Bartaman Patrika
হ য ব র ল
 

মহাকাশের দিনযাপন

মহাকাশে যাওয়া কঠিন। কিন্তু তার থেকেও কঠিন সেখানে দিনযাপন করা। কারণ, মহাকাশে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। নেই বায়ুমণ্ডল, ফলে বায়ুর চাপও নেই। জল খাওয়া থেকে শুরু করে টয়লেটে যাওয়া সবই খুব শক্ত কাজ সেখানে। লিখেছেন প্রীতম দাশগুপ্ত।

মহাকাশ তোমাদের অনেককেই টানে। মহাকাশে নভশ্চরদের জীবন কিন্তু আমাদের পৃথিবীর মতো হয় না। সেই জীবন অনেক কঠিন। কেন জানো? আমরা যে পৃথিবীতে হাঁটতে পারি, শুতে পারি, খেতে পারি, তার সবকিছুর জন্যই পৃথিবীর অভিকর্ষ বল দায়ী। সেই কোন কালে বিজ্ঞানী নিউটন আপেল পড়তে দেখে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ সূত্র। পৃথিবীর এই আকর্ষণের কারণেই আমাদের পা মাটিতে থাকতে পারে। আমরা নিজেদের দেহের ভারসাম্য রাখতে পারি। সব কাজ করতে পারি। কিন্তু মহাকাশে সেই সুযোগ কোথায়। সেখানে প্রায় জিরো গ্র্যাভিটি। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি প্রায় শূন্য। সেখানে সব জিনিসই ভেসে বেড়ায়। এমনকী, অ্যাস্ট্রোনটও ভেসে থাকে। তাই ওই ভাসমান অবস্থায় পৃথিবীর মতো সব কাজ করা বেশ কঠিন।
এই কাজ যাতে সুষ্ঠুভাবে মহাকাশচারীরা করতে পারে তার জন্য বেশ কয়েকমাস ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভেসে থাকা অবস্থায় যাবতীয় কাজ যেন তাঁরা করতে পারেন। মহাকাশচারীদের জন্য তৈরি করা হয় বিশেষ পোশাক। কারণ সবসময় যে তাঁরা স্পেশ স্টেশনেই থাকবেন, তার তো মানে নেই। তাঁদের স্পেশ-ওয়াক অর্থাৎ মহাকাশে হাঁটতেও হতে পারে। মনে রাখতে হবে মহাকাশের তাপমাত্রা আর পৃথিবীর তাপমাত্রা কিন্তু এক নয়। আবার সূর্যালোকও সমান নয়। তাই এই পোশাক নভশ্চরদের বিশেষ সুবিধা দেয়। চরম তাপমাত্রা বলতে যা বোঝায় যেমন ধরো মাইনাস ১২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২০ ডিগ্রি তাপমাত্রাতেও যেন কারও অসুবিধা না হয় তার ব্যবস্থা থাকে ওই পোশাকে। মহাকাশচারীর বুক ঢাকা দেওয়ার জন্য পোশাকের ওই অংশটি বেশ শক্ত হয়। তাঁদের হাত পুরো ঢাকা থাকে। হাতে থাকে গ্লাভস। ওই পোশাকের সঙ্গে হাতের অংশ যুক্ত থাকে। পোশাকের মধ্যে থাকে কিছু টিউব। যে টিউব দিয়ে জল সরবরাহ করা হয়। যাতে মহাকাশে হাঁটার সময় তাঁদের শরীর ঠান্ডা থাকে। আর ব্যাগের পিছনে থাকে লাইফ সাপোর্ট সিস্টেমের অঙ্গ হিসেবে অক্সিজেন, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ও একটি ফ্যান। পোশাকের সঙ্গেই থাকে সোলার প্রুফ হেলমেট। সূর্যালোকে চোখ যাতে ঝলসে না যায়, তার জন্য থাকে বিশেষ ব্যবস্থা। সবকিছু ঠিকঠাক নিয়ন্ত্রণ হচ্ছে কি না, তা পোশাকের সঙ্গেই থাকা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারেন মহাকাশচারী। স্পেশ ওয়াক করতে গিয়ে যদি কোনও মহাকাশচারী দুর্ঘটনাবশত হারিয়ে যান তবে কী হবে? যেমন গ্র্যাভিটি বলে একটি হলিউড ছবিতে দেখানো হয়েছিল। না তেমন কিছু হওয়ার সম্ভাবনা কম। কারণ তাঁদের ওই পোশাকেই সেফার বলে একটি মোড আছে। যদি কোনও কারণে স্পেশ স্টেশন থেকে ছিটকে যান ওই মহাকাশচারী, তিনি তৎক্ষণাৎ ওই সেফার চালু করবেন। তখন কয়েকটি ছোট ছোট জেট কার্যকর হবে। এবং ওই মহাকাশচারী স্টেশনে ফিরে আসতে পারবেন। ও আর একটা কথা মহাকাশচারীদের হাতে থাকে দু’টো ঘড়ি। পৃথিবী থেকে তাঁরা কোন সময় রওনা দিয়েছেন, তা দেখার জন্য একটি ঘড়ি। অন্য ঘড়ি দেয় জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। মানে বিশ্বের স্ট্যান্ডার্ড সময়।
এ তো গেল হাঁটার কথা। আর স্টেশনের ভিতরে কী অবস্থা হয়। সেখানেই তো বেশিরভাগ সময় কাটাতে হয় তাঁদের। আমরা পৃথিবীতে সকাল থেকে কী করি? মা ডাকলে ঘুম থেকে ওঠে ব্রাশ করি। ওঁদের তো ডাকার কেউ নেই। ওঁরা নিজেরাই ওঠেন। তারপর আমাদের মতোই ব্রাশ করেন। কিন্তু একটু তফাৎ রয়েছে। ওখানে তো ব্রাশ করে জল দিয়ে কুলকুচি করে ফেলা যায় না। স্পেশ স্টেশনের দেওয়ালে ব্যাগের মধ্যে আটকানো থাকে একটি ব্যাগ। তার মধ্যেই থাকে ওই সব ব্রাশ-পেস্ট। সেই পেস্ট অবশ্য বিশেষ ধরনের। খেয়ে নেওয়া যায়। ব্রাশে পেস্ট লাগিয়ে জলের টিউব থেকে জল লাগিয়ে দেন মহাকাশচারীরা। জল লাগানোর সময় একটু জল যদি টিউব থেকে বেরিয়ে আসে, তখন সেটি বাবল হয়ে ভেসে বেড়ায়। মহাকাশচারীরা দিব্যি সেটিকে খেয়ে ফেলেন। কারণ অপচয়ের সুযোগ কোথায়। ব্রাশ করে সেই পেস্ট খেয়েই ফেলেন তাঁরা।
দৈনন্দিন রুটিনের মধ্যে টয়লেট বা বাথরুম যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাথরুমে একটি কমোড থাকে। আর থাকে ভ্যাকুম ক্লিনার টাইপের মেশিন। ওই মেশিন নোংরাকে শুকনো কাগজের মতো করে দেয়। সেগুলিকে জড়ো করে করে রাখতে হয়। নাহলে সেটি ভেসে এদিক-ওদিক হয়ে যাবে। আসলে ১০ সেমির ওই সাকশন কমোডে বসাটাই কঠিন। তাঁরা নিয়মিত স্নানও করেন। শ্যাম্পু করেন, সাবান দেন। তফাৎ হল তাঁদের শ্যাম্পু জল ছাড়া। ওই শ্যাম্পু তাঁরা মাথায় ঘষে দেন। স্নান করেন ভিজে কাপড় গায়ে ঘষে। লিক্যুইড শোপ যেমন হয়, ওই কাপড়ও অনেকটা তেমনভাবে তৈরি করা হয়। স্পেশ স্টেশনের ভিতরকার পরিবেশ অবশ্য অনেকটাই স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেখানে তাই নভশ্চররা স্পেশ ওয়াকের মতো পোশাক পরে থাকেন না। স্বাভাবিক কাপড়ই তাঁরা পরেন। যেমন আমরা কটন পোশাক পরি, তেমনি। তবে ওখানে কাচাকাচির বা ইস্ত্রি করার কোনও সুযোগ নেই। তাই পোশাক ও আন্ডারওয়্যার বেশিই লাগে।
মহাকাশচারীদের আগে খাওয়ার জন্য টিউব ব্যবহার করতে হতো। এখন তাঁরা স্বাভাবিক খাবার খান। যেমন আমরা পৃথিবীতে খাই। কী নেই সেই তালিকায়, রুটি, ফল, সব্জি, ডিম, মাংস, ডাল, সবই। তবে সবটাই প্যাকেটজাত। স্টেশনের রান্নাঘরের ফ্রিজে (আমাদের পৃথিবীর মতো নয় কিন্তু) এসব খাবার থাকে। মহাকাশচারীদের কিন্তু শরীরচর্চা মাস্ট। কারণ প্রায় মাধ্যাকর্ষণ শূন্য এলাকায় হাড় ও মাসলের শক্তি বাড়ানো জরুরি। তাই তাঁরা প্রতিদিন ট্রেডমিলে হাঁটেন। নানাবিধ বিজ্ঞান চর্চার পাশাপাশি মহাকাশের ঘরকেও তাঁদের পরিষ্কার রাখতে হয়।
ভ্যাকুম ক্লিনার, লিক্যুইড ডিটারজেন্ট ও ডিসপোজেবল গ্লাভস এই কাজে ব্যবহার হয়। এই নোংরা তাঁরা জমা করে রেখে দেন। মহাকাশে ফেলে দেন না। সেগুলি পৃথিবীতে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হল, তাঁরা কি সারাদিন কাজই করেন? তাঁদের বিনোদন নেই। আছে। তাঁদের শোওয়ার ঘর (অবশ্য যদি সেটিকে তোমাদের ঘর বলে মনে হয় তবেই) আছে। সেখানে ল্যাপটপ রয়েছে, বই রয়েছে। গান শোনার সুযোগ রয়েছে। পৃথিবীকে দেখার সুযোগ রয়েছে। এমনকী, পৃথিবীর সঙ্গে কথা বলাও যায়।
সবার শেষে আসি ঘুমের কথায়। অ্যাস্ট্রোনটরাও কিন্তু দিনে ঘণ্টা ছয় অবশ্যই ঘুমোন। ভেসে ভেসে তো ঘুমনো যায় না, তাই তাঁদের জন্য স্লিপিং ব্যাগ রয়েছে। সেখানে ঢুকে দিব্যি ঘুম দেন তাঁরা। যে টিম মহাকাশে যায়, তার মধ্যে কিন্তু চিকিৎসকও থাকেন। অসুখ-বিসুখ হলে আমাদের মতো মহাকাশেও ডাক্তারই ভরসা। জরুরি প্রয়োজনের জন্য চিকিৎসকদের ওষুধ, ইনজেকশন থেকে শুরু করে নানাবিধ বিষয় মজুত থাকে।
ব্যাপারটা সহজ নয় ঠিকই, কিন্তু আকর্ষণীয়। কী ভাবছ, ট্রাই করে দেখবে নাকি?
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
12th  May, 2019
প্রতিটি পরীক্ষায় ইংরাজিতে ভালো নম্বর পেতে হলে ভয়েস চেঞ্জকে বাড়তি গুরুত্ব দিতে হবে

পরামর্শ দিচ্ছেন বাঁকুড়া জিলা স্কুলের ইংরাজির শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। বিশদ

12th  May, 2019
 ডিপিএস রুবি পার্কের বার্ষিক অনুষ্ঠান

  দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস), রুবি পার্ক প্রতি বছরের মতো এবারও তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ‘রেভারেন্স ২০১৯’ নামে এই অনুষ্ঠানটি হয়েছিল নজরুল মঞ্চে। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা গেল। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। প্রথম দিন অনুষ্ঠান শুরু হয় গণেশস্তুতি দিয়ে।
বিশদ

12th  May, 2019
তানজেনিয়ার জাতীয় উদ্যানে

আফ্রিকা মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত তানজেনিয়া। দেশটির সরকারি নাম ইউনাইটেড রিপাবলিক অব তানজেনিয়া। প্রায় ৯ লক্ষ ৪৭ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশটি আয়তনে আফ্রিকা মহাদেশে ১৩তম স্থান দখল করে। দেশটির একধারে প্রতিনিয়ত আছড়ে পড়ে ভারত মহাসাগরের উত্তাল ঢেউ।
বিশদ

05th  May, 2019
মুকুলিত কিশলয়

‘জল পড়ে পাতা নড়ে...’— যে অবোধ বালক শৈশবে এই পঙ্‌ক্তি লিখেছিলেন, তিনিই ভবিষ্যতের বিশ্বজোড়া খ্যাতির অধিকারী। এই কিংবদন্তি মানুষটি ছেলেবেলায় কিন্তু তোমাদের মতোই ছিলেন। তাঁর লেখা বই ‘ছেলেবেলা’ থেকে আকর্ষণীয় কিছু অংশ তুলে ধরে তাঁকে নিয়েই এই লেখা। গঙ্গাজলে গঙ্গাপুজো করেছেন মৃণালকান্তি দাস।
বিশদ

05th  May, 2019
মুকুলবীথি শিশু বিদ্যালয়

 মুকুলবীথি। শুধু আর শব্দ নয়। শিশুদের ভবিষ্যৎ গঠনের উজ্জ্বল ঠিকানা। স্নেহ, ভালোবাসা, নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্ব বিকাশের অভিনব প্রতিষ্ঠান। সুন্দর পরিবেশে সহানুভূতির সঙ্গে বেড়ে ওঠা শিশুদের নিজের বাড়ি। এই ধরনের একটা স্কুল তৈরির স্বপ্ন ছিল রেণুকা সেনের। সেই ইচ্ছেটা বেশিমাত্রায় তীব্র হল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার সময়।
বিশদ

05th  May, 2019
খুদেদের খেলনা

কারও পছন্দ বার্বি ডল, কেউ ভালোবাসে কু ঝিক ঝিক ট্রেনগাড়ি। মুকুলবীথি শিশু বিদ্যালয়ের ছোট্ট সোনাদের প্রিয় খেলনার খবরাখবর নিলেন শম্পা সরকার। বিশদ

05th  May, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় থট-রিডিং-এর খেলা।  
বিশদ

28th  April, 2019
ছোটদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সামার প্রোগ্রাম 

আজ তোমাদের একটি জরুরি প্রয়োজনীয় খবর দিই। ভবিষ্যতের জন্য এটি তোমাদের খুব কাজে লাগতে পারে। প্রতি বছরই ছোটদের জন্য নিত্য নতুন আকর্ষণীয় বিষয় নিয়ে সামার প্রোগ্রাম করে থাকে ব্রিটিশ কাউন্সিল। এদের এবারের সামার প্রোগ্রামের বিষয়—সৃজনশীলতা, সুক্ষ্ম চিন্তা-ভাবনা, সমস্যার সমাধান, আত্মবিশ্বাস বাড়ানো, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি প্রভৃতি।
বিশদ

28th  April, 2019
হাবুদা হারিয়ে গিয়েছে 
গুঞ্জন ঘোষ

হাবুদার সঙ্গে থাকা মানে পৃথিবীর অর্ধেক শক্তি আমাদের মধ্যে খেলে বেড়ায়। হাবুদা আমাদের রবিনহুড। কতকিছু যে জানে! হাবুদা মানেই একগাদা অ্যাডভেঞ্চার। মাঝেমাঝে যখন ছেলেমানুষ হয়ে যায় সে এক দেখার মতো কাণ্ড। আবার যখন রেগে যায় সেও এক ভীষণ ব্যাপার। তখন বলে পায়ের আঙুলে থানইট ফেলে দেব।  
বিশদ

28th  April, 2019
পিঠোপিঠি
ভাই-বোন

দুষ্টু একটু বেশিই ছিল প্রিয়াঙ্কা। জেদিও। তবে মিষ্টভাষী। আর দাদা রাহুল হাসিখুশি। দু’জনের ছোটবেলার গল্প শোনাচ্ছেন সন্দীপ স্বর্ণকার।
বিশদ

21st  April, 2019
 ব্ল্যাক হোল রহস্য

 এই প্রথম কৃষ্ণগহ্বরের ছবি তোলা সম্ভব হল। কীভাবে উঠল এই ছবি? কৃষ্ণগহ্বরই বা কী? আলোচনায় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের রাশিবিজ্ঞানের অধ্যাপক অতনু বিশ্বাস।
বিশদ

21st  April, 2019
অরেঞ্জ ব্লসম ও কুকুম্বার স্যালাড

তোমাদের জন্য শুরু হল একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন চিলেকোঠা রেস্তরাঁর শেফ সুপর্ণ মৈত্র।
বিশদ

21st  April, 2019
 তেষ্টার জলও কেউ দিতে চাইত না ছোট্ট আম্বেদকরকে

 অচ্ছ্যুৎ দলিত সম্প্রদায়ে জন্মেছিলেন আমাদের দেশের সংবিধানের রূপকার ডঃ ভীমরাও আম্বেদকর। আজ তাঁর জন্মদিন। দলিতদের জন্য সারা জীবন লড়াই করে আসা
এই মানুষটিকে নিয়ে লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বিশদ

14th  April, 2019
 বাংলায় বেশি নম্বর পেতে কী করবে?

দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সামনে ঠিকঠাক আর ন’টি মাস সময় রয়েছে শিক্ষার্থী-জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যদিও আপাতদৃষ্টিতে মাধ্যমিক পরীক্ষা ‘আসছে বছর’, কিন্তু ইতিমধ্যেই বহু স্কুলে দশম শ্রেণীর প্রথম পার্বিক অভীক্ষাটি শেষ। অতএব, আর দেরি নয়, চলো মাঠে নামি! পরামর্শ দিচ্ছেন বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী । বিশদ

14th  April, 2019
একনজরে
সংবাদদাতা, পূর্বস্থলী: তীব্র দাবদাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে পূর্বস্থলীর আম। বাগান থেকে জাগ ভাঙা আম ট্রাকবোঝাই করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। অন্যদিকে এবারও পূর্বস্থলীতে তিনদিন ধরে আম উৎসব ও মেলা হবে। পূর্বস্থলী থানার মাঠে আগামী ২ জুন রবিবার আম ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোট শেষ হয়ে গিয়েছে গত ৬ এপ্রিল। কিন্তু, এখনও হাওড়া জেলায় ভোটের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব। কোন বিধানসভা এলাকা থেকে কত লিড আসবে বা কোন বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হতে পারে, তা নিয়ে ব্লক ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১৪ মে: ‘বাক স্বাধীনতা মানে অন্যের অধিকারেও হস্তক্ষেপ নয়।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট করার অপরাধ মামলায় আজ এই মন্তব্য ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৫৯: নোবেলজয়ী ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম
১৯০৫: কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৬৭: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬৫ টাকা ৭১.৩৪ টাকা
পাউন্ড ৮৯.৭৪ টাকা ৯২.৯৯ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১৩/৫৮ দিবা ১০/৩৬। উত্তরফাল্গুনী ৫/৩৯ দিবা ৭/১৬। সূ উ ৫/০/৩৬, অ ৬/৫/১৮, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৭ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে পুনঃ ১/২২ গতে উদয়াবধি, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৮ মধ্যে।
৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১০/৫১/২১ দিবা ৯/২১/২২। উত্তরফাল্গুনীনক্ষত্র ৩/২৩/৩৫ দিবা ৬/২২/১৬ পরে হস্তানক্ষত্র ৫৯/৫৮/৫১, সূ উ ৫/০/৫০, অ ৬/৬/৪২, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে, বারবেলা ১১/৩৩/৪৬ গতে ১/১২/১ মধ্যে, কালবেলা ৮/১৭/১৮ গতে ৯/৫৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৭/১৮ গতে ৩/৩৯/৪ মধ্যে। 
৯ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝে শুনে বিনিয়োগ করলে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম১৮৫৯: নোবেলজয়ী ফরাসি ...বিশদ

07:03:20 PM

বন্ধ হলদিয়া বন্দর 
শ্রমিক বিক্ষোভে স্তব্ধ হয়ে হলদিয়া বন্দর। বন্দর বন্ধ হওয়াতে অচলাবস্থা ...বিশদ

10:17:37 PM

এমন নির্বাচন কমিশন জম্মে দেখিনি: মমতা
বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। এমন নির্বাচন কমিশন ...বিশদ

09:22:00 PM

 অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: মমতা

09:17:27 PM

জরুরী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী 

09:16:21 PM