Bartaman Patrika
গল্পের পাতা
 

 আজও তারা জ্বলে
পর্ব- ৩১

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। সপ্তম কিস্তি।


চরিত্র ছোট না বড়, গুরুত্ব আছে না নেই, এসব সাতপাঁচ ভাবনাকে আমলই দিতেন না তুলসী চক্রবর্তী। মন-প্রাণ ঢেলে শুধু অভিনয় করে যেতেন। ‘শুন বরনারী’ ছবিতে সুপ্রিয়াদেবীর সঙ্গে ছিলেন মাত্র একটি দৃশ্যে। ট্রেন যাত্রার সেই একটি মাত্র দৃশ্যেই কিস্তিমাত। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে তবলিয়ার ভূমিকায় কালোয়াতি গানে অসাধারণ তবলা বাজিয়েছিলেন। ‘শুভদা’ ছবিতে নিজের কণ্ঠে গান গেয়েছিলেন। ‘কবি’ ছবিতে দর্শক তাঁর নাচ প্রত্যক্ষ করেছেন।
অভিনয় ও গান-বাজনার পাশাপাশি তুলসী চক্রবর্তী সেলাই-ফোড়াইতেও হাত পাকিয়েছিলেন। জীবনের কোনও কিছুই যায় না ফেলা! থিয়েটারে একবার অন্যের বদলে কয়েকটা দিন রাজার অভিনয় করতে হয়েছিল তাঁকে। তা অভিনয় করতে গিয়ে দেখেন রাজার নাগরা নেই। দমে যাননি তিনি। মোজার উপর সাজার রং লাগিয়ে, এঁকে, সেলাই করে তৈরি করে ফেলেন নাগরা। সেটা পরেই নেমে পড়েন মঞ্চে। এই হলেন তুলসী চক্রবর্তী।
বাড়িতে নারায়ণ শিলা ছিল। এই গৃহদেবতার নিত্যপুজো করতেন তিনিই। নিজে নিয়মিত বাজার করতেন। অভিনয়ের পাশাপাশি এই একটা জিনিসেও তাঁর দারুণ ইন্টারেস্ট ছিল। তাঁর সহশিল্পীরাও এই ভালোবাসার কথা জানতেন।
একদিন তুলসী চক্রবর্তী যথারীতি স্টার থিয়েটারের লবিতে আসর জমিয়ে বসেছেন। তাঁকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন। এমন সময় যেখানে হাজির হলেন বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্যকার তথা নাট্য নির্দেশক দেবনারায়ণ গুপ্ত। তিনি জিজ্ঞাসা করলেন—
‘আজ কী বাজার করলেন তুলসীদা?’
তুলসী চক্রবর্তী বললেন, ‘আর বোলো না ভাই। বড্ড হয়রানি হতে হয়েছে আজ ফুল কিনতে গিয়ে। অনেক দোকান ঘুরলাম। কিন্তু কোনও ফুলের দোকানেই আজ কর্তাপাতা নেই।’
দেবনারায়ণ গুপ্ত তো হতবাক। বিস্ময়াবিষ্ট চোখে জানতে চাইলেন, ‘কর্তাপাতা! সে আবার কী! এমন পাতার নাম তো কখনও শুনিনি।’
ওদিকে তুলসীর থামার লক্ষণ নেই। এক নাগাড়ে বলেই চলেছেন, ‘কর্তাপাতা না হলে কি নারায়ণের পুজো হয়?’
সকলে যখন এ ওর মুখ চাওয়াচাওয়ি করছে, তখন তুলসী চক্রবর্তীর পাশে বসে থাকা বাংলা থিয়েটার ও সিনেমার আরও এক নমস্য অভিনেতা জহর গাঙ্গুলি রহস্য সমাধানে এগিয়ে এলেন। এই জহর গাঙ্গুলিকে অভিনেতা তৈরির পিছনে বিরাট অবদান তুলসী চক্রবর্তীর সে কথায় পরে আসছি।
জহর গাঙ্গুলি বললেন, ‘আসলে ওঁর বউ তো তুলসী শব্দটা উচ্চারণ করতে পারে না, আমাদের কাছে সেই কথাটাই কেমন কায়দা করে জানিয়ে দিল, দেখেছেন তো।’ জহর গাঙ্গুলির কথায় সকলে হেসে উঠল। স্বয়ং, তুলসীও তখন মিটিমিটি হাসছেন।
বঙ্গ রঙ্গমঞ্চের স্বনামধন্য অভিনেতা, পরিচালক ও নাট্যকার অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কাছেই যে অভিনয়ের অ-আ-ক-খ শিখেছিলেন তুলসী, তা তো আগেই বলেছি। এই অপরেশ মুখোপাধ্যায়কে ধরেই তুলসী পথ দেখিয়েছিলেন জহর গাঙ্গুলিকে। তুলসী না থাকলে যে অপরেশচন্দ্রের কাছে পৌঁছতেই পারতেন না তিনি, তা এক বাক্যে স্বীকার করতেন জহর গাঙ্গুলিও। বন্ধুকে স্টার থিয়েটারে ঢোকানোর জন্য অপরেশবাবুর পা পর্যন্ত ধরেছিলেন তুলসী। সেকথা নিজেই বলে গিয়েছেন জহর গাঙ্গুলি।
গ্রাম থেকে কলকাতায় এসে তখন চোখে সরষে ফুল দেখছেন জহর গাঙ্গুলি। হালে পানি না পেয়ে কোনওক্রমে মিত্র থিয়েটারে ভিড়ের দৃশ্যে অভিনয় করার ছাড়পত্র পেয়েছেন। নতুন বলে অন্য অভিনেতারা তো বটেই চাকর-বাকরেরাও বাঁকা চোখে দেখত। সেই সময় তুলসীর সঙ্গে আলাপ জহরের। তুলসী তখন স্টারে। পাঠ শেষ করে মাঝে-মধ্যে যেতেন মিত্র থিয়েটারে। সেখানেই দু’জনের সুখ-দুঃখের কথা হতো। কলকাতা শহরে একবেলা খেয়ে কী করে দিন কাটছে জহরের, তা শুনে কষ্ট পেতেন তুলসীও। একদিন সহকর্মীদের নিষ্ঠুর ব্যবহারে গুম হয়ে বসে আছেন জহর। সেই সময় তুলসীকে দেখে চোখের জল সামলাতে পারলেন না। সেদিন তুলসী তাঁকে স্টার থিয়েটারে যাওয়ার আমন্ত্রণ জানালেন। বললেন, ‘কাল একবার আয়। রিহার্সাল আছে, তখন স্যারের (অপরেশচন্দ্র) কাছে নিয়ে যাব। চেষ্টা করে দেখি। এখানে থাকলে তো তুই গঞ্জনা শুনতে শুনতেই মরে যাবি।’
পরদিন বিকালে স্টারে গিয়ে জহর দেখেন যে তাঁর জন্য তুলসী চক্রবর্তী স্টার থিয়েটারের গেটের বাইরে অপেক্ষা করছেন। চোখে-মুখে উৎকণ্ঠার ছাপ। জহর যেতেই বললেন, ‘এত দেরি করতে হয়। রিহার্সাল কখন শুরু হয়ে গিয়েছে। স্যারের রিহার্সালে দু’মিনিট দেরি হলেও কথা শুনতে হয়।’
একথা বলে জহরকে একপ্রকার টানতে টানতে অপরেশ মুখুজ্যের কাছে নিয়ে গেলেন তুলসী। গালভরা একটা হাসি দিয়ে বললেন, ‘এই যে স্যার, এই ছেলেটিকে এনেছি আপনার কাছে।’
অপরেশচন্দ্র তো আকাশ থেকে পড়লেন। ভ্রূ কুঁচকে বললেন, ‘ছেলেটিকে এনেছ মানে? একে নিয়ে কী করব? জামাই করব?’
উত্তরে তুলসী বললেন, ‘না স্যার! ওকে নিয়ে এলাম অভিনয় করানোর জন্য। মিত্র থিয়েটারে পড়ে পড়ে সকলের গঞ্জনা সইছিল। তা আমিই বললাম, জহর, চল স্যারের কাছে। একবার তিনি যদি তোকে পায়ে ঠাঁই দেন, তবে গোজন্ম থেকে উদ্ধার হয়ে যাবি।’
অপরেশবাবু বিরক্তই হলেন। বললেন, ‘খুব যে তৈলমর্দন করতে শিখেছ! তা আমি কি তোমাকে বলেছিলাম একটা ছেলে ধরে নিয়ে আসতে! না, না, আমার নতুন নাটকে কোনও নতুন ছেলের দরকার নেই।’
অপরেশবাবুর কথা শুনে জহর গাঙ্গুলি তো মনে মনে প্রমাদ গুনলেন। তুলসী ঝপ করে অপরেশচন্দ্রর পা দুটো জড়িয়ে ধরে বলেন, ‘এই আপনার পায়ে পড়ছি স্যার! ছেলেটাকে একটু চান্স দিয়ে দেখুন, ও দুঃখী ছেলে স্যার। খুব ভালো ছেলে। আপনি একটু পায়ে ঠাঁই দিলে ও চিরকাল আপনার কেনা গোলাম হয়ে থাকবে।’
(ক্রমশ)
12th  July, 2020
মেট্রোর দুপুর

সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দাঁড়িয়ে পড়ল দীপন। কারণ দুটো— এক, এতগুলো সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে একটু না দাঁড়ালে আর পারা যাচ্ছিল না। দুই, সামনে মধ্য দুপুরের কলকাতা বৈশাখের রোদে ঝলসাচ্ছে। পা রাখার আগে এটাই শেষ সুযোগ। পকেট থেকে সেলফোনটা বের করল। বসে পড়ল মেট্রোর সিঁড়িতে। চোখ রাখল স্ক্রিনে। 
বিশদ

21st  April, 2024
অথ দাম্পত্যচরিতম
সোমজা দাস

যে লোকটা ফুলকুল্লি স্টেশনের লাগোয়া বিন্তিমাসির চায়ের দোকানে প্রতি সপ্তাহের মঙ্গল আর শুক্কুরবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি বসে থাকে, ওই যে যার মাথায় খড়খড়ে মরচে রঙের চুল, গালে চটামটা লালচে দাড়ি, উদাস চোখ, তার কথা বলছি। সে-ই দশানন দাস।    বিশদ

07th  April, 2024
ছোট গল্প: বন্ধনহীন গ্রন্থি
বিতস্তা ঘোষাল

—অনেকদিন তোমার পোস্ট আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না। আজ একজন বললেন, তোমার হ্যাজব্যান্ড চলে গেলেন। তিনি তোমার পেজ শেয়ারও করলেন। আমি জানতাম না অনিকেত তোমার স্বামী। ওঁর সঙ্গে বহুদিন আগে আমার দেখা হয়েছিল। বিশদ

31st  March, 2024
গুপ্ত রাজধানী: দারা শিকোহের গ্রন্থাগার
সমৃদ্ধ দত্ত

রামায়ণকে বুঝতে হলে, হিন্দু শাস্ত্রের অন্তর্নিহিত দর্শনকে আত্মস্থ করতে হলে, যোগ বশিষ্ট পাঠ করা দরকার। আর শুধু পাঠ করা নয়, প্রজাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহকে একথা বলেছিলেন দরবারের অন্যতম হিন্দু পণ্ডিত চন্দ্রভান ব্রাহ্মণ। বিশদ

31st  March, 2024
অতীতের আয়না: হারিয়ে যাওয়া হাড়গিলে পাখি
অমিতাভ পুরকায়স্থ

নিউ মার্কেটের পূর্ব ও পশ্চিম গেটের একটু উপরের দিকে সবুজ বৃত্তাকার জায়গাটার দিকে কখনও নজর করেছেন? খেয়াল করলে দেখবেন একটি এমব্লেম বা প্রতীক। কলকাতা পৌরসংস্থার এই মোহরচিহ্ন শহরের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। বিশদ

31st  March, 2024
সম্পর্ক
অর্পিতা সরকার

 

ওদের তিনতলা বাড়ি, বাবা সরকারি চাকুরে। সুস্মিতা ওর বাবা-মায়ের একমাত্র সন্তান। তারপরেও বাবার সাধারণ জীবনযাত্রার কারণেই স্কুল-কলেজে কখনও সেভাবে গর্ব করতে পারেনি সুস্মিতা। ওর বাবার মুখে একটাই কথা, ‘নিজে ইনকাম করো, তারপর বুঝবে রোজগার করতে কত কষ্ট করতে হয়। বিশদ

24th  March, 2024
তবু যেতে হয়

—কাজটা তালে ছেড়েই দিলি সুবি!
সুবি উত্তর দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। লাঙলপোতা গ্রামের ছোট্ট বাড়ির মাটির বারান্দার এক কোণে দাঁড়িয়ে পায়ের উপর পা ঘষে সুবিনয়। এ তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘরের ভিতরে তার শয্যাশায়ী মা অলকা। শুয়ে শুয়েই সান্ত্বনা দেন।
বিশদ

17th  March, 2024
গুরুদ্বার সিস গঞ্জ

দিল্লি দেখতে এসে চাঁদনী চক যাওয়া হবে না? তা কীভাবে হয়? অতএব দেশ ও বিদেশের পর্যটকদের অত্যন্ত প্রিয় ভ্রমণস্থল চাঁদনী চক।
বিশদ

17th  March, 2024
দেখা যায় না, শোনা যায় পুতুল বাড়ি
 

আকর্ষণ, বিতর্ক, কৌতূহলের চিরন্তন কেন্দ্রবিন্দু অলৌকিক দুনিয়া। বিশ্বাসী-অবিশ্বাসী দুই শিবিরেরই এব্যাপারে আগ্রহ ষোলোআনা। তাই ভৌতিক সাহিত্য হোক বা সিনেমা, বাজারে কাটতি বরাবরই বেশি।
বিশদ

17th  March, 2024
প্রস্থান
দীপারুণ ভট্টাচার্য

শববাহী গাড়িটা গেটের ভিতর ঢুকতেই অরুণবাবু চারপাশটা দেখলেন। বেঞ্চে পাশাপাশি বসে আছে তার ছেলে নীলাঞ্জন আর বউমা সুতপা। নীলাঞ্জন বড় চাকরি করে। সে ফোন পেয়েছিল অফিসে যাওয়ার পর। সুতপাকে বলেছিল, ‘বেরতে একটু সময় লাগবে। বিশদ

10th  March, 2024
গুপ্ত রাজধানী: জাহান আরার সমাধি
সমৃদ্ধ দত্ত

নভরোজ পরব চলছে। আগ্রা জুড়ে উৎসবের উচ্ছ্বাস। এখন ১৬৪৪। বাদশাহ শাহজাহানের আগ্রা দুর্গে সবথেকে বেশি উজ্জ্বল আয়োজন। স্বাভাবিক। প্রতি বছর নভরোজের সময় আগ্রা দুর্গ এভাবেই সেজে ওঠে। সম্রাটের পুত্রকন্যারা এই সময়টায় পরস্পরের সঙ্গে মিলিত হন। বিশদ

10th  March, 2024
অতীতের আয়না: বাঙালির সার্কাস
অমিতাভ পুরকায়স্থ

১৯২০ সালের ২০ মে। নিজের ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ নিয়ে সিঙ্গাপুরে ট্যুরে গিয়ে জন্ডিস হয়ে মারা গেলেন প্রিয়নাথ বসু। শুধু উপমহাদেশের সার্কাসের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও উৎকর্ষের নতুন মানদণ্ড ছাড়াও, বিনোদন শিল্প হিসেবে সার্কাসকে দৃঢ় ভিত দিয়ে গেলেন তিনি। বিশদ

10th  March, 2024
ভোগ
শুচিস্মিতা  দেব

পুতুলকে সদ্যই নিমতিতা থেকে ‘রায়চৌধুরী ভিলা’তে এনেছে তার পিসি সবিতা। সবিতা এই পরিবারের বহু দিনের থাকা-খাওয়ার মাসি। টিভি সিরিয়ালের মতো প্রকাণ্ড বাড়িখানা দেখে পেরথমেই ভেবলেছে পুতুল। ফুটবল মাঠের মতো বৈঠকখানা। বিশদ

03rd  March, 2024
রুপোর চাকু

আলমারিটা খুলতেই দাদার চোখ চলে গিয়েছিল। উপরের তাকে জামা কাপড়ের পাশে খালি জায়গায় শোয়ানো ছিল। বাজপাখির চোখ দাদার।
বিশদ

25th  February, 2024
একনজরে
আট ম্যাচে পাঁচটা পরাজয়। প্লে-অফের পথ ক্রমশ কঠিন হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে ...

মাঠের মাঝে হেলিপ্যাড তৈরি হয়েছে। প্রখর রোদে মাটি ফেটে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে সূর্যের তেজ ততই বাড়ছে। কিন্তু তাতে হেলদোল নেই মণিরা বিবি, প্রমীলা রায়, কবিতা রায়দের। ...

বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে পথ আটকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টা নাগাদ চাঁচল থানার গোয়ালপাড়া এলাকার ...

বিজেপি সহ তামাম বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল। জনসংযোগই হোক বা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মনোনয়ন জমা দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

01:34:58 PM

ছত্তিশগড়ের সুরগুজায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র

01:17:00 PM

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ

01:10:02 PM

রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে মতুয়াদের ভিড়

12:53:00 PM

ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবাহী লরিতে আগুন
ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে আজ হঠাৎই একটি পণ্যবাহী ...বিশদ

12:40:38 PM

আজ আউসগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা, নেত্রীকে শুনতে হাজির বিপুল সংখ্যক মানুষ

12:30:00 PM