Bartaman Patrika
গল্পের পাতা
 

দু’জন  

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন ভগীরথ মিশ্র।

একজন মানুষের মধ্যে যে কতগুলো মানুষ লুকিয়ে থাকে তার বুঝি ইয়ত্তা নেই।
তা তো হবেই। মনুষ্য-চরিত্র তো কখনওই কেবল সাদা অথবা কালো দিয়ে তৈরি হয় না। এই দুনিয়ায় কোনও মানুষই তেমনটা নয়। হরেক রঙের শেড নিয়েই মানুষ।
এসব কথা বলতে গিয়ে এই মুহূর্তে মনে পড়ছে কাঞ্জিলালের কথা।
তারক কাঞ্জিলাল। মেদিনীপুর জেলার বিখ্যাত ‘চণ্ডী অপেরা’র নামকরা গায়ক তিনি। বাংলা-বিহার-অসম জুড়ে তাঁর বিপুল নামডাক। ওই বিশাল এলাকার যাত্রামোদী সমাজ তাঁকে কেবল কাঞ্জিলাল নামেই একডাকে চেনে। তিনি দলে আছেন শুনলেই সেই অপেরার দু’দশটা বাড়তি বায়না হয়। আর, গোটা বাংলা-বিহার-অসম জুড়ে ছড়িয়ে ছিল তাঁর শত শত ভক্ত।
আমিও তখন চণ্ডী অপেরা’য় রয়েছি। একেবারে কাছ থেকে শুনেছি কাঞ্জিলালের গান। সত্যি, অসাধারণ কণ্ঠ ছিল ভদ্রলোকের। একেবারে সাজঘর থেকে যখন ভরাট কণ্ঠে গান ধরতেন, গোটা আসরটা বুঝি গমগম করত। আবার করুণ রসের গান গেয়ে আসরের সব মানুষকে কাঁদিয়ে ছাড়তেন।
পালাগানের বাইরের সময়টুকু একা একা থাকতেই ভালোবাসতেন মানুষটি। সঙ্গী বলতে ছিল মদের বোতল। দিনভর দেশি মদ খেয়ে সারাক্ষণ একেবারে চুর হয়ে থাকতেন। এমনকী, পালাগান শুরু হওয়ার আগেও গলায় ঢেলে নিতেন আধ বোতল মদ। কিন্তু নিজের সময়টি আসামাত্র টলোমলো পায়ে উঠে দাঁড়াতেন। টলতে টলতে বেরিয়ে আসতেন সাজঘরের মুখ পর্যন্ত। ওখান থেকেই ধরতেন গান। তখন কে বলবে, আকণ্ঠ মদ খেয়ে একেবারে বেহেড হয়ে রয়েছেন ! সুরে, তালে, লয়ে এক্কেবারে নিখুঁতভাবে গানটি গাইতে গাইতে আসরে ঢুকতেন, একেবারে স্বাভাবিক ঢংয়ে গানটি গেয়ে, শ্রোতাদের একেবারে মজিয়ে দিয়ে বেরিয়ে আসতেন আসর থেকে। সাজঘরে ঢুকেই আরও ক’ঢোঁক খেতেন।
দলের কোনও শিল্পী প্রকাশ্যে এমনটা করলে, যেকোনও অপেরা-মালিকেরই দলের সামগ্রিক শৃঙ্খলার প্রশ্নে আপত্তি তোলারই কথা। কিন্তু স্রেফ এমন একটি ঈশ্বর-প্রদত্ত কণ্ঠে’র কারণেই তিনি মাফ পেয়ে গিয়েছেন চিরকাল।
একবার ঝাড়গ্রামের কাছাকাছি একটি গাঁয়ে পালাগান চলছে আমাদের। কার্তিক মাসের মাঝামাঝি। আমাদের ঠাঁই হয়েছে গাঁয়ের একটি স্কুলে। গাওনের শেষ রাত ছিল ওটা। রাত পোহালেই চলে যাব ঝাড়গ্রাম শহরে। সেখানে রাজবাড়িতে আমাদের গাওন রয়েছে।
তো, পালাগান সাঙ্গ হতেই সাজঘরে এক যুবক এসে হাজির। প্রথমেই সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল কাঞ্জিলালের পায়ের তলায়। ভক্তিভরে প্রণাম সেরে বলল, ওস্তাদজি, আজ বহু বছর আমি আপনার গানে পাগল হয়ে রয়েছি। কাছে-দূরে যেখানেই আপনার দলের গাওন হয়, খবর পেলেই চলে যাই, কেবল আপনার গলায় গান শুনব বলে। আমিও অল্পস্বল্প গান-বাজনা করি। তাতেই বুঝি, কী অমূল্য সম্পদ লুকিয়ে রয়েছে আপনার কণ্ঠে !
পালাগানের শেষে বোতলের বাকি মদটুকু গলায় ঢেলে নিয়ে কাঞ্জিলাল তখন পুরোপুরি বেহেড। ওই অবস্থায়ও ঢুলুঢুলু চোখে হাসেন তিনি।
ঠিক তখনই যুবকটি বলে ওঠে, আপনার মতো ওস্তাদ এই মাটির স্কুলঘরে মেঝের ওপর শোবেন ? ঠান্ডায় আপনার খুবই কষ্ট হবে। ঠান্ডা লেগে গলাটা খারাপও হয়ে যেতে পারে। তাই, বলছিলাম, দয়া করে যদি আমার বাড়িতে পায়ের ধুলো দেন, যদি রাতটা আমার বাড়িতে কাটান, তবে একেবারে ধন্য হয়ে যাই!
যুবকের কাতর মিনতির জবাবে কাঞ্জিলাল একপায়ে খাড়া। জড়ানো গলায় বলেন, এ আর বেশি কথা কি! যেখানে খুশি থাকলেই হল।
আহ্লাদে গদগদ যুবক কাঞ্জিলালকে সঙ্গে নিয়ে চলে গেল নিজের বাড়িতে।
পরদিন একটু বেশি বেলায়, গোটা দল তখন ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেওয়ার জন্যে তৈরি, এমনি সময়ে যুবকটি হন্তদন্ত হয়ে এল।
জিজ্ঞেস করল, ওস্তাদজি আসেননি?
— কই না তো।
কেমন জানি উদ্ভ্রান্ত লাগছিল যুবককে। আমাদের জেরার জবাবে অতিশয় কুণ্ঠিত গলায় যা জানাল, তার মর্মার্থ হল, গতকাল রাতে ওর বাড়িতে নিয়ে গিয়ে যৎপরোনাস্তি খাতিরযত্ন করেছে কাঞ্জিলালকে। চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় দিয়ে খাইয়েছিল। বৈঠকখানায় বাহারি খাটে পরিপাটি বিছানা পেতে, নতুন কেনা নেটের মশারি টাঙিয়ে, শুতে দিয়েছিল। রাতে যদি তেষ্টা পায়, এই ভেবে মাথার কাছে কাঁসার ঘটিতে একঘটি জলও রেখে দিয়েছিল। রাতে যদি ওস্তাদের প্রয়োজন পড়ে এই ভেবে বালিশের পাশে রেখে দিয়েছিল একটি পাঁচ শেলের টর্চ। এমনকী, ওস্তাদজি বিছানায় ঢুকে পড়ার পর বাইরে থেকে মশারিটা পর্যন্ত বিছানায় গুজে দিয়েছিল।
একটু বাদে কাঞ্জিলাল ঘুমিয়ে পড়লে যুবকটিও ঘুমতে যায়।
পালাগান শোনার সুবাদে ঘুমতে যেতে বেশ দেরিই হয়েছিল বাড়ির সকলের। কাজেই, পরের দিন সকালে বেশ দেরি করেই ঘুম ভেঙেছে। কিন্তু সাত-তাড়াতাড়ি বৈঠকখানায় এসে যুবক দেখে, কাঞ্জিলাল নেই। সেই সঙ্গে বিছানায় পাতা নতুন বেড-কভারটা নেই, নেটের মশারিটাও নেই। এমনকী, জলের ঘটি এবং পাঁচ শেলের টর্চটাও নেই। শুধু তাই নয় বৈঠকখানার দেয়ালে ঝুলিয়ে রাখা মাছ ধরবার নতুন জালটাও নেই।
যুবক তৎক্ষণাৎ গাঁয়ের প্রায় সমস্ত সম্ভাব্য জায়গায় খুঁজেটুজে, অবশেষে এসেছে স্কুলে।
যেমনই উদ্ভ্রান্তের মতো এসেছিল, ওইভাবেই একসময় চলে গেল যুবক। যাওয়ার সময় অবশ্য আমাদের জনে জনে অনুরোধ জানিয়ে যায়, যেন কথাটি পাঁচকান না-হয়। এত বড় ওস্তাদের মান যাবে তাতে।
দলের তরফেও গোটা গ্রাম জুড়ে কাঞ্জিলালকে তন্নতন্ন করে খোঁজা হল। কিন্তু কোথাও তার হদিস পর্যন্ত পাওয়া গেল না।
গোটা দলের ততক্ষণে অকূলপাথারে পড়বার মতো অবস্থা। রাতের বেলায় ঝাড়গ্রাম রাজবাড়িতে গাওন, অথচ দলের তুরুপের তাস কাঞ্জিলালের কোনও খোঁজই নেই !
দিনভর আমাদের যারপরনাই উৎকণ্ঠার মধ্যে রেখে সন্ধে নাগাদ অবশ্য ফিরলেন কাঞ্জিলাল। মদে একেবারে চুর হয়ে রয়েছেন। বুঝতে পারছিলাম, যুবকের বাড়ি থেকে হাতানো জিনিসগুলো জলের দামে কাউকে বেচে দিয়ে ওই টাকায় দেশি কিনে দিনভর খেয়েছেন।
ওই অবস্থায় মুখে রং মাখতে বসে গেলেন তিনি। আর, ওই রাতে আসরে যা গাইলেন, তার কোনও তুলনা হয় না!
আজও মানুষটার কথা মনে পড়লে কেবল একটা কথাই ভাবি। এতবড় শিল্পীর বুকের মধ্যে একজন ছিঁচকে চোরও বাস করে!  
05th  July, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। ষষ্ঠ কিস্তি।
বিশদ

05th  July, 2020
সিনেমার মতো
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়িতে সেটল করতে একটু সময় লাগছে শাশ্বতর। শাশ্বত মুখার্জি। কলকাতার বনেদি বাড়ির পরিবেশে মানুষ হওয়াটা কোথাও কোথাও একটু অসুবিধাজনকও বটে। মজ্জায় মজ্জায় মানিয়ে নেওয়ার সমস্যা।  বিশদ

05th  July, 2020
ফেয়ার-ওয়েল
অঞ্জনা চট্টোপাধ্যায়
(১)

 নাইন-বি এর ক্লাসরুম থেকে বেরিয়ে ধীরপায়ে সিঁড়ির দিকে এগিয়ে চললেন অলকানন্দা রায়চৌধুরী, ছাত্রীদের প্রিয় শিক্ষিকা ‘অলকা দি’। গতকাল রাত থেকেই হাঁটুর ব্যথাটা আবার চাগাড় দিয়েছে, পা মুড়তে বেশ কষ্ট হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে মনের ভিতর যে ব্যথাটা জমে রয়েছে তার কাছে এই হাঁটুর ব্যথাটা তো একেবারেই তুচ্ছ। রেলিং ধরে ধীরে ধীরে একতলার দিকে নামতে শুরু করলেন অলকা।
বিশদ

28th  June, 2020
চলার পথে
ফ্রেদরিকের চিঠি

 জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অমর মিত্র। বিশদ

28th  June, 2020
আজও তারা জ্বলে
পর্ব- ২৯

 বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। পঞ্চম কিস্তি। বিশদ

28th  June, 2020
আজও তারা জ্বলে
পর্ব- ২৮

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। চতুর্থ কিস্তি।
বিশদ

14th  June, 2020
নিলডাউন

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।  বিশদ

14th  June, 2020
আজও তারা জ্বলে 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ তুলসী চক্রবর্তী। তৃতীয় কিস্তি। 
বিশদ

07th  June, 2020
অথৈ সাগর 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

07th  June, 2020
স্বপ্নসঙ্গী 

উদয়চাঁদ বন্দ্যোপাধ্যায়: ট্রেনটা প্রায় আড়াই ঘণ্টা দেরি করে ঢুকল গোমো স্টেশনে। বাতানুকূল কামরা থেকে নেমে আসে তন্বী পিয়ালি। ভিড় এড়িয়ে, সঙ্গের চাকা লাগানো ব্যাগটা নিয়ে একটু সরে এসে, উদ্বিগ্ন চোখে দু’দিকে তাকায়। একটা সাধারণ পোশাক পরা যুবক পিয়ালির সামনে এসে বলে, আপনি মুখার্জি স্যারের ফরেস্ট বাংলোয় যাবেন তো?
পিয়ালি ভ্রু কুঁচকে বলে, কে তুমি?  বিশদ

31st  May, 2020
আজও তারা জ্বলে
তুলসী চক্রবর্তী

পথে চলতে চলতে বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে তুলসীর। বহু পেশার মানুষ দেখেছেন। তাই যে কোনও চরিত্র ফুটিয়ে তুলতে অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে দিতেন। নিজের দেখা মানুষের ছাঁচে ফেলে গড়ে তুলতেন চরিত্রটি। তাই তাঁর অভিনয় ওরকম স্বাভাবিক মনে হতো।
বিশদ

31st  May, 2020
ভৈরবী মা
সঙ্গীতা দাশগুপ্ত রায়

 ‘নিজে রান্নাবান্না পারেন?’ ‘নাহ, একদম আনাড়ি,’ অর্জুন হাসে। ‘তবে তো এ ব্যবস্থাই বেশ। ওনার ফেরার কোনও ঠিক থাকে না। আপনাকে ন’টায় খেতে দেব তো? আর হ্যাঁ, কোনও অসুবিধা হলে বউদি বলে ডাক দেবেন ভাই।’ একটু আন্তরিকতা ছুঁইয়ে দিয়ে যান মহিলা। বিশদ

24th  May, 2020
আজও তারা জ্বলে
তুলসী চক্রবর্তী

‘ওরে, আমি হলাম গিয়ে হেঁশেলবাড়ির হলুদ। ঝালে-ঝোলে-অম্বলে সবেতেই আছি। হাসতে বললে হাসব, কাঁদতে বললে কাঁদব, নাচতে বললে নাচব, দু’কলি গান গেয়ে দিতে বললে তাও পারব। হলুদ যেমন সব ব্যঞ্জনেই লাগে তেমনই আর কী! কিন্তু হলুদের কি নিজস্ব কোনও স্বাদ আছে? তাই আমার এই অভিনয়কে আমি অভিনয় বলি না গো!
বিশদ

24th  May, 2020
অথৈ সাগর
পর্ব ২৫

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। বিশদ

24th  May, 2020
একনজরে
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় ভুয়ো ক্ষতিগ্রস্তদের কাছ থেকে টাকা ফেরাতে ব্লক লেভেল টাস্ক ফোর্স (বিএলটিএফ) তৈরি করল জেলা প্রশাসন। গত ৭জুলাই জেলাশাসক পার্থ ঘোষ এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা ‘সিপ’ বাবদ আদায় কমল জুন মাসে। গত মাসে গোটা দেশে সিপ-এ বিনিয়োগ হয়েছে ৭ হাজার ৯২৭ কোটি টাকা। অথচ তার আগের মাসে, অর্থাৎ মে মাসে বিনিয়োগ হয়েছিল ৮ হাজার ...

সংবাদদাতা, বালুরঘাট: আগেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন বালুরঘাট শহরের বাইকের একটি শোরুমের এক কর্মী। এবার সেই শোরুমের আরও এক কর্মী এবং সেখানে আসা এক ক্রেতার করোনা ...

 জীবানন্দ বসু, কলকাতা: গত এক বছরে দেশের কম আয়ের শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দেখভালের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন। এর আয় ৫ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পঠন-পাঠনে আগ্রহ বাড়লেও মন চঞ্চল থাকবে। কোনও হিতৈষী দ্বারা উপকৃত হবার সম্ভাবনা। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,
১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,
১৯৪৯- ক্রিকেটার সুনীল গাভাসকরের জন্ম,
১৯৫০- গায়িকা পরভীন সুলতানার জন্ম,
১৯৫১- রাজনীতিক রাজনাথ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.০৪ টাকা ৭৬.৭৪ টাকা
পাউন্ড ৯২.১৪ টাকা ৯৭.১৪ টাকা
ইউরো ৮২.৯৩ টাকা ৮৭.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,০৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫১,৭১০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫১,৮১০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী ১৬/৩০ দিবা ১১/৩৯। পূর্বভাদ্রপদ অহোরাত্র। সূর্যোদয় ৫/২/৪২, সূর্যাস্ত ৬/২১/২৷ অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/২২ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২১ মধ্যে।
২৫ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী দিবা ১১/২৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র অহোরাত্র। সূযোদয় ৫/২, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।
১৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: ব্যবসায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। বৃষ: শরীর-স্বাস্থ্যে দ্রুত আরোগ্য। মিথুন: একাধিক উপায়ে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,১৯৪৯- ...বিশদ

07:03:20 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৭,৮৬২ জন, মোট আক্রান্ত ২,৩৮৬১ 

09:42:28 PM

কর্ণাটকে করোনা পজিটিভ আরও ২,৩১৩ জন, মোট আক্রান্ত ৩৩,৪১৮ 

08:09:39 PM

করোনা: রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ 
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ...বিশদ

07:40:59 PM

করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক 
করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিং ...বিশদ

07:29:30 PM