Bartaman Patrika
গল্পের পাতা
 

 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি।

পর্ব ৯
ঈশ্বরচন্দ্রের পড়াশোনা আর সংসারযাপন বেশ পাকা পড়ুয়া এবং পাকা গিন্নির মতো চলতে লাগল। প্রথমে ভাই দীনবন্ধুকে তার পড়াশোনার জন্য কলকাতায় নিয়ে এলেন বাবা ঠাকুরদাস। তিনিও দাদার সঙ্গে পড়তে যান। বিদ্যাসাগরের পড়ার ভার বাড়ে আর সংসারের চাপও বাড়ে। তারপরে বাবার শাসন-পীড়নও। তবুও সিংহবাড়ির মানুষদের ভয়ে মারধর একটু কমেছে। ব্যাকরণ ক্লাসে পড়ার সময় মাস ছয়েক ইংরেজি শেখার ক্লাস করেছিলেন। তাতে ইংরেজির ভিত শক্ত করার মতো সময় পাননি। পরে অবশ্য নিজের চেষ্টায় ইংরেজিনবিশ হয়ে উঠেছিলেন।
ভাই দীনবন্ধু পড়াশোনায় তুখোড়। বুদ্ধিতে বুঝি দাদাকেও পার হয়ে যান। পরে তিনি ন্যায়রত্ন উপাধি পান। পাশ করে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করার পর স্কুলের ডেপুটি ইনস্পেক্টরের চাকরিও পান। একটা কবিতার বইও লিখেছিলেন। এর পরে পরে সংসার বাড়তে থাকে। ভাইরা একে একে কলকাতায় পড়তে আসেন। আগে দু’বেলায় রাঁধতে হতো ঈশ্বরকে। পড়ার চাপ বাড়াতে শুধু সকালের দিকের রান্নাবান্না করতেন। অফিস থেকে ফিরে রাত ন’টা নাগাদ রাতের রান্নার পাট নিয়েছিলেন ঠাকুরদাস। ছেলেদের মানুষ করার লক্ষ্যে এই বয়স্ক লোকটার চেষ্টার একটুও কমতি ছিল না।
পড়তে পড়তে বিয়ে হয়ে গিয়েছিল ঈশ্বরের। স্ত্রী দিনময়ী অবিশ্যি বীরসিংহাতেই থাকতেন। কলকাতায় আসেন বাদুড়বাগানে ঈশ্বরচন্দ্রের নিজের বাড়ি তৈরি হবার পর। সেটাই ভালো হয়েছিল, নইলে স্ত্রীর সামনে বাবার হাতে মার খেলে কোথায় যে সম্মান থাকত! ভারী চমৎকার হাতের লেখাটি রপ্ত করেছিলেন ঈশ্বর। বই কেনার পয়সা নেই, ভারী ভারী সংস্কৃত পুঁথি নিজের হাতে নকল করে নিতেন ঠিক আসল পুঁথির মতো। কলেজে যাওয়ার পথে বই খুলে রাস্তায় হাঁটতে হাঁটতে পড়তেন, ফেরার সময়ও তাই। একবার ল-কমিটির পরীক্ষা দেবেন ঠিক করলেন। দিনরাত ভুলে পড়া। বাবা রাতের খাবার খাইয়ে দিতেন রাত দশটার মধ্যে। তারপর দু’ঘণ্টা জেগে থাকতেন। দশটা থেকে বারোটা দু’ঘণ্টা মাত্র ঘুমের জন্য বরাদ্দ ঈশ্বরের। তারপরে বাবা শুতে যাবার আগে ঈশ্বরকে ঘুম থেকে তুলে দিতেন। রাত কাবার হয়ে যেত ঈশ্বরের পড়া চলত। ভোর হতেই সংসার পালন। ভারী অসুখে পড়লেন। রক্তাতিসারে তো একবার প্রাণ যায় যায়। কলকাতার ডাক্তাররা পারলেন না। গ্রামে গেলেন, সেখানে কোবরেজ মশায় পাতলা দইয়ের সঙ্গে গুল সিদ্ধ মিশিয়ে এমন ওষুধ বানিয়ে দিলেন যে রোগ পালিয়ে বাঁচে। এমন ওষুধ আমরা কখনও শুনিনি। ল’ কমিটির পরীক্ষার সময় বাবার কাছে অনুমতিতে ছ’মাস রান্না করা থেকে ছুটি পেয়েছিলেন।
ব্যাকরণ শ্রেণী থেকে সাহিত্য শ্রেণীতে উঠলেন। এখানে তিনি জলপানি পেলেন। বাবার মাইনে পাঁচ, ঈশ্বর বৃত্তি পান আট টাকা। শেষে বৃত্তির পরিমাণ আরও বেড়ে গেল। টাকার সিংহভাগ বাবাকে পাঠিয়ে দেন। বাবার ইচ্ছে সেই টাকাতে গ্রামে বাড়ি তৈরি করে টোল খুলে দেবেন— ঈশ্বর পড়া শেষ করে টোলে এসে ছাত্রদের পড়াবে— ঠাকুরদাসের বড্ড শখ। ছোট ঈশ্বরের চেয়ে বড় ঈশ্বর আড়ালে ভাবছেন— এই ছেলেটা বড় হয়ে মাটির পৃথিবীতে আরও বড় একটা ঈশ্বর হয়ে যাবে!
ঈশ্বর রান্না করেন খাটা-পায়খানা সংলগ্ন একটা রান্নাঘরে। ডাবা থেকে মলের পোকাগুলো কিলবিলিয়ে নেমে এসে খাবার জিনিসের দিকে এগয়— ঘটি ভর্তি জল নিয়ে ঈশ্বরচন্দ্র সেগুলোকে ঢেউয়ে সরিয়ে দেন। একবার তো বে-খেয়াল হয়ে তরকারি রাঁধতে গিয়ে একটা গোটা আরশোলা রেঁধে বসলেন। পাছে অন্যের পাতে পড়লে কী একটা অনর্থ বেঁধে যায়— তাই নিজেই আরশোলাটি তরকারির সঙ্গে ভাতে মেখে নিয়ে গপাৎ। কে জানে আরশোলা খেলে বিদ্যের জাহাজ হওয়া যায় কি না! কিন্তু একটা ব্যাপার মানতেই হবে, পড়াশোনায় তিনি এতখানাই ভালো ছিলেন যে, মাস্টারমশায়দের সঙ্গেও কঠিন কঠিন বিষয় নিয়ে তর্ক করতেন— তাও আবার সংস্কৃত ভাষায়। জয়নারায়ণ তর্কপঞ্চানন মশায় শুনে হতভম্ব হয়ে যেতেন। বলতেন, ‘আমরা এই বালককে কলেজের মহামূল্য অলঙ্কার-স্বরূপ জ্ঞান’ করে থাকি। সব ক্লাসের সব মাস্টারমশায়দের চোখের মণি ঈশ্বর— ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সাকিন বীরসিংহা। এদিকে, বাচস্পতি মাস্টারমশায় বিপত্নীক হয়েছেন এবং কিছুদিনের মধ্যে এক পরমাসুন্দরী বালিকাকে বিয়ে করে এনেছেন। একদিন ঈশ্বরকে ডেকে বললেন, একদিন আমার বাড়িতে গেলি না তোর নতুন মাকে দেখতে। ঈশ্বর গেলেন এবং দু’চোখ ফেটে জল এল তাঁর। একটা বয়স্ক মানুষ এই বালিকাকে বিয়ে করেছেন! সেই বুঝি বাল্যবিবাহের বিরুদ্ধে একটা ক্ষোভ বাসা বাঁধতে শুরু করেছিল।
বেশ ছিলেন নানা অসুবিধা সত্ত্বেও জগদ্দুর্লভ সিংহমশায়ের বাড়িতে। কিন্তু সিংহমশায়ের কোনও অন্যায় কাজের জন্য মাস ছয়েকের জন্য ওই বাড়ি ছেড়ে দিতে হয়। নতুন বাড়িতে ঈশ্বরের ভালো লাগে না। কিন্তু উপায় নেই। নতুন বাড়িতে এসে কিন্তু একটি সংস্কৃত কবিতা লিখে সর্বোৎকৃষ্ট বিবেচিত হওয়ায় একশো টাকার পুরস্কার পেলেন। এর অল্প দিন পরে তাঁর ছাত্রাবস্থাতেই তাঁর শিক্ষক হরিপ্রসাদ তর্কপঞ্চানন অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরচন্দ্রকেই কলেজের অধ্যক্ষ মশায় উপযুক্ত বিবেচনা করে দু’মাসের জন্য পড়াতে দিলেন। তার বিনিময়ে চল্লিশ টাকা পেলেন আর সেই টাকা বাবার হাতে তুলে দিয়ে বললেন, তুমি খুশিমতো তীর্থভ্রমণ করে এসো। হলই বা দু’মাসের, কিন্তু শিক্ষক বিদ্যাসাগরের জীবনের সূত্রপাত ঘটল। ক’জনের এই সুযোগ আসে আমরা জানি না। এরপরেই একের পর এক সুযোগ, সংঘাত এবং সেই এঁড়ে বাছুরটার একরোখা জীবন— সব মিলিয়ে ঈশ্বরচন্দ্রকে আমরা বিদ্যাসাগর হয়ে উঠতে দেখব।
(ক্রমশ)
অলঙ্করণ: সোমনাথ পাল 
26th  January, 2020
আজও তারা জ্বলে
পর্ব-১৩

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ জহর রায়- দ্বিতীয় কিস্তি। 
বিশদ

23rd  February, 2020
অথৈ সাগর
পর্ব- ১৩
বারিদবরণ ঘোষ

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

23rd  February, 2020
গায়ক চারা
সসীমকুমার বাড়ৈ

—স্যার, ও এসেছে।
—কে? মন্দার ফাইল থেকে মুখ তুলে জিজ্ঞেস করল।  বিশদ

23rd  February, 2020
আজও তারা জ্বলে
পর্ব-১২ 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ জহর রায়- প্রথম কিস্তি।
বিশদ

16th  February, 2020
অথৈ সাগর
পর্ব- ১২
বারিদবরণ ঘোষ

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

16th  February, 2020
একাকী ভোরের খোঁজে
কমলেশ রায়

দিন চলে যায় হিসেব মতন, ভোর-দুপুর-বিকেল। কেমন করে ভোর নামে আকাশের ঝাঁক তারা থেকে বা কোথাও অদৃশ্য জ্যোৎস্নায় উঁকিঝুঁকি দিয়ে বা ভোর বলে কিছু নেই। শুধুই দিন গুটোনো একটা অংশের নাম ভোর। গত চার-পাঁচ বছরে কিছুই জানে না দিব্যেন্দু। 
বিশদ

16th  February, 2020
 সোহিনী
আইভি চট্টোপাধ্যায়

এমারজেন্সির ডিউটি ডক্টর ফোন করেছিল, ‘ম্যাম, একবার আসতে হবে।’ এই মুশকিল। ওপিডি করে ওয়ার্ডে রাউন্ডে যাওয়ার কথা। এইসময় আবার এমারজেন্সি? কনসাল্টেশন রুমের বাইরেই অভীক। পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করা, সিরিয়াল নম্বর অনুযায়ী পেশেন্ট পাঠানো এসব ওর কাজ। অভীককে ডেকে নিল সোহিনী, ‘আর ক’জন আছে?’
বিশদ

09th  February, 2020
অথৈ সাগর
পর্ব- ১১
বারিদবরণ ঘোষ

 চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি।
বিশদ

09th  February, 2020
আজও তারা জ্বলে
পর্ব-১১

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ভানু বন্দ্যোপাধ্যায়- শেষ কিস্তি।
বিশদ

09th  February, 2020
আজও তারা জ্বলে 

পর্ব-১০

এছাড়াও বেশ কিছু ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের হাতাছাড়া হয়েছে। তারমধ্যে কয়েকটি মন্দ ভাগ্যের দরুন। যেমন— নীহাররঞ্জন গুপ্তর একটি গল্প নিয়ে ছবি করা তাঁর বহুদিনের ইচ্ছে ছিল। কিরীটী রায়ের ভূমিকায় প্রদীপ কুমার, নায়িকা সুচিত্রা সেন। ভানুর এই ছবি করা হয়নি। 
বিশদ

02nd  February, 2020
অথৈ সাগর
বারিদবরণ ঘোষ 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

02nd  February, 2020
নতুন মানুষ
বিভাসকুমার সরকার 

অনন্তরামের আজ বড় আনন্দ। কর্তামশাই আসছেন তার বাড়িতে। আবার একা নন, মেয়ে জামাই সুদ্ধ। সকাল থেকে তার ব্যস্ততার অন্ত নেই। এটা আনছে, ওটা সরাচ্ছে। তার সঙ্গে হাঁকডাক। পাড়ার লোকের চোখ ছানাবড়া। সাদাসিধা, শান্তশিষ্ট, লোকটার হল কী! 
বিশদ

02nd  February, 2020
 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ভানু বন্দ্যোপাধ্যায়- নবম কিস্তি। 
বিশদ

26th  January, 2020
দী পা ন্বি তা
বাণীব্রত চক্রবর্তী

পেছন থেকে কে যেন ডাকল। তার নাম ধরে নয়। সমরজিৎ স্পষ্ট শুনেছে, ‘মাস্টারমশাই! একটু থামবেন!’ অফিস থেকে ফিরছিল। বাস থেকে নেমে মিনিট দশেক হাঁটলে তাদের বাড়ি। চার মিনিট হাঁটার পর ডাকটা শুনতে পেয়েছিল। মাস্টারমশাই কেন! সে কলেজ স্ট্রিট পাড়ায় নিউ ওয়েভ পাবলিশিংয়ে কাজ করে। রবিবার সন্ধেবেলায় ময়ূরাক্ষী পল্লিতে দীপান্বিতাকে পড়াতে যায়। 
বিশদ

26th  January, 2020
একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে, সেগুলির কয়েকটির বাজার বন্ধকালীন দর। ...

বিএনএ, আসানসোল: বেসরকারি গ্যাস কোম্পানির নিরাপত্তারক্ষী ছাঁটাই নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে আসানসোলে। কোম্পানি থেকে ২৯জনকে ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীরা।   ...

 দুবাই, ২৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যর্থতার জেরে স্টিভ স্মিথের কাছে মসনদ খোয়ালেন বিরাট কোহলি। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক। তাঁর জায়গায় শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্মিথ। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা কর্পোরেশনের ভোটে ওয়ার্ড ভিত্তিক সমস্যা তুলে ধরতে নাগরিকদের কাছে বিশেষ সমীক্ষক টিম পাঠাচ্ছে বিজেপি। মহানগরের ১৪৪টি ওয়ার্ডের নিত্যদিনের সমস্যার চিত্র তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। ভোটের প্রচারে স্থানীয় স্তরে এই ইস্যুগুলিকে সামনে রেখে শাসক তৃণমূলকে বিঁধতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। কর্মক্ষেত্রে আজ শুভ। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। লটারি, শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২- ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম
১৯০৮- লেখিকা লীলা মজুমদারের জন্ম
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
১৯৩৬- চিত্র পরিচালক মনমোহন দেশাইয়ের জন্ম
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৯ টাকা ৭২.৫৯ টাকা
পাউন্ড ৯১.৫৯ টাকা ৯৪.৮৮ টাকা
ইউরো ৭৬.৪৯ টাকা ৭৯.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, (ফাল্গুন শুক্লপক্ষ) চতুর্থী অহোরাত্র। রেবতী ৪৭/৪০ রাত্রি ১/৮। সূ উ ৬/৪/১৪, অ ৫/৩৫/২, অমৃতযোগ রাত্রি ১/৫ গতে ৩/৩৫ বারবেলা ২/৪২ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৯ গতে ১/৩৫ মধ্যে। 
১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, চতুর্থী, রেবতী ৪২/২৩/২২ রাত্রি ১১/৪/৩৪। সূ উ ৬/৭/১৩, অ ৫/৩৪/৯। অমৃতযোগ দিবা ১/০ গতে ৩/২৮ মধ্যে। কালবেলা ২/৪২/২৫ গতে ৪/৮/১৭ মধ্যে। কালরাত্রি ১১/৫০/৪১ গতে ১/২৪/৪৯ মধ্যে। 
২ রজব 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: লটারি, শেয়ার ফাটকায় অর্থপ্রাপ্তির যোগ। বৃষ: বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮০২- ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম১৯০৮- লেখিকা লীলা মজুমদারের জন্ম১৯৩১- ...বিশদ

07:03:20 PM

এসএসকেএম থেকে ছাড়া পেল পোলবা দুর্ঘটনায় জখম দিব্যাংশ ভকত 

07:08:00 PM

দিল্লি হিংসার ঘটনায় দুটি সিট গঠন করল ক্রাইম ব্রাঞ্চ 

06:49:02 PM

১৪৩ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:08:26 PM

জলপাইগুড়িতে ২১০ কেজি গাঁজা সহ ধৃত ৩ 

03:39:45 PM