Bartaman Patrika
হ য ব র ল
 

স্কুলে অনলাইন পড়াশোনাই
এখন একমাত্র উপায় 

লকডাউনের মধ্যেও পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্কুলে চলছে অনলাইন ক্লাস। এর ভালো মন্দ নিয়ে আলোচনা করলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন কমলিনী চক্রবর্তী।
কয়েকদিন ধরেই তোমাদের বন্ধু কুহুর মন খারাপ। বই খাতা না পেলেও পড়াশোনায় খামতি নেই। অনলাইনে কুহুদের ক্লাস চলছে নিয়ম মাফিক। অন্যান্য স্কুলেও শুরু হয়ে গিয়েছে অনলাইন ক্লাস। নতুনত্বে ভরা এই ক্লাসের অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে তোমাদেরই স্কুল পড়ুয়া বন্ধুরা। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাও জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা।
অনেক বেশি শেখানো যাচ্ছে
হিন্দু স্কুলের শিক্ষক দীপক ঘোষ বললেন, তাঁদের স্কুলে ক্লাস চলছে হোয়াটস অ্যাপের মাধ্যমে। ক্লাস ও বিষয় অনুযায়ী হোয়াটস অ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে শিক্ষক ও ছাত্রদের নিয়ে। কখনও সেই গ্রুপে প্রশ্ন-উত্তর পাঠাচ্ছেন তাঁরা, কখনও বা ভিডিওর মাধ্যমে পড়া বোঝাচ্ছেন। পড়ানোর এই নতুন পদ্ধতিতে সন্তুষ্ট দীপক স্যার। এর ফলে নাকি অনেক বেশি শেখানো যাচ্ছে ছাত্রদের।
যোগাযোগ ছিন্ন হচ্ছে মাঝেমাঝেই
সাউথ পয়েন্টের নবম শ্রেণীর ছাত্রী জাগরী বলল, নতুন ক্লাসে ওঠার অর্ধেক আনন্দই তার মাটি হয়েছে স্কুলে যেতে না পারায়। ভাগ্যিস অনলাইন ক্লাসগুলো হচ্ছে, না হলে একটানা বাড়িতে থাকা দুর্বিষহ হয়ে উঠত। বাড়ি বসে ক্লাস করতে তার ভালোও লাগছে, আবার খারাপও। বাড়িতেই স্কুল বসে যাচ্ছে রোজ। এই ব্যাপারটা খুবই অভিনব। কিন্তু নেট কানেকশন ছিন্ন হয়ে গেলে মাঝেমাঝেই যোগাযোগ নষ্ট হচ্ছে। তাতে পড়া বুঝতে একটু অসুবিধে হচ্ছে। তা ছাড়া সব প্রশ্ন করার সময় পাওয়া যাচ্ছে না ক্লাসের সীমিত সময়ের মধ্যে। সাউথ পয়েন্টের আর এক ছাত্রী শিরোপার মতে, অনলাইনে ক্লাসের সবটাই যে ভালো তা নয়। এই সুযোগে অনেক ছাত্রছাত্রী পারসোনাল চ্যাট বক্সে টিচারদের সঙ্গে দুষ্টুমি করছে। ফলে সবার চ্যাট অপশন বন্ধ করে দিচ্ছেন শিক্ষিকারা। পড়ার সময় কোনও প্রশ্ন মনে এলেও তাই জিজ্ঞেস করা যাচ্ছে না।
এভাবেই এগবে পৃথিবী
বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত জানালেন, স্কুলের নির্দেশ অনুযায়ী তিনি হোয়াটস অ্যাপে ক্লাস নিচ্ছেন। তাঁর মতে, এক না একসময় এমন দিন তো আসবেই যখন গোটা পৃথিবীতে সব কিছুই ডিজিটাল হয়ে যাবে। এটা তারই ট্রায়াল রান। মৌখিকের বদলে এখন সবটাই লিখিত। শিক্ষকরা যেমন প্রশ্ন লিখে পাঠাচ্ছেন, ছাত্ররাও তেমন লিখিত উত্তর দিচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে মন্দের চেয়ে বরং ভালোই হয়েছে। স্কুল শব্দটার বৃহত্তর অর্থ ছাত্র ও অভিভাবক দুই মহলেই এবার স্পষ্ট হয়ে উঠবে। স্কুল যে শুধুই নম্বর পাওয়ার কারখানা নয়, তা কম্পিটিশনের বাজারে আমরা প্রায় ভুলতেই বসেছিলাম। এই পরিবর্তিত পরিস্থিতি হয়তো আবার আমাদের সে কথা স্মরণ করিয়ে দেবে।
খুব তাড়াতাড়ি এগচ্ছে পড়া
সুলগ্না, গার্ডেন হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ে। তার মতে, বিষয়গুলো নিয়ে শিক্ষিকারা যেন দৌড়চ্ছেন। একের পড় এক চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মাঝে কে কতটা বুঝল তা সব সময় খেয়াল করা যাচ্ছে না। ফলে বোঝার একটা ফাঁক থেকে যাচ্ছে। এছাড়া কানেকশনের সমস্যা তো আছেই। আর অঙ্কের মতো বিষয় অনলাইনে বোঝা কঠিন বলে মনে করছে সুলগ্না।
বেশ ভালো অভিজ্ঞতা
প্রাইভেট টিউটর প্রদীপ ভট্টাচার্য বললেন, এর সবটাই ভালো। এই সময়ে অনলাইন পড়ার সুযোগ না থাকলে ছাত্রছাত্রীদের ভীষণ ক্ষতি হয়ে যেত। মাসের পর মাস বই খাতার সঙ্গে সম্পর্ক না থাকলে পাঠ্যক্রম এগত না। বাচ্চারাও খেই হারিয়ে ফেলত। তার চেয়ে এটাই ভালো। হয়তো ওয়ান টু ওয়ান টাচ থাকছে না। তবু পড়া তো এগচ্ছে। তবে একটাই শুধু খারাপ দিক, বাচ্চাদের অন-স্ক্রিন সময়টা খুব বেড়ে গিয়েছে। তাতে যে চোখের ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। ইংরেজির প্রাইভেট টিউটর পায়েল ভট্টাচার্যর মতেও অন লাইন ক্লাস এই সময়ে খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে অনেক সময় নিয়ে একটা বিষয় পড়ানো যায়। তাছাড়া এতে পড়ানোর মধ্যেও নতুনত্ব এসেছে।
অন্য রকম পড়াশোনা
ধুলাগড়ের পি পি মেমোরিয়াল অ্যাকাডেমির শিক্ষিকা অমৃতা মজুমদার জানালেন, তাঁদের স্কুল যে অঞ্চলে সেখানে ইন্টারনেট কানেকশন ভালো না। তাই অনলাইন পড়াশোনা তাঁদের স্কুলে করানো কঠিন। তবু গুগল ক্লাসরুম ও জুম এই দুটি অ্যাপ মারফত পড়ানো হচ্ছে তাঁদের স্কুলে। পাশাপাশি হোয়াটস অ্যাপের সাহায্যও তাঁরা নিচ্ছেন। একেবারে ছোট ক্লাসে নার্সারি রাইমের ভিডিও পাঠিয়ে ক্লাস নিচ্ছেন। আর উঁচু ক্লাসে পড়ানোর পাশাপাশি নানাধরনের ভিজ্যুয়ালও পাঠাচ্ছেন ছাত্রছাত্রীদের। যেমন, ইংরেজির ক্ষেত্রে শেক্সপিয়ারের নাটকের অভিনীত অংশের লিঙ্ক পাঠানো হচ্ছে। এইভাবে মুখোমুখি পড়ানোর অভাবটা মেটানোর চেষ্টা করছেন তাঁরা।
খুব ভালো লাগছে
সল্টলেক স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অহনার তো পড়ার এই নিয়ম দারুণ লাগছে। বলল, বিজ্ঞান আর অঙ্ক বুঝতে অসুবিধে হয় বলে শিক্ষকেরা তা খাতায় লিখে স্ক্রিন শেয়ার করে বোঝান। তার পরেও কোনও প্রশ্ন থাকলে তা আলাদাভাবে সমাধান করেন। এই উপায়ে পড়া এগচ্ছে বলেই হয়তো নির্বিঘ্নে সামনের বছর বোর্ডের পরীক্ষা দিতে পারবে বলে মনে করছে অহনা।
এছাড়া উপায়ই বা কী
এমন ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বেথুন স্কুলের শিক্ষিকা সংহিতা চক্রবর্তীর। তিনি বললেন, অনলাইনে পড়ানোর কিছু খামতি থেকেই যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে এটাই একমাত্র উপায়। ফলে এই উপায়ের সদ্ব্যবহার করতেই হবে। বেথুনে রুটিন অনুযায়ী দিনে তিন বা চারটি ক্লাস করানো হচ্ছে। এছাড়াও টিভিতে ক্লাস নিচ্ছেন সংহিতা। জানালেন, বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে সেই ক্লাস নির্দিষ্ট করা হচ্ছে। খুব নিপুণভাবে হয়তো পড়ানো যাচ্ছে না, তবু যা হচ্ছে এই পরিস্থিতিতে তাই যথেষ্ট।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে
আয়েশা কঠিয়া প্রাইভেট টিউশন করান। জুমে ক্লাস নিচ্ছেন তিনি। বললেন, বাচ্চাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় বড্ড অসুবিধে হচ্ছে পড়াতে। সুজাতা সেনগুপ্ত একটি বেসরকারি স্কুলে পড়ান। জানালেন, নতুন নিয়মে ক্লাস নিতে দিব্য লাগছে তাঁর। বাচ্চারা বাড়ির পরিবেশে পড়ছে, তাতে হয়তো ভালোই হচ্ছে। তবে সামনাসামনি বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না বলে একটু খারাপ লাগছে, বাকিটা মানিয়ে নিচ্ছেন। বিদ্যা ভারতীর প্রাক্তন শিক্ষিকা রত্না সিংহ বললেন, স্টুডেন্ট-টিচার যোগাযোগটা বন্ধ হয়ে গিয়েছে বলে তিনি অখুশি। তবে আর কোনও উপায় যে নেই তা তিনি বেশ বুঝতে পারছেন। তবু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।
সব প্রতিবন্ধকতা কেটে যাক। পৃথিবী সুস্থ হয়ে উঠুক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
ছবি : প্রদীপ পাত্র 
24th  May, 2020
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘর-এ শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন জেমস ইন সিরাজের এক্সিকিউটিভ শেফ সাগ্নিক মজুমদার এবং হাটারি রেস্তরাঁর শেফ স্বপন বিশ্বাস। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। 
বিশদ

28th  June, 2020
রায় অ্যান্ড মার্টিনের অনলাইন ক্লাস 

করোনা ভাইরাসের জন্য আপাতত ৩১ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ। একটানা অনেকদিন ধরে তোমরা গৃহবন্দী। এজন্য যে তোমাদের পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও তোমরা এখন স্কুলের অনলাইন ক্লাসে পড়াশোনা করা করছ। এর মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃতও হচ্ছ।  বিশদ

28th  June, 2020
ইংরেজিতে শুদ্ধ বাক্যগঠন করবে কী কী দেখে?  

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি। পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ইংরেজির শিক্ষক উৎপল ভৌমিক। বিশদ

28th  June, 2020
দেখতে যাবে মিশরের মমি

ইতিহাসের দিনগুলোয় ফিরতে চাইলে দি ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতার ভারতীয় জাদুঘর ঘুরে আসা হল সেরা উপায়। তবে এখন জাদুঘর বন্ধ। তাহলে? খুব সহজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আশ্চর্য এক যন্ত্র! সেই যন্ত্রের সাহায্যেই আমরা ঢুকে পড়ব জাদুঘরে! ঘুরেও বেড়াব ইচ্ছে মতো! লিখেছেন সুপ্রিয় নায়েক।  
বিশদ

28th  June, 2020
একদিনে বাংলা বর্ণমালা শিখেছিলেন  

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার সাহিত্য-সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
 
বিশদ

21st  June, 2020
রথযাত্রার ছোট্ট অঙ্গীকার 

করোনা সংক্রমণের জন্য এবারে কিন্তু রথ নিয়ে আর বেরিও না। পুরীর রথযাত্রাও এবার হচ্ছে না। তোমরা কীভাবে কাটাবে রথযাত্রার দিনটি? লিখেছেন সুমন গুপ্ত। 
বিশদ

21st  June, 2020
সবুজ দেশের স্বপ্ন 

তোমরা নিশ্চয়ই জানো একটি গাছ একটি প্রাণ। বর্ষার শুরুতে তোমরা যদি একটি করে চারাগাছ লাগাও, তাহলে পৃথিবী হয়ে উঠবে সবুজের দেশ। এমনই এক সবুজ দেশের স্বপ্ন দেখালেন অভীক বসু। 
বিশদ

21st  June, 2020
নতুন পৃথিবী গড়বো আমরা 

ছোট্ট বন্ধুরা কেমন আছো? দীর্ঘ লকডাউনে বাড়িতে স্কুলের অনলাইন ক্লাসের চাপে ক্লান্ত হয়ে পড়ছো? অবসর সময় ভালো মতো কাটছে না? তবে শোনো, আজ তোমাদের একটা ভালো খবর দিই।   বিশদ

31st  May, 2020
ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় 

লাতিন শব্দ ‘ভাইরাস’-এর অর্থ হল ‘বিষ’। এই বিষ যুগে যুগে মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেমনই যুগে যুগে মানুষ পরাস্ত করেছে এমন ভয়াবহ শত্রুকেও। আজ গোটা দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা হাতের মুঠোয় আসবে। বিজ্ঞানীরা বসে নেই, দিনরাত কাজ করে যাচ্ছেন এই মহা মূল্যবান ধন্বন্তরি হাতের মুঠোয় আনার জন্য। সেইরকম ভয়ঙ্কর সব ভাইরাসের বিরুদ্ধে মানুষের যুদ্ধের বহু ইতিহাস রয়েছে বিশ্বজুড়ে। 
বিশদ

31st  May, 2020
মার্কশিট
এই সময়টাকে কাজে লাগিয়ে
খুঁটিয়ে পড়ো প্রতিটি অধ্যায়

আজ আমরা সৈয়দ মুজতবা আলী রচিত 'চতুরঙ্গ' প্রবন্ধসংগ্রহের অন্তর্গত 'মামদোর পুনর্জন্ম' প্রবন্ধের অংশবিশেষ 'নব নব সৃষ্টি' পাঠ্যাংশটি থেকে প্রাবন্ধিকের কয়েকটি বিশেষ মত সম্পর্কে জানব এবং সে বিষয়টি নবমশ্রেণীরই অন্যান্য পাঠের সঙ্গে মিলিয়ে দেখব।
বিশদ

31st  May, 2020
বাঘ পড়েছিল শান্তিনিকেতনে 

পার্থজিৎ গঙ্গোপাধ্যায়: রবীন্দ্রনাথ গান বেঁধেছিলেন, ‘আমাদের শান্তিনিকেতন/ সে যে সব হতে আপন/ তার আকাশ ভরা কোলে / মোদের দোলে হৃদয় দোলে, / মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন।’ সত্যিই ছিল সার্থকনামা, যথার্থ অর্থেই ‘শান্তিনিকেতন’।  বিশদ

31st  May, 2020
চিরবিদ্রোহী রণক্লান্ত 

আমাদের এই দেশকে গড়ে তুলতে অনেকে অনেক স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আগামী ২৫ মে তাঁর জন্মদিন। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
বিশদ

24th  May, 2020
চোখের যত্ন নাও 

রোজ অনলাইন ক্লাসের জেরে তোমাদের চোখে নানান সমস্যা দেখা দিতে পারে। একটু সতর্ক হলেই কিন্তু এসব সমস্যা এড়ানো যায়। সেরকম ১০টি জরুরি পরামর্শ দিয়েছেন দিশা আই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ভাস্কর ভট্টাচার্য। লিখেছেন স্নেহাশিস সাউ।
বিশদ

24th  May, 2020
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘর - এ শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন ৬ বালিগঞ্জ প্লেসের কর্ণধার ও শেফ সুশান্ত সেনগুপ্ত এবং হলিডে ইন হোটেলের কর্পোরেট শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। 
বিশদ

17th  May, 2020
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রখ্যাত যাত্রাভিনেতা তথা নির্দেশক ত্রিদিব ঘোষ সোমবার ভোরে তাঁর যাদবপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিভিন্ন যাত্রাপালাতে তিনি ...

সুব্রত ধর, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনার ‘সন্ত্রাস’ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এবার কোভিড মোকাবিলায় প্রস্তুত করা হল অ্যাকশন প্ল্যান। সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এই কর্মসূচির ...

ইসলামাবাদ: ভুয়ো লাইসেন্স রাখার অপরাধে আড়াইশো জনের বেশি পাকিস্তানি পাইলট ও বিমানকর্মীকে সাসপেন্ড করল একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM