Bartaman Patrika
হ য ব র ল
 

পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা।

পুজোর ছুটিতে পিসির বাড়ি
পুজোর ছুটিতে প্রতিবারই গুড়াপে পিসির বাড়িতে বেড়াতে যাই। এবারও ষষ্ঠীতে চলে গিয়েছিলাম। পিসির বাড়ি আমার কাছে আবদার পূরণ হওয়ার ছাড়পত্র। দু’টো দিন আনন্দে কেটেছে। অন্য সময়েও পিসিবাড়ি যাই। কিন্তু পুজোর সময়গুলো অন্যরকম। সে এক হরেক মজার দেশ। বাড়ি ফিরে অষ্টমীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম মেমারিতে। এটাও প্রতিবারের রুটিন। চুঁচুড়াতে রাতে ভিড় ঠেলে প্রতিমা দেখার আনন্দ বলে বোঝাতে পারব না। মেমারি ও গুড়াপে যেতে যেতেও হরেক ঠাকুর দেখেছি। কিন্তু দশমীতে ফের সেই বরাবরের মন খারাপটা ঘিরে ধরেছিল। প্রতিবারই কেন যেন মনে হয়, পুজোটা বড় তাড়াতাড়ি চলে গেল!। এবারও তাই হয়েছে।
প্রিয়ম ভট্টাচার্য, ষষ্ঠ শ্রেণী
মামাবাড়ি ভারী মজা
মামাবাড়ি, সব পেয়েছির দেশ। ছোটবেলা থেকেই আমরা পুজোর সময় মামার বাড়িতে যাই। পিণ্ডিরায় মামার বাড়িতেই পুজো কাটে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি মামার বাড়ি মানে পুজোয় বেলাগাম আনন্দ। একে পুজোর সময় তার উপরে মামাবাড়ি যাওয়া। ফলে, অফুরন্ত যা খুশি তাই করা। আর না চাইতেই রকমারি খাওয়াদাওয়া। প্রতিবারের মতো এবারও অষ্টমীতে অঞ্জলি দিয়েছি। ওই মুহূর্তটা একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে। ঠিক কেমন তা বলা যাবে না। আর আছে নাটক। হ্যাঁ, পুজোর সময় পিণ্ডিরায় নাটকের আসর বসে। সে এক ভারী মজাদার ব্যাপার। এবারও নাটক দেখেছি।
অরিত্র চট্টোপাধ্যায়, অষ্টম শ্রেণী
জীবনের সেরা পুজোর ছুটি
এবারের পুজো আমার জমজমাট কেটেছে। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম চারদিনের। দুগ্গাঠাকুরের কৃপা পরিকল্পনা মতোই সবটা করেছি। সপ্তমীর দিন স্কুলের পুজোতে কাটিয়েছি। আমাদের স্কুল বোধহয় রাজ্যে একমাত্র যাদের নিজেদের দুর্গাপুজো আছে। জমিদারি আমলের সেই ঠাকুর দালান আমাদের স্কুলের মধ্যেই আছে। পুজোর একটা দিন আমি সেখানেই কাটিয়েছি। প্রতিদিনের চেনা স্কুলটাকে সেদিন নতুন করে নতুন চোখে দেখতে পেয়েছি। এবারের পুজোয় এটা একটা বিরল অভিজ্ঞতা। বেদমন্ত্র উচ্চারণ, প্রাচীন এক জমিদারের ভগ্নদশার দেবদেউল, ধূপের ধোঁয়া, দেবী সিংহবাহিনী, সব মিলিয়ে চেনা স্কুলটাকে অচেনা মনে হচ্ছিল। অষ্টমীতে মামার বাড়ি ইনছুরে গিয়েছিলামা। সেখানে ফাঁক বুঝে একটু ঠাকুর দেখেছি। আর নবমী, দশমী কাটিয়েছি সমুদ্র সৈকতে। দীঘায় সে এক বর্ণময় সময় কেটেছে। সব মিলিয়ে এবারের পুজো আমার জীবনের সেরা পুজোর ছুটি হয়ে গিয়েছে।
অর্ণব দাস, দশম শ্রেণী
ইসকন মন্দিরে গিয়েছিলাম
এবার গ্রামের বাড়িতে থেকেই পুজো দেখেছি। বৈঁচিগ্রামের সব পুজোমণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডাটাই ছিল রুটিন। গ্রামের পুজোর একটা আলাদা মেজাজ আছে। ছোট থেকে বিষয়টি দেখেছি কিন্তু এবারই সেটাকে আলদা করে অনুভব করতে পেরেছি। আসলে শরৎ, দুর্গোৎসব বলতে বইপড়া জ্ঞানটাকে গ্রামের মাটিতেই বোধ হয় বেশি করে মেলানো যায়। পুকুর পাড়, মণ্ডপ থেকে ধূপের ধোঁয়া বা ঢাকের বাদ্যি, কাছেই মাথা দোলানো কাশের সারি বা পেঁজা তুলোর মতো মেঘবহুল আকাশ। নিজের অনন্য অনুভূতির কারণেই এবারের পুজো আমার কাছে একটি বিশেষ পুজো। একদিন বাইরে গিয়েছিলাম। নবমীর ভোরে বাবা-মায়ের সঙ্গে নবদ্বীপের ইসকন মন্দিরে গিয়ে সারাদিন ছিলাম। দুর্গাপুজোর মধ্যে বৈষ্ণবতীর্থ ভ্রমণও একটি অন্যরকম আস্বাদ বয়ে এনেছিল।
হিমেল মণ্ডল, নবম শ্রেণী
অনেক আনন্দ করেছি
কথায় বলে না পায়ের তলায় সর্ষে, এবারের পুজোতে যেন ঠিক তাই হয়েছিল। পুজো আসার আগে থেকেই মনটা উড়ি উড়ি করছিল। বিধিনিষেধের বেড়াজালও কেমন যেন রূপকথার গল্পের দৃশ্যের মতো আচমকা গায়েব হয়ে গিয়েছিল। আর তাই ‘মন মোর মেঘেরও সঙ্গী’ বলে দে ছুট। গোটা বৈঁচিগ্রাম চষে ফেলেছি এবারের পুজোয়। ঠাকুর আছে তাও সই না আছে তাও শুধু ঘোরা আর ঘোরা। বন্ধুদের সঙ্গেই ঘুরে বেড়িয়েছি। এ মণ্ডপে ধুনুচি নাচ তো ওই মণ্ডপে বোধনের স্বাদ নিয়েই আবার ছুট। এর মাঝে একদিন অবশ্য বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল। মেমারিতে আমার দিদির বিয়ে হয়েছে। সেখানেই পরিবারের সঙ্গে সপ্তমীতে গিয়েছিলাম। সেখানেই খুব ঘুরেছি। তবে সেটা পরিবারের সঙ্গে।
অর্জুন সাঁতরা, দশম শ্রেণী
কলকাতায় প্রথম পুজো দেখা
এই প্রথমবার পুজোর কলকাতা দেখতে গিয়েছিলাম। একদিনই মহানগরীর পথে নামার সুযোগ হয়েছিল কিন্তু সেটাই একটি অমলিন স্মৃতির যাবতীয় রসদ জুগিয়ে গিয়েছে। সেই যাওয়ার আগে থেকে একটা উত্তেজনা কাজ করছিল। কথা ছিল নবমীর সকালে ট্রেনে চেপে যাব। অষ্টমীর রাত থেকেই ঘড়ি ছিল নিত্যসঙ্গী। প্রতি মুহূর্তে সময় দেখতে গিয়ে মনে হচ্ছিল যেন ঘড়ির ব্যাটারি হয়তো বা ফুরিয়ে এসেছে নইলে এত ধীরে কাঁটাগুলো নড়ে কেন? তারপর সকাল হতেই নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছিলাম। মহানগরীর পথে যখন দুপুরে ঘুরছি তখন মোহাবিষ্টের মতো পুজোর তাকলাগানো সৌন্দর্য দেখেছি। বাড়ি ফেরার পরই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। স্বাভাবিকভাবেই আনন্দের প্রহর দীর্ঘস্থায়ী না হওয়ার যন্ত্রণা তো থাকেই। তবে শুধু নবমী নয়, সপ্তমী, অষ্টমীতেও খুব আনন্দ হয়েছে। বৈঁচিতেই বন্ধুদের সঙ্গে খুব হুল্লোড় করেছি। একদিন মেমারিতেও ঠাকুর দেখতে গিয়েছিলাম।
কল্লোল সানা, অষ্টম শ্রেণী
বন্ধুদের সঙ্গে গল্পগুজব
সপ্তমী থেকে দশমী, চারদিনই নানা জায়গায় ঠাকুর দেখে বেড়িয়েছি। তবে সেসব ছিল রাতের বেলায়। আর দিনের বেলা গ্রামের প্যান্ডেলে প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে চরকিপাক খাওয়াটাই ছিল পুজোর রোজনামচা। প্রতিবারের মতো এবারও একদিন কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া হয়েছিল। রাতের মহানগরীতে ভোরপর্যন্ত পরিবারের সঙ্গে ঘুরে ঠাকুর দেখেছি। সেটা ছিল সপ্তমী। এরপর অষ্টমী আর নবমী চুঁচুড়া, ব্যান্ডেল, পাণ্ডুয়ায় ঠাকুর দেখা হয়েছে। কখনও পরিবারের সঙ্গে কখনও বন্ধুদের সঙ্গে পুজোর মণ্ডপে ঘোরা আর বাড়িতে নির্ভেজাল আড্ডায় চারদিন কেমন করে কেটে গিয়েছিল টেরই পাইনি। দশমীতে ভাসানযাত্রাও দেখতে গিয়েছিলাম। আর পুজোর আরও একটা মজার কথা না বললেই নয়। তা হল নানান পদের খাওয়াদাওয়া। সে কলকাতাই হোক আর চুঁচুড়া, ঘরে বাইরে বাহারি ভোজন হয়েছে এবার।
সৌম্যদীপ ঘোষ, নবম শ্রেণী
অসাধারণ ট্রেন সফর
পুজো মানে আমার কাছে নিয়মবিহীন কয়েকটা দিন। আর অবশ্যই নাড়ু, মুড়কি। ঘুরতে না পারলেও তেমন আপত্তি নেই। যদিও এবারের পুজোটা বেশ অ্যাডভেঞ্চারের মতো কাটিয়েছি। একদিন একাই গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। সে এক অদ্ভুত মজা। আর একদিন বন্ধুদের সঙ্গে ট্রেনে চেপে আশপাশের গ্রামের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেই ট্রেন সফরের অভিজ্ঞতা আমার আজীবনের সম্পদ হয়ে থাকবে। এভাবে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করা যায়, নিজের মতো থাকা যায় বলেই পুজোটা আমার কাছে আকর্ষণীয়। আরেকদিন সপরিবারে মেমারির মশাগ্রামে গিয়েছিলাম। ঩সেখানে সারারাত ধরে ঠাকুর দেখেছি। দশমী পেরিয়ে যাওয়ার পরে আজও যখন সেসব কথা ভাবি স্বপ্নের মতো মনে হয়।
আশিক মণ্ডল, অষ্টম শ্রেণী

বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশন
প্রবীরকুমার কুমার, প্রধান শিক্ষক

বাংলার নবজাগরণের কালে এক বিরল মুহূর্তে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশন শুরু হয়েছিল। আর সেই শুরুর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার আলোকবর্তিকা ব্যাপ্ত করার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম। তাঁরই পরামর্শে অপুত্রক জমিদার বিহারীলালবাবু এই স্কুল শুরু করার জন্য উইল করেন। আনুমানিক ১৮৭৭ সালের ডিসেম্বর মাসে এই স্কুল চালু হয়। বস্তুত বিহারীলালবাবুর মৃত্যুর পর তাঁর শিক্ষাব্রতী স্ত্রী কমলেকামিনীদেবীর উদ্যোগেই বিদ্যালয় চালু হয়েছিল। ১৯০৫ সাল থেকে বিহারীলালবাবুর বসতবাটীতেই স্কুল চলে আসে। সেই থেকে সেখানেই স্কুল চলছে। প্রথম থেকেই এই স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত এবং ম্যাট্রিকুলেশান পড়ানো হতো। পরে উচ্চমাধ্যমিক পর্যন্ত উন্নীত হয়েছে। মহান বিহারীলাল, বিদ্যাসাগর ও কমলেকামিনীদেবীর পুণ্যস্পর্শই আজও আমাদের চলার পাথেয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই ব্লক ও হুগলি জেলার মধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছে। বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বিদ্যালয়ের সাফল্য উল্লেখের দাবি রাখে। বিদ্যালয়ের বহু ছাত্র জাতীয় মেধা বৃত্তি গত কয়েকবছর ধরেই পেয়ে আসছে। আমরা ইতিমধ্যেই স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করেছি। আমাদের একটি বহুমূল্য ও বিরল পুস্তক সংবলিত গ্রন্থাগার আছে। স্কুলে কমপিউটারের মতো আধুনিক শিক্ষা চালু করা হয়েছে। এরসঙ্গে আমরা ‘ভারত কে জানো’ নামে বিশেষ শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি রূপায়ণ করি। পুরনো জমিদারি দরদালানের সঙ্গে আমাদের একটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে। আমরা আধুনিক শিক্ষার প্রতিটি চলনের দিকে নজর রেখে মানুষ গড়ার দায়িত্ব যথার্থভাবে পালনের প্রয়াস করে যাচ্ছি।  
03rd  November, 2019
বিনয় বাদল দীনেশ 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিনয়, বাদল ও দীনেশ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

08th  December, 2019
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইতিহাস।এবার মাধ্যমিকের জন্য প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি ভালো করে পড়ো। পরামর্শে মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুর-এর ইতিহাসের শিক্ষিকা তপতী নায়েক।
 
বিশদ

08th  December, 2019
লাশঘর এবং দুটি পিপে
দেবল দেববর্মা 

ওকালতি পরীক্ষায় পাশ করার পর কোর্ট চত্বরে বছরখানেক ঘোরাঘুরি করে তেমন ফললাভ হয়নি। শেষ পর্যন্ত একটা পরীক্ষা দিয়ে মুন্সেফের চাকরি পেলাম। অল্প কিছুদিন শিক্ষানবিশীর পর আমাকে পাঠানো হল বাঁকুড়ায় থার্ড মুন্সেফের পদে। ছোটখাট একটা কোয়ার্টার ছিল আমার। পরে শুনলাম ওটা নাকি থার্ড মুন্সেফের জন্যই নির্দিষ্ট, কোর্টের একজন পিওনই আমার দেখভাল করত।  
বিশদ

08th  December, 2019
‘চিন্তার জগৎকে বড় করে পৃথিবীটা বদলে দিন...’ 

আর্নল্ড শোয়ার্জেনেগারকে পৃথিবী চেনে ‘টার্মিনেটর’ হিসেবে। তিনি একজন অভিনেতা, পেশাদার বডিবিল্ডার। রাজনীতিও করেছেন। ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এসব পরিচয় ছাপিয়েও তরুণদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী বক্তা। সম্প্রতি স্পিকোলা ডটকম-এ প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে দেওয়া তাঁর এক বক্তৃতা। সেই বক্তৃতা তোমাদের জন্য তুলে দিলেন মৃণালকান্তি দাস। 
বিশদ

24th  November, 2019
সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন
করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার 

আজ তোমাদের একটা ভালো খবর দিই। তোমরা যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের কথা মাথায় রেখে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার। আগামী ১৫ ডিসেম্বর সংস্থার নির্দিষ্ট জায়গায় এই বিশেষ প্রতিযোগিতাটি হবে। 
বিশদ

24th  November, 2019
মার্কশিট

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি।
  বিশদ

24th  November, 2019
নোলকপুরের গোলকরাজা
প্রদীপ আচার্য

নোলকপুরের রাজার কান্না আর থামছে না। দিনরাত ভেউ ভেউ করে কেঁদেই চলেছে। ঘুম থেকে উঠেই রাজা কাঁদতে শুরু করে। আবার কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। তারই ফাঁকে ব্রেকফাস্টে গোটা দুয়েক আস্ত চিকেন রোস্ট, দিস্তা দিস্তা বাটার টোস্ট, কাটলেট, ওমলেট ভরপেট খাচ্ছে। 
বিশদ

24th  November, 2019
গোলাপি বিপ্লবের সন্ধিক্ষণে ইডেন

ছোট্টবন্ধুরা! তোমরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো, বা যারা ক্রিকেটের খোঁজখবর একটু আধটু রাখো, তারা নিশ্চয়ই ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার খবর জানো। ভারত তাদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলতে নামছে ২২ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। 
বিশদ

17th  November, 2019
অরণ্যে অ্যাডভেঞ্চার

গা ছমছমে গহিন অরণ্য। দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের গর্জন। পথে বন্য পশুর ভয়। কোথাও ভয়ঙ্কর নদী পেরতে হবে। এমনই কয়েকটি অরণ্যের কথা তোমাদের শুনিয়েছেন সায়ন নস্কর। 
বিশদ

17th  November, 2019
ছোটদের রান্নাঘর 

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন দ্য পার্কিং লট রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সুমিত রঘুবংশী। 
বিশদ

10th  November, 2019
জওহরলাল নেহরুর ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার পণ্ডিত জওহরলাল নেহরু। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

10th  November, 2019
ছোটদের ভালোবাসতেন চাচা নেহেরু 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শিশুদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে বেশি জনপ্রিয়। নেহরু ছোটদের খুব ভালোবাসতেন বলে তাঁর জন্মদিনটি অর্থাৎ ১৪ নভেম্বর দেশজুড়ে শিশুদিবস পালিত হয়। প্রিয় চাচা নেহরুকে নিয়ে লিখেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

10th  November, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ১০ ডিসেম্বর থেকে নিজেদের মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এক প্রেস বিবৃতিতে তারা একথা জানিয়ে বলেছে, আগে তাদের বার্ষিক এমসিএলআর ছিল আট শতাংশ। ...

জম্মু, ৯ ডিসেম্বর (পিটিআই): কয়েকদিন বন্ধ থাকার পর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা। সোমবার ভোর পৌনে চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে তারা গুলি চালায়। ...

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: স্কুলের কাছে ‘প্রায়র পারমিশন’ (পিপি) এসে পৌঁছনোর আগেই শিক্ষক পদপ্রার্থীদের হাতে তা চলে আসছে। আর তার প্রতিলিপি নিয়েই স্কুলে যোগ দিতে চলে আসছেন শিক্ষকরা। রাজ্যের বিভিন্ন স্কুলে এই ঘটনা ঘটছে। বদলির আবেদন করা শিক্ষকদের হাতে এই পিপি ...

ওয়েলিংটন, ৯ ডিসেম্বর (এএফপি): ছবির মতো সুন্দর হোয়াইট আইল্যান্ড। ভ্রমণের আনন্দে মশগুল পর্যটকের দল। ভরদুপুরে হঠাৎ করে জেগে উঠল আগ্নেয়গিরি। সোমবার নিউজিল্যান্ডের এই ঘটনায় মৃত্যু হল অন্তত পাঁচজনের। জখম ১৮ জন। সরকারি সূত্রে খবর, আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধারের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মানবাধিকার দিবস,
১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,
১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর জন্ম,
২০০১- অভিনেতা অশোককুমারের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৪ টাকা ৭২.১৪ টাকা
পাউন্ড ৯২.০৭ টাকা ৯৫.৩৭ টাকা
ইউরো ৭৭.৩৪ টাকা ৮০.২৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১১/২৬ দিবা ১০/৪৪। কৃত্তিকা ৫৯/২৯ শেষ রাত্রি ৫/৫৭। সূ উ ৬/৯/৩১, অ ৪/৪৮/৪৩, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ৮/২২ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৫৬ মধ্যে পুনঃ ১/৪৩ গতে ৩/৩০ মধ্যে পুনঃ ৫/১৭ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৮ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ১২/৪৮ গতে ২/৮ মধ্যে, কালরাত্রি ৬/২৮ গতে ৮/৮ মধ্যে। 
২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১০/২/৪৮ দিবা ১০/১২/৫। কৃত্তিকা ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৬/১০/৫৮, অ ৪/৪৯/১৩, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৮/২৯ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে ও ১/৫২ গতে ৩/৩৯ মধ্যে ও ৫/২৭ গতে ৬/১২ মধ্যে, কালবেলা ১২/৪৯/৫৩ গতে ২/৯/৩৯ মধ্যে, কালরাত্রি ৬/২৯/২৬ গতে ৮/৯/৩৯ মধ্যে।
 
মোসলেম: ১২ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
বিশ্ব মানবাধিকার দিবস ১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি লন্ডনের প্যালেস অব ...বিশদ

04:28:18 PM

আজকের রাশিফল  
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। বৃষ: অর্থভাগ্য খুব ভালো না হলেও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব মানবাধিকার দিবস১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর ...বিশদ

07:03:20 PM

ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত স্কুলছাত্র 
চিনা মাঞ্জার বলি স্কুলছাত্র। সুতোর ধারে গলা কেটে মৃত্যু হল ...বিশদ

06:20:33 PM

২৪৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:02:02 PM

আইলিগ: ইস্ট বেঙ্গল ৪-১ গোলে হারাল নেরোকাকে 

04:01:36 PM