Bartaman Patrika
হ য ব র ল
 

বন্দি জীবনে সঙ্গী সিনেমা

 লকডাউনে বাড়িতে বসে পড়াশুনো আর গল্পের বই পড়ার পাশাপাশি দেখে নাও দশটি দুর্দান্ত সিনেমা। তোমাদের জন্য বেছে দিলেন স্বস্তিনাথ শাস্ত্রী।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো?
এই লকডাউনের মধ্যে বাড়িতে আটকে থেকে আর অনলাইনে পড়াশুনো করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছ তো? তা একটু আধটু সিনেমা টিনেমা দেখলেও তো পারো! একঘেয়েমি দূর হবে, নতুন করে পড়াশুনো করার উৎসাহ পাবে। না না, টিভিতে সিনেমা দেখার কথা বলছি না মোটেই। এখন তো টিভি ছাড়াও সিনেমা দেখার অসংখ্য উপায় হাতের কাছে মজুত। বহু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সিনেমা দেখার সুযোগ রয়েছে। বেশিরভাগই অবশ্য টাকা দিয়ে দেখতে হয়। কিন্তু ইউ টিউবে এখনও কিছু কিছু সিনেমা বিনা পয়সায় দেখা যায়। আমি সেরকমই কিছু সিনেমার কথা আজ তোমাদের বলব। এই সিনেমাগুলো বিনা পয়সায় তোমরা ইউ টিউবে ডাউনলোড করে দেখতে পারবে। এই সিনেমাগুলো দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে। মানুষ ইচ্ছে করলে যে মনের জোরে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারে, সে কথাই বলা হয়েছে এই সিনেমাগুলোতে। এই ভয়ঙ্কর ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে তো সেই মনের জোরটাই লাগবে, তাই না?

হংসরাজ
গ্রামের একটা ছোট্ট ছেলে হংসরাজ। সে বাউল গান গায়। টনি নামে এক চালবাজ শহুরে ছেলে তাকে আশ্বাস দিয়েছিল যে, সে তাকে রেডিওতে গাওয়ার সুযোগ করে দেবে। সেই আশ্বাসকে সম্বল করে হংসরাজ শহরে চলে আসে। কিন্তু টনি তাকে সাহায্য করা তো দূর অস্ত্, ঩দেখে চিনতেই পারে না। তখন শামু নামে আর একটি ছেলে এগিয়ে আসে হংসরাজকে সাহায্য করতে। কয়েকটি বাচ্চা বাচ্চা ছেলে কীভাবে হংসরাজকে রেডিওতে সুযোগ করে দেওয়া যায় তা নিয়ে নানা পরিকল্পনা করতে থাকে। এদিকে টনির দলবল বারবার চেষ্টা করে শামুদের আটকাতে। গুন্ডামি, মারামারি, কিডন্যাপ পর্যন্ত হয়। সাদা-কালো হলেও ১৯৭৬ সালে তৈরি, শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই সিনেমাটি দেখতে তোমাদের দারুণ লাগবে। আর এই সিনেমার গানগুলোও দুর্দান্ত। ছবিটির পরিচালক অজিত গঙ্গোপাধ্যায়। হংসরাজের ভূমিকায় অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়।

সবুজ দ্বীপের রাজা
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চার নিয়ে ইদানীং অনেক সিনেমা হয়েছে আর হবে হবে করছে। সবুজ দ্বীপের রাজা সন্তু আর কাকাবাবুর অ্যাডভেঞ্চার নিয়ে বানানো প্রথম সিনেমা। কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন স্বর্গত শমিত ভঞ্জ। পরিচালনা করেছিলেন তপন সিংহ। সে সময়ে স্পেশাল এফেক্টের বাহুল্য ছিল না। ছিল না এত ভালো টেকনোলজিও। কিন্তু তা সত্ত্বেও ছবিটি দেখতে দেখতে তোমরা কখন যে মনে মনে সন্তুর অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়ে উঠবে বুঝতেও পারবে না।
পাঞ্জা নামে এক দুর্ধর্ষ দুশমন আন্দামানে জারোয়াদের দ্বীপে যাচ্ছে মহাকাশ থেকে পড়া এক অদ্ভুত আগুনের গোলা লুট করে আনতে। সন্তু আর কাকাবাবুও ওই একই জাহাজে চেপে আন্দামানে যাচ্ছে বেড়াতে। তারা কি পারবে পাঞ্জার কবল থেকে জারোয়াদের আর সেই অদ্ভুত আগুনের গোলাকে রক্ষা করতে? ছবিটিতে উপরি পাওনা আন্দামানের সুন্দর প্রকৃতি আর সমুদ্র দেখতে দেখতে জাহাজে ভ্রমণের মজা। ছবিটি তৈরি হয়েছিল ১৯৭৯ সালে।

চারমূর্তি
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প পড়েছ তোমরা? দারুণ মজাদার আর রোমাঞ্চকর সেসব গল্প। টেনিদা, প্যালারাম, ক্যাবলা আর ঢাকাইয়া হাবুল —এই চারজনকে একত্রে বলা হয় চারমূর্তি। এদেরই একটি রোমাঞ্চকর ভ্রমণের গল্প নিয়ে এই ছবি। মাধ্যমিক পরীক্ষার পর ঝন্টিপাহাড়িতে বেড়াতে গিয়ে চারমূর্তি এক ভণ্ড সাধু স্বামী ঘুটঘুটানন্দ আর কালোবাজারী শেঠ ঢুন্ঢুরামের কবলে পড়ে। তারপর বুদ্ধিবলে কীভাবে তাদের পুলিসের হাতে তুলে দেয় তারই মজাদার আর রোমাঞ্চকর গল্প নিয়ে এই সিনেমা। টেনিদার ভূমিকায় প্রয়াত চিন্ময় রায়। ১৯৭৮ সালে তৈরি এই ছবিটির পরিচালক উমানাথ ভট্টাচার্য।

দামু
টেনিদার স্রষ্টা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ‘পঞ্চাননের হাতি’ অবলম্বনে ছবিটি তৈরি করেছিলেন রাজা সেন। দামু নামে গ্রামের এক সাধাসিধে ভোলেভালা মানুষ একটি ছোট্ট মেয়ের কাছে প্রতিজ্ঞা করেছিল যে, তাকে হাতি দেখাবে। কিন্তু বাংলার অজ পাড়াগাঁয়ে সে হাতি পাবে কোত্থেকে! কিন্তু সে যে আবার ছোট্ট মেয়েটির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞা তো পালন করতেই হবে। কাজেই সে বেড়িয়ে পড়ে হাতি খুঁজতে। শুরু হয় দামুর অ্যাডভেঞ্চার। নানা জায়গা ঘুরে, নানা বিপদের মাঝে পড়ে, বহু প্রতিকূলতাকে জয় করে শেষে দামু কি পারবে তার প্রতিজ্ঞা রাখতে? হাসি, মজা আর অ্যাডভেঞ্চারের স্বাদ পাবে এই ছবিতে। দামুর ভূমিকায় অভিনয় করেছেন রঘুবীর যাদব।

হীরের আংটি
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মজার মজার গল্প তো তোমাদের অনেকেরই প্রিয় তাই না? এই সিনেমাটাও ওঁরই গল্প অবলম্বনে তৈরি। রতনলালবাবুরা গ্রামের বেশ নামকরা বড়লোক পরিবার। দুর্গাপুজোর সময়ে তাঁদের বাড়িতে এসে হাজির হয় গন্ধর্বকুমার নামে এক রহস্যময় যুবক। সে নাকি ম্যাজিক জানে! অনেকেই তাকে বেশ পছন্দ করে। বিশেষ করে রতনলালবাবুর নাতি আর নাতনি হাবুল আর তিন্নি। রতনলালবাবুদের বাড়িতে তাঁর পূর্বপুরুষের রেখে যাওয়া একটি মূল্যবান হীরের আংটি আছে। একদিন হাবুল আর তিন্নিকে কেউ অপহরণ করে নিয়ে যায়। তার দাবি ওই হীরের আংটি। গন্ধর্বকুমার দাবি করে, সে রতনলালবাবুর সেই পূর্বপুরুষের প্রতিনিধি। সে-ও ওই হীরের আংটি দাবি করে বসে। শেষ পর্যন্ত কী হবে? হাবুল আর তিন্নিকে কি উদ্ধার করা যাবে?

চিল্লার পার্টি
একটি আবাসনের একদল ছেলেমেয়ে কীভাবে একটি কুকুর আর একটি বাপ-মা হারা গবির ছেলের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায় তারই গল্প এটি। কুকুর আর তার মনিব ওই অসহায় ছেলেটিকে বাঁচাতে আবাসনের ছেলের দল কী না করে! এমনকী মন্ত্রীর চেলাকেও নাস্তানাবুদ করে দেয়। ২০১১ সালে তৈরি এই হিন্দি ছবিটির পরিচালক নীতিশ তিওয়ারি ও বিকাশ বহেল। ছবিটির প্রযোজক সলমন খান।

বাম বাম বোলে
খুব গরিব এক পরিবারের দুই ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে পিনু আর ঝিলমিল। তারা এতটাই গরিব যে তাদের স্কুলের ইউনিফর্ম কিংবা জুতো কিনে দিতেই বাবা-মাকে হিমশিম খেয়ে যেতে হয়। এর মধ্যে আবার পিনু তার বোনের একমাত্র জুতো জোড়া হারিয়ে ফেলে। বাবা-মাকে সে কথা সে বলতেও পারে না ভয়ে এবং লজ্জায়। তারা তখন ঠিক করে যে পিনুর জুতো জোড়াই সকালে ঝিলমিল পরে স্কুলে যাবে তারপর সে ফিরলে ওই জুতো জোড়াই আবার পিনু পরে দুপুরে স্কুলে যাবে। কিন্তু এতে পিনুর রোজই স্কুলে যেতে দেরি হয়ে যায়। বকা খায়। একদিন পিনু জানতে পারে যে একটা ম্যারাথন দৌড় হবে। সেই দৌড়ে যে তৃতীয় হবে তাকে একজোড়া স্নিকার্স দেওয়া হবে। কিন্তু চেষ্টা করে কি থার্ড হওয়া যায়? পিনু কি পারবে রেসে থার্ড হয়ে বোনের জন্য স্নিকার্স জিতে আনতে? ইরানি ছবি চিল্ড্রেন অব হেভেন অবলম্বনে ২০১০ সালে এই হিন্দি ছবিটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। অদম্য ইচ্ছা থাকলে যে সবই করা যায় তা শিখতে পারবে এই ছবিটি থেকে। পিনুর ভূমিকায় অভিনয় করেছে দর্শিল সাফারি।

ফাইন্ডিং নেমো
ছোট্ট একটা সুন্দর মাছ, তার নাম নেমো। সে তার বাবা মার্লিনের সঙ্গে গ্রেট ব্যারিয়ার রিফ্টে থাকতো। ছোট্ট নেমোর মনে সমুদ্রটাকে জানার, চেনার অদম্য বাসনা। মার্লিন অবশ্য ছেলেকে অথৈ সমুদ্রে ছাড়তে সাহস পায় না। কে জানে বাবা, কোথায় হারিয়ে যাবে! কিন্তু একদিন বাবার নিষেধ অমান্য করেই নেমো বেরিয়ে পড়ে সমুদ্র ভ্রমণে। আর হারিয়ে যায়। হাঙর আর বড় বড় হিংস্র মাছে ভরা সমুদ্রে সে দিশাহারা হয়ে পড়ে। পথ ভুলে হাজির হয় অস্ট্রেলিয়ার সিডনি হারবারে। সেখানে তাকে ধরে একটা অ্যাকোরিয়ামে পুরে দেওয়া হয়। মার্লিন বের হয় ছেলেকে খুঁজতে। মাঝ সমুদ্রে একটা বিরাট বড় তিমিমাছ মার্লিনকে গিলে ফেলে। মার্লিন কি পারবে ছোট্ট নেমোকে খুঁজে বের করতে? এটি একটি ইংরেজি অ্যানিমেশন ছবি। দেখত দেখতে মন ভরে যাবে।

আ টার্টল’স টেল
স্যমি নামে একটা গ্রিন সি টার্টল, মানে কচ্ছপের গল্প এটি। সে জন্মের সময় থেকেই অনাথ হয়ে পড়ে। একটা সিগাল তাকে খেতে গিয়েছিল। সে কোনওরকমে পালিয়ে বাঁচে। তারপর তার বন্ধুত্ব হয় আর একটি কচ্ছপের সঙ্গে। তারপর একটি অক্টোপাস তাদের দলে জোটে। সমুদ্রে মানুষের দ্বারা সৃষ্টি করা নানারকম দূষণ, মাছ ধরার জাল তাদের প্রতি পদে বিপদে ফেলতে থাকে। কীভাবে বাঁচবে তারা? পরিবেশ দূষণের ফলে পৃথিবীটা অন্য জীবদের পক্ষে কতটা ভয়াবহ হয়ে উঠছে তা এই ইংরেজি সিনেমাটি দেখতে দেখতে প্রতি মুহূর্তে উপলব্ধি করবে তোমরা।

দ্য কিড
চার্লি চ্যাপলিনের নাম তো তোমরা সবাই জানো, তাই না? এই সিনেমাটা চার্লি চ্যাপলিন তৈরি করেছিলেন ১৯২১ সালে। মানে সামনের বছরই এর শতবর্ষ। সাদা-কালো, নির্বাক এই সিনেমাটি কিন্তু এখনও ছোটবড় সবার মনজয় করে নেয়। এক চালচুলোহীন ভবঘুরে হঠাৎ করেই একটি অনাথ শিশুকে কুড়িয়ে পায়। প্রথমে সে চেষ্টা করে বাচ্চাটিকে অন্যের ঘাড়ে গছিয়ে দিতে। কিন্তু বারে বারে বিফল হয়ে শেষপর্যন্ত নিজেই বাচ্চাটিকে মানুষ করতে থাকে। বাচ্চাটিও ওই ভবঘুরেকে নিজের অভিভাবক ভাবতে শুরু করে। এমন সময় একদিন ওই বাচ্চাটির মা তার হারানো ছেলেকে দেখতে পায়। তারপর কী হয়? ভবঘুরের কাছ থেকে ছেলেটিকে কি কেড়ে নেবে তার মা? দেখে নাও ছবিগুলো। তারপর জানিও আমাদের কেমন লাগল।
03rd  May, 2020
চিরবিদ্রোহী রণক্লান্ত 

আমাদের এই দেশকে গড়ে তুলতে অনেকে অনেক স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আগামী ২৫ মে তাঁর জন্মদিন। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
বিশদ

24th  May, 2020
চোখের যত্ন নাও 

রোজ অনলাইন ক্লাসের জেরে তোমাদের চোখে নানান সমস্যা দেখা দিতে পারে। একটু সতর্ক হলেই কিন্তু এসব সমস্যা এড়ানো যায়। সেরকম ১০টি জরুরি পরামর্শ দিয়েছেন দিশা আই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ভাস্কর ভট্টাচার্য। লিখেছেন স্নেহাশিস সাউ।
বিশদ

24th  May, 2020
স্কুলে অনলাইন পড়াশোনাই
এখন একমাত্র উপায় 

লকডাউনের মধ্যেও পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্কুলে চলছে অনলাইন ক্লাস। এর ভালো মন্দ নিয়ে আলোচনা করলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

24th  May, 2020
ছোটদের রান্নাঘর 

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘর - এ শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন ৬ বালিগঞ্জ প্লেসের কর্ণধার ও শেফ সুশান্ত সেনগুপ্ত এবং হলিডে ইন হোটেলের কর্পোরেট শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। 
বিশদ

17th  May, 2020
খেলাচ্ছলে যোগাভ্যাস 

বাইরে বেরনো বন্ধ! তাতে কী, এই সুযোগে বাড়িতে বড়দের সঙ্গী হয়ে খেলতে খেলতে কয়েকটি যোগাসন ও প্রাণায়াম শিখে নিতে পারো। এতে শরীর ও মন থাকবে চনমনে, বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা। পরামর্শ দিয়েছেন যোগাচার্য প্রেমসুন্দর দাস। লিখেছেন স্নেহাশিস সাউ। 
বিশদ

17th  May, 2020
পুনুর বন্ধু ডাকু 

কার্তিক ঘোষ: পুনু তখন সবে একটু মুখধরা হয়ে উঠেছে বাবা-মা’র।
বাবা তখন বাড়ি ফিরে এসেছেন কলকাতা থেকে।
দোকানের চাকরিটা গেছে!
বিশদ

17th  May, 2020
বইয়ের নেশায় বুঁদ 

লক ডাউনের সুযোগে ভালো বই পড়ার নেশায় মেতে ওঠো তোমরা। কোন বয়সে কেমন বই পড়বে তার একটা ধারণা দিলেন কমলিনী চক্রবর্তী।  
বিশদ

10th  May, 2020
ইন্দ্রজা, ফুড হ্যাবিটটা
এবার পালটে ফেলো 

ডাঃ অমিতাভ ভট্টাচার্য: ইন্দ্রজার কথা দিয়েই শুরু করি। এই এক মাসে কেমন যেন পাল্টে গিয়েছে মেয়েটা। ভাবসাব দেখে তো রমা আর ইন্দ্রজিতের চোখ কপালে ওঠার জোগাড়। তাদের একমাত্র মেয়ে যে এমন লক্ষ্মীমন্ত হয়ে উঠবে, এ যে তারা স্বপ্নেও ভাবেনি।  
বিশদ

10th  May, 2020
সত্যজিতের ছেলেবেলা, ছেলেবেলার

সত্যজিৎ রায়ের শততম জন্মবর্ষে ছোট্ট সত্যজিতের মধ্য দিয়ে ভবিষ্যতের সত্যজিৎকে দেখার চেষ্টা করলেন অতনু বিশ্বাস। 
বিশদ

10th  May, 2020
 ঘরের ভিতর বাঘ!

গণ্ডারটা চুপচাপ আপন মনে ঘাস খাচ্ছিল। তুমি যে ওকে দেখছ তা ও টের পায়নি। ঘাস চিবোতে চিবোতে একবার কান নাড়ছে, একবার মাথা নাড়ছে। তুমি চুপটি করে দেখছ ওর ঘাড়ের পাশে বর্মের মতো চামড়া! সাধে বলে গণ্ডারের চামড়া! পিঁপড়ে কামড়াতে গেলে, পিঁপড়েরই দাঁড়া ভেঙে যাবে! আর অতবড় মুখে কুতকুতে চোখ!
বিশদ

03rd  May, 2020
ছোটদের রান্নাঘর

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘরে শুধু তোমাদের জন্যই চারটি লোভনীয় রেসিপি দিয়েছেন লিন্ডসে হোটেলের শেফ পিন্টু চৌধুরী ও মছলিবাবা ফ্রায়েজ রেস্তরাঁর কর্ণধার শেফ অলোকেশ বন্দ্যোপাধ্যায়। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। বিশদ

03rd  May, 2020
 দেখা হবে
শমীন্দ্র ভৌমিক

  বন্ধ ঘরের দরজা এবং
বন্ধ ভোরের বাজার,
সাত সমুদ্র সাতাশ নদীর বিশদ

26th  April, 2020
 লড়াই
দীপ মুখোপাধ্যায়

 সরা বিশ্ব রয়েছে ত্রাসে
এক মরণের ভাইরাসে বিশদ

26th  April, 2020
হাসবো আবার
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

 রং-চটা হোক, শ্যাওলা-ধরা, ভীষণ তবু প্রিয়,
স্কুলবাড়িটা কেমন আছে, পারলে খবর দিও। বিশদ

26th  April, 2020
একনজরে
 কোচি, ২৮ মে: দেশের নামী ক্রীড়াবিদদের সন্তানরা ক্রীড়াবিদ হয়েছেন, এমন উদাহরণ রয়েছে প্রচুর। কিন্তু ‘ট্র্যাক কুইন’ পিটি ঊষার পুত্র ভিগনেশ উজ্জ্বলও হতে পারতেন অ্যাথলিট। কিন্তু ...

সংবাদদাতা, দিনহাটা: করোনা সংক্রমণ ঠেকাতে দিনহাটা মহকুমা হাসপাতালে এবার আইসোলেশন ওয়ার্ড চালুর উদ্যোগ নিল কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর। জুন মাসের মধ্যেই ১৫-২০টি বেডের আইসোলেশন ওয়ার্ড করা হবে।   ...

অলকাভ নিয়োগী, বর্ধমান: করোনা ভাইরাসের সংক্রমণে যখন গোটা রাজ্য আতঙ্কিত, তখন ‘মড়ার উপর খাড়ার ঘা’য়ের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছে সুপার সাইক্লোন উম-পুন। ...

নয়াদিল্লি, ২৮ মে (পিটিআই): ভিসার শর্ত অমান্য করে করোনার দাপটের মধ্যে নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানের জন্য ২৯৪ জন বিদেশির বিরুদ্ধে দিল্লি পুলিস নতুন করে আরও ১৫টি চার্জশিট জমা দেবে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় সাফল্যও হতাশা দুই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। কর্মপ্রার্থীদের শুভ যোগ আছে। কর্মক্ষেত্রের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০১ টাকা ৭৬.৭৩ টাকা
পাউন্ড ৯১.৩২ টাকা ৯৪.৫৭ টাকা
ইউরো ৮১.৯৯ টাকা ৮৫.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী ৪২/২৯ রাত্রি ৯/৫৬। অশ্লেষানক্ষত্র ৫/৫ দিবা ৬/৫৮। সূর্যোদয় ৪/৫৬/৬, সূর্যাস্ত ৬/১১/৫৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৩৯ মধ্যে। রাত্রি ৮/২১ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩০ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৫২ গতে ১০/১৩ মধ্যে।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী রাত্রি ৭/৩। মঘানক্ষত্র রাত্রি ৩/৩৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ দিবা ১২/৪ গতে ২/৪৫ মধ্যে এবং রাত্রি ৮/২৭ মধ্যে ও ১২/৪০ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে।
৫ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১৬ জুন খুলছে দক্ষিণেশ্বর মন্দির 

09:55:50 PM

নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ 
লকডাউন এর মধ্যেই কুলটি থানার নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ পেল ...বিশদ

09:38:00 PM

১ জুন খুলছে না বেলুড় মঠ 
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ১ জুন থেকে খুলছে না ...বিশদ

09:23:02 PM

দিল্লিতে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৪.৬

09:16:00 PM

রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের 
রাজ্যের করোনা পরিস্থিতি, উম-পুন পরবর্তী অবস্থা ও পরিযায়ী শ্রমিক ইস্যু ...বিশদ

08:55:00 PM