উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
সব ‘কেন’-র উত্তর হয় না। ক্যাপ্টেন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। কিন্তু পরমেশ্বর উত্তর না পেলে থামবে না। সে বলল, ‘তুমি বলো ক্যাপ্টেন আমি কী ভুল করলাম?’
ওদের কথার মাঝে মেয়েটা টপ করে একটা চেয়ার টেনে বসে পড়ল। সহজ তার দিকে তাকাল, মেয়েটার চোখে মুখে একটা নির্লিপ্ত ভাব, যেন ব্যাপারটা এক্ষুনি মিটবার নয়, মজা দেখতে তাই যত তাড়াতাড়ি সম্ভব সে একটা সিট জোগাড় করে নিল।
ক্যাপ্টেনের কাছাকাছি আরও একটা চেয়ার খালি, সেই চেয়ারে লম্বা ফুঁ মেরে তিনি বসলেন। পরমেশ্বর বলল, ‘এই সুজির জন্য একটা চেয়ার দে—।’ সহজ উঠে দাঁড়াতে যাচ্ছিল। পরমেশ্বর বলল, ‘তুই বোস। নচে ব্যবস্থা করছে।’
ঘরের ভেতর নচে, গৌর আরও দু-একজন জুটে গিয়েছে, তারা সবাই দাঁড়িয়ে। নচে ঘর থেকে বেরিয়ে গেল, ফিরলও দ্রুত। ওর হাতে একটা টুল। টুলটার এ-পায়া ও-পায়ায় কাঠ মেরে মেরে শক্ত করা হয়েছে। টুলটা নিয়ে সুজি বেমক্কা একটা ঝাঁকুনি দিল। বলল, ‘বসলে ভাঙবে না তো?’
‘টুল ভেঙে পড়ে তুই মরবি না, তুই জিভে মরবি। খেয়ে খেয়ে মরবি। বসে পড়,’ ক্যাপ্টেন বললেন।
ক্যাপ্টেনের কথা শুনে সঙ্গী মেয়েটি বাঁকা চোখে তাকাল। দু’চোখে বিরক্তি।
সুজি দাঁত বের করে হাসল, ‘তাই যেন হয় ক্যাপ্টেন, ভালোমন্দ খেয়েদেয়ে যেতে পারি, বিছানায় পড়ে বাঁচতে চাই না।’
‘না রে সুজি তোকে কেউ ছুরি চালাবে না, গুলিও করবে না। এখনও অনেকদিন বাঁচবি তুই, কৃপণরা সহজে মরে না।’
সুজি হাসল, বলল, ‘কী খাবে ক্যাপ্টেন? দেখো এই কৃপণ আজ ভরপেট খাওয়াবে।’
‘কী আছে তোর স্টকে?’
সুজি হাত বাড়িয়ে সামনের বেঞ্চে রাখা বোতলটা দেখাল। বলল, ‘এটা, আর পর্ক সসেজ আছে, পার্শে মাছ ভাজা আছে, চিকেন আছে। ভাত খাবে, ভাতও আছে?’
‘না, আমি ভাত খাব না। তা তুমি ভাত খাবে নাকি?’ ক্যাপ্টেন হাসি হাসি মুখে মেয়েটিকে বললেন।
‘না।’ মেয়েটি মুখঝামটা দিয়ে উত্তর দিল।
‘তবে কী খাবে?’
পরমেশ্বর বলল, ‘গৌর দুটো প্লেট সাজিয়ে নিয়ে আয়, ভাত ছাড়া সব দে।’
নচে বলল, ‘ক্যাপ্টেন, তোমার মেয়েকে বলো, অন্য ঘরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। লজ্জা কী!’
‘না, না, আমরা ভাত খেয়ে বেরিয়েছি।’ মেয়েটি বলল।
ক্যাপ্টেন ঘাড় নাড়লেন, ‘হ্যাঁ হ্যাঁ।’
নচে বিফল মনোরথে গৌরকে নিয়ে চলে গেল।
পরমেশ্বর বলল, ‘তোমার মেয়ে? আগে দেখিনি তো?’
‘মেয়ে কী রে— এ আমার মেয়েছেলে!’ ক্যাপ্টেন বেশ জোরে চিৎকার করে উঠলেন।
কথাটা শুনেই মেয়েটা এবার ঝটকা মেরে উঠল, ‘বড্ড মুখ খারাপ লোকটার!’
মেয়েটার ঝটকা মারার আগে ক্যাপ্টেনের কথা শুনে ঘরের সবাই চমকে উঠেছিল। শুধু পরমেশ্বর নির্লিপ্ত। ঠান্ডা গলায় বলল, ‘নতুন? সেদিন শঙ্কর বলছিল বটে।’
‘নতুন কোথায় দু’বছর হয়ে গেল।’ ক্যাপ্টেনের চোখেমুখে বেশ একটা মাখো মাখো ভাব।
মেয়েটা বলল, ‘দু’বছর হয়নি, উনিশ মাস।’
পরমেশ্বর বলল, ‘তা আছো কোথায়?’
‘যেখানে ছিলাম, সেখানেই আছি। ওই বাড়িতেই, ওটা আমার বাড়ি। তুই কী বলতে চাইছিস, সেটা আমি বুঝেছি। আগের দু’জন কোথায় গেল? তারা তাদের ছেলেদের সঙ্গে আছে। মেজটার ছেলে মিলিটারিতে আছে। ও ওর মাকে রেখেছে, রাজস্থানে পোস্টিং। তিন নম্বরটা খুব ঝামেলাবাজ। আজ মেয়ের বাড়িতে থাকে তো কাল ছেলের কাছে যায়। আবার মাঝে মাঝে এই বাড়িতেও হানা দেয়। টাকা পয়সা বাসনকোসন সব হাতিয়ে নিয়ে যায়।’
‘আর তুমি হানা দাও না। নাকি গুরু খোঁজা বন্ধ—’
‘আমার তো সূর্য-চন্দ্রের সঙ্গে কারবার, অমাবস্যা পূর্ণিমা দেখে হানা দিই—।’
‘কোথায়? তারাপীঠ, নলহাটি, কামাখ্যা...।’ সুজি পর পর কটা নাম বলে গেল।
‘চুপ কর শালা— ক’টা নাম শিখেছে, নামতা পড়ছে।’ ক্যাপ্টেন ধমক কষাল।
সুজি কিন্তু থামল না, বলল, ‘তাহলে ক্যাপ্টেন এটা তোমার তিন নম্বর বউ?’
‘তিন নয়, চার। প্রথমটা মারা গিয়েছে। আমার কপালে চারটে বিয়েই ছিল। কোটা কমপ্লিট। আর মাথা কুটলেও হবে না।’
‘এ বউ তোমার থেকে বড্ড ছোট ক্যাপ্টেন—।’ সুজি খুব নিচু স্বরে বলল।
‘ছোট তো তোর বাপের কী? ও মোটেই ছোট না। দেখতে এমন। তোমার কত বয়স বলে দাও?’ ক্যাপ্টেন খুব মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন।
‘ছাব্বিশ।’ মেয়েটা ঘাড় শক্ত করে উত্তর দিল।
‘তাহলে? এবার আমার কত বয়স হয়েছে তুই বল? কম দিন দেখছিস না। যখন তুই আর শঙ্কর সাইকেলে করে ঘুরতিস, তখন থেকে তোদের সঙ্গে আমার জান পহেচান। রঞ্জন মুখার্জি। তোদের পার্টির এমএলএ ছিলেন, উনি তোদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন, মনে আছে? এবার বল, আমার বয়স কত?’
সুজি মাথা চুলকাল, ‘কত? সত্তর হবে?’
‘সত্তর তোর বাপের। এখন আমি ছিয়াত্তর।’
সুজি বলল, ‘গুরু তুমি পায়ের ধুলো দাও, পঁচাত্তর বছর বয়সে বিয়ে করছ!’
‘হ্যাঁ, ক্ষমতা আছে তাই করেছি। আর শোন, আমি করিনি, এই মেয়েকে আমি অনেকবার ভাগানোর চেষ্টা করেছি, ভাগেনি। বলেছি, ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। শুনল না। তখন বাধ্য হয়ে একে কাটানোর জন্য বলেছি— আমাকে বিয়ে করবি? ও বলল, করব। ব্যস। বুঝলি, এ মেয়ে সহজ মেয়ে নয়, এ মেয়ে বঁড়শি! গলায় বিঁধলে ঠিক টেনে তুলবে।’
বঁড়শি শুনে মেয়েটা অপাঙ্গে দেখল। ঠোঁটে অল্প মোচড়ও দিল।
গৌর দু প্লেটে সাজিয়ে খাবার নিয়ে এল। সুজি আরও একটা কাচের গ্লাস আনল। নচে একটা বেঞ্চ এনে দিয়েছে। সেটা আপাতত টেবিল। সেখানেই সব রেডি করে দিয়ে নচে বলল, ‘ক্যাপ্টেন খেয়ে নিয়ে আমার হাতটা একটু দেখে দিও তো।’
‘ব্যাটা আমি জ্যোতিষী নাকি যে তোর হাত দেখব? তোর মুখেই তো স্পষ্ট হয়ে আছে কী হবে?’
‘কী হবে?’ নচে কাতর স্বরে বলল।
‘সে আমি কী করে বলব, তুই কী হবি, তোর কী হবে?’
‘তুমি জানো না, তুমি যে সহজকে বললে?’
‘ওকে আমি কিছু বলিনি? শুধু জানতে চেয়েছি, ও এখানে কেন? এই সব প্রোমোটার, ঠিকাদার, সাপ্লায়ার, ভাঙোয়ার, লুচ্চা, লুম্পেনদের সঙ্গে ও কী করছে? ওর তো সাদা পাতার কালো অক্ষরের সঙ্গে বসবাস। এখানে এসে কেন আত্মহননে মগ্ন হচ্ছে?’
পরমেশ্বর বলল, ‘সাদা পাতার কালো অক্ষর— ক্যাপ্টেন একটু বুঝিয়ে বলো।’
‘এ ছেলে তোদের এই লোহা, লক্কর, ইট, বালি, সিমেন্টের পাবলিক নয়, ছুরি মেশিনেরও লোক নয়। ও হচ্ছে সাদা পাতার লোক, ওর হাতে কালো অক্ষর ফুটবে।’
‘ক্যাপ্টেন জানো তো আমার কাছে কোর্টের অনেক মুহুরি আসে, ব্যাঙ্কবাবুরা আসে, আড্ডা দেয়। ওরাও কিন্তু সাদা পাতার কালো অক্ষরের মানুষ।’
‘ওরা পেন্ডুলাম। এই যেমন আমি, নচে, সুজি এরা সব পেন্ডুলাম মার্কা লোক। পেন্ডুলামের কাজ দুলে যাওয়া। আর কোনও বিশেষত্ব নেই। কিন্তু পেন্ডুলাম পেরিয়ে ওপর দিকে তাকা, দেখবি একটা ছোট কাঁটা আছে, একটা বড় কাঁটা আছে, তাদের কাজ সবার নজরে পড়ে। এই যেমন তুই, এই যেমন ও। তোরা ঘড়ির কাঁটা। বাদ বাকি সব পেন্ডুলাম।’
নচে বলল, ‘তাহলে আমার? আমারটা বলো?’
‘তুই? তুই অপঘাতে মরবি। নে এবার শান্তিতে খেতে দে।’
ক্যাপ্টেনের কথায় নচে সোজা হয়ে কঠিন চোখে তাকিয়ে থাকল।
সুজি চাপা গলায় বলল, ‘ক্যাপ্টেন, তোমার এই চার নম্বর বউয়ের নাম কী?’
‘এক নম্বর হোক আর চার নম্বর, আমি কিন্তু তোমাদের ক্যাপ্টেনের বউ। আমাকে সবাই বউদি বলে ডাকবে।’
পরমেশ্বর বলল, ‘একদম ঠিক কথা— নতুন বউদি।’
ক্যাপ্টেন গ্লাস তুলে এক চুমুকেই অর্ধেক করে দিয়ে বললেন, ‘অনেকদিন পরে তোদের সঙ্গে দেখা হল, ভালোই হল। হ্যাঁ রে শঙ্করের খবর কী— ভালো আছে?’
পরমেশ্বর বলল, ‘ভালোই আছে। কয়েক মাস আগে তোমার কাছে গিয়েছিল, আমাকে এসে বলেছে—?’
‘কী বলছিল, হারামজাদাটা?’
‘ওই তুমি নতুন বিয়ে করেছ—?’
‘বিয়ে করেছি, না নতুন মেয়ে জুটিয়েছি? কী বলল?’
‘আমি ওর কথা বিশ্বাস করিনি, ভাগিয়ে দিয়েছি।’
হা হা করে হেসে উঠলেন ক্যাপ্টেন। বললেন, ‘আমার কথা তো বিশ্বাস করবি, তাহলে বলি— মাস দুয়েক আগে একটা চক্করে আমাদের ওদিকে গিয়েছিল। সঙ্গে একটা মারোয়াড়ি ছেলে। শঙ্কর আর ছেলেটা চালের খুদ থেকে মদ তৈরির প্রজেক্ট নিয়ে মেতেছে। আমি বেশ বুঝতে পারছিলাম, ছেলেটাকে নিয়ে শঙ্করের কনফিডেন্স কম। ও হয়তো ভাবছে— ছেলেটা ওকে টুপি দেবে। ওকে ঠকিয়ে বেরিয়ে যাবে। আমাকে বলল— ক্যাপ্টেন একটু বলো তো কী করব? আমি বললাম— সরে আয়। ও বলল, ক্যাপ্টেন কাল সকালে আসব। পরেরদিন একা এল— বলল, কাল ছেলেটাকে দেখে কী বুঝলে? আমি বললাম, এগস না, দু’দিকেই এগস না—।’
ক্যাপ্টেনের কথা শুনে খেতে খেতে নতুন বউ হাসছে।
ক্যাপ্টেন বললেন, ‘আমি শঙ্করকে বললাম— ওই ছেলে তোকে রক্ত বমি করাবে, আর আমি তোর রক্ত শুষে নেব!’
ক্যাপ্টেনের কথা শুনে নতুন বউ এবার বেশ জোরেই হেসে ফেলল।
ক্যাপ্টেনের কথার দ্বিতীয় অংশ সবাই ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, বোকার মতো তাঁর মুখের দিকে তাকিয়ে আছে। ক্যাপ্টেন অত বড় পার্শে মাছটাকে ভেঙে দুমড়ে মুখের ভেতর দিয়েছেন। তাঁর দু’চোখ বন্ধ। চিবচ্ছেন মন দিয়ে। মাছ কাঁটা মাথা সব একসঙ্গে চালান হয়ে গেল কয়েক মুহূর্তে। গ্লাসে একটা চুমুক দিয়ে বললেন, ‘বুঝতে পারলি না তো? শঙ্কর এগলে এই সঞ্জয় আগরওয়াল ওকে রক্ত বমি করাত। আর আমার দিকে এগলে আমি কেন ওর রক্ত শুষে নিতাম!’
সুজি বলল, ‘প্রথম কেসটা তো বুঝতে পারলাম, দ্বিতীয়টা ক্লিয়ার হল না ক্যাপ্টেন।’
ক্যাপ্টেন কিছু বলতে যাচ্ছিলেন, তাঁকে থামিয়ে নতুন বউ এবার মুখ খুলল, ‘ও আমাকে ওর ফোন নম্বর দিয়েছিল। বলছিল, ক্যাপ্টেন তারাপীঠ গেলেই আমাকে ফোন করো। তোমাকে হীরের নাকছাবি কিনে দেব।’
ক্যাপ্টেন বললেন, ‘ওই শঙ্কর আমার ঘরে সিঁধ কাটছিল! আমার বঁড়শির দিকে এগচ্ছিল।’
নতুন বউ মুখ ভার করে বলল, ‘আমি কিন্তু বুড়োকে বলিনি, বুড়ো কীভাবে জেনেছে আমি জানি না।’
পরমেশ্বর মাথা নাড়ল, ‘শঙ্করের স্বভাব আর গেল না। তুমি ধরতেই ভয় পেয়ে নির্ঘাত পালিয়েছে।’
‘পালিয়েছে মানে। তবে ওকে আমি এমনি ছাড়িনি, বলেছি, তুই পিশাচের রোষে পড়বি— বউয়ের হীরের নাকছাবি লোভ আমি গরিব মানুষ কী করে ঠেকাব? ও বলল, ক্যাপ্টেন চিন্তা করো না, লোভ দেখিয়েছি আমি, আমি তা পূরণ করব। দু’দিন পরে হীরের নাকছাবি কিনে পাঠাল। আর এমন হারামজাদা সঙ্গে একটা দামি মোবাইল পাঠিয়েছে।’
হাসতে হাসতে নতুন বউ তার হাতের মোবাইলটা তুলে দেখাল। বলল, ‘এই বুড়ো কী করেছে জানো— ওই নতুন মোবাইলে প্রথমেই শঙ্করের নম্বর সেভ করে দিয়েছে। বলে কি না ওই মাছ তোর বঁড়শিতে বিঁধে আছে, ও নিজে নিজেই খেলছে, দেখ তুই কী করবি!’
পরমেশ্বর বলল, ‘না, না, নতুন বউ তুমি আর শঙ্করকে ফোন টোন করো না। আমি শঙ্করকে ওদিকে যেতেই বারণ করে দেব।’
নচে বলল, ‘কিন্তু আমার কী হবে? আমাকে একটু সেটেল করে দাও।’
ক্যাপ্টেন ঝটকা মেরে বলল, ‘তোর কিছু হবে না, তুই টাকা নিয়ে মানুষ মেরে যা।’
ক্যাপ্টেনের কথায় নচে রক্তশূন্য মুখে সামনের দেওয়াল ধরল। নচের দিকে স্থির চোখে তাকিয়ে পরমেশ্বর।
সহজ বলল, ‘আর আমার কী হবে?’
‘তেত্রিশ দিন— প্রথম খেপ। তারপর সাতমাসের পর, উড়ান দিবি। তুই ঘড়ির ছোট কাঁটা! তোর হিসেবে ঘণ্টা মাপা হয় রে।’
সহজ বলল, ‘তেত্রিশ দিন আর সাত
মাস!’ (চলবে)