Bartaman Patrika
গল্পের পাতা
 

স্বদেশ বিদেশ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন সমীর রক্ষিত।

প্রশান্ত মহাসাগর— এপারে আমেরিকা ওপারে জাপান। আমরা আছি আমেরিকার দিকে হাইওয়েতে। পুত্র সুজন তার কর্মস্থল সিয়াটেল থেকে গাড়ি চালিয়ে চলেছে। আমি আর সুনন্দা। বাবা আর মাকে নিয়ে সে চলেছে। সান্তা বারবারার দিকে। গন্তব্য সেখানেই।
সকালে সিয়াটেল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। ডানদিকে প্রশান্ত মহাসাগর, বাঁদিকে উঁচু পাহাড়-অরণ্য। সুন্দর দৃশ্য। গাড়ির সংখ্যা খুব বেশি নয়। এদেশে সকলকেই আইন মেনে গাড়ি চলতে হয়।
সহসা আমার মনের মধ্যে খেলে গেল এক অসীম নীল বিস্তারের রহস্যময় রূপ। আমাদের গ্রহের সবচেয়ে বিশাল এই মহাসাগর। পৃথিবীর তিরিশ শতাংশ এলাকা অধিকার করে রয়েছে এই মহাবিস্ময়। পৃথুলা বিশ্বের গভীর বিস্তৃত সুনীল সিন্ধু।
তাহলে আমাদের গর্ব শুধু মানুষ বলেই, এর মাহাত্ম্য আমরা সবাই উপভোগ করতে পারছি। মনুষ্য জন্ম আমাদের সার্থক। এই বিশ্বের সমগ্র মানবজাতির।
আমাদের গাড়ি এখন এসে থামল এই সাগরের পাড়ে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে সুপরিকল্পিতভাবে। আমরা দু’চোখ ভরে দেখলাম, এই সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস। যেন লম্ফ দিয়ে আকাশ ছোঁবে এমন উলম্ফন।
এরপর আমরা এগিয়ে গেলাম একটি মোটেলে— যেখানে আমরা আজ রাত্রিবাস করব। এখানে ঢুকে পড়লাম সংলগ্ন একটি রেস্তরাঁয়। সেখানে সমুদ্রের দিকটা কাচের দেয়াল। প্রশান্ত মহাসাগরের উচ্ছ্বাসের অন্ত নেই আমাদের দেখতে পেয়ে। কাচের দেওয়ালে ঝাঁপিয়ে পড়ছে। আমরা তো বিস্ময়ে হতবাক। আরও অবাক হবার মতো রসদ আছে। যখন প্রশ্ন উড়ে এল— তোমরা কি কখনও ঝিনুকের মাংস খেয়েছ?
সুনন্দা তাজ্জব হয়ে বলে— ঝিনুকের মাংস? জীবনে কোনওদিন দেখিইনি বাবা, খাওয়া দূরঅস্ত। আমি ওসব খেতে পারব না।
—বেশ তোমার জন্য আলাদা খাবার বলছি? মেক্সিকান রাইস খেয়ে দেখো!
আমি বলি— মেক্সিকোয় ধান চাষ হয় প্রচুর পরিমাণে, কাজেই ওরা ভাতের ভক্ত আমাদের মতো।
— হ্যাঁ, ওদের প্রিপারেশন কিন্তু আলাদা।
সুনন্দা বলে— ভয় দেখাস না বাবা, ভাত তো ঠিক খেয়ে নেব।
অতএব মেক্সিকান রাইস অর্ডার দেওয়া হয়।
এবার মিটিমিটি হাসির সঙ্গে আমার দিকে প্রশ্ন উড়ে এল, কী বাবা, আমি তো গেঁড়ি-গুগলি-শামুক-ঝিনুক দিয়ে টোস্ট খাব, তুমি?
আমিও হেসে বলি— কী ভেবেছিস আমি ভয় পাব? তোর আর আমার একই অর্ডার যাবে। আমি সানন্দে হাত বাড়িয়ে দিই, ওর হাতের পাঞ্জা এগিয়ে এসে করমর্দনে মিশে যায়।
প্রায় সঙ্গে সঙ্গেই নানান রকম অ্যাপেটাইজার এসে পড়ে। আমরাও তার সদ্ব্যবহারে আলস্য করি না। হালকা স্যুপ আর তার সঙ্গে আনুষঙ্গিক সমস্ত রকম আস্বাদ বাড়ানোর ব্যবস্থা।
আমরা একসঙ্গে উপভোগ করি মূল আহার খাওয়ার আগেকার এই খিদে বাড়াবার প্রক্রিয়া। ধীরে ধীরে ক্ষুধা বৃদ্ধি হতে থাকে।
এরপরে একে একে সুসজ্জিত টেবলের সঙ্গে মানানসই সব খাবার। ধূমায়িত গেঁড়ি-গুগলি-ঝিনুক ইত্যাদির দুটি প্রশস্ত প্লেট। আর একটা রোল। সেই রোল খুলতেই মেক্সিকান রাইস বেরিয়ে আসে। তবে তার দুটি স্তর-মেশামেশি। তার রং দেখে তো বেশ ভয় লাগে। বেশ ঝাল হবে নাকি? রংটা লাল আর সেই ভাতের সঙ্গে কিছু সব্জি-মাংস।
চামচে করে কিছুটা মুখে দেয় সুনন্দা। সঙ্গে সঙ্গে তার মুখটা স্থির আর চোখে জল এসে পড়ে। তারপর আর ঝালের এক্সপ্রেশন না দিয়ে পারে না— উঃ, সমস্ত মুখ জ্বলে যাচ্ছে। সুজন একটা এমন ঝোল এগিয়ে দেয় বাটিতে, সুনন্দা চুমুক দিয়েই বলে— আঃ, এবার খুব সুস্বাদু লাগছে।
এরপর আমরা তিনজনেই খুব রেলিশ করে সানন্দে খাই।
খুব ধীরে ধীরে এক সুন্দর অনুভূতি আমার মনের মধ্যে, রক্তপ্রবাহে ছড়িয়ে যেতে থাকে। এক আন্তর্জাতিক স্তরের অনুভূতি— আমি আমার স্বদেশকে যেমন ভালোবাসি, তেমনই আমাদের এই বিশ্বের যত দেশ আছে তাদের সকলকেই আমি ভালোবাসি। ভালোবাসতে শুরু করে দিয়েছি। এই বিশাল অনুভূতি যেন দিগন্তলুপ্ত প্রশান্ত মহাসাগরের মতো বিস্তৃত হতে থাকে মনের গভীরে।
আমার গভীর ধ্যানের ভেতর থেকেই যেন আরও তীব্র তৃষ্ণার মতো জেগে ওঠে সান্তা বারবারা। কাল সকালেই ব্রেকফাস্টের পর আমাদের গাড়ি চলবে সেদিকেই।
সকালে যথারীতি ব্রেকফাস্টের পরে আমাদের যাত্রা পুনরায় শুরু। সেই ডানদিকে প্রশান্ত মহাসাগর বাঁয়ে উঁচু পাহাড়। নীল আর সবুজের সমারোহ। এই বিশালত্বের যেন কোনও আহ্বান আছে। আমাদের সৃষ্টির সঙ্গে জড়িত অবচেতনায় কখনও এমন কম্পন হয়। এমন উদ্ভাসন!
এই মহাসমারোহে আপ্লুত হতে হতে আমরা চলছি। এদিকটাতে জমিজমা খুব কস্টলি, আসলে হলিউডের কাছাকাছি এলাকা। সারা পৃথিবীর দর্শকদের— চলচ্চিত্রের এক বর্ণময় সিন্ধু। না, যদিও সেবার আর হলিউডে যাওয়া হয়নি।
সান্তা বারবারার দিকে যত এগচ্ছি, তত বেশি তালজাতীয় গাছের সারি দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা শহরাঞ্চলে ঢুকে পড়ি। সুসজ্জিত দোকানপাট, রেস্তরাঁ চোখে পড়ছে। কখনও কোথাও সুন্দর পার্ক, অপরূপ ভাস্কর্য, আর তালগাছ সহ অন্যান্য গাছগাছালি, জলের ফোয়ারা থেকে উচ্ছ্বসিত জলধারা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত।
দু’দিন কেটে যায় এক সুন্দর চেতনার ভেতরে! এই সুন্দর শহর দেখে, শহর ছাড়িয়েও আরও সজীব পরিবেশের দৃশ্যের মধ্যে অগাধ ধ্যানের মধ্যে লিপ্ত হই, যেন এই গ্রহের মানুষ শুধু নই সমগ্র বিশ্বের অংশ হয়ে যাই। আমার জন্মভূমি বঙ্গদেশ, ভারতবর্ষ। সেই স্বপ্নের ঘোর নিয়ে এখানে ফিরে আসার পালা। ফিরে আসি ফের জন্মভূমিতে। সেই চিরকালীন জল-মাটি-হাওয়া আর সৌন্দর্যে।
অলঙ্করণ: সোমনাথ পাল
24th  January, 2021
মেট্রোর দুপুর

সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দাঁড়িয়ে পড়ল দীপন। কারণ দুটো— এক, এতগুলো সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে একটু না দাঁড়ালে আর পারা যাচ্ছিল না। দুই, সামনে মধ্য দুপুরের কলকাতা বৈশাখের রোদে ঝলসাচ্ছে। পা রাখার আগে এটাই শেষ সুযোগ। পকেট থেকে সেলফোনটা বের করল। বসে পড়ল মেট্রোর সিঁড়িতে। চোখ রাখল স্ক্রিনে। 
বিশদ

21st  April, 2024
অথ দাম্পত্যচরিতম
সোমজা দাস

যে লোকটা ফুলকুল্লি স্টেশনের লাগোয়া বিন্তিমাসির চায়ের দোকানে প্রতি সপ্তাহের মঙ্গল আর শুক্কুরবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি বসে থাকে, ওই যে যার মাথায় খড়খড়ে মরচে রঙের চুল, গালে চটামটা লালচে দাড়ি, উদাস চোখ, তার কথা বলছি। সে-ই দশানন দাস।    বিশদ

07th  April, 2024
ছোট গল্প: বন্ধনহীন গ্রন্থি
বিতস্তা ঘোষাল

—অনেকদিন তোমার পোস্ট আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না। আজ একজন বললেন, তোমার হ্যাজব্যান্ড চলে গেলেন। তিনি তোমার পেজ শেয়ারও করলেন। আমি জানতাম না অনিকেত তোমার স্বামী। ওঁর সঙ্গে বহুদিন আগে আমার দেখা হয়েছিল। বিশদ

31st  March, 2024
গুপ্ত রাজধানী: দারা শিকোহের গ্রন্থাগার
সমৃদ্ধ দত্ত

রামায়ণকে বুঝতে হলে, হিন্দু শাস্ত্রের অন্তর্নিহিত দর্শনকে আত্মস্থ করতে হলে, যোগ বশিষ্ট পাঠ করা দরকার। আর শুধু পাঠ করা নয়, প্রজাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহকে একথা বলেছিলেন দরবারের অন্যতম হিন্দু পণ্ডিত চন্দ্রভান ব্রাহ্মণ। বিশদ

31st  March, 2024
অতীতের আয়না: হারিয়ে যাওয়া হাড়গিলে পাখি
অমিতাভ পুরকায়স্থ

নিউ মার্কেটের পূর্ব ও পশ্চিম গেটের একটু উপরের দিকে সবুজ বৃত্তাকার জায়গাটার দিকে কখনও নজর করেছেন? খেয়াল করলে দেখবেন একটি এমব্লেম বা প্রতীক। কলকাতা পৌরসংস্থার এই মোহরচিহ্ন শহরের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। বিশদ

31st  March, 2024
সম্পর্ক
অর্পিতা সরকার

 

ওদের তিনতলা বাড়ি, বাবা সরকারি চাকুরে। সুস্মিতা ওর বাবা-মায়ের একমাত্র সন্তান। তারপরেও বাবার সাধারণ জীবনযাত্রার কারণেই স্কুল-কলেজে কখনও সেভাবে গর্ব করতে পারেনি সুস্মিতা। ওর বাবার মুখে একটাই কথা, ‘নিজে ইনকাম করো, তারপর বুঝবে রোজগার করতে কত কষ্ট করতে হয়। বিশদ

24th  March, 2024
তবু যেতে হয়

—কাজটা তালে ছেড়েই দিলি সুবি!
সুবি উত্তর দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। লাঙলপোতা গ্রামের ছোট্ট বাড়ির মাটির বারান্দার এক কোণে দাঁড়িয়ে পায়ের উপর পা ঘষে সুবিনয়। এ তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘরের ভিতরে তার শয্যাশায়ী মা অলকা। শুয়ে শুয়েই সান্ত্বনা দেন।
বিশদ

17th  March, 2024
গুরুদ্বার সিস গঞ্জ

দিল্লি দেখতে এসে চাঁদনী চক যাওয়া হবে না? তা কীভাবে হয়? অতএব দেশ ও বিদেশের পর্যটকদের অত্যন্ত প্রিয় ভ্রমণস্থল চাঁদনী চক।
বিশদ

17th  March, 2024
দেখা যায় না, শোনা যায় পুতুল বাড়ি
 

আকর্ষণ, বিতর্ক, কৌতূহলের চিরন্তন কেন্দ্রবিন্দু অলৌকিক দুনিয়া। বিশ্বাসী-অবিশ্বাসী দুই শিবিরেরই এব্যাপারে আগ্রহ ষোলোআনা। তাই ভৌতিক সাহিত্য হোক বা সিনেমা, বাজারে কাটতি বরাবরই বেশি।
বিশদ

17th  March, 2024
প্রস্থান
দীপারুণ ভট্টাচার্য

শববাহী গাড়িটা গেটের ভিতর ঢুকতেই অরুণবাবু চারপাশটা দেখলেন। বেঞ্চে পাশাপাশি বসে আছে তার ছেলে নীলাঞ্জন আর বউমা সুতপা। নীলাঞ্জন বড় চাকরি করে। সে ফোন পেয়েছিল অফিসে যাওয়ার পর। সুতপাকে বলেছিল, ‘বেরতে একটু সময় লাগবে। বিশদ

10th  March, 2024
গুপ্ত রাজধানী: জাহান আরার সমাধি
সমৃদ্ধ দত্ত

নভরোজ পরব চলছে। আগ্রা জুড়ে উৎসবের উচ্ছ্বাস। এখন ১৬৪৪। বাদশাহ শাহজাহানের আগ্রা দুর্গে সবথেকে বেশি উজ্জ্বল আয়োজন। স্বাভাবিক। প্রতি বছর নভরোজের সময় আগ্রা দুর্গ এভাবেই সেজে ওঠে। সম্রাটের পুত্রকন্যারা এই সময়টায় পরস্পরের সঙ্গে মিলিত হন। বিশদ

10th  March, 2024
অতীতের আয়না: বাঙালির সার্কাস
অমিতাভ পুরকায়স্থ

১৯২০ সালের ২০ মে। নিজের ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ নিয়ে সিঙ্গাপুরে ট্যুরে গিয়ে জন্ডিস হয়ে মারা গেলেন প্রিয়নাথ বসু। শুধু উপমহাদেশের সার্কাসের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও উৎকর্ষের নতুন মানদণ্ড ছাড়াও, বিনোদন শিল্প হিসেবে সার্কাসকে দৃঢ় ভিত দিয়ে গেলেন তিনি। বিশদ

10th  March, 2024
ভোগ
শুচিস্মিতা  দেব

পুতুলকে সদ্যই নিমতিতা থেকে ‘রায়চৌধুরী ভিলা’তে এনেছে তার পিসি সবিতা। সবিতা এই পরিবারের বহু দিনের থাকা-খাওয়ার মাসি। টিভি সিরিয়ালের মতো প্রকাণ্ড বাড়িখানা দেখে পেরথমেই ভেবলেছে পুতুল। ফুটবল মাঠের মতো বৈঠকখানা। বিশদ

03rd  March, 2024
রুপোর চাকু

আলমারিটা খুলতেই দাদার চোখ চলে গিয়েছিল। উপরের তাকে জামা কাপড়ের পাশে খালি জায়গায় শোয়ানো ছিল। বাজপাখির চোখ দাদার।
বিশদ

25th  February, 2024
একনজরে
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নাইমা খাতুন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর চেয়ারে বসলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর অনুমোদনের পরই ...

বিজেপি সহ তামাম বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল। জনসংযোগই হোক বা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই ...

মাঠের মাঝে হেলিপ্যাড তৈরি হয়েছে। প্রখর রোদে মাটি ফেটে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে সূর্যের তেজ ততই বাড়ছে। কিন্তু তাতে হেলদোল নেই মণিরা বিবি, প্রমীলা রায়, কবিতা রায়দের। ...

বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে পথ আটকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টা নাগাদ চাঁচল থানার গোয়ালপাড়া এলাকার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বক্তৃতা দিতে দিতে জ্ঞান হারালেন নীতিন গাদকারি
নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে দিতে আচমকাই জ্ঞান হারালেন কেন্দ্রীয় সড়ক ...বিশদ

04:41:33 PM

দেবাংশুর প্রচারে উত্তেজনা
নন্দীগ্রামের ভেকুটিয়ায় তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারের সময় ...বিশদ

04:28:51 PM

বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

04:08:00 PM

২৮ এপ্রিল, রবিবার অবধি রাজ্যে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি, জানাল আবহাওয়া দপ্তর

03:45:13 PM

বহরমপুরে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

03:03:21 PM

এই নির্বাচনে বিজেপি জিতলে আর দেশে নির্বাচন হবে না: মমতা

02:49:42 PM