Bartaman Patrika
গল্পের পাতা
 

 আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- পঞ্চম কিস্তি।


অসিত সেন যে সময় ‘উত্তর ফাল্গুনী’ ছবিটি তৈরি করেছিলেন সেই সময় বাংলা ছবিতে আলাদা করে কোনও কোরিওগ্রাফার থাকত না। বাইজির চরিত্র, কিন্তু সেই নাচের মুদ্রা শেখাবেন কে! সুচিত্রা যখন এসব ভাবছেন তখন সমস্যার সমাধানে এগিয়ে এলেন স্বয়ং পরিচালক মশাই। অসিতবাবুই সুচিত্রাকে পরামর্শ দেন,‘আপনাকে বাইজি নাচ একমাত্র ছায়াদিই শেখাতে পারেন। ওঁকেই ধরুন।’ বাকিটা ইতিহাস। ছবিতে পান্নাবাইয়ের নাচগুলো সুচিত্রাকে তুলিয়েছিলেন খোদ ছায়া দেবী।
উত্তরের হেদুয়া থেকে বন্ধু সুচিত্রার টানে দক্ষিণে মাঝে মাঝেই ছুটে যেতেন ছায়া দেবী। এই প্রসঙ্গে একটা গল্প ছায়া দেবী ঘনিষ্ঠ অনেকেরই জানা। মহানায়িকার বাড়িতে এসেছেন পরিচালক অজয় কর। তাঁর পরিচালনায় ‘সপ্তপদী’, ‘সাত পাকে বাঁধা’ ছবিতে কাজ করেছেন ছায়া দেবী। নতুন ছবির জন্য শাড়ি বাছা হচ্ছে। খুব সম্ভবত ‘দত্তা’ ছবির জন্য সুচিত্রার কাছে এসেছিলেন অজয়বাবু। ছায়া দেবী সেদিন সেখানে উপস্থিত। আলোচনা, কাজ সব শেষ করে অজয় কর যখন চলে যাচ্ছেন, তখন হঠাৎ ছায়া দেবী ওঁর হাত থেকে একটা শাড়ি ছিনিয়ে নিয়ে বললেন,‘আপনার ছবি করার সময় আমার একটা শাড়ি খোয়া গিয়েছিল। পরে দেবেন বলেছিলেন, তা আর পাইনি। আজ তাই নিয়ে নিলাম।’ বলেই সোজা হাঁটা দিলেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন পরিচালক।
আসলে ছায়া দেবী যা মনে করতেন তা করেই ছাড়তেন। সে বাড়িতেই হোক বা ফ্লোরে। আর তাতে পরিচালকরাও বেকায়দায় পড়তেন। অজয় করেরই একটি ছবি। ছায়া দেবীকে শট বোঝানোর সময় পরিচালক বললেন, ‘ছায়াদি, আপনি কাশী থেকে ফিরছেন, বিধবার চরিত্র। আপনার কিন্তু কোনও মেকআপ থাকবে না। ছায়া দেবী চুপ। কথাটা একদমই তাঁর পছন্দ হল না। কিন্তু মুখে কিছু বললেন না। মনে মনে ঠিক করে নিলেন, যা করার তাঁকেই করতে হবে। শট রেডি হতেই যথাসময় সেটে এসে উপস্থিত হলেন। কিন্তু তাঁকে দেখে অজয় কর তো অবাক। জিজ্ঞসা করলেন—‘এ কী ! আপনি কাজল পরেছেন! কেন?’ উত্তর যেন তৈরিই ছিল ছায়া দেবীর। সঙ্গে সঙ্গে বললেন, ‘কাজল? সে তো পরেছি সাতদিন আগে।’ বলেই পরিচালককে কিছু বলার সুযোগ না দিয়েই মেকআপ শিল্পীর উদ্দেশে হাঁক পাড়লেন—‘অ্যাই মেকআপ, এদিকে এসো। ক্রিম দিয়ে কাজল তুলে দাও।’
কাজল তুলতে গিয়ে তো মেকআপ ম্যানের অবস্থা কাহিল। তিনি ক্রমাগত ক্রিম দিয়ে ঘষেই চলেছেন, কিন্তু কাজল আর ওঠে না। উঠবে কী করে? ছায়া দেবী তো আর কাজল লাগাননি, লাগিয়েছেন সুরমা। সে আর কী অত সহজে ওঠে!
ছায়া দেবী মাঝে মাঝে একটু অন্যমনস্ক থাকতেন। তবে অভিনয়ের সময় কখনওই তেমন হতো না। তখন তিনি অন্য মানুষ। ‘দেয়া নেয়া’, ‘কাঁচ কাটা হিরে’, ‘মুখুজ্যে পরিবার’ সহ বেশ কয়েকটি ছবিতে ছায়া দেবীর সঙ্গে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। ‘মুখুজ্যে পরিবার’ ছবিতে লিলির জেঠিমার চরিত্রে ছিলেন তিনি। ‘কাঁচ কাটা হিরে’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে ছিলেন ছায়া দেবী। লিলি চক্রবর্তীর কথায়, ‘কাঁচ কাটা হিরে-তে আমার সঙ্গে বেশ কিছু দৃশ্য একসঙ্গে ছিল। ওঁর সঙ্গে অভিনয় করে বেশ মজা পেতাম। দেয়া নেয়া ছবিতে উত্তমদার মা হয়েছিলেন। নিজের ছেলের মতো ভালোবাসতেন উত্তমকুমারকে।’ তবে ছবিতে সাধারণত যেমন বদমেজাজি চরিত্রে দেখা যেত ছায়া দেবীকে, বাস্তবে একেবারেই সেরকম ছিলেন না। ‘ফ্লোরে মেজাজ দেখাতেন না ঠিকই তবে একটু উল্টোপাল্টা হলে রেগে যেতেন। ফলে সকলেই তাঁকে সমীহ করত,’ বলছিলেন লিলি। সহশিল্পীদের সঙ্গে গল্প-টল্প বিশেষ করতেন না। মেকআপ রুমে বেশিরভাগ সময় চুপচাপই থাকতেন। মুডি বলে সকলে একটু ভয়ও করত। তবে একবার গল্প শুরু করলে অনেক কথাই বলতেন। টুকটাক মজাও চলত।
একটা মজার ঘটনার কথা শোনা যাক এই বর্ষীয়ান অভিনেত্রীর জবানিতে। লিলি বলে চললেন— ‘আমরা দু’জনেই উত্তর কলকাতার মেয়ে। আমি তখন বাগবাজারে থাকতাম, আর ছায়াদি থাকতেন সিমলা স্ট্রিটে। একদিন ছায়াদি আর আমি দুটো আলাদা ট্যাক্সিতে চেপে যাচ্ছি টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। কী ছবির শ্যুটিংয়ে সেটা আর মনে নেই। উনি আগে আগে, আর আমি পিছনে। একটা সময় দু’জনের ট্যাক্সি পাশাপাশি চলে আসতে দেখি পাশের ট্যাক্সিতে ছায়াদি। আমি ওঁকে দেখতে পেয়েই হাত নাড়লাম। ওমা, ছায়াদি আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন। ভাবলাম কী হল? ভুল দেখলাম। তাহলে কি উনি ছায়া দেবী নন? এসব ভাবতে ভাবতেই দেখি ট্যাক্সিটা এগিয়ে চলে গিয়েছে। আবার একটা সিগন্যালে গিয়ে ট্যাক্সি দুটো পাশাপাশি এল। সেই এক কেস। এবারও দেখলাম ছায়াদি জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। নাহ, ভুল তো নয়। এ ছায়াদিই। হাত নাড়লাম। যথারীতি এক কাণ্ড! হাত নাড়তেই ছায়াদি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মনটা খারাপ হয়ে গেল। উনি কি তবে কোনও কারণে আমার ওপর রাগ করলেন। এসব ভাবতে ভাবতে টালিগঞ্জ পৌঁছলাম। যখন গাড়ি থেকে নামছি, ততক্ষণে ছায়াদি পৌঁছে গিয়েছেন। আমাকে দেখতে পেয়েই এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কী রে কেমন আছিস? আমি তখন অভিমান করে বললাম, যাও তোমার সঙ্গে কথা বলব না। উনি পাল্টা জিজ্ঞেস করলেন, কেন? বললাম, তোমাকে হাত নাড়লাম, তুমি চিনতেই পারলে না। ছায়াদি নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন, ‘ওহ! আমি বুঝতে পারিনি রে। ’ এরপর আমার আর কিছু বলার থাকতে পারে?
(ক্রমশ)

অলঙ্করণ: চন্দন পাল
 ‘মুখুজ্যে পরিবার’ ছবির একটি দৃশ্যে ভানু বন্দ্যোপাধ্যায় ও
অনুপকুমারের সঙ্গে ছায়া দেবী। ছবি: সৌজন্যে গৌতম বন্দ্যোপাধ্যায়
04th  October, 2020
কালাদা 

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন বুদ্ধদেব গুহ। 
বিশদ

18th  October, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- সপ্তম কিস্তি। 
বিশদ

18th  October, 2020
খিদে
তপন বন্দ্যোপাধ্যায় 

ক্লাস ফাইভে পড়াতে ঢুকেই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে মিলিতা। কারও বয়স দশ, কারও এগারো। অধিকাংশই গরিব ঘরের, অনেকেরই সব বই কেনা হয়নি এখনও। কেউ কেউ একটা-দুটো বই হয়তো হাতে পাবেই না, অথচ অ্যানুয়াল পরীক্ষা দিতে বসবে। গার্জেনদের কাকুতি-মিনতি, অনুরোধে তুলে দিতে হয় পরের ক্লাসে। আজ পড়াতে পড়াতে হঠাৎ চোখ পড়ল ইমনের দিকে।  
বিশদ

18th  October, 2020
সেই মুখ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অনিতা অগ্নিহোত্রী। 
বিশদ

11th  October, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- ষষ্ঠ কিস্তি। 
বিশদ

11th  October, 2020
যোগিনী হইয়া

 জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন এষা দে। বিশদ

04th  October, 2020
চলার পথে
ব্যাক বেঞ্চারস

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন তন্ময় চক্রবর্তী। বিশদ

27th  September, 2020
আজও তারা জ্বলে

 বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- চতুর্থ কিস্তি।
বিশদ

27th  September, 2020
চলার পথে 

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়।  বিশদ

20th  September, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- তৃতীয় কিস্তি। 
বিশদ

20th  September, 2020
রেলগাড়ি ঝমা ঝম
কাকলি দেবনাথ 

পিয়ানোর সুরেলা টুং টাং আওয়াজ। রান্না ছেড়ে দৌড়ে গিয়ে মোবাইলটা দেখলাম।
তিতাসের মেসেজ— তা হলে আমি অনলাইনে টিকিট কেটে নিচ্ছি?  বিশদ

20th  September, 2020
তর্পণ
ধ্রুব মুখোপাধ্যায়

 এখন আমার বিরানব্বই। সেই ছেলেবেলা থেকেই আমি ভীষণ সেয়ানা। যদিও এই জিনিসটা, আমি সারা জীবন উপভোগই করেছি। সেই যেবার রাতের অন্ধকারে মা, বাবার সঙ্গে পদ্মা পেরিয়ে এপারে এলাম সেবারও, সবাই যখন বহরমপুরে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে আমি তখন চুপচাপ খবর লাগিয়েছিলাম, শিয়ালদা স্টেশনের।
বিশদ

13th  September, 2020
আজও তারা জ্বলে
পর্ব- ৩৯

 বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছায়া দেবী- দ্বিতীয় কিস্তি।
বিশদ

13th  September, 2020
মুনকুদি

 জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন নলিনী বেরা। বিশদ

13th  September, 2020
একনজরে
‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা। ...

করোনা আবহেও লক্ষ্মীর আরাধনার বাজেটে খামতি পড়েনি। এমনকী বাইরে থেকে চাঁদা আদায়ও নয়। গ্রামবাসীরাই বছরভর মাটির ভাঁড়ে যে টাকা জমিয়েছেন, তাতেই হচ্ছে পুজোর আয়োজন। ...

বংশপরম্পরায় আজও মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি করে চলেছেন কুমোরটুলির একটি নির্দিষ্ট শিল্পী পরিবার। পটুয়াপাড়ার ৪০/১, বনমালি সরকার স্ট্রিটে মৃৎশিল্পী জয়ন্ত পালের ঘরে জোরকদমে ...

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে দুই মুসলিম দেশের কাছে বড় ধাক্কা খেল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ইরানে কালা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল ইমরান খানের সরকার। এমনকী, সৌদি আরবের রিয়াধেও সেই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM