Bartaman Patrika
বিকিকিনি
 

তারকাদের কেনাকাটা 

চলছে আনলক-৩। শপিং মল, দোকানপাট খুলেছে। চলছে টুকটাক কেনাকাটা। আসুন জেনে নেওয়া যাক তারকাদের কেনাকাটার অভ্যেস কীরকম। তাঁরা কীভাবে কেনেন, কোথা থেকে কেনেন, কী কেনেন। খবর নিলেন স্বস্তিনাথ শাস্ত্রী।

অমিতকুমার
 আজকাল আর আমি কেনাকাটা সেভাবে করি না। তবে একসময় তো অবশ্যই করতাম। তবে সেটা ছিল মূলত জামাকাপড়, ফ্যাশন অ্যাকসেসরিজ, বেল্ট, ঘড়ি, সানগ্লাস, পারফিউম এইসব। আর কিনতাম গানের রেকর্ড, সিডি এইসব। বাড়ির রোজকার দরকারের জিনিসপত্র কোনও দিনই আমি কিনিনি। এখন আর জামাকাপড়ও নিজে কিনি না। ওটা আমার স্ত্রী রীমাই কেনেন। আমি বরাবরই খুবই ফ্যাশনেবল। তা আমার পছন্দ-অপছন্দগুলো রীমার জানা। একসময় হলুদ আমার খুবই পছন্দের রং ছিল। হলুদ রঙের জামা, পাঞ্জাবি পরতাম। কিন্তু পরে জানলাম, জ্যোতিষ শাস্ত্রমতে ওই রংটা আমার পক্ষে ভালো নয়। আমি আবার জ্যোতিষে বিশ্বাসী। তাই হলুদ রঙের কোনও কিছুই আজকাল আর পরা হয় না। নীল, সাদা এইসব রঙের জামাকাপড়ই পরি বেশি। তাছাড়া অন্যান্য হাল্কা রঙের জামাও পরি। জিনস পরি বেশি। এগুলো অনলাইন আর শপিং মল দু’জায়গা থেকেই কেনা হয়। মুম্বইয়ে লিভাইস, গুচ্চির শোরুম থেকে কেনা হয়। কলকাতায় গেলে সেখান থেকেও কেনাকাটা করা হয়। তবে কলকাতা থেকে কিনি মূলত পাঞ্জাবি আর পাজামা। আমি বাড়িতে পাঞ্জাবি পরতে পছন্দ করি। হালকা সুতির পাঞ্জাবি, কখনও হাফহাতা পাঞ্জাবিও পরি। তাছাড়া কারুকাজ করা একটু জমকালো পাঞ্জাবিও পরি। সেগুলো সব কলকাতার গড়িয়াহাট থেকে কেনে রীমা।
একটা জিনিস আমি এখনও সুযোগ পেলে কিনি, সেটা হল পারফিউম। বিদেশে শো করতে গেলে ডিউটি ফ্রি শপগুলো থেকে বাছাই করে পারফিউম কিনি। আমি দিনে দু’-তিনবার স্নান করি। প্রতিবারই আলাদা আলাদা পারফিউম লাগাই। এটা আমার শখ। তাছাড়া আমার নানা ধরনের ঘড়ির কালেকশন আছে। ঘড়ি পরতেও পছন্দ করি। কাজেই ঘড়ি কিনি। একসময় ব্লেজার কিনতাম খুব। তখন ফাংশনে ব্লেজার পরে যেতাম। ইদানীং আর ব্লেজার সেরকম পরা হয় না। তাই কিনিও না। আগে বেল্টও প্রচুর কেনা হতো। নানারকম বেল্টের কালেকশন আছে আমার। তাছাড়া কলকাতায় গেলে সেখান থেকে রীমার জন্য শাড়িও কেনা হয় অনেক। তাঁতের শাড়ি, ঢাকাই শাড়ি এইসব।

অরিন্দম গঙ্গোপাধ্যায়
 আমি ভাই বাজার করতে ভালোবাসি। সব্জি, মাছ, মাংস এসব। সেটা আমাদের পাড়ার মোড়ের বাজার থেকেই হোক বা শপিং মলের বাজার থেকে। আমি থাকি আনোয়ার শাহ কানেক্টরের ওপর সাঁপুইপাড়ায়। ওখানে রাস্তার ওপর একটা ছোট বাজার বসে। আমি সেখান থেকেই কেনাকাটা করি। সেখানে বিক্রেতাদের অনেকের সঙ্গেই আমার বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছে। আমি গেলে ওঁরা সেরা জিনিসটা বেছে দেন। তবে আমি আবার দরদাম করতে পারি না। ওঁরা যে দাম বলেন, তাই দিই। অনেক সময় সাউথ সিটি মলের স্পেনসার থেকেও বাজার করি।
জামাকাপড় আমি কিনি না। আমার স্ত্রী কেনেন। আমাকে যা কিনে দেন, আমি তাই পরি। আর একটা জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, সেটা হল বই। বইয়ের দোকানে ঢুকলে আমার আর বেরতে ইচ্ছে করে না। রাশি রাশি বইয়ের মাঝখানে বসে থেকে তার ঘ্রাণ নেওয়া, সে যে কী আনন্দের, আহা! কলেজ স্ট্রিটে গেলে তাই আমি পাগল হয়ে যাই। আমার লেখা একটা গল্পের বইও সম্প্রতি প্রকাশিত হয়েছে।
তবে জামাকাপড়ের ব্যাপারে আমার মতামত না থাকলেও জুতোর ব্যাপারে কিন্ত আমি খুব খুঁতখুঁতে। জানেন তো, পায়ের নার্ভে উল্টোপাল্টা প্রেশার পড়লে খুব ক্ষতি হতে পারে। তাই জুতোটা ভালো না হলে পরা ঠিক নয়। আমাকে সাড়ে তিনশো টাকা দামের জামা দিলেও আমি পরতে পারব। কিন্তু জুতোটা ঠিক না হলে পরব না। সেটা ব্র্যান্ডেড নাও হতে পারে কিন্তু কমফর্টেবল হওয়া চাই।

টোটা রায়চৌধুরী
 আমি অনলাইনে কেনাকাটা একদমই পছন্দ করি না। যা কিনি সব দোকান থেকে। কারণ, কেনাকাটা মানে আমার কাছে শুধু টাকার লেনদেন না, একটা সম্পর্ক স্থাপন করা। কিনতে গিয়ে আর একটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্কও তৈরি হয়ে যায়। তাই একই দোকানে আমরা বারবার যাই। সেটা শুধু ভালো জিনিসের টানে না, সম্পর্কের টানেও। অনলাইন হল একটা ফেসলেস অর্থাৎ মুখাবয়বহীন একটা বাজার। আর দোকানে বা শোরুমে গেলে পাঁচটা মানুষকে দেখা যায়, তাঁদের সঙ্গে কথা বলা যায়। চেনা দোকান হলে দু’টো সুখ-দুঃখের কথা বলা যায়। সেটা ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হোক বা রাজনীতি। তাই দোকান থেকে কেনাই আমার পছন্দ। সিনেমায় নামার আগে তো পাড়ার বাজারে বাজারও করতাম।
ইদানীং বাজার আর করা হয় না। তবে শপিং মল কিংবা বড় দোকান থেকে কেনাকাটা তো হয়ই। হাতিবাগানেও বহুদিন যাই না। তবে নিউ মার্কেট থেকে কেনাকাটা করি। একসময় ফ্রি স্কুল স্ট্রিট থেকে কিনতাম। এখনও মাঝে মাঝে যাই। বই কিনতে হলে পার্ক স্ট্রিটে অক্সফোর্ড কিংবা ল্যান্ডমার্কে যাই। বাংলা বই কিনতে হলে কলেজ স্ট্রিটে যাই। তবে সবসময় ওখানে যাওয়া হয়ে ওঠে না। আমার কাজের ছেলেটিকে লিস্ট ধরিয়ে দিলে ও-ই নিয়ে আসে।
ব্র্যান্ডের কথায় যদি আসি, তবে আমি বলব হ্যাঁ, আমি ব্র্যান্ডে বিশ্বাস করি। কিন্তু ব্র্যান্ড তো দু’ধরনের হয়, ভ্যালু ব্র্যান্ড আর অ্যাসপিরেশন ব্র্যান্ড। ভ্যালু ব্র্যান্ড হল সেটা, যার ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আর অ্যাসপিরেশন ব্র্যান্ড হল দেখনদারি। অর্থাৎ যেটা কিনে আমি পাঁচজনকে ডেকে দেখাব, দেখ আমি কত বড় হনু হলাম। এই অ্যাসপিরেশন ব্র্যান্ডে আমার বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি ভ্যালু ব্র্যান্ডে। আবার অনেক সময় দেখেছি, ব্র্যান্ডেড নয় এমন জিনিসও ভীষণ ভালো সার্ভিস দিয়েছে।
বিদেশে গেলে আমি সেখানকার রেয়ার বই কিনি, সেখানকার বৈশিষ্ট্য আছে এমন জিনিসপত্র, খাবারদাবার কিনি। তাছাড়া আমার শখ হল নানা দেশের ইন্সট্যান্ট কফি আর বিস্কুট সংগ্রহ করা। সেসবও কিনি। তবে তার বেশি কিছু নয়।

অপরাজিতা আঢ্য
 কেনাকাটা করতে আমি খুবই ভালোবাসি। আর কেনাকাটা যদি দোকানে ঢুকে না করলাম তবে মজা কোথায়! তবে হ্যাঁ, আমি ওই একশোটা জিনিস দেখে, বেছে একটাও নিলাম না, চলে গেলাম আর একটা দোকানে— এটা করি না। আমার পছন্দের জিনিস পেয়ে গেলেই হল। অযথা ঘাঁটা আমার পছন্দ হয় না। আর কেনাকাটার জন্য গড়িয়াহাট হল আদর্শ। এই তো সেদিন প্রিয়গোপাল বিষয়ী, শ্রীনিকেতন সব দোকান থেকে ঘুরে ঘুরে শাড়ি কিনলাম। তবে ইদানীং দোকানে দোকানে ঘুরে কেনায় সমস্যা হচ্ছে। অনেক সময় সাউথ সিটি থেকেও কিনি। যখন আমি নিজে যেতে পারি না, তখন আমার ননদরা বেহালা বাজার থেকেও কেনাকাটা করে আনেন। আর বাড়ির পুরুষদের জামাকাপড় কেনার ভারও আমার ওপর। ওঁরা নিজেরা নড়ে কিনবেন না। কাজেই আমাকেই দায়িত্ব নিতে হয়। ছেলেদের টি-শার্ট, জিনস এসবের জন্য আমি একটু ভালো ব্র্যান্ড দেখেই কিনি। তবে নিজের জামাকাপড়ের জন্য আমার ব্র্যান্ড লাগে না। আমি বেছে টেকসই জিনিস কিনি। অনেক সময় কাপড় কিনে আমার পরিচিত দর্জির কাছ থেকে সেলাই করেও নিই। আমরা সাধারণ মানুষ, অত ব্র্যান্ড ব্র্যান্ড করে কী হবে? আমার বাড়ির মুদিখানার জিনিসও কিন্তু পাড়ার দোকান থেকেই আসে। তবে অনেক সময় কিছু বিশেষ স্যস বা অন্য ঩কিছু সেখানে পাওয়া যায় না। তখন স্পেনসার্সে ছুটতে হয়।
বছর দশেক আগেও আমি নিজে লেক মার্কেট কিংবা গড়িয়াহাট বাজার থেকে মাছটাছ কিনতাম। কিন্তু এখন কী হয়, আমি গেলেই এমন একটা হুড়োহুড়ি পড়ে যায় যে মাছ কেনা মাথায় উঠে যায়। তাই ও পাটটা আমার স্বামীই সামলান। আগে শ্বশুর করতেন, এখন আর পারেন না। আর অনলাইনে আমি কিনি, কিন্তু যেগুলো দোকানে পাই না সেগুলোই। অনলাইনে আবার বিপদও আছে। এই তো সেলাই করব বলে কতগুলো সেলাইয়ের সরঞ্জাম অর্ডার দিলাম আর দিয়ে গেল শুধু সূচ। সে আবার ফেরত পাঠালাম। কাজেই নিতান্ত দায়ে না পড়লে আমি অনলাইনে কিনি না।
সল্টলেকে ডিজিটাল গণেশ পুজো 

করোনা সংক্রমণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে পুজোকে সার্বিক রূপকে দেওয়া যায়, তা নিয়ে চলছে নিত্য পরীক্ষা-নিরীক্ষা। বিশদ

দুঃসময়ের দিনলিপি 

সাতাশির দোরগোড়ায় দাঁড়িয়ে যে সাহিত্যিক করোনা সংক্রমণজনিত নিভৃতবাসের প্রথম মাসেই এমন গবেষণাধর্মী একটি গ্রন্থ অনায়াসে লিখে ফেলতে পারেন, তাঁকে ‘তরুণ’ তকমা দিতেই হয়।  বিশদ

পরিবেশবান্ধব ফ্যাশনেবল ঘড়ি 

সম্প্রতি ‘ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে’ উপলক্ষে টাইটান কোম্পানি লিমিটেড ‘অ্যান ক্লেন’ নামে একটি ফ্যাশনেবল ঘড়ির কালেকশন ভারতের বাজারে নিয়ে এসেছে।   বিশদ

রেমন্ড-এর হুইলস অব ফ্রিডম কালেকশন  

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যতম পোশাক প্রস্তুতকারী সংস্থা রেমন্ড ‘হুইলস অব ফ্রিডম’ নামে একটি বিশেষ খাদির কালেকশন নিয়ে এসেছে।   বিশদ

লিঙ্ক পেনটোনিক কোভিড-১৯ কিলার 

করোনা ভাইরাসকে এড়াতে লিঙ্ক পেন অ্যান্ড প্লাস্টিক লিমিটেড একটি বিশেষ প্রযুক্তির স্টেরিলাইজড মার্কার পেন তৈরি করেছে। পেনটির নাম লিঙ্ক পেনটোনিক কোভিড-১৯ কিলার।   বিশদ

মেট্রো ডেয়ারির জিভে জল আনা দই 

মেট্রো ডেয়ারি নিয়ে এসেছে জিভে জল আনা স্বাদের জমাট বাঁধা দইয়ের সম্ভার।  বিশদ

থমসনের অ্যান্ড্রয়েড টিভি 

সম্প্রতি গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে উচ্চ প্রযুক্তির অ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছে থমসন। ৯এ, ৯আর এবং ওথ প্রো— এই তিনটি সিরিজে টিভিগুলি পাওয়া যাবে।  বিশদ

বাড়িতে বসে পাঁচ তারার খাবার 

এবার ফোনে অর্ডার করলেই বাড়িতে বসে পাঁচতারা হোটেলের লোভনীয় স্বাদের খাবার পাওয়া যাবে।  বিশদ

তানিষ্ক মিয়া’র লিল জয়েস সেল 

দেশের অন্যতম সেরা জুয়েলারি সংস্থা তানিষ্কের মিয়া ব্র্যান্ড তাদের এক্সক্লুসিভ কালেকশনের ওপর বিশেষ সেল শুরু করেছে। নাম দেওয়া হয়েছে ‘লিল জয়েস সেল’।  বিশদ

অনলাইনে কোথায় কী?

লকডাউন ও আনলকের এক মিশ্র সময়ে দঁড়িয়ে আমরা। চেনা ছন্দ এখনও ফেরেনি জীবনে। স্ট্রেস ভুলতে বেকিংয়ে মন অনেকেরই। তাই এমন কিছু উপকরণের হদিশ রইল, যা কম পরিচিত হলেও বেকিংয়ে ভীষণ কাজে আসে।  বিশদ

টু ক রো খ ব র 

প্রগতি এডিবল প্রসেসিং প্রাইভেট লিমিটেড চাল উৎপাদনে অগ্রণী সংস্থারগুলির মধ্যে অন্যতম। খড়্গপুরে ২০১১ সালে প্রথম চাল উৎপাদন শুরু হয়। মিনিকিট, বাঁশকাঠি, রেগুলার বাঁশকাঠি রাইস, স্পেশাল বাঁশকাঠি, আই আর ১০১০, ঝাটি শঙ্কর, সোন্না মাসুরি, জিরা, স্বর্ণ প্রভৃতি চাল উৎপাদন করে সংস্থাটি।   বিশদ

01st  August, 2020
অনলাইনে কোথায় কী? 

ভাই-বোনের স্মৃতি কোথাও বিক্রি হয় না। তবে রাখি বা ভাইফোঁটার মতো অনুষ্ঠান সামনে এলে উপহারই হয়ে ওঠে সেই সব স্মৃতির সাক্ষী। সামনেই রাখি। ভাই-বোনের জন্য উপহারের সুলুকসন্ধান জানতে হবে বইকি! রইল হদিশ। 
বিশদ

01st  August, 2020
বাদল দিনে জুতোর বাহার 

প্রায় ১৫ হাজার বছর আগে স্পেনের গুহায় কিছু গুহাচিত্রের সন্ধান মেলে। জুতোর প্রথম হদিশ সেখানেই পাওয়া যায় বলে মত ঐতিহাসিকদের। তবে ঋতুভেদে, স্থান-কাল-পাত্র বদলে গেলে যে জুতোও বদলে যায় তা তখন গুহামানবরা বুঝতেন না।
বিশদ

01st  August, 2020
ফাস্ট ট্র্যাকের মাস্ক 

সম্প্রতি ফাস্ট ট্র্যাক একটি উন্নতমানের সুপার শিল্ড মাস্ক বাজারে এনেছে। সুপার ব্রেথেবল ফ্যাব্রিকে তৈরি এই মাস্কে রয়েছে চারটি লেয়ার। দীর্ঘক্ষণ পরে থাকলেও যাতে কষ্ট না হয়, তার জন্য নরম ইলাস্টিক ব্যবহার করা হয়েছে। ড্রপলেট এবং ব্যাকটেরিয়াকে আটকাতে সক্ষম এই মাস্ক দেখতেও খুব সুন্দর।  বিশদ

25th  July, 2020
একনজরে
  বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) হাতে পাওয়ার পরেই ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া শুরু করে দিল আইপিএলের দলগুলি। ...

কাছারি বাজারের কাপড়পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনায় মোট ৭ কোটি ৮৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন ব্যবসায়ীরা। ...

 অযোধ্যায় রামমন্দিরের জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হতো, তাহলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে যেতাম না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য ঘিরেই বিতর্ক ছড়িয়েছে। ...

করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পর খড়্গপুর রেল হাসপাতালের এক চিকিৎসক ফের করোনায় আক্রান্ত হলেন।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে। হিসেব করে চললে তেমন আর্থিক সমস্যায় পড়তে হবে না। ব্যবসায় উন্নতি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম
১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম
১৯৭৫: গীতিকার ও কবি প্রণব রায়ের মৃত্যু
১৯৭৭: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৮১- সুইস টেনিস খেলোয়ান রজার ফেডরারের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৬ টাকা ৭৬.৮৮ টাকা
পাউন্ড ৯৫.৮৩ টাকা ১০০.৯৯ টাকা
ইউরো ৮৬.৪৮ টাকা ৯১.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৬,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৪,০৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৪,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৫,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৫,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী ৫৭/৪১ রাত্রি ৪/১৯। উত্তরভাদ্রপদনক্ষত্র ২৭/২৩ অপঃ ৪/১২। সূর্যোদয় ৫/১৪/৩৫, সূর্যাস্ত ৬/৯/৫১। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৯ মধ্যে। রাত্রি ৮/২৩ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৪৫। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১৯ গতে ২/৫৬ মধ্যে পুনঃ ৪/৩৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।।
২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী রাত্রি ২/৩২। উত্তরভাদ্রপদনক্ষত্র দিবা ৩/৪৯। সূর্যোদয় ৫/১৪, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৯/২০ গতে ১০/৩৪ মধ্যে ও ১২/৩ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/২০ গতে ২/৫৮ মধ্যে ও ৪/৩৫ গতে ৬/১৩ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৪ মধ্যে।
১৭ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: ব্যবসায় উন্নতি হবে। বৃষ: কাজে বিশেষ সাফল্য। মিথুন: কর্মে একাধিক ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম১৯৭৫: গীতিকার ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল
রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট ২০০৫ ...বিশদ

09:06:41 PM

কাজিরাঙ্গায় শিকারির গুলিতে মৃত গণ্ডার 
অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে আজ সকালে একটি মৃত গণ্ডার উদ্ধার করা ...বিশদ

04:35:00 PM

গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন 
 গুজরাতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগল। আজ শনিবার ঘটনাটি ...বিশদ

03:59:00 PM

কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রী হাসপাতাল থেকে মুক্ত 
কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ...বিশদ

03:45:00 PM