Bartaman Patrika
হ য ব র ল
 

বিশ্বকাপে তালিবানের দেশের লড়াই 

তালিবান বললেই যে ভয়ঙ্কর ব্যাপারটা মনে আসে আফগানিস্তান কিন্তু চেষ্টা করছে সেই অধ্যায় ভুলে যাওয়ার। ক্রিকেট বিশ্বকাপে সে দেশের অংশগ্রহণ এই কথাটাই প্রমাণ করে। লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়।

তোমরা বিশ্বকাপের খেলা দেখছ নিশ্চয়ই। ভারতের অংশগ্রহণ হল ক্রিকেট বিশ্বকাপের প্রধান আকর্ষণ। তবে, অংশগ্রহণই শুধু নয়, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাই ভারতীয়দের কাছে এই ক্রিকেট উৎসবের উন্মাদনাই আলাদা। এবারের ফরম্যাট অনুযায়ী প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে। তারপর সেরা চারটি দল লড়বে সেমি-ফাইনালে। ফেভারিটের তালিকায় না থাকলেও নামী দলগুলির পাশাপাশি যে দলটি ক্রিকেটপ্রেমীদের বাহবা কুড়োচ্ছে, তা হল আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা আফগানিস্তান। আফগানিস্তান যে কাপ জেতার দাবিদার বা নিদেনপক্ষে সেমি-ফাইনালে যাবে, এমন দুরাশা কেউই করছেন না, স্বয়ং আফগানরাও নন। বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনই তাদের কাছে একটা বিরাট ব্যাপার। ইংল্যান্ডের বুকে ক্রিকেটের মহাযজ্ঞে অংশগ্রহণই তাদের কাছে এক বিরাট প্রাপ্তি। কিন্তু, এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচে যে লড়াই আফগানরা মেলে ধরতে পেরেছেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যদি একটা বা দু’টো ম্যাচ জিতে তারা দেশে ফিরতে পারে, তাহলে তাদের কাছে সেটাই হবে বিশ্বজয় করার মতো ব্যাপার!
আফগানিস্তান কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। ২০১৫-র বিশ্বকাপে প্রত্যাশিতভাবেই তারা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। কিন্তু, স্কটল্যান্ডের বিরুদ্ধে এক উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। অভিজ্ঞতা সঞ্চয় করতে এসে সেক্ষেত্রে তাদের প্রাপ্তির ঝুলিটি ছিল সম্পূর্ণই। এবারও কাগজে-কলমে ‘ডার্ক হর্স’ আফগানিস্তানকে নিয়ে ক্রিকেটের বৃত্তে আগ্রহের অন্ত নেই। আইপিএলের দৌলতে লেগস্পিনার রশিদ খান, অলরাউন্ডার মহম্মদ নবিদের তোমরা অনেকেই হয়তো চেনো। বিশ্বকাপ দলে এদের উপস্থিতির কারণে অনামী হলেও আফগানিস্তানের খেলা দেখার জন্য একটা বাড়তি আকর্ষণ অনুভব করা খুবই স্বাভাবিক।
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে কিন্তু অবাক না হয়ে পারা যায় না। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ক্রিকেটের পৃষ্ঠপোষকতা শুরু হলেও এই দেশে প্রথম ক্রিকেট খেলার প্রমাণ রয়েছে আরও অনেক অনেক আগে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যাবে, ১৮৩৯ সালে কাবুলে ব্রিটিশ সেনারা একটি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ভারতে প্রথম ক্রিকেট ক্লাব স্থাপিত হয় ১৮৪৮ সালে, তদানীন্তন বম্বেতে (অধুনা মুম্বই)। পার্সিরা সেই ক্লাবের প্রতিষ্ঠা করেন। এরপর ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা, পরিকাঠামোর উন্নয়ন এবং সংশ্লিষ্ট নানা কারণে দ্রুত এই খেলা বিস্তার লাভ করে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ মেলেনি। তার উপর ছিল তালিবান শাসকের চোখ রাঙানি। তাই, সুদূর অতীতে বিক্ষিপ্ত ভাবে এই খেলার সামান্য চর্চা হলেও ক্রিকেট সে দেশে প্রায় হারিয়েই গিয়েছিল। আসলে তালিবান জমানায় সব ধরনের খেলাধুলোর উপরেই নিষেধাজ্ঞা জারি ছিল। ক্রিকেটও এর ব্যতিক্রম ছিল না। শাস্তির ভয়ে সবাই সেই ফরমান মানতেই অভ্যস্ত ছিলেন। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতির বদল হয়। বর্তমান শতকের গোড়ার দিকে আফগান প্রশাসন মত বদলে ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় উদ্যোগী হয়। জনপ্রিয়তা হারানোর ভয়েই শেষপর্যন্ত পিছু হঠে তালিবান নেতৃত্ব। ক্রিকেটের প্রসার ও উন্নতির জন্য আফগান প্রশাসন শরণাপন্ন হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। তাদের সাহায্যে আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমে বাড়তে থাকে। এছাড়া, যুদ্ধের কারণে বিপুল সংখ্যক শরণার্থী সীমান্ত পেরিয়ে আশ্রয়ের খোঁজে পাকিস্তানে চলে আসেন। পাকিস্তানে থাকার সময় তাঁরা ক্রিকেটকে রপ্ত করে নেন। আবার, আফগানিস্তানে থাকা পাক শান্তিরক্ষী বাহিনীর দৌলতেও সে দেশে ক্রিকেটের দ্রুত প্রসার ঘটে। এসব নানা কারণেই সে দেশের তরুণ প্রজন্ম এই খেলার প্রতি ক্রমে আকৃষ্ট হয়। নানা সমস্যার থেকে সাময়িক মুক্তি পেতে ক্রিকেটে মেতে থাকার জন্য তারা এই খেলাকে আঁকড়ে ধরে।
খুব বেশিদিন আগে নয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (আগে যার নাম ছিল আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন) তৈরি হয় ১৯৯৫ সালে। ২০০১ সালে তারা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)-র অ্যাফিলিয়েটেড সদস্য পদ পায়। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হয় ২০০৩ সালে। ২০১৭-র ২২ জুন তারা আইসিসির পূর্ণ সদস্য পদ এবং সেই সঙ্গে টেস্ট খেলিয়ে দেশের স্বীকৃতি (একইসঙ্গে আয়ারল্যান্ডও) লাভ করে। আনুষ্ঠানিকভাবে দেশে ক্রিকেট বোর্ড গঠন থেকে এই উত্থান যেন অনেকটা রূপকথার গল্পের মতোই। আর তাদের এই চলার পথে ভারতেরও বেশ কিছুটা অবদান রয়েছে।
আফগান ক্রিকেট কর্তাদের চিন্তাধারা কতটা আধুনিক এবং এই খেলায় উন্নতি করার জন্য তাঁরা কতটা সিরিয়াস, তার একটা ছোট্ট উদাহরণ পাওয়া যাবে বোধহয় বিশ্বকাপে দলের সাপোর্ট স্টাফদের তালিকা দেখলেই। এক সময়ে দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ফিল সিমন্স বর্তমানে আফগানিস্তানের প্রধান কোচ। এছাড়া দলের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট (দক্ষিণ আফ্রিকা), ফিল্ডিং কোচ জন মুনি (আয়ারল্যান্ড), ফিটনেস ট্রেনার ও হেড ফিজিওথেরাপিস্টের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের আজিম মালিক। পাকিস্তানের ইনজামাম-উল-হক এবং ভারতের লালচাঁদ রাজপুতের পর ২০১৭ সালের ডিসেম্বরে ফিল সিমন্সকে কোচের দায়িত্ব দেওয়া হয় ইংল্যান্ড বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে চমকে দেওয়া আয়ারল্যান্ড সিমন্সের কোচিংয়ে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড এবং ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। তাছাড়া, আয়ারল্যান্ডের ক্রিকেটকে প্রচুর সাফল্য এনে দিয়েছিলেন সিমন্স। তাই, তাঁর হাতেই জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেয় আফগান ক্রিকেট বোর্ড। ২০১৮-র জুনে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টটি খেলে আফগানিস্তান। অনভিজ্ঞতার কারণে তারা ইনিংস ও ২৬২ রানে পরাজিত হয়। কিন্তু, পরের বছর মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তারা জয় ছিনিয়ে নেয়। প্রসঙ্গত, ইংল্যান্ড ও পাকিস্তানের পর আফগানিস্তানই হল তৃতীয় দেশ, যারা দ্বিতীয় টেস্টেই জয় পেয়েছে।
২০১০ সালের অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ওমর জাখিওয়াল ঘোষণা করেছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে ১০টি স্টেডিয়াম এবং অন্তত ১৫টি ক্রিকেট অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা তাঁদের রয়েছে। নানা সমস্যায় জর্জরিত যুদ্ধবিধ্বস্ত একটা দেশ ক্রিকেট সম্পর্কে কতটা চিন্তাশীল ও যত্নবান হলে এমন সিদ্ধান্ত নিতে পারে, তা এই উদ্যোগই বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনেকে মজাচ্ছলে বলেন, আফগানিস্তানে তালিবান তাণ্ডব ক্রিকেটের কাছে হার মেনেছে। আর বাস্তবিকই তাই। তা না হলে সে দেশে প্রায় ৩২০টি ক্রিকেট ক্লাব এবং ছ’টি টার্ফ উইকেট তৈরি হতে পারে কীভাবে? জালালাবাদে রয়েছে গাজি আমানুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যার দর্শকাসন ১৪ হাজার। ১৪ হাজার আসনেরই আরও একটি আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে উঠছে কান্দাহারে। কাবুল ও খোস্তে রয়েছে ছ’হাজার আসনের দু’টি ক্রিকেট স্টেডিয়াম। মাজার শরিফ, কুন্দুজ, ময়দান শা’র এবং জালালাবাদে আরও চারটি স্টেডিয়ামের কাজ চলছে জোরকদমে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পাশাপাশি রয়েছে একাধিক ক্রিকেট অ্যাকাডেমি। ২০১৭ সালের ডিসেম্বরে আফগানিস্তান পেয়েছে দেশের প্রথম ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি (কাবুলে)। সেখানে একসঙ্গে অন্তত আড়াইশো জনের অনুশীলনের সুবন্দোবস্ত রয়েছে। তাই, বলা যায় অধিনায়ক গুলবাদিন নায়িবের নেতৃত্বে আফগানিস্তান দলটি যথাযথ প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডে খেলতে এসেছে। লড়াই গুলবাদিনদের রক্তে। কিন্তু, তাঁদের ঘাটতি শুধু অভিজ্ঞতায়। বড় দলের বিরুদ্ধে এবং চাপের মুখে ম্যাচ বের করার কৌশল ভালোমতো রপ্ত হয়ে গেলে অদূর ভবিষ্যতে আফগানিস্তান যে তথাকথিত বড় দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে, সে সম্ভাবনাই প্রবল। তখন প্রতিযোগিতার মান আরও বাড়বে। ক্রিকেট বিশ্ব আরও ভালো লড়াই উপভোগ করতে পারবে। আপাতত অপেক্ষা সেই দিনটির জন্যই!


ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে  
16th  June, 2019
এক কিলোগ্রাম ঠিক কতটা কম এক কিলোগ্রামের থেকে? 

কাক্কেশ্বর কুচকুচে জানত ঠিক। তাদের দেশে সাত দুগুণে সব সময় চোদ্দো হয় না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় গুণফলটা। সুকুমারী দুনিয়ার ভরও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেত কি না, কে জানে! 
বিশদ

16th  June, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জীবনবিজ্ঞানের জীববিদ্যা ও মানবকল্যাণ বিভাগটি গুরুত্বপূর্ণ। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভঃ হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।
বিশদ

09th  June, 2019
কীট-পতঙ্গের বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য 

দেখার চোখ, অনুসন্ধিৎসু মন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নিরন্তর অনুশীলন এই গুণগুলির সহাবস্থান যে কোনও মানুষকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিতে পারে। দারিদ্র্য বা উচ্চতর ডিগ্রির অভাব কোনও প্রতিবন্ধকতা হতে পারে না তা বারে বারেই প্রমাণ করেছেন অনেকের সঙ্গে গোপালচন্দ্র ভট্টাচার্য ।  
বিশদ

09th  June, 2019
টেকো মল্লিক জিন্দাবাদ!
আয়ূষী বন্দ্যোপাধ্যায় 

‘খেপেছিস নাকি? টাকা দেবে তাও আবার ওই টেকো।’ ঝাঁঝিয়ে বলে উঠল রতনদা। পাড়ায় এখন দারুণ ব্যস্ততা। সামনেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘কবি প্রণাম’ আয়োজন করার জন্যে খাতা, পেন আর একখানা ঊহ্য বাটি হাতে ভিক্ষুক বেশে মিত্তিরদের দ্বার হতে মদ্যপ, গাঞ্জাখোর সুখেনদার বাড়ির দরজা অবধি একটাই বাণী ধ্বনিত হচ্ছে, ‘ভিক্ষাং দেহী’।  
বিশদ

09th  June, 2019
সঠিকভাবে পয়েন্টিংয়ের জন্য বিশ্ব মানচিত্রে দখল থাকা চাই 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভূগোল।
পরামর্শ দিচ্ছেন হুগলি ব্রাঞ্চ (গভঃ) স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর মৈত্র।
প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। তাই যদি আমরা দশম শ্রেণীর আগে থেকেই একটু একটু করে প্রস্তুতি নিয়ে চিন্তামুক্ত ভাবে পরীক্ষা দিয়ে সফল হতে পারি তাহলে মন্দ হয় না।
বিশদ

02nd  June, 2019
জামুন কুলার মকটেল ও ক্লাসিক টুনা স্যান্ডউইচ 

জামুন কুলার মকটেল (৪ জনের জন্য)
উপকরণ: সুগার পাউডার ৪ চা চামচ, আদার রস-২ চা চামচ, জামুন জুস ৫০০ এমএল, ক্লাব সোডা-৫০০ এমএল, লেমন জুস-৪ চা চামচ, বরফ কুচি আন্দাজমতো, পুদিনাপাতা কুচি সামান্য, গ্রেনেডিয়ান সিরাপ ৪ চা চামচ, কাচের গ্লাস ৪টি, চামচ ১টি, মিক্সিং জার ১টি। 
বিশদ

02nd  June, 2019
পরিবেশ রক্ষায় সবার উগ্যোগ প্রয়োজন 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তীব্র দূষণের হাত থেকে পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায়—এটাই এখন সারা বিশ্বের কাছে কঠিন পরীক্ষা। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোটদের কী ভাবনা, সে সম্পর্কে তাদের মত বিস্তারিতভাবে জানিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

02nd  June, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় টেলিপ্যাথি বা অতীন্দ্রিয় অনুভূতি।  
বিশদ

26th  May, 2019
সংস্কৃতি পরিচয়ের মহাভারত অনন্তকথা 

সংস্কৃতি পরিচয়ের ১২তম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল ১ মে। কলকাতার জি ডি বিড়লা সভাঘরে। ‘মহাভারত অনন্তকথা’ এই কনসার্টটিতে অংশ নিয়েছিল ৩ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা। 
বিশদ

26th  May, 2019
সবাই সফল হতে পারে
 

দেবমাল্য সাহা, মাধ্যমিকে দশম স্থানাধিকারী
রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ছাত্র

‘Origin of species by Means of Natural Selection’ গ্রন্থে মহাবিজ্ঞানী চার্লস ডারউইন জানিয়েছেন যে নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যেক জীবকে অনবরত সংগ্রাম করতে হয়। 
বিশদ

26th  May, 2019
বিরুমপুরের বড়জেঠু
কার্তিক ঘোষ
 

সত্যি বলতে, এটা ঠিক গল্প নয়। কিন্তু গল্পের মতন শুনতে।
বয়েসটাও একটু বেশি। সত্তর পেরিয়ে গেছে কবেই।
তবে তখনও বিরুমপুরকে আস্ত একটা গ্রাম বলত না কেউ। বলত, তাজপুরের লেজুড়। 
বিশদ

26th  May, 2019
নিকেলোডিয়ান সোনিকে গোলমাল জুনিয়র  

তোমাদের কার্টুন ফিল্ম দেখতে ভালো লাগে? আজ তাহলে তোমাদের একটা দারুণ খবর দিই। টেলিভিশনে নিকেলোডিয়ান সোনিক চ্যানেলের নাম নিশ্চয়ই শুনেছ। কার্টুন চ্যানেল হিসেবে বেশ জনপ্রিয় এই চ্যানেলে গত ১৩ মে থেকে শুরু হয়েছে নতুন অ্যানিমেটেড শো ‘গোলমাল জুনিয়র’। 
বিশদ

19th  May, 2019
অন্য পৃথিবীর খোঁজ 

গরমটা কেমন পড়েছে দেখেছ? শান্তি নেই কোনওখানে! দিনরাত প্যাচপেচে ঘাম। পিঠে উইপোকার ঢিবির মতো বড় বড় ঘামাচি বেরিয়ে গিয়েছে! সারা মাসের পাউডার একদিনে মেখেও আরাম হচ্ছে না! রাস্তায় বেরব কী! সুয্যিমামা গলন্ত লাভা ঢেলে দিচ্ছেন গায়ে।
বিশদ

19th  May, 2019
বিদ্রোহী কবি নজরুল ইসলাম 

আগামী ২৪ মে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২০তম জন্মদিন। তাঁর রোমাঞ্চকর জীবনকাহিনী তোমাদের জন্য লিখেছেন সন্দীপন বিশ্বাস।
 
বিশদ

19th  May, 2019
একনজরে
 রিও ডি জেনেইরো, ১৭ জুন: কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়ার চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করেছে ব্রাজিল। বুধবার সকালে (ভারতীয় সময়) গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ...

  চেন্নাই, ১৭ জুন: তামিলনাড়ু পুলিসের এক সাব-ইন্সপেক্টরের বিশেষ রিপোর্টের ভিত্তিতে তিন আইএস সমর্থনকারীকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী শাখা (এনআইএ)। ওই তিনজন কোয়েম্বাটোরের বিভিন্ন ধর্মীয়স্থানে আত্মঘাতী হামলার ছক করেছিল বলে পুলিসের দাবি। ধৃতদের নাম মহম্মদ হুসেন, শাহজাহান এবং শেখ সইফুল্লা। ...

 সৌম্যজিৎ সাহা  কলকাতা: রাজ্যে ক্রমশ কমছে ইঞ্জিনিয়ারিংয়ের আসন। গতবার যেখানে ৩১ হাজারের বেশি আসন ছিল, এবার তা আরও কমে হয়েছে ২৯ হাজার ৬৫৯টি আসন। প্রাথমিক হিসেবে এই তথ্য মিলেছে। যদিও এখনও দু’টি কলেজ এবং কয়েকটি বিষয়ের আসন যুক্ত হওয়ার ...

 দীপ্তিমান মুখোপাধ্যায়, হাওড়া: জেলার সেচবাঁধ ও শর্ট কাট চ্যানেলগুলির অবস্থা খতিয়ে দেখে পঞ্চায়েত সমিতিগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে জেলা প্রশাসনের কর্তারা মনে করছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু
১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু
২০০৫- ক্রিকেটার মুস্তাক আলির মৃত্যু
২০০৯- প্রখ্যাত সরোদ শিল্পী আলি আকবর খানের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৯ টাকা ৭০.৬৮ টাকা
পাউন্ড ৮৬.৩৪ টাকা ৮৯.৫৫ টাকা
ইউরো ৭৬.৭৯ টাকা ৭৯.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ আষা‌ঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২৩/৫৮ দিবা ২/৩১। মূলা ১৭/১৬ দিবা ১১/৫০। সূ উ ৪/৫৬/০, অ ৬/১৮/৫৪, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে ৪/৩১ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ২/৬ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৩৯ গতে ৮/৫৮ মধ্যে। 
২ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২২/২২/৩৮ দিবা ১/৫২/৩৩। মূলানক্ষত্র ১৭/২৭/২৯ দিবা ১১/৫৪/৩০, সূ উ ৪/৫৫/৩০, অ ৬/২১/২৮, অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে ও ৯/২৭ গতে ১২/৮ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/২ গতে ২/৯ মধ্যে, বারবেলা ৬/৩৬/১৫ গতে ৮/১৬/৫৯ মধ্যে, কালবেলা ১/১৯/১৩ গতে ২/৫৯/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৪০/৪৩ গতে ২/৫৯/৫৯ মধ্যে। 
মোসলেম: ১৪ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। বৃষ: কর্মসূত্রে সন্তানের দূরে যাবার সম্ভাবনা। মিথুন: কাজের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু২০০৫- ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: আফগানিস্তানকে ১৫০ রানে হারাল ইংল্যান্ড

10:48:34 PM

স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা, চালু কলকাতা পুলিসের হেল্প লাইন 
গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যার ...বিশদ

09:48:24 PM

বিশ্বকাপ: আফগানিস্তান ৮৬/২ (২০ ওভার) 

08:17:00 PM

দার্জিলিং পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার 

08:08:39 PM