Bartaman Patrika
গল্পের পাতা
 

পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
গিরনারের অম্বাজি পর্ব-২২
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 

মরুভূমি ত্যাগ করে এবার যাওয়া যাক রৈবতক পর্বতে। এখানে বিরাজ করছেন অম্বাজি। সারা ভারতে, বিশেষ করে হিন্দিবলয়ে দেবী দুর্গা অম্বাজি নামেই প্রসিদ্ধ। অম্বিকা থেকে অম্বা, অম্বে, অম্বাজি। এর মধ্যে গুজরাত ও রাজস্থানের অম্বাজি তীর্থ মহিমায় অধিক মহিমান্বিত।
প্রথমে রৈবতকের কথা বলি। রৈবতক এখন গিরিনারায়ণ বা গিরনার নামে প্রসিদ্ধ। আমেদাবাদ থেকে ভেরাবলের (প্রভাস তীর্থ) পথে জুনাগড়ে এর অবস্থান। আমি অবশ্য প্রথম এখানে এসেছিলাম ওধা থেকে রাজকোট হয়ে জুনাগড়ে। গিরনারের পাদদেশে তখন ভবনাথের মেলা। শিবরাত্রির সময়। তাই গিরনারে উন্নতমানের সনাতন ধর্মশালা থাকা সত্ত্বেও আমি জুনাগড়েই স্টেশনের কাছে বালিয়া ধর্মশালায় রয়ে গেলাম।
সেদিনটা ধর্মশালায় থেকে পরদিন খুব সকালে রওনা দিলাম গিরনার পাহাড়ে অম্বাজি দর্শনে। সকাল সাতটায় যখন রওনা দিলাম, তখনও আকাশ অন্ধকার।
এক সময় পৌঁছলাম গিরনারে। উচ্চতা ৩ হাজার ৬৬৬ ফুট। ৭০ বর্গমাইল জুড়ে এর অবস্থান। এই পর্বতে মোট পাঁচটি শৃঙ্গ আছে। অম্বাজি, গোরক্ষনাথ, দত্তাত্রেয়, ওখাদ ও কালকা। এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হল গোরক্ষনাথ।
এই পর্বতে দেবী দুর্গা সর্বক্ষণের জন্য বিরাজ করছেন। তাই গিরনার পর্বতে অম্বাজি এক মহাতীর্থ। বছরের সব সময়েই এখানে যাত্রীর ঢল নামে। মেলার সময় তো কথাই নেই। দেবী অম্বিকা কেন এখানে সর্বক্ষণ বিরাজ করেন? কাহিনী এই রকম—
হর-পার্বতীর বিবাহের সময় নিমন্ত্রিত দেবতাদের আদর-আপ্যায়নের ভার পড়েছিল হিমালয়পুত্র গিরির ওপর। গিরির নিষ্ঠায় এবং আন্তরিকতায় দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং গিরিকে বর দিয়েছিলেন, আজ থেকে তুমি নারায়ণস্বরূপ হবে। শুধু তাই নয়, এখানে বসে তপস্যা করলে তপস্বীরাও সিদ্ধিলাভ করবে। সেই থেকেই এই পর্বতের নাম হয় গিরিনারায়ণ। সেকালে পর্বতের পাখা ছিল। তাই তারা ইচ্ছেমতো স্থানান্তরে গেলে বহু জনপদ নষ্ট হয়ে যেত। সে কারণে একবার দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে সব পাহাড়ের ডানা কেটে দিতে লাগলেন। গিরিনারায়ণ তখন ইন্দ্রের বজ্রের ভয়ে এইখানে এসে সমুদ্রের তলদেশে আত্মগোপন করে রইল। এদিকে গিরিকে দেখতে না পেয়ে পার্বতীর মন তো খারাপ হয়ে গেল খুব। ভাইয়ের শোকে তিনি দারুণ কান্নাকাটি শুরু করে দিলেন। অবশেষে শিব ও নারায়ণ পার্বতীর কান্না থামাবার জন্য চারদিকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে লাগলেন গিরিনারায়ণকে। কিন্তু অনেক খুঁজেও যখন তার কোনও সন্ধান পেলেন না, শিব তখন ধ্যানযোগে জানতে পারলেন গিরি সমুদ্রের তলদেশে আত্মগোপন করে আছে। জানতে পেরেই সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে সমুদ্রের ধারে এসে স্তব-স্তুতি করতে লাগলেন। দেবতাদের স্তবে সন্তুষ্ট হয়ে সমুদ্র বলল, ‘হে দেবগণ! আমি আপনাদের বন্দনায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখন বলুন আপনারা কী চান? দেবতারা বললেন, ‘আমরা জানতে পেরেছি গিরিনারায়ণ তোমার অথৈ জলে আত্মগোপন করে আছে। আমরা তাকে মুক্ত করতে এসেছি। তুমি যদি এখান থেকে পাঁচ যোজন দূরে সরে যাও তাহলেই গিরি মুক্ত হতে পারে। সমুদ্র তাই করল। দেবতাদের অনুরোধে পাঁচ যোজন পিছিয়ে গেল। ইন্দ্রও গিরিনারায়ণকে আশ্বস্ত করলেন ডানা কাটবেন না বলে। শুধু বললেন, ‘প্রলয়ের সময়ে আমি তোমাকে কাজে লাগাব।’ পার্বতী ভাইকে ফিরে পেয়ে খুশি হলেন খুব এবং সেই দিন থেকেই তিনি এই পর্বত শিখরে বসে ভাইকে রক্ষা করে চলেছেন। দেবগণ এই পর্বতে অম্বিকা বা অম্বাজিকে প্রতিষ্ঠা করলেন। তাই সদা জাগ্রত এই দেবীতীর্থে সবাই আসে মায়ের আশীর্বাদ নিতে।
পাহাড়ের নীচে ভৈরব ভবনাথকে দর্শন করে যখন পর্বতারোহণ শুরু করছি, তখন ভাবতেও পারিনি এই পাহাড়ে ওঠা কতখানি কষ্টের ব্যাপার। আগেই জেনেছিলাম গিরনারে ওঠার জন্য একটি কম দশ হাজার সিঁড়ি আছে। ওই একটি সিঁড়ি নির্মাণের সময় নানারকম বাধা-বিপত্তি ও অলৌকিক ঘটনা হওয়ায় ওটি আজও অসমাপ্ত আছে। এই পর্বতে আরোহণ করা খুবই কষ্টকর। একই দিনে ওঠা-নামায় অধিক পরিশ্রম হয় বলে অনেকে রাতে পাহাড়ে উঠে বিশ্রাম নেন এবং পরদিন সকালে নেমে আসেন।
গিরনার পাহাড়ে অম্বাজি দর্শনে যাওয়ার জন্য ডান্ডি, কান্ডি, ডুলি সবেরই ব্যবস্থা আছে। আমি কিন্তু কোনও কিছুর সাহায্য না নিয়েই পাহাড়ে উঠেছিলাম। শুধু আমি নই, দলে দলে যাত্রীরা দর্শনে চলেছে। ধ্যানগম্ভীর গিরনারের সোপান বেয়ে উঠতে উঠতে দম যেন বন্ধ হয়ে গেল। তবু মায়ের নাম করে বিশ্রাম নিতে নিতে উঠতেই লাগলাম।
এক সময় পাহাড়ের উপর এক মন্দিরময় স্থানে এসে পড়লাম। এখানে রাজা সাম্প্রতের তৈরি নেমিনাথের মন্দির আছে। সে যে কী অপূর্ব শিল্পকলার বিকাশ ঘটেছে সেখানে, তা বলে বোঝাবার নয়। পাশেই আছে ঋষভদেবের মন্দির। এরপর আমিজারা পার্শ্বনাথের মন্দির, তারপর কুমার পালের। এর পরের মন্দির রাজা সাম্প্রতের। এটি রণকদেবীমহল নামে পরিচিত।
এইসব দেখে আরও উচ্চস্থানে গোমুখী গঙ্গা নামে এক কুণ্ডে এসে পৌঁছলাম। অনেকে এখানে স্নান করে অম্বাজিকে দর্শন করেন। এখানে আছেন গঙ্গেশ্বর মহাদেব, গঙ্গাদেবী ও বটুকভৈরব। আর আছে বিভিন্ন দেবতার চব্বিশটি চরণচিহ্ন।
গোমুখ থেকে আরও একটু উচ্চস্থানে ওঠার পরেই এসে পৌঁছলাম অম্বাজিতে। অম্বাজির মন্দির দর্শন মাত্রেই যাত্রীরা ধ্বনি দিয়ে উঠল, ‘বোল্‌ অম্বেমাতা কি জয়। বোলো গিরনার বাবা কি জয়। বোল্‌ গুরু দত্তা জয়।’
যাত্রীদের ধ্বনিতে এবং পরিবেশের রমণীয়তায় আনন্দে ভরে উঠল মন, পূজাপ্রাঙ্গণ ঩থেকে ডালি নিয়ে লাইনে দাঁড়ালাম। বহু যাত্রীর ভিড় এখানে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে রক্তবস্ত্র পরিহিতা দেবীকে দর্শন করেই ভাবাবেগে আপ্লুত হলাম। দেবী দুর্গা যে পাষাণ প্রতিমা অম্বিকা মূর্তিতে আমার সম্মুখে বিরাজমান সে কথা স্মরণ হতেই নিজের মধ্যে নিজেকেই যেন হারিয়ে ফেললাম আমি।
(ক্রমশ)
অলংকরণ : সোমনাথ পাল 
04th  August, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়  

২৩

অপমৃত্যু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব একটা মতামত ছিল। পরিণত বয়সে তিনি এ সম্পর্কে তাঁর মতামত মংপুতে থাকাকালীন মৈত্রেয়ী দেবীর কাছে ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন,‘অপমৃত্যু সম্বন্ধে একটা কথা কি মনে হয় জানো, হঠাৎ যে বন্ধন ছিন্ন হয়, হয়তো তা সুসমঞ্জসভাবে ছিন্ন হয় না।  
বিশদ

11th  August, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
আরাসূরীর অম্বাজি, পর্ব-২৩
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়  

গিরনারের অম্বাজির পর আরাসূরীর অম্বাজিকেও দর্শন করে আসা যাক এবার। রাজস্থানের অর্বুদ শিখরে ৫২ সতীপীঠের অন্তর্গত দেবী অম্বাজি আছেন। অম্বাজিতে আমি আগেও গিয়েছি।  
বিশদ

11th  August, 2019
যে মেঘ গাভীর মতো চরে
সুতপা বসু 

বেডরুমের লাগোয়া বারান্দায় তখন সিদ্ধার্থ আর বারিষ বৃষ্টির ছাট নিয়ে খেলছে। সিদ্ধার্থ বললো,‘ওই ছড়াটা বল, মনে আছে?’ বারিষ বুঝল তার বাবাই কোন ছড়ার কথা বলছে। সে লাফাতে লাফাতে সুর করে বলল, ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান...’ 
বিশদ

04th  August, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায় 

২২

শ্যামলাল গঙ্গোপাধ্যায়। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের বাজার সরকার। মাসিক বেতন কুড়ি টাকা। ঠাকুর পরিবারের সঙ্গে তাঁর কেমন লতায়-পাতায় আত্মীয়তা ছিল বলেও শোনা যায়।  
বিশদ

04th  August, 2019

দারোগা চমকিতচরণ
 
রতনতনু ঘাটী


দরকার পড়লে দারোগাবাবুকে চোর খুঁজতেও বেরতে হয়। কিন্তু আজ তিন দিন হল উদ্ভুট্টিডিহি থানা এলাকায় এক আজব কাণ্ড ঘটেছে। বড় দারোগা চমকিতচরণ দত্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই থানা এলাকার দাগি চোরদের ধরে ধরে এনে থানায় পুরবেন।
বিশদ

28th  July, 2019
পুণ্যভূমির পুণ্য ধুলোয়
মরুতীর্থ ও ওশিয়াঁ
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

করাচি শহর থেকে ৩০০ কিমি দূরে লাসাবেলার বিস্তীর্ণ ও ভয়াবহ মরুভূমির বুকে হিঙ্গুলা নদীর তীরে যেমন হিংলাজ মাতার গুহা মন্দির, তেমনই রাজস্থানের থর মরুভূমির বুকে যোধপুর থেকে ৬৫ কিমি দূরে হল ওশিয়াঁ মাতার রম্য মন্দির। মরুভূমির বুকে মহাতীর্থ। মরুতীর্থ ওশিয়াঁ।
বিশদ

28th  July, 2019
 ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 ঘরে উপস্থিত সবাই বুঝতে পারলেন নিত্যরঞ্জন ঘোষের শরীরে কোনও অতৃপ্ত, ক্রুদ্ধ আত্মা ভর করেছেন। সেজবাতির আলোটা একটু বাড়িয়ে দিয়ে ডাক্তার রাজকৃষ্ণ মিত্র বললেন, হ্যাঁ, আমরা আপনার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি কে? আপনার নাম কী?
বিশদ

28th  July, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয়
মরুতীর্থের দেবী, পর্ব ২০
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

 আমার বারো বছর বয়সের সময় বাবা-মায়ের সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে দ্বারকা থেকে ফেরার পথে ভাটিয়া স্টেশনে নেমে সমুদ্রের খাড়ি পার হতে হয়েছিল। ওখান থেকে গন্তব্য ছিল সুদামাপুরী (পোরবন্দর)। পথে যেতে যেতে এক জায়গায় বাসযাত্রীরা সবাই নেমে পড়লেন এক জাগ্রতা দেবীকে দর্শন করবার জন্য।
বিশদ

21st  July, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 একদিন মিউগেন্স সাহেবকে বললাম, আমি বাড়িতে মাঝে মাঝে মিডিয়াম হয়ে ‘স্পিরিটের’ সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু খুব ভালো পারছি বলে মনে হচ্ছে না। মিউগেন্স সাহেবের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আবার বললাম, — অথচ বিলেতের কাগজে পড়েছি, এফিসিয়েন্ট মিডিয়ামের সাহায্যে তারা একান্ত আপনজনের স্পিরিট নিয়ে আসছে....
বিশদ

21st  July, 2019
এমনি বরষা ছিল সেদিন
ছন্দা বিশ্বাস

দশ দিন হতে চলল অর্ণব ঠাকুরপোকে পাওয়া যাচ্ছে না। অনিকেতের ছেলেবেলার বন্ধু অর্ণব। আমার বিয়ের পরে বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। তারপর বহুদিন আর দেখা হয়নি। মাঝখানে হঠাৎ একদিন এসেছিল আমাদের বাড়িতে। সেও বেশ কিছুদিন হতে চলল। অনিকেত শুনলাম থানায় একটা মিসিং ডায়েরি করেছে।
বিশদ

14th  July, 2019
পুণ্য ভূমির পুণ্য ধূলোয় 
গিরিতীর্থ হিংলাজ, পর্ব-১৯

 এবার গিরিতীর্থ হিংলাজে যাওয়া যাক। ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে গুজরাত প্রদেশে হিংলাজ মাতার মন্দির আছে। তবে সে সবের সন্ধান আমার জানা নেই। দৈবকৃপায় আমি যে দুটি স্থানে গিয়ে পড়েছিলাম তারই বর্ণনা দেব। বিশদ

14th  July, 2019
ছায়া আছে কায়া নেই
অপূর্ব চট্টোপাধ্যায়

 প্যারীচাঁদ মিত্র সেইসময় কলিকাতার বেঙ্গল লাইব্রেরির (বর্তমানে জাতীয় গ্রন্থাগার) সম্পাদক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি পরলোক চর্চা নিয়ে অতিশয় মেতে উঠলেন। লাইব্রেরির সংগ্রহশালায় থাকা পরলোকতত্ত্ব সম্বন্ধীয় বিভিন্ন পুস্তক ও প্রবন্ধাদি পাঠ করতে শুরু করলেন। বিশদ

14th  July, 2019
ছায়া আছে কায়া নেই

অপূর্ব চট্টোপাধ্যায়: জোড়াবাগান থানার বিপরীতে নিমতলার বিখ্যাত মিত্র বাড়ির এই দুপুরের সময়টা বউদের বড়ই ব্যস্ততার মধ্যে কাটে। এই বাড়ির প্রখ্যাত, রাশভারী শ্বশুরমশাই পুজো সেরে এখনই খেতে বসবেন।   বিশদ

07th  July, 2019
একনজরে
মালাপ্পুরম (কেরল), ১২ আগস্ট (পিটিআই): কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছিল। শুক্রবার বিকেলে এল বিপর্যয়। কেরলের পাহাড়ি এলাকা কোট্টাক্কুন্নুতে নামল বিরাট ধস। স্বামী সেই সময় বাড়ি ছিলেন না। দেড় বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন গীতু। হঠাৎ ধস। কাদা-পাথর ...

সৌম্যজিৎ সাহা, কলকাতা: এবার গ্রামাঞ্চলের ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবরেটরির পুরনো পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। নতুন যন্ত্রপাতি কেনা এবং পরিকাঠামো তৈরি করতে তারা অনুদান দেবে বলে ঠিক করেছে। ...

প্যারিস, ১২ আগস্ট: নেইমারের ভবিষ্যৎ কী? এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই প্রশ্নের উত্তর নেই। ধোঁয়াশা এখনও অব্যাহত। সবই নির্ভর করছে ‘যদি’ এবং ‘কিন্তু’র উপর। ...

মৃণালকান্তি দাস, ওয়াশিংটন, ১২ আগস্ট:জেট ল্যাগের ধাক্কা সামলে আমেরিকার মাটিতে পা দেওয়ার পর আপনার প্রথম কোন বিষয়টি ভালো লাগবে জানেন? সাধারণ আমেরিকানদের সৌজন্যবোধ এবং তাদের ফান লাভিং অ্যাটিচ্যুড। যেখানেই যান না কেন, আপনাকে কেউ না কেউ নিদেনপক্ষে ‘হাই’ বলবেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,
১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম,
১৯৩৩- অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম,
১৯৪৬- ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু,
১৯৬৩- অভিনেত্রী শ্রীদেবীর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,১৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,১৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৭২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  August, 2019

দিন পঞ্জিকা

২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/১৫ দিবা ১/৪৭। উত্তরাষাঢ়া অহোরাত্র। সূ উ ৫/১৬/২১, অ ৬/৭/৯, অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৭/৯ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/১৮ মধ্যে, বারবেলা ৬/৫২ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৪ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫৪ মধ্যে। 
২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/৩৩/১১ দিবা ১/৫২/৩৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/১৫/১৭, অ ৬/৯/২৫, অমৃতযোগ দিবা ৭/৫১ গতে ১০/২২ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩৪ মধ্যে ও ৩/২৪ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৬/৪০ মধ্যে ও ৮/৫৮ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩২ গতে ৩/৩ মধ্যে, বারবেলা ৬/৫২/৩ গতে ৮/২৮/৪৯ মধ্যে, কালবেলা ১/১৯/৭ গতে ২/৫৫/৫৩ মধ্যে, কালরাত্রি ৭/৩২/৩৯ গতে ৮/৫৫/৫৩ মধ্যে। 
মোসলেম: ১১ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। বৃষ: প্রেমে সার্থকতা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ...বিশদ

07:03:20 PM

অপসারিত নদীয়ার জেলাশাসক পবন কাদিয়ান 
এক ডব্লুবিসিএস অফিসারকে ফোন করে হুমকি দেওয়ায় অভিযুক্ত নদীয়ার জেলাশাসক ...বিশদ

05:30:59 PM

বিধানসভার স্ট্যাঠন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন 
বিধানসভার মৎস্যা বিষয়ক স্ট্যাকন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। ...বিশদ

05:13:35 PM

টালিগঞ্জ থানায় হামলার ঘটনায় আটক ৪

04:48:00 PM

২৪ তারিখ থেকে ৩ দিন হাওড়ার বঙ্কিম সেতুতে যান নিয়ন্ত্রণ 
মেরামতির জন্য ২৩ আগস্ট সকাল ছ’টা থেকে ২৫ আগস্ট রাত ...বিশদ

04:15:05 PM