যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
প্রিয়গোপাল বিষয়ী: কলকাতার আদি শাড়ি বিপণিগুলোর মধ্যে প্রিয়গোপাল বিষয়ী অন্যতম। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ি পাবেন এখানে। কর্ণধার সৌম্যজিৎ লাহা জানালেন, ‘শুধুই দামি প্রাদেশিক শাড়িই নয়, মধ্যবিত্তের পকেট বুঝে এবার পুজোয় শাড়ির পসরা সাজিয়েছে প্রিয়গোপাল বিষয়ী। যেমন, এখানে পাবেন নানা ফ্যান্সি শাড়ি, সেমি কাতান ও ফ্যান্সি রেপ্লিকা বালুচরি। যেগুলোর দাম শুরু ৭০০ টাকা থেকে।’ আবার ফ্যান্সি ন্যানো সিল্ক, ফ্যান্সি কাঞ্জিভরমের দাম শুরু ৯০০ টাকা থেকে। হ্যান্ডলুম খুঁজলে তাও পাবেন এখানে। দাম ঘোরাফেরা করবে ৭০০-৩০০০ টাকার মধ্যে। তাঁত, সফট ঢাকাই জামদানি পাবেন অন্তত ১২০০ টাকা বাজেট হলেই। পিওর সিল্কের উপর প্রিন্ট চাইলে বাজেট রাখুন ১৫০০ টাকা। তসর শুরু ৪৫০০ টাকা থেকে। বিভিন্ন শেডের হালকা নকশার বেনারসি চাইলে বাজেট রাখুন ৪০০০ টাকার আশপাশে। প্রিন্টেড তসর, হাতে বোনা কাজের তসর, মটকা, মসলিন, কাঞ্জিভরম, পূর্তাপূর্তি সিল্ক পাবেন এখানে। সাউথ সিল্কেও অনেক নতুন ডিজাইন এসেছে। মলমল বাটিক, অ্যাপ্লিক, অ্যাসিড পেন্টিং, পাবেন পকেটসই দামে। বর্ডারলেস কাঞ্জিভরমের দাম শুরু ৯০০০ টাকা থেকে। নানারকম কাঞ্জিভরম, বালুচরি, পৈঠানি, বেনারসি ও সিল্কের নানা ভ্যারাইটি এই বিভাগে পাবেন। দাম ঘোরাফেরা করবে ৬৫০০ থেকে ১,২০০০০ টাকা পর্যন্ত। রবিবার ও ছুটির দিনও খোলা থাকছে সবক’টি শোরুম।
ঠিকানা : ১১৩/১এ, রাসবিহারী অ্যাভিনিউ, কল-২৯,
৭০, পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট, কলকাতা-৭, মহাত্মা গান্ধী রোড, কলকাতা-৭ ও কাঁচরাপাড়া।
আদি অক্ষয় অ্যান্ড কোং: কলকাতার বুকে আর এক প্রাচীন বিপণি আদি অক্ষয় অ্যান্ড কোং। পুজোর শাড়ির বাজারে তাই এই প্রতিষ্ঠানও বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতের নানা প্রদেশের শাড়ির সঙ্গে বাংলার আদি শাড়ি সবই সমাদর পেয়েছে এদের সংগ্রহে। কর্ণধার সম্রাট বসাকের মতে, এবার পুজোয় কেনাকাটায় এখানে পাবেন মনের মতো অরগ্যাঞ্জা শাড়ি। দাম শুরু ২২০০ টাকা থেকে। তসর প্রিন্ট ও হাতে বোনা নকশার তসরও এখানে আকর্ষণীয়। ৪৫০০ টাকা থেকে শুরু তসর। তসর বেনারসি পাবেন ৬০০০-৭০০০ টাকা বাজেট থাকলে। পিওর কাঞ্জিভরমের দাম ১০,০০০ টাকা। বাজেট আর একটু কম হলে সাধারণ কাঞ্জিভরম পাবেন ৪০০০-৫০০০ টাকা রেঞ্জে। কাতান সিল্ক শুরু ২৫০০-৩০০০ টাকার মধ্যে। খাঁটি কাতান চাইলে বাজেট বেড়ে দাঁড়াবে প্রায় ১০,০০০ টাকা। পৈঠানি শুরু ১০,০০০ টাকা থেকে। ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জে পৈঠানি পাবেন। বালুচরির দাম শুরু ৮০০০ টাকা থেকে।
ঠিকানা: ৮৯ এম জি রোড, কলেজ স্ট্রিট, কলকাতা ৭
১৭০, এম জি রোড, বড়বাজার, কলকাতা ৭, ১১৭/এ, রাসবিহারী অ্যাভিনিউ, ডোভার টেরেস, বালিগঞ্জ, কল ২৯।
শ্রীনিকেতন: পুজোর সাজে জেলা ও কলকাতার বাজারে নিজেদের অভিনবত্ব প্রমাণ করেছে শ্রীনিকেতন। এবছর হ্যান্ডলুম, লিনেন ও সফট সিল্কের উপর জোর দিয়েছে এই প্রতিষ্ঠান। মধ্যবিত্তের পকেট বুঝে ৫০০ টাকায় ছিমছাম নকশার হ্যান্ডলুম শাড়ি, টাঙাইল, লিনেন ও সফট সিল্ক রয়েছে এখানে। খাদি সিল্ক, হাকোবা সিল্ক, রং কাট, তসর সিল্ক ও শিভোরি সিল্কের দাম শুরু ১২০০ টাকা থেকে। বোমকাই, কাঞ্জিভরম, পাটান পাটোলা, কলাক্ষেত্র, মালবেরির জন্য বাজেট রাখুন অন্তত ৩০০০ টাকা। ঢাকাই মসলিন পাবেন ৪০,০০০ টাকায়।
ঠিকানা: সোদপুর স্টেশন রোড, হাইল্যান্ড পার্ক ইএম বাইপাস, কাঁচড়াপাড়া কবিগুরু রবীন্দ্র পথ, গড়িয়াহাট জংশন হিন্দুস্থান রোড, বারাসত হরিতলা, শ্রীরামপুর এনএস অ্যাভিনিউ।