড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে আর বাকি থাকে না যে ওই গাড়িতেই শিকার করা বাঘটা আছে!
আশ্রমের গোয়ালের কাছে, শোনা গিয়েছে যে গোয়ালে আগের দিন রাতে বাঘের আগমন ঘটেছিল, ঠিক সেখানেই ছেলের দল হই-হই করে দাঁড়িয়ে পড়ে। জানা যায়, আশ্রমের পাঁচ পড়ুয়া টানা আধঘণ্টা লড়াই করে তবেই শেষ পর্যন্ত বাঘটাকে মারতে পেরেছে। তাদের আগে বাঘ মারতে তৎপর হয়েছিল এক জমিদার-পুত্র। হাতে তার বন্দুক ছিল। গুলি ছুঁড়েও বাঘটাকে ঘায়েল করতে পারেনি। নিরাশ হয়ে শেষে নিজের বন্দুকটা আশ্রমের ছেলেদেরই দিয়ে দেয়। ছেলেরা অবশ্য গুলি ছোঁড়ার চেষ্টা করেনি। বন্দুকটা ‘গদারূপে’ ব্যবহার করেছিল। গুলি-বন্দুক নয়, লাঠি আর ভোজালি দিয়ে বাঘের ভবলীলা সাঙ্গ করেছে তারা। সে সব বলতে বলতে গর্ব তাদের ঝরে ঝরে পড়ে।
উল্লাস থামতে চায় না। বাঘটাকে টেনে তুলে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে ছেলেরা। রয়েল বেঙ্গল টাইগার নয়, মাঝারি সাইজের একটা চিতা। হোক না চিতা, বাঘ তো বটে! বীভৎসভাবে মেরেছে! সে বীভৎসতার মধ্যেই রয়েছে বীরত্বের প্রকাশ। চিতাবাঘের মাথাটা ভোজালির আঘাতে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাঘ মারতে গিয়ে হাতে পায়ে আঁচড় লেগেছিল কয়েকজন ছাত্রের। একজনকে শুধু আঁচড়ায়নি, কামড়ে দেওয়ারও চেষ্টা করেছিল। সে অবশ্য ছিল না সেই কোলাহল-ভিড়ে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
এভাবে পশুহত্যা, বাঘ মারা ঘোরতর অন্যায়। সে অন্যায়ের জন্য ওই বীর-ছাত্ররা নিশ্চয়ই কবির কাছে পরে বকুনি খেয়েছিল, বকুনির কথা অবশ্য সীতাদেবী লেখেননি, আমরা অনুমান করছি মাত্র। রবীন্দ্রনাথ সেদিন শান্তিনিকেতনে থাকলে, চিতাবাঘটাকে এভাবে বেঘোরে বোধহয় মরতে হতো না, এমনটি ভেবে নিতে আমাদের ভালো লাগে। 
31st  May, 2020
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘর-এ শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন জেমস ইন সিরাজের এক্সিকিউটিভ শেফ সাগ্নিক মজুমদার এবং হাটারি রেস্তরাঁর শেফ স্বপন বিশ্বাস। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। 
বিশদ

28th  June, 2020
রায় অ্যান্ড মার্টিনের অনলাইন ক্লাস 

করোনা ভাইরাসের জন্য আপাতত ৩১ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ। একটানা অনেকদিন ধরে তোমরা গৃহবন্দী। এজন্য যে তোমাদের পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও তোমরা এখন স্কুলের অনলাইন ক্লাসে পড়াশোনা করা করছ। এর মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃতও হচ্ছ।  বিশদ

28th  June, 2020
ইংরেজিতে শুদ্ধ বাক্যগঠন করবে কী কী দেখে?  

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি। পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ইংরেজির শিক্ষক উৎপল ভৌমিক। বিশদ

28th  June, 2020
দেখতে যাবে মিশরের মমি

ইতিহাসের দিনগুলোয় ফিরতে চাইলে দি ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতার ভারতীয় জাদুঘর ঘুরে আসা হল সেরা উপায়। তবে এখন জাদুঘর বন্ধ। তাহলে? খুব সহজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আশ্চর্য এক যন্ত্র! সেই যন্ত্রের সাহায্যেই আমরা ঢুকে পড়ব জাদুঘরে! ঘুরেও বেড়াব ইচ্ছে মতো! লিখেছেন সুপ্রিয় নায়েক।  
বিশদ

28th  June, 2020
একদিনে বাংলা বর্ণমালা শিখেছিলেন  

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার সাহিত্য-সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
 
বিশদ

21st  June, 2020
রথযাত্রার ছোট্ট অঙ্গীকার 

করোনা সংক্রমণের জন্য এবারে কিন্তু রথ নিয়ে আর বেরিও না। পুরীর রথযাত্রাও এবার হচ্ছে না। তোমরা কীভাবে কাটাবে রথযাত্রার দিনটি? লিখেছেন সুমন গুপ্ত। 
বিশদ

21st  June, 2020
সবুজ দেশের স্বপ্ন 

তোমরা নিশ্চয়ই জানো একটি গাছ একটি প্রাণ। বর্ষার শুরুতে তোমরা যদি একটি করে চারাগাছ লাগাও, তাহলে পৃথিবী হয়ে উঠবে সবুজের দেশ। এমনই এক সবুজ দেশের স্বপ্ন দেখালেন অভীক বসু। 
বিশদ

21st  June, 2020
নতুন পৃথিবী গড়বো আমরা 

ছোট্ট বন্ধুরা কেমন আছো? দীর্ঘ লকডাউনে বাড়িতে স্কুলের অনলাইন ক্লাসের চাপে ক্লান্ত হয়ে পড়ছো? অবসর সময় ভালো মতো কাটছে না? তবে শোনো, আজ তোমাদের একটা ভালো খবর দিই।   বিশদ

31st  May, 2020
ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় 

লাতিন শব্দ ‘ভাইরাস’-এর অর্থ হল ‘বিষ’। এই বিষ যুগে যুগে মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেমনই যুগে যুগে মানুষ পরাস্ত করেছে এমন ভয়াবহ শত্রুকেও। আজ গোটা দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা হাতের মুঠোয় আসবে। বিজ্ঞানীরা বসে নেই, দিনরাত কাজ করে যাচ্ছেন এই মহা মূল্যবান ধন্বন্তরি হাতের মুঠোয় আনার জন্য। সেইরকম ভয়ঙ্কর সব ভাইরাসের বিরুদ্ধে মানুষের যুদ্ধের বহু ইতিহাস রয়েছে বিশ্বজুড়ে। 
বিশদ

31st  May, 2020
মার্কশিট
এই সময়টাকে কাজে লাগিয়ে
খুঁটিয়ে পড়ো প্রতিটি অধ্যায়

আজ আমরা সৈয়দ মুজতবা আলী রচিত 'চতুরঙ্গ' প্রবন্ধসংগ্রহের অন্তর্গত 'মামদোর পুনর্জন্ম' প্রবন্ধের অংশবিশেষ 'নব নব সৃষ্টি' পাঠ্যাংশটি থেকে প্রাবন্ধিকের কয়েকটি বিশেষ মত সম্পর্কে জানব এবং সে বিষয়টি নবমশ্রেণীরই অন্যান্য পাঠের সঙ্গে মিলিয়ে দেখব।
বিশদ

31st  May, 2020
চিরবিদ্রোহী রণক্লান্ত 

আমাদের এই দেশকে গড়ে তুলতে অনেকে অনেক স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আগামী ২৫ মে তাঁর জন্মদিন। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
বিশদ

24th  May, 2020
চোখের যত্ন নাও 

রোজ অনলাইন ক্লাসের জেরে তোমাদের চোখে নানান সমস্যা দেখা দিতে পারে। একটু সতর্ক হলেই কিন্তু এসব সমস্যা এড়ানো যায়। সেরকম ১০টি জরুরি পরামর্শ দিয়েছেন দিশা আই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ভাস্কর ভট্টাচার্য। লিখেছেন স্নেহাশিস সাউ।
বিশদ

24th  May, 2020
স্কুলে অনলাইন পড়াশোনাই
এখন একমাত্র উপায় 

লকডাউনের মধ্যেও পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্কুলে চলছে অনলাইন ক্লাস। এর ভালো মন্দ নিয়ে আলোচনা করলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

24th  May, 2020
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘর - এ শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন ৬ বালিগঞ্জ প্লেসের কর্ণধার ও শেফ সুশান্ত সেনগুপ্ত এবং হলিডে ইন হোটেলের কর্পোরেট শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। 
বিশদ

17th  May, 2020
একনজরে
অলকাভ নিয়োগী, বর্ধমান: পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরতেই পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষাও বেড়েছে। মে মাসের প্রথম সপ্তাহেও সারা জেলায় ৫০০-এর কম নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু, রবিবার পর্যন্ত জেলায় সেই পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৩ হাজার। যার ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রখ্যাত যাত্রাভিনেতা তথা নির্দেশক ত্রিদিব ঘোষ সোমবার ভোরে তাঁর যাদবপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিভিন্ন যাত্রাপালাতে তিনি ...

সুব্রত ধর, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনার ‘সন্ত্রাস’ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এবার কোভিড মোকাবিলায় প্রস্তুত করা হল অ্যাকশন প্ল্যান। সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এই কর্মসূচির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM