Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

 টি ২০ নয়,
এটা টেস্ট ম্যাচ

পিজি হাসপাতালের লিভার সংক্রান্ত বিদ্যা হেপাটোলজি’র অধ্যাপক। পূর্ব ভারতের সরকারিভাবে লিভার ট্রান্সপ্লান্টেশনের অন্যতম উদ্যোগী মানুষ। পাশাপাশি করোনা মোকাবিলায় তৈরি রাজ্যের একাধিক শীর্ষ কমিটির সদস্য, কো-অর্ডিনেটর। একইসঙ্গে অনেকগুলি দায়িত্ব পালন করছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী। সাক্ষাৎকারে বিশ্বজিৎ দাস।

 এখন রাজ্য সরকারের করোনা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। এক্সপার্ট গ্রুপ এবং গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য। আপনাদের কাজ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন?
রাজ্য প্রথমে মনে করেছিল, করোনা মোকাবিলায় একটা মেডিক্যাল এক্সপার্ট গ্রুপ তৈরি করবে। সেজন্য প্রথম তৈরি হওয়া এক্সপার্ট গ্রুপে মূলত ছিলেন ডাক্তাররা। আদর্শ নিয়ম মেনে চিকিৎসা কীভাবে হবে, রোগীকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ক’টা কোভিড হাসপাতাল করতে হবে ইত্যাদি বিষয়ে সুপারিশ দিয়েছে সেই কমিটি। সরকার সেভাবে এগিয়েছে। এরই পাশাপাশি দেখা গেল, লকডাউন যেভাবে বাড়ছে, তাতে করোনার মোকাবিলার স্ট্যাটেজি শুধুমাত্র চিকিৎসার ভঙ্গিতে দেখা ঠিক হবে না। পাশাপাশি এটাও দেখতে হবে, সমাজের বৃহত্তর অংশের মানুষকে আরও ভালো রাখা যায়। তাই কমিটিতে মহামারীবিদ ও জনস্বাস্থ্যবিদদেরও রাখা দরকার, যাতে পরিকল্পনা আরও সুচারু, আঁটসাঁট হয়। বোঝাই যাচ্ছে, করোনা আগামীকালই চলে যাওয়ার নয়। কিছুদিন থাকবে। তাই মুখ্যমন্ত্রী মনে করলেন, আমরা কীভাবে মুক্ত মনে পৃথিবীর বিভিন্ন ধরনের ভাবনাকে একত্রিত করতে পারি। রূপ নিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড।
 সবার সঙ্গে যোগাযোগ হয়েছে? সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোলের প্রাক্তন শীর্ষকর্তা সহ...
হ্যাঁ। সবার সঙ্গে কথা হয়েছে। ওঁর সঙ্গে তো আমি নিজে কথা বলেছি।
 কীভাবে কাজ হবে?
ওঁদের থেকে আমরা ইনপুট নেব। জানতে চাইব, কীভাবে এগনো উচিত। কীভাবে মানুষকে ভালো রাখা যায়। দারিদ্র ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক হবে। কারণ, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আছেন।
 পরিস্থিতি দেখে কী মনে হচ্ছে?
বেশ কিছু রাজ্যের থেকে আমাদের পরিস্থিতি যথেষ্টই ভালো। যেমন, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ইত্যাদি। সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতি খুব জটিল নয়। তবে বিষয়টা মোটেই হালকাভাবে নিচ্ছি না আমরা। গুরুত্ব দেওয়া হয়েছে বলেই সব ধরনের বিশেষজ্ঞদের একই ছাতার তলায় আনা হয়েছে। তবে এক-দু’দিনে এই সমস্যা মিটবে না। এটা হল টেস্ট ম্যাচ। টি-২০ নয়।
 আরও একটু সুনির্দিষ্টভাবে বিষয়ে আসা যাক। ঠিক কী কী পরিকল্পনা আছে? কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ডাঃ সুকুমার মুখোপাধ্যায় বলেছিলেন, করোনা মোকাবিলার প্রধান অস্ত্র হল ট্র্যাকিং, ট্রেসিং, টেস্টিং এবং কোয়ারেন্টাইন।
হ্যাঁ। সেটা বাড়াতে হবে। করোনার ক্ষেত্রে এটা অনেকটা গভীর সমুদ্রে মাছ ধরার মতো খুব কঠিন কাজ। আমরা তাই যে যে জায়গায় সন্দেহ বেশি, সেখানে পরীক্ষার দিকে জোর দেব। র্যা পিড পরীক্ষার কিট এসে যাবে আগামী সপ্তাহে।
 তাই? কবে চালু করবেন?
অর্ডার দেওয়া হয়েছে। ওরা সাত-দশদিন সময় চেয়েছে। হয়তো আগামী সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে।
 কোথায় চালু করবেন, হটস্পটগুলিতে?
হ্যাঁ, হটস্পটগুলিতে চালু হবে। যাঁদের শ্বাসযন্ত্রের জটিল সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রেও করা হবে পরীক্ষা।
 কিন্তু করবেন কীভাবে? মানে হাসপাতালে থাকা রোগীদের উপর, নাকি তাঁদের সংস্পর্শে আসাদের উপর?
হুমম, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষেরও পরীক্ষা হবে।
 সব সেন্টার মেলালে তো ছয় হাজারের বেশি মানুষ আছেন। সবার উপর?
না, না, সবার উপর নয়। একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হবে। যাঁরা এক্সপোজড হয়েছেন, কোনও না কোনওভাবে পজিটিভ রোগীর কাছাকাছি এসেছেন, তাঁদের ক্ষেত্রে করা হবে।
 কারা করবেন পরীক্ষা? সরকারি হাসপাতাল নাকি সরকারি-বেসরকারি মিলিয়ে দু’ধরনের ক্ষেত্রই?
আইসিএমআর যেরকম ঠিক করে দেবে, আমরাও সেভাবে চলব। তবে বিস্তারিত আলোচিত হয়নি। সরকার করবে, এটা বলতে পারি।
 আপনাদের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের কত মানুষ ‘এক্সপোজড’ জায়গায় রয়েছে?
সেরকম কোনও হিসেব নেই। তবে বলা যায়, যাঁরা কোয়ারেন্টাইনে আছেন, কমবেশি ‘এক্সপোজড’। তবে গড় হিসেব করলে রাজ্যের যা জনসংখ্যা, সেই তুলনায় প্রচুর মানুষ যে এক্সপোজড—এমন নয়। আবার জনগোষ্ঠীর মধ্যে র্যা পিড পরীক্ষা শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। সবদিক দেখতে হবে। তাছাড়া র্যা পিড পরীক্ষা মানেই চূড়ান্ত নয়। স্ক্রিনিং বলা চলে। ফলস পজিটিভ, ফলস নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে ফের আরটিপিসিআর করতে হবে।
 ক’দিন আগে আমরা দেখলাম, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পরামর্শ দিলেন। ওঁর সঙ্গে কথা বলে কী মনে হচ্ছে?
ওঁর কথার মূল সুর যেটুকু বুঝেছি, সেটি হল গরিব মানুষকে এই সময় যে কোনও মূল্যে বাঁচাতে হবে।
 গ্রামেগঞ্জে কাজ করেছেন। নিজের জেলা বীরভূমে কাজ করেছেন। গ্রামীণ ডাক্তারদের প্রশিক্ষণ হোক বা লিভার ফাউন্ডেশন। আপনার কী মনে হয়, লকডাউন বাড়ানো উচিত?
খুব কঠিন প্রশ্ন। তবে আমার মনে হয়, দু’টি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। একটি হল পেটের জ্বালা, যা আছে এবং আরও আসতে চলেছে। অন্যটি হল ভাইরাসের চরিত্র। ‘খিদে’ আমাদের চোখের সামনে এসে পড়ছে প্রায়। তার সঙ্গে মানুষের ব্যবহার, শৃঙ্খলাবদ্ধ থাকার নজির ইত্যাদিও জড়িয়ে আছে। যদি এমন হয়, লকডাউন চালালাম, অথচ মানুষ খিদেতেই হোক বা শৃঙ্খলাহীনতার জন্যই হোক... মানল না, রাস্তায় আসতে শুরু করল, অথচ অর্থনীতি একেবারে তলানিতে চলে গেল, ওরকম লকডাউন রেখে কী লাভ? তার চেয়ে বরং মানুষকে ন্যূনতম কাজ চালানোর রসদ, খাবার দাবার যদি দেওয়া যায়...।
 মানে যেভাবে চলছে, তাই তো? বাজার খোলা রাখা! ওষুধের দোকান খোলা রাখা, মানুষ যাতে অত্যাবশ্যকীয় জিনিস পায়..
এবং পাশাপাশি যদি হটস্পটগুলি ঘিরে রাখা যায়।
 ন্যূনতম কারবার যদি না চলে, তাহলে গ্রামগঞ্জের অবস্থা..
ভয়ঙ্কর হয়ে যাবে। তখন কিন্তু মানুষ ভাইরাস বুঝবে না। তুই-আমি ভাইরাস বুঝি। খিদের জ্বালায় মানুষ ভাইরাস বুঝবে? যখন মানুষ খেতে পাবে না, রাস্তায় নেমে আসবে।
 মানে যেভাবে লকডাউন চলছে, সেভাবে চালু রাখার পক্ষেই আপনি?
না। একবারেই না। একেবারে পরিষ্কার এই ব্যাপারে। অবশ্য এটা একান্তই আমার মত। হটস্পট বেছে রাখো। জায়গাগুলি ঘিরে রাখো। ট্র্যাক কর, টেস্ট কর।
 কিন্তু, আমাদের দেশ, আমাদের রাজ্যের জনঘনত্ব ভাবুন। একবার ঢিলে দিলে মানুষ তো পিলপিল করে রাস্তায় নেমে আসতে পারে।
সবই মানছি। কিন্তু অর্থনৈতিকভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। ক্ষুধা সর্বগ্রাসী।
 মানে দুটির মধ্যে ভারসাম্য রেখে চলতে হবে?
একেবারেই। রোগ যাতে না ছড়ায়, আবার অন্যদিকে মানুষের পেটে যেন ভাত থাকে। ঘরে যেন আনাজপাতি থাকে, ওষুধ থাকে। স্টিমরোলার চালিয়ে কিছু হয় না।
 কত জায়গায় টেস্ট, কত জায়গায় কোভিড হাসপাতাল, সব পরিকল্পনাই তো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নিয়েছেন। তবে দেখুন, ডাক্তার-স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন!
যদি সংখ্যার কথা বলতে হয়, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কিন্তু প্রচুর পিপিই দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে সবাই সন্তুষ্ট। অনেকের অভিযোগ থাকতে পারে। কিন্তু এগুলি স্থানীয় স্তরে ঠিকমতো মিটলে সমস্যা থাকে না। ‘সিএম’ বলেছেন, বেশ কিছু জায়গায় যাচ্ছি সমস্যা মেটাতে।
 গত ক’বছর সরকারের সঙ্গে একাধিক বিষয়ে কাজ করেছেন। করছেনও। আবার আপনার একটি নিজস্ব সমাজ-গণ্ডী আছে। আগের অভিজিৎ চৌধুরী আর এখনকারের মধ্যে কোথাও তাঁদের মানাতে সমস্যা হয় না? দূরত্ব তৈরি হয় না? সামলান কীভাবে?
আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকি। যেটুকু দায়বদ্ধতা, সবই মানুষের কাছে। যখন মনে হয়, এই কাজটা করতে হবে, করি। যদি প্রতিকূলতা আসে, স্ত্রী-সন্তান সকলকেই বোঝানোর চেষ্টা করি, সেটাই করে এসেছি। এটাই আমার ব্যক্তিত্বের ধরন। এখন যেমন মনে হয়েছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য এই কাজগুলি করা দরকার। করছিও। মনে হয় না তাতে সমাজের বন্ধুরা অসন্তুষ্ট হবেন। আর এখন মানুষকে বাঁচাতে হবে। কে বাঁচাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ নয়।
 মুখ্যমন্ত্রী সম্প্রতি প্লাজমা থেরাপি চালুর কথা বলেছেন। নেচার-এ প্রকাশিত হয়েছেন এই থেরাপির ব্যাপক সম্ভাবনার কথা।
হ্যাঁ, আমরা চালু করছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি আর স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন মিলেমিশে কাজ করবে। সুস্থ রোগীদের প্লাজমা নিয়ে কাজ হবে। সমস্ত মান্যতা নিয়ে কাজ হবে।
 তার মানে পশ্চিমবঙ্গ প্লাজমা থেরাপি ব্যবহারের দিক থেকে প্রথম রাজ্য হতে চলেছে?
হ্যাঁ, বলতে পারিস।
 এবারের প্যানডেমিক কি অনেকগুলি শিক্ষা দিল না? এতদিন প্রথম বিশ্ব মনে করত, ভাইরাস ব্যাকটেরিয়া সবই তৃতীয় বিশ্বের সন্তান। আচ্ছা, এবার প্রথম বিশ্বের এত শোচনীয় অবস্থা কেন হল?
‘‘যারে তুমি নীচে ফেল, সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে’’। রবীন্দ্রনাথ সেই কবে বলে গিয়েছিলেন।
 মানে অতিরিক্ত আত্মবিশ্বাস?
একেবারেই। পা দিয়ে ঠেলতে গিয়েছে। ফল পেয়েছে।
 কী মনে হয়, এখানে লকডাউনের পর কী হবে?
সত্যি বলতে, ভাইরাসটা ঠিক কী, এখনও ঠিকমতো বুঝে উঠতে পারিনি। তাই এর ফলাফল কতটা সুদূরপ্রসারী হবে, বলা খুব কঠিন। তবে আশাবাদী, হয়তো এই পরিস্থিতি সামলে উঠব। সদর্থক ভাবতে হবে। তবে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
 শেষ প্রশ্ন, যাঁর সঙ্গে কাজ করছেন, তাঁর কোন কোন বিষয় আপনাকে মুগ্ধ বা উৎসাহিত করে? মুখ্যমন্ত্রীর কথা বলছি।
অক্লান্ত পরিশ্রম করতে পারার ক্ষমতা। তড়িৎগতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই দু’টিই সবচেয়ে বেশি মুগ্ধ করে। আর আমি আবেগপ্রবণ মানুষ। ওঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, উনিও যথেষ্ট আবেগের সঙ্গে, মন থেকে কাজ করেন। এটাই আরও উৎসাহিত করে।
12th  April, 2020
 লক্ষ্য লাদাখ

  ইতিহাসের পুনরাবৃত্তি...। দশকের পর দশক ধরে চলতে থাকা সীমান্ত টেনশন মাথাচাড়া দিয়েছে। ফের আগ্রাসী চীন। পিছু হটবে না ভারতও...। বিশদ

31st  May, 2020
লকডাউনের দিনগুলি
ডাঃ শ্যামল চক্রবর্তী

মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন গাইনি বাড়ির উল্টোদিকে কার্ডিওলজি বিল্ডিংয়ের সামনে। পাশে পুলিস কমিশনার। খবর পেয়ে দ্রুত ওখানে চলে এলেন হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ও ডেপুটি সুপার। মিটার দেড়েক দূরত্ব, করজোড়ে মুখ্যমন্ত্রী... ‘খুব ভালো কাজ করছেন আপনারা।
বিশদ

24th  May, 2020
করোনা কক্ষের ডায়েরি
ডাঃ চন্দ্রাশিস চক্রবর্তী

 গত ১০০ বছরে পৃথিবী এরকম মহামারী দেখেনি। শহরের প্রায় সমস্ত বড় হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগী ভর্তি। ফলে আউটডোর চলছে গুটিকয়েক রোগী নিয়ে, হাসপাতালের ক্যান্টিন বন্ধ, ভিতরের রাস্তাগুলো ফাঁকা, বাইরে গাড়ির লাইন নেই…।
বিশদ

24th  May, 2020
এয়ারলিফট 
সমৃদ্ধ দত্ত

একটা স্তব্ধতা তৈরি হল ঘরে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। এখন আর বেশি কর্মী নেই। অনেকেই বাড়ি চলে গিয়েছেন। তবু কিছু লাস্ট মিনিট আপডেট করার থাকে। তাই কয়েকজন এখনও রয়েছেন অফিসে। তাঁদেরও ফিরতে হবে।  
বিশদ

17th  May, 2020
রবির মানিক 

শ্রীকান্ত আচার্য: অতীতে কলকাতায় বরাবরই ঠাকুর পরিবার এবং রায়চৌধুরী পরিবার, সব দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ ছিল। তা সে জ্ঞানের পরিধি বলুন বা সাংস্কৃতিক পরিমণ্ডল—সব ক্ষেত্রেই এই দুই পরিবার উন্নত করেছে বাংলাকে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম ১৮৬৩ সালে।  
বিশদ

10th  May, 2020
অনুরাগের রবি ঠাকুর 

সন্দীপ রায়: বাবার কলাভবনে ভর্তি হওয়া থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সংযোগটা একরকম তৈরি হয়ে গিয়েছিল। যদিও আপনারা জানবেন, শৈশবে ওঁর মোটেই শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছে ছিল না। তবে হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু তাঁর অবশ্যই মন পরিবর্তন হয়েছিল। 
বিশদ

10th  May, 2020
‘ছবিটা ভাই ভালো হয়েছে। তবে
চলবে কি না, বলতে পারছি না!’ 

প্রশ্ন: ‘চারুলতা’-র জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন?
মাধবী: ছ’বছর বয়স থেকে কাজ করা শুরু করেছিলাম। তারপর নানা পথ পেরিয়ে প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে কাজ। ‘সাহসিকা’ বলে একটি ছবিতে হিরোইনের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলাম। 
বিশদ

10th  May, 2020
বন্ধু আমার...
দীপ্তি নাভাল

আমি হতবাক: আমি বাকরুদ্ধ। চিন্টুর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। তবে অসুস্থতার খবর আগেই পেয়েছিলাম। চিন্টুর মৃত্যুর আগের দিন ইরফানের খবরটা পাই। তখনই মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। এর পরপরই খবর আসে যে চিন্টু অসুস্থ। বিশদ

03rd  May, 2020
তোমার স্মৃতিতে...
অমিতাভ বচ্চন

দেওনার কটেজে প্রথম দেখেছিলাম চিন্টুকে। প্রচণ্ড হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণ। দু’চোখ ভরা দুষ্টুমি। দিনটা আমার কাছে সত্যি বিরল। কারণ, রাজ জি’র বাড়িতে আমন্ত্রণ পাওয়ার মতো সৌভাগ্য আমার তখন খুব একটা হতো না। তারপর থেকে আরও বেশি করে দেখতাম ওকে... আর কে স্টুডিওয়। 
বিশদ

03rd  May, 2020
বিদায়
তিগমাংশু ধুলিয়া

দীর্ঘ ৩৪ বছরের বন্ধুত্ব তাঁদের। ইরফান খানের সঙ্গে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক-অভিনেতা তিগমাংশু ধুলিয়ার পথ চলা শুরু ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’ র আঙিনা থেকে। এরপর তিগমাংশুর পরিচালনায় হাসিল, চরস, পান সিং তোমার, সাহেব বিবি অউর গ্যাংস্টার রিটার্নস ছাড়া একাধিক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন ইরফান।
বিশদ

03rd  May, 2020
প রি বা র...
সুতপা, বাবিল, অয়ন
সুতপা শিকদার

 পরিবারের পক্ষ থেকে লিখতে বসে একটাই প্রশ্ন বারবার মনে আসছে... কী করে লিখব? এটা কি শুধু আমার পরিবারের ক্ষতি? গোটা দুনিয়াকে দেখছি... সবাই যেন পাথর হয়ে গিয়েছে ও চলে যাওয়ার পর। বিশদ

03rd  May, 2020
অক্ষয় হোক এই তৃতীয়া!
সঞ্জীব চট্টোপাধ্যায়

 ভারতবর্ষ সেই দেশ, যে দেশের মানুষ সৃষ্টির আদিতে শুনেছিল স্রষ্টার কণ্ঠস্বর—তোমরা সবাই অমৃতের পুত্র। গড়ে উঠেছিল অপূর্ব এক শান্ত সভ্যতা। পেয়েছিল একটি ধর্ম, যার মূল কথা ছিল জীবনের চারটি স্তম্ভ— ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
বিশদ

26th  April, 2020
কেমন যাবে ১৪২৭
শ্রীশাণ্ডিল্য

  ১৪২৭ সালের সূচনাকালে রাশিচক্রে নবগ্রহের অবস্থান— রবি মেষে, শুক্র বৃষে, রাহু মিথুনে, চন্দ্র ও কেতু ধনুতে, মকরে বৃহস্পতি, শনি, মঙ্গল ও মীনে বুধ। তিথি— কৃষ্ণ সপ্তমী, শিবযোগ,ববকরণ পূর্বাষাঢ়া নক্ষত্র। মেষ থেকে লগ্ন আরম্ভ। বারোটি রাশির নতুন বছরের ভাগ্যবিচার। তাই ‘অন্নগতপ্রাণ’ মানুষের আর্থ-সামাজিক, পারিবারিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বকেই প্রাধান্য দেওয়া হল।
বিশদ

19th  April, 2020
সামাজিক দূরত্বই ওষুধ
ডাঃ দেবী শেঠি
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ

 ১৯১৮ সালে আমেরিকায় আঘাত হানল ভয়ঙ্কর স্প্যানিশ ফ্লু। ফিলাডেলফিয়া প্রদেশে প্রাণহানি হল হাজার হাজার মানুষের। অথচ, ওই একই মহামারীর প্রকোপে সেন্ট লুইস শহরে প্রাণহানি ঘটল ফিলাডেলফিয়ার তুলনায় অর্ধেক! কারণ ভয়ঙ্কর মহামারীর ওই আতঙ্কের আবহেও, ফিলাডেলফিয়ায় প্রথম বিশ্বযুদ্ধের সমর্থনে আয়োজিত হয়েছিল বিরাট জন সমাবেশের। বিশদ

12th  April, 2020
একনজরে
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বৃহস্পতিবার মালদহে তিনজনের মৃত্যু হল বজ্রপাতে। তাঁরা হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বিনু ওঁরাও (৫৫), সুলতান আহমেদ (২৩) ও মিঠু কর্মকার (৩৩)। বিনুর বাড়ি বাইশা গ্রামে। সুলতানের বাড়ি নারায়ণপুর গ্রামে ও মিঠুর বাড়ি দক্ষিণ ...

বেজিং, ৪ জুন (পিটিআই): চীনে একটি প্রাথমিক স্কুলে ছুরিকাহত হলেন পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুয়াংজি প্রদেশের ওঝাউ শহরের একটি সরকারি স্কুলে ওই ঘটনা ঘটেছে। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ আগস্ট ভারতে খুলছে ফিফার ট্রান্সফার উইন্ডো। আন্তঃরাজ্য ছাড়পত্রও শুরু হবে একই দিনে। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস এই কথা জানিয়ে বলেছেন, ‘৯ জুন ভারতে ফিফার আন্তর্জাতিক উইন্ডো খোলার কথা ছিল। ...

অলকাভ নিয়োগী, বর্ধমান: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে আচমকা লকডাউন শুরু হওয়ায় বিভিন্ন রা঩জ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষ আটকে পড়েছিলেন। এখন প্রতিদিন সেই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম

04th  June, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৪ টাকা ৭৬.৪৫ টাকা
পাউন্ড ৯৩.১৩ টাকা ৯৬.৪৪ টাকা
ইউরো ৮৩.২২ টাকা ৮৬.৩১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

দৃকসিদ্ধ: ২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ৪৯/২৮ রাত্রি ১২/৪২। অনুরাধা নক্ষত্র ২৯/৩১ অপঃ ৪/৪৪। সূর্যোদয় ৪/৫৫/১২, সূর্যাস্ত ৬/১৪/৩২। অমৃতযোগ দিবা ১২/১ গতে ২/১৪ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনক্ষ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৫ মধ্যে।
২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ১/১। অনুরাধা নক্ষত্র অপরাহ্ন ৫/১২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ১১/৩৬ মধ্যে কালরাত্রি ৮/৫৬ গতে ১০/১৬ মধ্যে।
১২ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: ব্যবসায় শুভ। মিথুন: কর্মে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব পরিবেশ দিবস১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু১৯৬১: ভারতের টেনিস ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:03:39 PM

করোনা: ইরানে একদিনে আক্রান্ত ২৮৮৬ জন
 

ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৮৬ জন। মৃত্যু ...বিশদ

05:40:15 PM

উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট ১৮ লক্ষ টাকা 
উত্তরপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট হল ১৮ লক্ষ টাকা। ...বিশদ

04:29:00 PM

দুর্যোগ নিয়েও রাজনীতি করা হচ্ছে: মমতা 

04:20:00 PM